করোনা সারবে উঁকুন নাশক ওষুধে

অনলাইন ডেস্ক:
প্রাণঘাতী করোনার ভয়াল আঘাতে মৃত্যুপুরী হয়ে উঠছে বিশ্বের একের পর এক দেশ। এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৬১ হাজার। আক্রান্ত প্রায় ১২ লাখ। করোনা যেন ভেঙেচুরে তছনছ করে দিচ্ছে পৃথিবী। একে রুখার উপায় অজানা। কার্যকর কোন প্রতিষেধক নেই। তাই আপাতত কিভাবে এটার সংক্রমণ রুখা যায় সেটার সন্ধান করতেই ব্যস্ত ডাক্তাররা। বিভিন্ন রকম ওষুধ দিয়ে ঠেকানোর চেষ্টা চলছে।

একটি গবেষণায় দেখা গেছে, উঁকুন নাশক একটি ওষুধ করোনভাইরাসকে আটকে দিতে কাজ করছে। এটা খুবই চমৎকার হবে যদি সত্যিই এটা করোনার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ অর্গানাইজেশন এই নাশক দিয়ে করোনা মোকাবেলার উপায় খুঁজছেন। ওষুধটি মূলত উঁকুন নাশক হিসাবে ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়ায় গবেষকরাও বিশ্বাস করেন যে এটি কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর হতে পারে।

পরীক্ষায় দেখা গেছে উঁকুন নাশকটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভাইরাসটির মাত্রা ৯৯ দশমিক ৮ শতাংশ পর্যন্ত ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং এটি তিনদিন পরে ভাইরাসটি সম্পূর্ণরূপে নির্মূল করতে পরেছে।

সূত্র- ডেইলি মেইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *