ত্রাণ শেষ হয়ে গেলে নতুন করে আবার বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দেওয়া হবে- এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন নিম্ন আয়ের অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিয়ে ঘরে থাকার শপথ পড়িয়েছেন। এসময় তাদের উদ্দেশ্যে এমপি শাওন বলেন, ত্রাণ শেষ হয়ে গেলে নতুন করে আবার বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দেওয়া হবে। কিন্তু কেউ যেন ঘরের বাইরে বের না হয় তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, করোনা ভাইরাস এতটাই ভয়াবহ যে একজন আক্রান্ত হলে পুরো বাড়ি বা এলাকা আক্রান্ত হতে পারে। আমাদের বাঁচতে হলে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে।
সোমবার লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সামাজিক দূরুত্ব বজায় রেখে ব্যক্তিগত উদ্যোগে ভোলা- ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজু তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য মো. মনির হাওলাদার প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *