বরিশালে কিশোরীকে চোখ বেঁধে গোপন আস্তানায় নিয়ে ধর্ষণ, আটক ৫

শামীম আহমেদ :

কাজের প্রলোভন দেখিয়ে দরিদ্র কিশোরীদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো গোপন আস্তানায়। সেখানে বাধ্য করা হতো দেহ ব্যবসায়। স¤প্রতি এক কিশোরী পালিয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ দিলে অপহরণকারীদের সন্ধানে নামে কোতয়ালী মডেল থানা পুলিশ। ৮ ঘণ্টার মধ্যেই সেই গোপন আস্তানা থেকে জিম্মি থাকা আরও দুই কিশোরীসহ চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর আগুরপুর রোডস্থ প্যাদাপাড়া মহিলা কলেজ গলির হাবিব ভবনে। মঙ্গলবার (২৯ ফেব্রয়ারি) রাত সাড়ে ৮টা থেকে এক ঘণ্টা অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক ও জিম্মিদশা থাকা কিশোরীদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, নির্যাতিত এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে চক্রটির সন্ধান পায়। সন্ধ্যায় অভিযান চালিয়ে দুই কিশোরীসহ অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়েছে। এখন যাচাই-বাছাই শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্যাতনের শিকার কিশোরী জানায়, বরগুনার তালতলী উপজেলায় তার বাড়ি। পরিবারের অসচ্ছলতার কারণে একই এলাকার মেম্বার ও প্রতিবেশী এক নারী বরিশালে ভালো চাকরির প্রলোভন দেখায় তাকে। এমনকি ওই নারী তাকে ১০ ফেব্রয়ারি বাসে করে বরিশাল নগরীর রুপাতলীতে নিয়ে আসেন। সেখানে আনার পরে একটি মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে একটি ফ্ল্যাটে নিয়ে আটকে রাখেন।

ওই কিশোরী বলে, গ্রামের সেই নারী আমাকে বিক্রি করে দিয়েছে তা বুঝতে পারি যখন আমাকে ফ্ল্যাটে নিয়ে মারধর করে। আমি সেখানে গিয়ে দেখি আমার চেয়েও বয়সে ছোট ৫/৬ জন কিশোরী আছে। তাদেরও এভাবে জিম্মি করে দেহ ব্যবসা করাচ্ছে। আমাকে যিনি কিনেছেন তার নাম আবুল কালাম এবং তিনি ওই আস্তানা চালান। তার কথা না শুনলে মারধর এবং ধর্ষণ করতেন। যৌন সম্পর্কের সময় অমানবিক কষ্ট দিতেন।

১৭ বছর বয়সী ওই কিশোরী বলে, আমার মা গ্রামের বাড়িতে স্থানীয় মেম্বার ও প্রতিবেশী সেই নারীর ওপর চাপ সৃষ্টি করলে বরিশালের আস্তানা থেকে একদিন ভোর রাতে আমার চোখ বেঁধে মারধর করে গাড়িতে তুলে দেয়। মারধরের সময় আমার তলপেটে একাধিকবার লাথি মেরে নির্যাতন চালান কালাম। ২২ ফেব্রয়ারি আমি তালতলি গ্রামের বাড়িতে যাই।

ওই কিশোরীর মা বলেন, আমার মেয়েকে কাজ দেওয়ার কথা বলে আটকে রেখে ধর্ষণ ও মারধর করা হতো। বাইরের লোকদের কাছে রাতযাপনের জন্য বাধ্য করা হতো। এসব কথা সে গিয়ে আমাকে বলায় আমি থানায় গেলে তারা এসব অভিযোগ আমলে না নিয়ে মারামারির মামলা নেয়। পরে আমি আজকে (২৮ ফেব্রয়ারি) কোতোয়ালি মডেল থানায় গেলে পুলিশ আমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে এবং দ্রæত সময়ের মধ্যে সেই আস্তানা খুঁজে বের করে আসামিদের আটক করে।

অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বরিশালে কমিশনার হয়ে যোগদান করার পরপরই বরিশালের আবাসিক হোটেল ও ফ্লাট বাসার মালিকদের নিয়ে এক সভায় আবাসিক হোটেলের ভোটারদেরদের চিত্র ধারন করে রাখার নির্দেশ দিলেও বরিশালের কোন আবাসিক হোটেল কর্তৃপক্ষ তা মানছে না।

এছাড়া বরিশালের নগরীর কলেজ রো,লুৎফর রহমান সড়ক,নতুল্লাবাদ ফিসারী রোড,কাউনিয়া হাউজিং,রুপাতলী হাউজিং সহ বিভিন্ন এলাকায় বিশাল বিশাল ভবনের মালিক পক্ষ বেচেলার সহ বিভিন্ন ফ্যামিলা বাসা ভাড়া দিলেও তাদের ভোটার আইডি কার্ড ফটো কপি ও তাদের তথ্য সংগ্রহ করে রাখেন না।

এমন কি নতুন নতুন ভাড়াটিয়া ভবন মালিক ভাড়া দিলেও তারা স্থানীয় এলাকা ভিত্তিক বিট পুলিশ অফিসারদের কোন তথ্য দিয়ে সহযোগীতা করেন না বলেও পুলিশের পক্ষ থেকে অভিযোগ করেন।

 

রাজধানীর গোপিবাগে রিকশার গ্যারেজে আগুন

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর গোপিবাগে রিকশার গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

বুধবার রাত সোয়া ১১টায় এই আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হতাহত হননি।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :

চলছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পরই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (১ মার্চ) রাতে এক বিবৃতিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছে বিপিএলে দুর্দান্ত খেলা কুমিল্লা স্পিনার তানভীর ইসলাম ও রংপুর রাইডার্সের ব্যাটার রনি তালুকদার।

এবারের বিপিএলে কুমিল্লার জার্সিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তানভীর ইসলাম। কুমিল্লার চতুর্থ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই স্পিনার। বাঁহাতি এই স্পিনার ৬.৩৬ ইকোনমিতে এবারের বিপিএলে ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন।

অন্যদিকে দলকে ফাইনালে না নিতে পারলেও রংপুর রাইডার্সের ব্যাটার রনি তালুকদার ১৩ ম্যাচ খেলে ৪২৫ রান করেছেন। রনির স্ট্রাইকরেট ১২৯.১৭। আসরে কোনো সেঞ্চুরির দেখা না পেলেও তিনটি ফিফটি রয়েছে তার নামের পাশে। বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম এবং এবাদত হোসেন চৌধুরী। এছাড়াও ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ব্যাটার তৌহিদ হৃদয়।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।