বরিশালে সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার পাশাপাশি আওতামুক্ত থাকবে যে সকল প্রতিষ্ঠান

মোঃ শাহাজাদা হীরা: 
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো পৃথিবী। করোনা আক্রান্ত বন্ধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। তারি ধারাবাহিকতায় জেলা প্রশাসন বরিশাল থেকে নেয়া হয়েছে নানা মুখি কর্মসূচি।

আজ জেলা প্রশাসক বরিশালের পক্ষ থেকে এসেছে গণবিজ্ঞপ্তি এতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশে সংক্রামক ব্যধি করোনা ভাইরাস (Covid-19) এর প্রাদুর্ভাব দেখায় সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার পাশাপাশি প্রদত্ত নিম্নবর্ণিত নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

#সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, দোকান খোলা থাকবে।

#সকল গার্মেন্টস ও অন্যান্য শিল্প-কারখানা নিজস্ব উদ্যোগে কার্যক্রম চালু রাখতে পারবে। চালু রাখার জন্য যেকোনো ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

#নিত্যপ্রয়োজনীয় ও রপ্তানি পণ্যবাহী যানবাহন চলাচল করবে এবং বন্দরের কার্যক্রম চালু থাকবে।

#ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক প্রভৃতির কার্যক্রম চলমান থাকবে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *