এক ক্লিকেই লাখ লাখ অর্থ হারালেন ব্যাংকের ৪০ গ্রাহক

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের একটি বেসরকারি ব্যাংকের অন্তত ৪০ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে গেছে লাখ লাখ অর্থ। শুধুমাত্র একটি ক্লিক করে মাত্র তিন দিনের ব্যবধানেই এই অর্থ হারিয়েছেন ওই গ্রাহকরা। আজ রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমটি বলছে, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা তথ্য হাল নাগাদের জন্য গ্রাহককে জানুন (কেওয়াইসি) নামক একটি প্রক্রিয়া ব্যবহৃত হয়। প্রতিটি গ্রাহকের কাছে এরকম একটি ম্যাসেজ যায়। সেই রকম একটি ম্যাসেজে ক্লিক করেই অর্থ হারিয়েছেন ব্যাংকটির গ্রাহকরা। তিন দিনের মধ্যে অন্তত ৪০ গ্রাহকের সঙ্গে এমনটি হয়েছে। এ ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। নাগরিকদের এরকম কোনো ম্যাসেজে ক্লিক করতে নিষেধ করছে তারা।

এনডিটিভি বলছে, হালনাগাদ তথ্যের জন্য অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, এমন লেখা দিয়ে গ্রাহকদের কাছে ম্যাসেজ যায়। ওই ম্যাসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাংকের একটি ভুয়া ওয়েবসাইটে চলে যায় ক্লিককারীরা। এরপর গ্রাহকদের অ্যাকাউন্ট আইডি, পাসওয়ার্ড ও অন্যান্য গোপনীয় তথ্য পূরণ করতে বলা হয়। আর এভাবেই গ্রাহকদের তথ্য হাতিয়ে নেয় চক্রটি। এরকম করে ৪০ ব্যাংক গ্রাহকের তথ্য নিয়ে নেয় তারা, যার মধ্যে টিভি অভিনেত্রী সোয়েতা মেমনও রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন সোয়েতা। অভিযোগপত্রে এই অভিনেত্রী লেখেন, ‘গত বৃহস্পতিবার আমার মোবাইলে একটি ম্যাসেজ আসে। আমি ধারণা করেছিলাম, এটি আমার ব্যাংক থেকে এসেছে। সেই ম্যাসেজে ক্লিক করে আমি অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড ও ওটিপি দেয়।’

অভিযোগপত্রে এই নারী অভিনেত্রী আরও লেখেন, ‘ম্যাসেজটির বেশ খানিক সময় বাদে আমার কাছে এক নারীর ফোন আসে। ওই নারী নিজেকে ব্যাংকের কর্মকর্তা হিসেবে দাবি করেন। তিনি আমার ফোনে আসা আরেকটি ওটিপির কথা বলেন। আমি তাকে সেই ওটিপি দিয়ে দিই। এরপরেই আমার অ্যাকাউন্ট থেকে ৫৭ হাজার ৬৩৬ রুপি হাওয়া হয়ে গেছে।

আসছে সাকিব আল হাসানের বায়োপিক?

স্পোর্টস ডেস্ক :

ক্রিকেটারদের জীবনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এরই মধ্যে সেই তালিকায় যোগ হয়েছে কপিল দেব, শচীন টেন্ডুলকার, এম এস ধোনির নাম। আলোচনা চলছে সৌরভ গাঙ্গুলি বায়োপিক নির্মাণ নিয়েও।

বাংলাদেশে ক্রিকেটাদের জীবনী নিয়ে এখনো নির্মাণ হয়নি কোন সিনেমা। শোনা যাচ্ছে, দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে বায়োপিক নির্মাণের প্রস্তাব দিয়েছে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম; সাকিবের ঘনিষ্ঠজনরা এই তথ্য জানিয়েছে গণমাধ্যমকে।

এনটিভি অনলাইন জেনেছে, ওটিটি প্ল্যাটফর্ম চরকি থেকে এমন প্রস্তাব পেয়েছেন সাকিব। তবে সেটি বায়োপিক নাকি ডকুমেন্টারি সেটা নিশ্চিত হওয়া যায়নি।

যদিও এই প্রসঙ্গে চরকি আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

শক্তিশালী হয়ে ফিরতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকেছে বাংলাদেশ। হাতছাড়া হয়েছে সিরিজও। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলকে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। এমন ম্যাচের আগে স্পিন কোচ রঙ্গনা হেরাথ দিলেন ইতিবাচক বার্তা। পিছিয়ে থেকেও শেষ ওয়ানডেতে শক্তিশালী হয়ে ফেরার কথা জানালেন লঙ্কান কোচ।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।

সাগরিকায় ম্যাচটিতে ইংল্যান্ডকে মোকাবিলা করার আগে আজ রোববার (৫ মার্চ) সংবাদমাধ্যমের সামনে কোচ হেরাথ বলেন, ‘আসলে পরাজিত দলে থাকাটা সহজ ব্যাপার নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।’

শেরেবাংলার উইকেটে স্পিনারদের নিয়ে আশা করলেও ফল আসেনি বাংলাদেশের পক্ষে। প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনাররা ভালো করলেও দ্বিতীয় ম্যাচে রান বিলিয়েছেন দেদারসে। মেহেদী হাসান মিরাজ একাই দিয়েছেন ১০ ওভারে ৭৩ রান। সাকিব আল হাসান দিয়েছেন ৬৪ রান। তাইজুল ইসলামও দিয়েছেন ৫৮ রান।

স্পিনারদের নিয়ে কোচ বলেছেন, ‘প্রথম ম্যাচে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে। তাইজুল, মিরাজ, সাকিবও। দ্বিতীয় ম্যাচে তাদের ব্যাটাররা বেশ ভালো খেলেছে। আমাদের উন্নতির জায়গা আছে বেশ কিছু। সব মিলিয়ে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে বলেই মনে হয়েছে।’

আমরা তাসকিন থেকে শিখছি

স্পোর্টস ডেস্ক :

৯ওভারে ২.৯০ ইকোনোমিতে ২৬ রান দিয়ে এক উইকেট— ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তাসকিন আহমেদের বোলিং ফিগার এটি। দল হারলেও দুর্দান্ত বোলিংয়ে ইংলিশ ব্যাটারদের চেপে রেখেছিলেন ডান হাতি এ পেসার।

সাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্ত টাইগার পেসার তাসকিন। আর তাসকিনের এমন দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ সফরকারী ইংল্যান্ডও। তৃতীয় ওয়ানডে ম্যাচের আগের দিন আজ রোববার (৫ মার্চ)  সাগরিকায় সংবাদ সম্মেলনে তাইতো ইংলিশ পেসার মার্ক উড করলেন তাসকিনের প্রশংসা।

উড বলেন, ‘তাসকিন খুবই ইমপ্রেসিভ। আমি মনে করি, সে শুধু আমাকে নয় সবাইকে মুগ্ধ করেছেন। পুরো দল বলেছে সে কতটা ভালো বোলিং করেছে এবং সে দ্রুত বোলিং করেছে, ভালো লেন্থে রেখেছে। আমাদের প্রথম খেলায় সে আমাদের সিমারদের দেখিয়েছিল কোথায় বল করতে হবে।’

উড যোগ করেন, ‘আমি, জোফরা এবং ওকস তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি। সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে। শুধু উইকেট নেওয়াই নয়, রানটাও আঁটসাঁট করে রেখেছিল সে। দুর্দান্ত করেছে সে। আমাদের ব্যাটাররা বলেছে যে সত্যিই সে দারুণ পারফর্ম করেছে। আমি তার খারাপ করতে দেখতে চাই না, আশা করি সে প্রচুর উইকেট নেবে।’

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

স্বল্পোন্নত দেশগুলোর কাঠামোগত রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর কাঠামোগত রূপান্তরের অঙ্গীকার পূরণ ও নবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রোববার (৫ মার্চ) কাতারের দোহায় জাতিসংঘের পঞ্চম এলডিসি সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘দোহা প্রোগ্রাম অব অ্যাকশন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আশার আরেকটি নিশ্চয়তা। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই স্বল্পোন্নত দেশগুলোতে প্রকৃত কাঠামোগত রূপান্তরের জন্য তার প্রতিশ্রুতি পুনর্বীকরণ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোকে তালিকা থেকে উন্নীত করার লক্ষ্যে পারফরম্যান্সের জন্য কিছু প্রণোদনা থাকা উচিত এবং তাদের বর্ধিত সময়ের জন্য আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থা উপভোগ করা উচিত। তাদের উৎপাদনশীল সক্ষমতা গড়ে তোলার জন্য তাদের বর্ধিত বিনিয়োগ ও জ্ঞান প্রয়োজন। তাদের জন্য কিছু উদ্ভাবনী এবং ক্রান্তিকালীন অর্থায়ন ব্যবস্থা থাকতে পারে।’

উন্নত দেশগুলোকে আশ্বস্ত করে শেখ হাসিনা বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোও দরকষাকষিতে তাদের পক্ষ নেবে। এই দেশগুলো দান-খয়রাত চায় না; আমরা যা চাই তা হলো আন্তর্জাতিক প্রতিশ্রুতির অধীনে আমাদের পাওনা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোর বৈশ্বিক বাণিজ্যে নিজেদের অংশ দ্বিগুণ করার জন্য টেকসই সহায়তা প্রয়োজন এবং উন্নত দেশগুলো থেকে এলডিসির জন্য ওডিএ লক্ষ্যমাত্রা পূরণের দাবি রাখে।’

শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বল্পোন্নত দেশগুলোতে ঋণের স্থায়িত্বকে সমর্থন করার উপায় রয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নকে নমনীয় ও অনুমানযোগ্য করতে হবে। স্বল্পোন্নত দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর বাস্তব ও অর্থবহ হতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণের জন্য সুরক্ষা প্রয়োজন। স্বল্পোন্নত দেশগুলোর ২২ কোটি ৬০ লাখ তরুণকে আমরা ব্যর্থ করতে পারি না।’

মহামারি ও ইউক্রেনের যুদ্ধের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে স্বল্পোন্নত অধিকাংশ দেশে মুদ্রাস্ফীতি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ু সংকট এবং কিছু স্বল্পোন্নত দেশগুলোতে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ রোহিঙ্গার সঙ্গে আমরা তাৎক্ষণিক কোনো সমাধান ছাড়াই কাজ করছি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে যোগ্যতা অর্জন করেছে এবং এখন ২০২৬ সালে উত্তরণের অপেক্ষায় রয়েছে।’

এখনও হয়নি শিক্ষক নিয়োগ ক্লাশরুম সংকটের মাঝেই ববিতে নতুন বিভাগ 

শামীম আহমেদ :

নয় হাজারেরও অধিক শিক্ষার্থীর অনুপাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রয়েছে শিক্ষক স্বল্পতা। একজন অধ্যাপক, ৩৫ জন সহযোগী অধ্যাপক ছাড়া বাকী সব পদই শূন্য। নেই উপ-উপাচার্য, ¯’ায়ী রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, ট্রেজারারসহ পাঁচটি অনুষদের ডিন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গ্রন্থাগারে নেই পর্যাপ্ত বই। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে ৯১০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ১৯৯ জন শিক্ষক, ১১৬ জন কর্মকর্তা এবং ১৪৪ জন কর্মচারীর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বর্তমান শিক্ষার্থীদের থাকার জন্য ছেলেদের জন্য দুটি ও মেয়েদের দুটি আবাসিক হল রয়েছে। এ হলগুলোতে এক হাজার শিক্ষার্থী থাকতে পারলেও বাকিদের বাহিরে মেসে থাকতে হচ্ছে। এজন্য শিক্ষার্থীদের ব্যয় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নিরাপত্তাহীনতা। প্রায়ই গণপরিবহন কিংবা ছোট যানের শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের ভাড়া নিয়ে হামলার ঘটনা ঘটছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের শিক্ষার্থীদের সংকুলানের পর্যাপ্ত জায়গা নেই। সববিভাগের জন্য পূর্ণাঙ্গ শ্রেণীকক্ষ না থাকায় অনেক বিভাগকেই কক্ষ ভাগাভাগি করে পাঠদানের কাজ সম্পন্ন করতে হয়। এরই মাঝেই সমাজকর্ম নামে নতুন একটি বিভাগ চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে শিক্ষার্থী ভর্তির জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ববি’র নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক ছিলেন। সে কারণে তারই আগ্রহে নতুন এ বিভাগ স্থাপনের জন্য অনুমোদন দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সূত্রমতে, এ বিভাগে চুক্তিভিত্তিক তিনজন শিক্ষকসহ মোট ছয়জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কথা থাকলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। এমনকি ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলারে সমাজকর্ম বিভাগের নামও উল্লেখ ছিলোনা। এ পরীক্ষায় বিষয় নির্বাচনের জন্য সময় নির্ধারিত ছিলো গত বছরের ১৭ থেকে ২৭ অক্টোবর। সে ফরমেও ছিলোনা সমাজকর্ম বিভাগের নাম।
সূত্রে আরও জানা গেছে, গত ১ ফেব্রæয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম। বিভিন্ন বিভাগে ক্লাস করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে সমাজকর্ম বিভাগে ৩০ আসনে শিক্ষার্থী ভর্তির জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও সমাজকর্ম বিভাগে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় নির্বাচন ফরম পূরণের সময় সমাজকর্ম বিভাগের অনুমোদন হয়নি। যেকারণে তখন এ বিভাগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, যেহেতু চয়েস ফরম পূরণের নির্ধারিত তারিখ শেষ হয়েছে এবং সে তালিকা থেকে ভর্তি কার্যক্রম প্রায় শেষ, তাই নতুন এ বিভাগের জন্য শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, এ বিভাগে এখন পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেওয়া না হলেও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার নন্দীকে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
অসীম কুমার নন্দী সমাজকর্ম বিভাগের নিজস্ব শ্রেণীকক্ষ বা শিক্ষক এখন পর্যন্ত নেই জানিয়ে বলেন, শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তবে কবে নাগাদ শিক্ষক নিয়োগ হবে, সে বিষয় নিয়ে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করেছে তা আমার জানা নেই। তিনি আরও বলেন, কেবলই বিভাগ শুরু হয়েছে। সামনে হয়তো শিক্ষক নিয়োগ করা হবে।
ববি’র নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, মূলত উপাচার্যের আগ্রহের কারণেই নতুন বিভাগ খোলাসহ যাবতীয় কর্মকান্ড পরিচালিত হচ্ছে। তবে উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের সাথে যোগাযোগ করা হলেও নতুন বিভাগ নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বলেন, নিয়মানুযায়ী নতুন এ বিভাগের সার্কুলার হওয়ার কথা আগামী বছর ভর্তি পরীক্ষার সময়। কারণ ২০২১-২২ শিক্ষাবর্ষের যে গুচ্ছ পরীক্ষা থেকে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে সে সময় সমাজকর্ম বিভাগের অনুমোদন হয়নি। এ বিভাগের কোনো অস্তিত্বই ছিলোনা। তাছাড়া নতুন বিভাগের জন্য এখন পর্যন্ত কোনো শিক্ষকও নিয়োগ হয়নি। তাহলে কীভাবে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা আমার বোধগ্যম নয়।