বঙ্গবন্ধু স্মার্ট লিডার ছিলেন

ডেস্ক রিপোর্ট :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মার্ট লিডার ছিলেন এবং রাষ্ট্র পরিচালনায় তার কাছে কোনো জায়গা ছিল না বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নৌপরিবহণ মন্ত্রণালয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু একজন স্মার্ট লিডার ছিলেন। গত ৫০ থেকে ৫২ বছরে তাঁর মতো স্মার্ট লিডার তৈরি হয়নি। তাঁর ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনায় কোনো ভুলের জায়গা নেই।’

‘বঙ্গবন্ধুর চিন্তা, ভাবনা ও দর্শন আমাদের পাথেয়। তিনি সব সময় বাংলার মানুষের জন্য কথা বলেছেন’ উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, ‘গত ১০৩ বছরে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ সৃষ্টি করার কোনো নেতা পায়নি। সেসময় অনেকেই ছিলেন, অনেকেই প্রয়াত হয়েছেন।’

বঙ্গবন্ধুর কথায় অনেকে জীবন দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে অনেক মানুষ কাছ থেকে দেখেনি, অনেকে তার ছবিও দেখেনি, অথচ তাঁর দেশপ্রেমের জন্য অনেকে জীবন দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর জন্মদিনকে কাজে লাগাতে হবে।’

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. নিজামুল হক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা প্রমুভ।

আর্জেন্টিনাকে ৮-২ গোলে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :
বিচ সকার কোপা আমেরিকা ২০২৩ এর ম্যাচে আর্জেন্টিনাকে ৮-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ব্রাজিল। তবে হারলেও গ্রুপের রানার্স-আপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনাও।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল শনিবার প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। রবিবার কলম্বিয়ার বিপক্ষে খেলবে স্বাগতিক আর্জেন্টিনা।

দশ দলের এই টুর্নামেন্টে পাঁচটি করে দল খেলে একেক গ্রুপে। গ্রুপ পর্বে চার ম্যাচের সবকয়টিতে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমি নিশ্চিত করে ব্রাজিল। অপরদিকে আর্জেন্টিনার সরাসরি জয় দুইটি। হেরেছে ব্রাজিলের বিপক্ষে বিশাল ব্যবধানে। তবুও শেষ চার নিশ্চিত হয় স্বাগতিকদের।

বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সময় বিকাল ৫টায় গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা।

এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ১৩-০ গোলে হারায় দুইবারের কনমেবল বিচ সকার কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। ব্রাজিল গ্রুপ পর্বের অপর দুই ম্যাচে পেরুকে ৮-৩ ও উরুগুয়েকে ৬-২ গোলে হারায়।

লাতিন আমিরায় খুবই জনপ্রিয় বিচ ফুটবল। অন্যদিকে, বিশ্ব ফুটবলে আলাদা মাত্রা যোগ করেছে কোপা আমেরিকা। যে কারণে ২০১৬ সালে বিচ কোপা আমেরিকার উদ্বোধন করা হয়। এবার চতুর্থ আসরে আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারাগুয়ে ও কলম্বিয়া।

বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে

ডেস্ক রিপোর্ট :
বিএনপি না এলেও আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দেশে অনেক দল রয়েছে, তারা নির্বাচনে আসবে।’

আজ শুক্রবার (১৭ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি ডিগ্রি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি বিদেশিদের কাছে বারবার ধরনা দিচ্ছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা হস্তক্ষেপ করবে, সেটা আমরা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী নির্বাচন নিয়ে তাদের কোনো ভালো পরামর্শ থাকলে আমরা ভেবে দেখব। তবে, সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই।’

বিএনপির ক্ষমতাকালের কথা টেনে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘তাদের আমলে ভোটার তালিকায় এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল। সেটি আমরা দূর করেছি। আমরা স্বচ্ছ ব্যালট বাক্স এনেছি।’

নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের কল্যাণে নিবেদিত থাকতে হবে। প্রতিটি মুহূর্ত সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। ’

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৬০ বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা সেবা দেন। এ সময় ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ ও সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে নেদারল্যান্ডের হেগের এই আদালত। আজ শুক্রবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া, যা এখনও চলমান। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করছে কিয়েভসহ পশ্চিমারা। তবে, এই অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘এর কোনো তাৎপর্য নেই।’

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সৈন্যরা বৃহৎ আকারে যুদ্ধাপরাধ করছে, জাতিসংঘের এমন প্রতিবেদনের পরই আইসিসি থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

রয়টার্স বলছে, আগামী সপ্তাহেই মস্কো সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। তাঁর এই সফরের আগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি। এই সফরে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলছে বেইজিং। এতে করে দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সম্পর্ক আরও অবনতি হবে।

আইরিশবধের এবার মিশন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :

ঘরের মাঠে কদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লজ্জা দিয়েছে বাংলাদেশ। সেই আনন্দের রেশ না কাটতেই এবার বাংলাদেশের লক্ষ্য আইরিশবধ। সেই লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল শনিবার (১৮ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

একদিনের ক্রিকেটে বাংলাদেশ অনেক বছর ধরেই সমীহ জাগানিয়া দল। খেলা যদি হয় দেশের মাটিতে, তাহলে সম্ভাবনা আরও বেড়ে যায়। ভক্ত-সমর্থকরা আশায় থাকেন ভালো ফলের। সেই ভালো ফল মানেই জয়ের চাহিদা।

সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ইংলিশদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ পেয়েছিল জয়ের দেখা। যদিও ওয়ানডে সিরিজে হার মানতে হয় ২-১ ব্যবধানে। তবে শেষ ওয়ানডের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে টানা জয়ের মধ্যে আছে বাংলাদেশ।

নিজেদের মাঠে বাংলাদেশ ফেভারিট হলেও আয়ারল্যান্ডকে হালকা করে দেখার উপায় নেই। কারণ, গত কয়েকদিনে তারা কন্ডিশনের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছে। তা ছাড়া একমাত্র প্রস্তুতি ম্যাচে গত বুধবার (১৫ মার্চ) আইরিশদের কাছে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে বিসিবি একাদশ। সব মিলিয়ে হালকাভাবে দেখার সুযোগ নেই।

যদিও প্রস্তুতি ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ব্যবধান অনেক। তারুণ্য নির্ভর বাংলাদেশকে নিয়ে আশাবাদী প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ হয়ে আসার পর সবার আগে নজর দিয়েছেন তরুণদের দিকে। তারুণ্য নির্ভর দল নিয়ে ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ড সিরিজ নিয়েও আশাবাদী হাতুরুসিংহে।

হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, রনি তালুকদারদের মতো তরুণদের নিয়ে দল সাজিয়েছেন হাতুরুসিংহে। এ প্রসঙ্গে আজ শুক্রবার (১৭ মার্চ) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি তাদের খেলার মাঠে পূর্ণ স্বাধীনতা দিতে চাই। আন্তর্জাতিক পর্যায়ের জন্য ওরা নিজেদের মানসিকভাবে প্রস্তুত করুক। হার-জিত নয়, আমি দেখতে চাই ওরা চাপের মুখে কেমন আচরণ করে। যদি সেটি হয়, তাহলে বুঝব আমরা সঠিক পথেই আছি।’

কালকের ম্যাচের আগে বাংলাদেশ দলে দুশ্চিন্তার কারণ একাধিক খেলোয়াড়ের চোট। আঙ্গুলের চোটে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন জাকির হাসান। জ্বরে ভুগছেন অধিনায়ক তামিম ইকবাল। যদিও আজ অনুশীলন করেছেন, তবে অধিনায়ককে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। অনিশ্চয়তা আছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েও। এ ছাড়া অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোখে-মুখে চোট পেয়েছেন তিনি।

আইরিশ দলে তেমন কোনো অসুবিধা নেই। পাশাপাশি প্রস্তুতি ম্যাচ জিতে মানসিকভাবে এগিয়ে আছে তারা। মানিয়ে নিচ্ছে কন্ডিশনের সঙ্গে। তবে, বাইশ গজে নামার আগে মাঠের বাইরে ফেলে আসতে হবে সবকিছু। যেখানে চেনা কন্ডিশনে ম্যাচ জয় ছাড়া অন্যকিছু ভাবছে না বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, রনি তালুকদার, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড স্কোয়াড : অ্যান্ডি বালবের্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, ম্যাথু হামব্রিস, ব্যারি ম্যাককার্টি, হ্যারি টেক্টর, বেন হোয়াইট, মার্ক আদাইর, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ডি ম্যাকব্রিন, জস লিটল, লোরকান টাকার, গ্যারেথ ডিলানি।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট :
তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ,

তাই তব জীবনের রথ

পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার”

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জ্যোতির্ময় মহাপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। ১৯২০ সালের ১৭ মার্চ অবিভক্ত বাংলার বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করে একটি শিশু যার জন্ম না হলে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রটিরও হয়ত জন্ম হতো না। শুধু নিজ জন্মভূমিতে   নয়,সারা বিশ্বে একটি দেশ ও তাঁর নাম একীভূত হয়ে গেছে। স্বনামধন্য কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী যথার্থই বলেছিলেন, ‘১৭ মার্চ একজন ব্যক্তির জন্মদিবস নয়,একটি জাতির জন্মদিবস।’

ঐতিহাসিক মতে বিভিন্ন নরগোষ্ঠীর সম্মিলনে নৃতাত্ত্বিক অর্থে বাঙালি জাতির উন্মেষ ঘটে আজ থেকে কয়েক হাজার বছর আগে। তবে জাতি হিসেবে বাঙালির জন্ম ঘটেছিল মূলত প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তির মাধ্যমে। বলা যায় সেই সময় থেকেই এই উপমহাদেশে বাংলা ভাষাভাষী বাঙালি নিজ পরিচয়ে আত্মপ্রকাশ করে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ লেখা হয়েছিল হাজার বছর আগে। সেদিক থেকে বাংলা ভাষাভাষী বাঙালির জাতিসত্তার ইতিহাস এক হাজার বছরের। হাজার বছরের এই বাঙালি জাতি কখনো বিচ্ছিন্ন,কখনো জাতিসত্তা অন্বেষণে বিভ্রান্ত ও বিপর্যস্ত।কিন্তু লড়াকু জাতি হিসেবে বাঙালি তার আপন পরিচয় প্রতিষ্ঠিত করে নিয়েছে শুরু থেকেই। সেই বাঙালির নিজ আবাসভূমির স্থপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রকৃত অর্থে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব ১৯৭১-এর আগে কখনোই প্রকাশ পায়নি। বঙ্গবন্ধু হলেন সেই নেতা যিনি বাঙালির অতীত,বর্তমান এবং ভবিষৎকে তাৎপর্যমণ্ডিত করেছেন। ঐতিহ্যে স্থির থেকে বাঙালির আধুনিক পরিচয়কে বহুমাত্রিক পূর্ণতা দান করেছেন বঙ্গবন্ধু। তাই বাঙালি,বাংলাদেশ আর বঙ্গবন্ধুকে আলাদা করে দেখার সুযোগ নেই। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক শব্দের নাম।

বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির স্বাধিকার, জয়বাংলা, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ- এই শব্দগুলোর সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর নাম। বঙ্গবন্ধুর দূরদর্শী,সাহসী,এবং ক্যারিশমাটিক নেতৃত্বের কারণে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে বাংলাদেশ নামের ভৌগোলিক রাষ্ট্রটির উৎপত্তি। ব্রিটিশ সাংবাদিক  সিরিল ডান বলেছেন-বাংলাদেশের  এক হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবই একমাত্র নেতা যিনি রক্তে-বর্ণে,ভাষায়,সংস্কৃতিতে ও জন্মসূত্রে পুরোদস্তর বাঙালি। ১৯৫২ এর ভাষা আন্দোলনে বাঙালির রক্তে যে জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই বাঙালি জাতীয়তাবাদ রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত হয়। আর সে কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হন। গোটা বাঙালি জাতিকে স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত করেন তিনি। হাজার বছরের ইতিহাসে সার্বভৌম-স্বাধীন বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি ভূষিত হয়েছেন ‘জাতির জনক’ রূপে।

বঙ্গবন্ধু সবই করেছেন বাংলা ভাষা ও বাঙালির জাতীয়তাবাদী চেতনা থেকে। নেতৃত্বের গুণাবলি ও বাঙালিত্বের পরাকাষ্ঠায় সব নেতাকে ছাড়িয়ে গিয়েছিলেন বলেই জাতি তাঁকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’র মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করেছে।  আমরা জানি বাংলাদেশের সংবিধানের মূল ৪টি স্তম্ভের একটি হলো জাতীয়তাবাদ এবং তা অবশ্যই বাঙালি জাতীয়তাবাদ। ১৯৭২ সালের ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সুস্পষ্ট ভাষায় বঙ্গবন্ধু  বলেছিলেন,‘আমার বাংলার সভ্যতা,আমার বাঙালি জাতি,এ নিয়ে হলো বাঙালি জাতীয়তাবাদ।’ তাই আমরা বলতে পারি বাঙালির হাজার বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাই অন্যতম রাজনৈতিক অর্জন এবং এই অর্জনের রূপকার বঙ্গবন্ধু।

মনেপ্রাণে খাঁটি বাঙালি ছিলেন বঙ্গবন্ধু। তাঁর যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচয় রয়েছে বাঙালিয়ানার। জীবনব্যাপী বাঙালিয়ানারই সাধনা করে গেছেন বঙ্গবন্ধু। আর দশজন বাঙালির মত অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। সব রকমের বাঙালি খাবারেই অভ্যস্ত ছিলেন বঙ্গবন্ধু।

বাঙালি এবং বাংলাদেশের কল্যাণ কামনাই ছিল বঙ্গবন্ধুর সারাজীবনের আরাধ্য। বাংলাদেশের পটভূমিকায় তিনি একক কোনো ব্যক্তি নন,শুধু একটি নামও নন,সমগ্র বাঙালির সমষ্টি তিনি,সমগ্র বাংলার ইতিহাসও তিনি।বাঙালি এবং বাংলাদেশকে তিনি ধারণ করেছিলেন তাঁর সমস্ত সত্তায়। তাই তো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পোল্যান্ড!

আন্তর্জাতিক ডেস্ক :
প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার অঙ্গীকার করেছে পোল্যান্ড। ইউক্রেনকে তারা চারটি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পোল্যান্ড হচ্ছে ন্যাটোর সদস্য। রাশিয়াকে প্রতিহত করার ক্ষেত্রে দেশটির এমন পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এসব যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। যুদ্ধবিমানগুলো সাবেক জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক থেকে পেয়েছিল পোল্যান্ড।

দুদা বলেন, যুদ্ধবিমানগুলো এখনো পোলিশ আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করা হচ্ছে। সিদ্ধান্তটি উচ্চ পর্যায় থেকে এসেছে বলেও জানান তিনি।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ।

ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা।

মাহমুদউল্লাহ নিয়ে মুখ খুললেন হাতুরুসিংহে

স্পোর্টস ডেস্ক :

একটা সময় বাংলাদেশের ক্রিকেটে অপরিহার্য নাম ছিলেন মাহমুদউল্লাহ। পঞ্চপান্ডবের অন্যতম একজন সদস্য তিনি। সেই সময়টা পেছনে ফেলে এসেছেন। হারিয়েছেন নিজের অবস্থানও। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে দলে থাকলেও তার জায়গা হয়নি আগামীকাল শনিবার (১৮ মার্চ) থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজের দলে।

অনেকেই তাই শেষ দেখে ফেলছিলেন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানের। দিন কয়েক আগে মাহমুদউল্লাহর বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন, ‘মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে।’

তবুও এই বিষয়ে বিতর্ক পিছু ছাড়ছিল না। এবার মাহমুদউল্লাহর দলে না থাকার কারণ ব্যাখ্যা করলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে। তার কন্ঠেও প্রায় একই সুর।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে হাতুরুসিংহে বলেন, ‘মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি পাইপলাইনে খেলোয়াড় বাড়াতে। বিশ্বকাপের আর বেশিদিন দেরি নেই। বিশ্বকাপের আগে কিছু হলে যেন আমাদের সমস্যায় পড়তে না হয়। বিশ্বকাপ ভাবনায় মাহমুদউল্লাহও আছে। আমার মনে হয় না সে তার সেরা সময় একেবারে পার করে এসেছে।’

চলতি বছর অক্টোবরের ১০ তারিখ থেকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে বাংলাদেশ সুযোগ পাবে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলার। এই সময়ের মধ্যে দলটাকে গোছাতে চান হাতুরুসিংহে। যদি তরুণরা কোচের মনমতো হয়ে উঠতে পারে, তাহলে হয়তো না চাইলেও ঝুলে পড়বে মাহমুদউল্লাহর ভাগ্য।

বিএনপি পেছন থেকে টেনে না ধরলে দেশ আরও এগিয়ে যেত

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে একটি রাজনৈতিক অপশক্তি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি ও তার মিত্ররা সেই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক। তারা যদি বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির চাকাকে পেছনে টেনে না ধরত, দেশ আরও বহুদূর এগিয়ে যেত।’

আজ শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবন চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সব অপশক্তিকে দমন করে, প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা রচনায় আজ শপথ নেওয়ার দিন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতার মেয়ে শেখ হাসিনা, যার ধমনীতে-শিরায় বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবহমান, যার কণ্ঠে বঙ্গবন্ধুর কণ্ঠ প্রতিধ্বনিত হয়, তাঁর নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে। জাতির পিতার জন্মদিন ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সার্থকতা এখানেই যে, পাকিস্তান আজ আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’

পরে তথ্যমন্ত্রী দিবসটি উপলক্ষে রাজধানীর কাকরাইলে তথ্যভবন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ও তার মিত্ররা পলিটিক্স অব ডিনায়াল এবং পলিটিক্স অব কনফ্রন্টেশন, অর্থাৎ সবকিছুতে না বলা ও সাংঘর্ষিক রাজনীতি করে। তাদের রাজপথের সংঘর্ষের রাজনীতি আজ সুপ্রিম কোর্টের বারান্দায় পৌঁছে গেছে, সেখানে আইনজীবীদের নির্বাচনে তারা ব্যালট ছিনতাই করেছে।’

মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ সভায় বক্তব্য দেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর রচিত কবি রফিক আজাদের ‘এই সিঁড়ি’ কবিতার আবৃত্তি পরিবেশিত হয়।

রোজার আগে বেড়েছে শাক-সবজির দাম

ডেস্ক রিপোর্ট :

ফেব্রুয়ারি মাস থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ ও মাংস। আসন্ন রোজার আগে বিভিন্ন বাজারে দেখা গেছে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে ছোলার দাম কিছুটা কমেছে। আজ শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রেতারা বলছেন, ‘সবজিভেদে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা করে।’

যাত্রাবাড়ীর বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে তুলনামূলক প্রায় প্রতিটি সবজিরই দাম বেড়েছে। সজনে ডাটা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, ঢেঁড়স ১০০ থেকে ১১০ টাকায়, করলা ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। কেজিপ্রতি সিম বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটল ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, গাজর ৪০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, আলু (পোলান্ড) ৩০, দেশি ছোট আলু ৪০ টাকা, পেঁপে ৫০ টাকা এবং বরবটি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়াও কাঁচামরিচ ১৩০ থেকে ১৪০ টাকায়, ফুলকপি ৫০ থেকে ৫৫ টাকা, বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, এক হালি লেবু আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।

এদিকে বাজারভেদে ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতো ২৪০-২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে, অন্যান্য মুরগির দাম ২০-৫০ টাকা বেড়ে পাকিস্তানি মুরগি ৩৪০-৩৮০ টাকা ও বড় কক মুরগি ৩২০-৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দেশি মুরগির দাম এখন প্রতি পিস (৮০০-৯০০ গ্রাম) ৫০০-৫৫০ টাকা।

তবে, ছোলার দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৮৫-৯৫ টাকা। যা আগে ৯০-১০০ টাকা ছিল। অন্য কোনো পণ্যের দাম কমতে দেখা যায়নি। প্রতি কেজি খোলা চিনি ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মসুর ডাল কেজি প্রতি ১৩৫-১৫০ টাকা, খেসারি ডাল ৮০-৯০ টাকা, অ্যাংকরের বেসন ৭৫-৮৫ টাকা এবং বুটের বেসন বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়।