বরিশালে এলএলবি ১ম পর্বের ফাইনাল পরীক্ষায় ২৫ পরীক্ষার্থী বহিষ্কার

মোঃ শাহাজাদা হীরা:
আজ ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে চলমান এলএলবি প্রথম‌বের্ষর ফাইনাল পরীক্ষা ২০২০ এর চ‌ুক্তি ও টর্ড আইন বিষ‌য়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি ব্রজমোহন কলেজের পরিক্ষা কেন্দ্র আজকের পরীক্ষায় মোট ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রে নিয়মিত কেন্দ্র পরিদর্শন অংশ হিসেবে আজ প্রথম‌বের্ষর চ‌ুক্তি ও টর্ড আইন বিষ‌য়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

পরীক্ষা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে বরিশালের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ ও অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস এর সার্বক্ষণিক তদারকি করেন। এসময় পাঁচ জন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিক্ষার হলে দায়িত্ব পালন করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ জানান, এলএলবি ১ম বর্ষের আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত পরিবেশে বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *