দাম কমল এলপি গ্যাসের

ডেস্ক রিপোর্ট :

ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। নতুন দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে এক হাজার ৪২২ টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

ফেব্রুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৯৮ টাকা। সে হিসাবে গত মাসের তুলনায় দাম কমেছে ৭৬ টাকা।

মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম কম

ডেস্ক রিপোর্ট :

‘মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের মূল্য কম’ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি যুক্তরাজ্যে অনেক আগেই ১০০ শতাংশ ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও এই মূল্যবৃদ্ধি ২০ থেকে ১০০ শতাংশ। যেমন : জার্মানিতে ২১ শতাংশ আবার বেলজিয়ামে ৯৫ শতাংশ। সেই তুলনায় আমাদের দেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধি অনেক কম। সাম্প্রতিক সময়ে পাঁচ শতাংশ হারে দুবার বাড়ানো হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিদ্যুতের ইউনিট মূল্য (টাকার অঙ্কে) বাংলাদেশে সাত টাকা ৩২ পয়সা, ভারতের দিল্লিতে ১১ টাকা ১৫ পয়সা, মহারাষ্ট্রে ১১ টাকা ৩৩ পয়সা, পাঞ্জাবে আট টাকা ৬৩ পয়সা। যুক্তরাষ্ট্রে ১৮ টাকা ৩১ পয়সা, জার্মানিতে ৪১ টাকা ৯৩ পয়সা, বেলজিয়ামে ৪৬ টাকা ৪৬ পয়সা, জাপানে ২৫ টাকা ৭৪ পয়সা। জাপানসহ অন্য দেশের কথা বাদ দিলাম, ভারতের তুলনায়ও আমাদের দেশে বিদ্যুতের মূল্য কম।’

হাছান মাহমুদ বলেন, ‘আজকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে মূল্যস্ফীতি ঘটেছে। ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি, কোনো কোনো দেশে সেটি ২০-২২ শতাংশ ছাড়িয়েছে। যুক্তরাজ্যে সার্বিক মূল্যস্ফীতি অনেক আগেই ১০ শতাংশ ছাড়িয়েছে। রাশিয়াতে ১১.৮ শতাংশ, তুরস্কে ৮০ শতাংশ পর্যন্ত গিয়েছিল, বর্তমানে সেটি প্রায় ৬০ শতাংশ। পাকিস্তানে ৩২ শতাংশ আর আমাদের দেশে মূল্যস্ফীতি হচ্ছে সাড়ে আট শতাংশ। অর্থাৎ, বিশ্বের অনেক উন্নত দেশ এবং আশপাশের দেশের তুলনায় আমাদের দেশে মূল্যস্ফীতিও কম।’

‘অথচ বিরোধীদল বিএনপি পৃথিবীর মানচিত্রের এই তথ্যগুলো মানুষের সামনে আড়াল করে এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়, এমনকি বিদ্যুতের মূল্যবৃদ্ধির সঙ্গে দুর্নীতিকে যুক্ত করার চেষ্টা করে’ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতিতে পরপর পাঁচবার তারা বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল, দুর্নীতির দায়ে বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত বন্দি হয়েছিলেন। এখন প্রধানমন্ত্রীর কৃপায় জেলখানার পরিবর্তে ঘরে অবস্থান করছেন। আর দুর্নীতির কারণে, বাংলাদেশ থেকে টাকা পাচারের কারণে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত। বেগম জিয়ার আরেক ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। এভাবে যাদের সারা গায়ে দুর্নীতির গন্ধ, তারা যখন দুর্নীতির কথা বলে–তখন তাদের গায়ের দুর্নীতির দুর্গন্ধই শুধু ছড়ায় অন্য কোনো কিছু নয়।’

বাড়তে পারে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট :
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়াও আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সাকিব কেন পাঁচে?

স্পোর্টস ডেস্ক :
২০১৭ সালের পর থেকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ৩ নম্বরে ব্যাট করে থাকেন সাকিব আল হাসান। তবে ইংল্যান্ডের বিপক্ষে সাকিব নেই তার পছন্দের পজিশনে। তামিম ইকবাল একাদশে ফেরায় ফিরেছেন ওপেনিংয়ে। ওয়ানডে অধিনায়কের সঙ্গী লিটন দাশ। তিনে নাজমুল ইসলাম শান্ত। চারে মুশফিকুর রহিম। পাঁচ নম্বরে সাকিব। পাঁচ বছর আর ২৯ ইনিংস পর সাকিব এতোটা নিচে ব্যাটিংয়ে নামলেন। ১২ বলে ১ চারে ৮ রান করে বাঁহাতি ব্যাটসম্যান ড্রেসিংরুমে ফিরেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত জানালেন হয়তো ডান-বাম কম্বিনেশনের কারণেই সাকিবের ৫ নম্বরে নামা। শান্ত বলছিলেন, ‘না, স্পেসিফিক ওরকম কোন কারণ নেই। তবে আমার মনে হয় লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড একটা কম্বিনেশন ছিল- মুশফিক ভাই আর সাকিব ভাইয়ের। সেকারণে উনি (সাকিব) পাঁচে গেছেন, মুশফিক ভাই চারে আসছে।’

এদিকে তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ওপেনার ৮২ বল খেলে ৬ চারে বরেছেন ৫৮ রান। অন্যদিকে ইংল্যান্ডের তিনে নামা ডেভিড মালান খেলেছেন ম্যাচজয়ী ১১৪ রানের ইনিংস।

মালানকে নিয়ে শান্ত জানান, ‘অবশ্যই স্কিলটা তো আছেই। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাথে পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছে, কাকে বড় শট খেলবে কাকে খেলবে না। মিরাজের ক্ষেত্রে ও ঝুকি নেয়নি আবার তাইজুলের ক্ষেত্রে দুই একটা ওভার সুযোগ নিয়েছে। প্রতিভা তো আছেই, আমার মনে হয় সঙ্গে ও অভিজ্ঞতাটাও দেখিয়েছে।’

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ২০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৮ বল আগেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

৪০ বছরের সর্বনিম্ন জন্মহারের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক :
ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও জন্মহারে সর্বনিম্ন রেকর্ড হয়েছে পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানে। গত ২৮ ফেব্রুয়ারি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৭ লাখ ৯৯ হাজার ৭২৮ জন শিশুর জন্ম হয়েছে, যা ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো জাপানে জনসংখ্যা বৃদ্ধি ৮ লাখের নিচে নেমে এল। ১৯৮২ সালে দেশটিতে ১৫ লাখ শিশু জন্ম নেয়। চার দশকের ব্যবধানের তা অর্ধেকে নেমেছে।

জাপানে গত বছর ১৫ লাখ ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে একটি রেকর্ড।

গত এক দশকের বেশি সময় ধরে জাপানে জন্মের হারকে ছাড়িয়ে গেছে মৃত্যু। একই সঙ্গে কমছে কর্মক্ষম জনসংখ্যা। যা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির জন্য একটি ক্রমবর্ধমান সমস্যা তৈরি করেছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, জাপানের জনসংখ্যা ১৯৮০ এর দশকের অর্থনৈতিক উত্থানের পর থেকে ক্রমাগত হ্রাস পেয়েছে। ২০২১ সালে দাঁড়ায় ১২ কোটি ৫৫ লাখে।

জাপানের স্থিতিশীল জনসংখ্যার জন্য নারী প্রতি সন্তান ধারণ সক্ষমতা ২ দশমিক ১ হলেও বর্তমানে তা ১ দশমিক ৩।

বিশ্বে সর্বোচ্চ আয়ুসম্পন্ন দেশের একটি জাপান। ২০২০ সালের পরিসংখ্যান অনুসারে, জাপানে দেড় হাজার মানুষের মধ্যে প্রায় একজনের বয়স ছিল ১০০ বা তার বেশি।

সব প্রবণতা মিলিয়ে গত জানুয়ারিতে সতর্কতা জারি করেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশের অর্থনীতি ও সমাজের স্থায়িত্বের কথা চিন্তা করে শিশু-পালনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হিসেবে উল্লেখ করেন তিনি।

আগামী এপ্রিলে জাপানে জন্মহার নিয়ে নতুন একটি সংস্থা কাজ করবে। শিশু-সম্পর্কিত কর্মসূচিতে ব্যয় দ্বিগুণের কথাও বলেন প্রধানমন্ত্রী।

জন্মহার কমায় ভূমিকা রাখছে বিভিন্ন সামাজিক কারণ। এর মধ্যে রয়েছে উচ্চ জীবনযাত্রার ব্যয়, আবাসনের সীমিত পরিসর ও শহর অঞ্চলে শিশুদের লালন-পালনে সহায়তার অভাব।

২০২২ সালে আর্থিক প্রতিষ্ঠান জেফরিজের গবেষণা অনুসারে, শিশু লালন-পালনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থানগুলোর মধ্যে একটি জাপান। এ ছাড়া আয় নিয়েও দেশটিতে অসন্তুষ্টি রয়েছে।

গবেষণার জন্য আমিষ ও খাদ্য উৎপাদনে সফল হয়েছি

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গবেষণাই আমাদের সাফল্য এনে দিতে পারে—সেটা এখন প্রমাণিত। গবেষণার জন্য আমিষ ও খাদ্য উৎপাদনে সফল হয়েছি।’

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। শুধু নিজের দেশে নয়, বিদেশ থেকে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়নেও যেন ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থাও করেছে আওয়ামী লীগ সরকার।’

শেখ হাসিনা বলেন, ‘আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। দেশের এ অগ্রযাত্রা সামনে এগিয়ে নিয়ে যাবে আমাদের নতুন প্রজন্ম। জাতির পিতা চেয়েছিলেন এ দেশের মানুষের ভাগ্যোন্নয়ন করার। কিন্তু তিনি সেটা করে যেতে পারেননি। পঁচাত্তরে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। সে সময়ে প্রাণ হারান আমার পরিবারের ১৮ জন সদস্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের শুরুতে বঙ্গবন্ধু সে সময়ের বাজেটে শিক্ষার জন্য ২১ শতাংশ বরাদ্দ রাখেন। আমাদের বিশিষ্ট বিজ্ঞানী ড. কুদরত ই খুদার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেন তিনি। বঙ্গবন্ধু শিক্ষাক্ষেত্রের ব্যয়কে দেশের বিনিয়োগ হিসেবে দেখতেন। তিনি ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেন। কৃষি, বিজ্ঞান, গবেষণা ও উন্নয়নে নানামুখী পদক্ষেপ তিনি নিয়েছিলেন। ১৯৭৪ সালে আনবিক শক্তি বিভাগ প্রতিষ্ঠা করেন।’

অনুষ্ঠানে ২১ জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং ১৬ জনকে বিশেষ গবেষণা অনুষদের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

যেভাবে রাশিয়ার উপকার করছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল আর কিনছে না জার্মানি। তারা এখন তেল নিচ্ছে বর্তমান মধ্য এশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ কাজাখস্তান থেকে। চলতি সপ্তাহেই দ্রুঝবা পাইপলাইন দিয়ে জার্মানিতে তেল পাঠিয়েছে কাজাখস্তান। তাতেও কি রাশিয়ার উপকার হবে?

এই তেল যাচ্ছে পূর্ব জার্মানির একটি প্রধান তেল শোধনাগারে। এই বছরের আগে পর্যন্ত যে শোধনাগারে শুধু রাশিয়ার থেকে আসা অপরিশোধিত তেলই পরিশোধন করা হতো।

কাজাখস্তান থেকে ২০ হাজার টন বা এক লাখ ৪৫ হাজার ব্যারেল তেল পৌঁছেছে জার্মানিতে। এভাবেই কাজাখস্তান থেকে তেল নিয়ে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে জার্মানি। কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে?

রাশিয়া থেকে পাইপলাইনে তেল আনার ক্ষেত্রে ইইউ’র কোনও নিষেধাজ্ঞা ছিল না। তা সত্ত্বেও জার্মানি সিদ্ধান্ত নেয়, তারা রাশিয়ার থেকে তেল কিনবে না। কাজাখস্তান এ বছর জার্মানিকে ১২ লাখ টন তেল দেবে। কাজাখস্তান আবার রাশিয়ারও বন্ধু দেশ। তাদের পাইপলাইন অপারেটর কাজট্রানসঅয়েল ইতোমধ্যেই আগামী তিন মাসে তিন লাখ টন তেল পাঠানোর জন্য রাশিয়ার সংস্থা ট্রানসনেফট-এর অনুমোদন পেয়ে গেছে।

কেন কাজাখস্তান থেকে তেল কিনছে জার্মানি?

কাজাখস্তান থেকে তেল আসছে বার্লিনের ১২০ কিলোমটার উত্তরপূর্বে পিসিকে শোধনাগারে। এই শোধনাগারটি তুলনামূলকভাবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এলাকায় এবং প্রচুর মানুষ এখানে কাজ করেন। বার্লিনের প্রয়োজনের ৯০ শতাংশ জ্বালানি এখান থেকে যায়। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়ার পর এই শোধনাগারের অবস্থা খারাপ হয়ে যায়।

ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির এক-তৃতীয়াংশ তেল আসত রাশিয়া থেকে। ২০২১ সালের নভেম্বরে প্রতিদিন ছয় লাখ ৮৭ হাজার ব্যারেল তেল রাশিয়া থেকে এসেছে। যে শোধনাগারে রাশিয়া থেকে তেল আসত বা এখন কাজাখস্তান থেকে আসবে, তা পশ্চিম জার্মানির পাইপলাইনের সঙ্গে যুক্ত নয়। তাই এই শোধনাগারটি তার ক্ষমতার তুলনায় মাত্র ৬০ শতাংশ কাজ করতে পারছিল।

কাজাখস্তানের তেল আসার পর এই শোধনাগার পুরো ক্ষমতা নিয়ে কাজ করতে পারবে এবং লাভজনকও হবে।

যেভাবে সুবিধা পাচ্ছে রাশিয়া

যে পাইপলাইন দিয়ে কাজাখস্তান থেকে তেল আসবে তা রাশিয়ার মধ্যে দিয়ে গেছে। ফলে এখান থেকে তেল আনা হলে রাশিয়াও অর্থ পাবে। পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে তেল কেনার ওপর প্রচুর বিধিনিষেধ আরোপ করেছে। দামের সীমাও বেঁধে দিয়েছে। এই অবস্থায় অর্থ তাদের কাছে খুবই জরুরি।

এই তেল রাশিয়ার মধ্যে থাকা কয়েক হাজার কিলোমিটার পাইপলাইনের মধ্যে দিয়ে আসবে। ফলে বলা যায়, রাশিয়ার সম্মতি ও ইচ্ছার ওপর এই তেলের জার্মানিতে আসা নির্ভর করছে। কিন্তু তার থেকেও বড় কথা, কাজাখস্তান থেকে তেল প্রথমে রাশিয়ায় আসবে। সেখানে রাশিয়ার তেলও তার সঙ্গে মিশবে। তারপর তা জার্মানিতে আসবে। এই ব্লেন্ডিং বন্ধ করা সম্ভব নয়।

জার্মানির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার কিছু তেলও জার্মানিতে এসে পৌঁছাবে। সেটা ঠেকানো যাবে না। কিন্তু বড় কথা হলো, কোনও অর্থ সরাসরি রাশিয়াকে দেওয়া হচ্ছে না। তেল কাজাখস্তান থেকে কেনা হচ্ছে, অর্থও তারাই পাচ্ছে।

দেশে হালনাগাদ ভোটার সংখ্যা কত?

ডেস্ক রিপোর্ট :

দেশে হালনাগাদ ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, গত বছর কিছু নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার পর দেশে ভোটার সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভোটার সংখ্যা প্রকাশ করেছে ইসি।

ইসির ফ্যাক্টশিট অনুযায়ী, দেশের ভোটার তালিকায় মোট ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

মোট সংখ্যার পুরুষ ভোটার ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ চার হাজার ৮৭৯ জন। এছাড়া হালনাগাদ তালিকায় তৃতীয় লিঙ্গের পরিচয়ে ৮৩৭ জন ট্রান্সজেন্ডার ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসির তথ্য অনুযায়ী, ভোটার বৃদ্ধির হার পাঁচ দশমিক ১৮ শতাংশ।

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ৬৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক :

সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি এক লাখ ৮৪ হাজার ৪৭৯ জনে পৌঁছেছে। এ ছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ১ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৯৯২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৪৬ হাজার ১৪২ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৬১১ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৭২ জনে।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৫৬ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৯৮৮ জন।

বিপিএলের দুর্দান্ত নাসির নেই টি-টোয়েন্টিতে

স্পোর্টস ডেস্ক :

একসময় জাতীয় দলে ছিলেন নিয়মিত মুখ। ছিলেন মূল একাদশের অপরিহার্য সদস্য। অনেক ম্যাচের জয়ের নায়ক নাসির হোসেন এখন নেই জাতীয় দলে।

এবারের বিপিএলে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে কেড়েছেন নির্বাচকদের নজর। ভক্তদের প্রশংসাও পেয়েছেন বেশ। কিন্তু বিপিএলের ভালো করা একাধিক ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হলেও নেই নাসিরের নাম। কেন এমন অলরাউন্ডিং পারফরম্যান্স করেও দলে সুযোগ পেলেন না নাসির?

হয়তো এই প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। বাংলাদেশের ক্রিকেটে ফিনিশার শব্দটা সবার আগে বসেছিল নাসিরের নামের পাশেই। পরে আবার এই নামের কারণেই নাসিরকে প্রচুর ট্রলও সহ্য করতে হয়েছে। ফিনিশার ফিনিশ হয়ে গেছেন এমন কটূক্তি শুনতে হয়েছে নিয়মিতই। কিন্তু দিন বদলায়। নাসিরও বদলেছেন। সমালোচনাকে দূরে ঠেলে পারফরম্যান্স দিয়ে ঠিক জায়গা করে নিয়েছেন ক্রিকেট ভক্তদের মনে। কিন্তু নির্বাচকরা জাতীয় দলের আলো থেকে দূরেই রাখলেন এই প্রতিভাবান ক্রিকেটারকে।

২০১৮ সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন নাসির। এরপর যে লম্বা বিরতি, সেটি মূলত ফর্মের কারণেই। নাসিরের ছায়াসঙ্গী হয়েছে মাঠের বাইরের বিতর্কও। চোটের কারণে লম্বা সময় ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারেননি। একটা সময় মনে হয়েছে, আসলেই হয়তো ‘ফিনিশ’ হয়ে গেছেন নাসির।

বিপিএলের নবম আসর সে ভুলটাই ভেঙে দিল। বিপিএলের নবম আসরে ঢাকার অধিনায়ক হিসেবে খেলেছেন নাসির। দলকে ভালো কোনো অবস্থানে নিতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। ব্যাট হাতে ১২ ম্যাচে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রানের পাশাপাশি ৬.৮ ইকোনমিতে নিয়েছেন ১৬ উইকেট। দলকে সেমিতে নিতে পারলে হয়তো জিততে পারতেন আসরসেরার পুরস্কারও। ১২ ম্যাচের মধ্যে ঢাকার ৩টি জয়ে নাসিরই ছিলেন প্রাণভোমরা। এমন পারফরম্যান্সের পর নির্বাচকরাও শুনিয়েছিলেন নাসিরকে নিয়ে আশার বাণী। কিন্তু সেই বাণী ফলেনি কাগজেকলমে।

নাসির অবহেলিত হলেও নবম বিপিএলে ব্যাট-বল হাতে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পেছেন তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম ও রনি তালুকদার। একাধিক চমক নিয়ে দল গড়লেও নাম নেই শুধু নাসিরের। তাতে হয়ত নিজেকে হয়তো দুর্ভাগাই মনে করছেন নাসির!

বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।