বাকেরগঞ্জে করোনা সন্দেহে একজনকে বরিশাল শেবাচিমে প্রেরণ, ৪ বাড়ি লকডাউন

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের একজন রোগী করোনায় আক্রান্ত হয়েছে সন্দেহে নমুনা সংগ্রহ করে আজ মঙ্গলবার বেলা ১২ টায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থ আমেনা বেগম পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ রেজওয়ানুর আলম সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের যেকটি লক্ষন রয়েছে, তার সবকটিই তার মধ্যে রয়েছে। যেমন সার্দি-কাঁশি,গলা ব্যাথা, পুরো শরীর ব্যাথা, স্বাসকষ্ট। প্রাথমিকভাবে তার মুখের লালা নমুনা সংগ্রহ করে তাকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অসুস্থ আমেনা বেগম উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক খলিফার স্ত্রী। তিনি পেশায় একজন গৃহিণী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, রঘুনাথপুর গ্রামের আমেনা বেগম নামে এক গৃহিণী করোনায় আক্রান্ত হয়েছেন সন্দেহে চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এমনকি এলাকার মানুষের নিরাপত্তার জন্য অসুস্থ আমেনার বাড়িসহ আশেপাশের ৪টি বাড়ি লক ডাউন করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *