বরিশালের সেই নব্য জেএমবির সদস্য নাঈমকে ৫ দিনের রিমান্ড

বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি’র সদস্য নাঈম মোল্লাকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরনের পরে আদালতে এন্টি টেরোজিম ইউনিট ১০দিনের রিমান্ড চাইলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পরে জেএমবি সদস্য নাঈমকে ঢাকায় নিয়ে যায় এন্টি টেরোজিম ইউনিটের সদস্যরা।

থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ “আমি মুসলিম” নামে একটি ফেসবুক আইডি চালাত আগৈলঝাড়ার কলেজ ছাত্র নাঈম মোল্লা। সে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ডিগ্রীর প্রথম বর্ষে লেখা-পড়ার পাশাপাশি হাসপাতালের সামনে “মা মেডিকেল হল” নামে একটি ঔষধের দোকানে চাকুরী করত। জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ঢাকা এন্টি টেরোজিম ইউনিট অরিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিব উজ্জামানের নেতৃত্বে ১০সদস্যের প্রতিনিধি দল শনিবার বিকেলে গৈলা হাসপাতালের সামনের ওই ঔষধের দোকান থেকে নাঈমকে গ্রেফতার করে। সে গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের চা বিক্রেতা মোঃ নজরুল মোল্লা ও তানিয়া বেগম দম্পতির ছেলে।

থানায় নিয়ে তারা নাঈম মোল্লাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে এন্টি টেরোজিম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় এন্টি টেরোজিম ইউনিট রোববার দুপুরে বরিশাল আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের জন্য নাইমকে এন্টি টেরোজিম ইউনিট রোববারই ঢাকার প্রধান কার্যালয়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *