ঝালকাঠির লাশকাটা ঘরটি সরানোর দাবী এলাকাবাসীর

আরিফুর রহমান আরিফ ॥ আশির দশকে ঝালকাঠি চাদকাঠি ব্রা মোড় এলাকায় স্থাপন করা হয়েছিলো লাশকাটা ঘর। তখন ঐ স্থানটি ছিলো বেশ শুনশান নির্জন। সময় পরিবর্তনের সাথে সাথে এলাকাটি এখন ঘন বসতিতে রুপ নিয়েছে। গড়ে উঠেছে বহুতল অট্টালিকা। ঝালকাঠি সদর হাসপাতালে লাশ পোষ্টমর্টেম করার জন্য নির্ধারিত কক্ষ থাকলেও তা ব্যাবহার হয়নি কখনো। বর্তমানে সেই কক্ষে হাসপাতালের এক কর্মচারী বসবাস করেন। বর্তমান লাশকাটা ঘরটির সামনে থেকে বাচ্চারা স্কুলে যেতে ভয় পায় বলে জানিয়েছেন অভিভাবকরা। এলাকাবাসী জানান সন্ধ্যার পর ঐ এলাকায় কোন রিক্স্রা বা অটো যেতে চায় না। ওখানকার বাড়ি মালিকরা জানিয়েছেন তারা ঠিকমতো ভাড়াটিয়াও পাচ্ছে না। সরজমিনে গিয়ে দেখা গেছে, মর্গের পিছনের গেটেই রয়েছে গুরুধাম খাল। সেখানে লাশের পরিত্যাক্ত অংশ এবং রক্ত ফেলা হয়। যা থেকে দুষিত হচ্ছে পরিবেশ। নষ্ট হচ্ছে খালের পানি। স্থানীয় বাসিন্দা ঝালকাঠি সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার একান্ত সাক্ষাতকারে বলেন, সন্ধ্যায় কোন লাশ আনা হলে তা সাড়ারাত রাস্তার পাশে রেখে দেয়া হয়। আর তা যদি হয় পানিতে পরা গলিত লাশ বা কবর থেকে তোলা লাশ তাহলে অত্র এলাকায় বিভৎস গন্ধে ঘরে থাকা যায় না। এটি এখন স্থানান্তর করা খুবই জরুরী হয়ে পরেছে। আরেক এলাকাবাসী সুকমল ওঝা দোলন বলেন, আমরা যখন কাউকে বলি লাশকাটা ঘরের পাশে থাকি তখন আমাদেরকে হাসির পাত্রে পরিনত করা হয়। ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর বলেন, বাংলাদেশের ৯০ ভাগ জেলায় হাসপাতালের অভ্যন্তরে বিশেষ কক্ষে লাশকাটা হয়। অনতি বিলম্বে এই ডোম ঘরটি ব্রাকমোর ঘনবসতি এলাকা থেকে সদর হাসপাতালে স্থানান্তর করা হোক। অন্যথায় নাগরিক ফোরামের পক্ষ থেকে আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল মাহামুদ বলেন, গত বেশ ক’বছর আগেই ততকালীণ জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। যেহেতেু আমার নির্বাচিত এলাকায় এই সমস্যটি রয়েছে, আমি এটি অপসারনের ব্যাপারে কাজ চলিয়ে যাচ্ছি। শিঘ্রই আমাদের এমপি সাহেবকে (আমির হোসেন আমু) বলে লাশকাটা ঘরটি সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করবো। তবে সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন না। তিনি বলেন, সদর হাসপাতালে বহুতল একটি ভবন নির্মান হচ্ছে সেটি নির্মান শেষ হলে লাশ পোষ্ট মর্টেমের জন্য সেখানে হয়তোবা কোন কক্ষ বরাদ্দ থাকবে। এই মুহুর্তে ডোম ঘরটি অপসারণ করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন তা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *