পুলিশের ফেসবুক পেজে অশালীন মন্তব্য, মুন্সিগঞ্জে যুবক আটক

বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে অশালীন মন্তব্য করায় সাইবার অপরাধে মুন্সিগঞ্জের শ্রীনগরে মিজানুর রহমান রানা (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ রাড়িখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। মিজানুর রহমান রানা স্থানীয় হারুন শেখের ছেলে।

শ্রীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, রানা বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজের পোস্টে অশালীন মন্তব্য করে। যা উসকানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি শ্রীনগর থানা পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়।

মিজানুর রহমান রানার বিরুদ্ধে শ্রীনগর থানায় আইসিটি আইনে মামলা রেকর্ড করা হয়েছে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার অপরাধে তাকে (রানা) আটক করা হয়েছে।

বিমানবন্দরেই প্রবাসী কর্মীদের টিকা প্রদানের ব্যবস্থা

প্রবাসী কর্মীদের কোভিড-১৯ টিকা প্রদান করার কার্যক্রম গ্রহণের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন করা হয়েছে বলে সংসদীয় কমিটিকে অবহিত করেছে মন্ত্রণালয়।

আগামী রোববার (১২ সেপ্টেম্বর) থেকে বসতে পারে প্রবাসী কল্যাণ ডেস্ক। এরপর প্রবাসী কর্মীরা রেজিস্ট্রেশন করে সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। পাশাপাশি বিদেশে অবস্থিত স্কুলগুলো চালু করার ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি গুরুত্বারোপ করে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি অবহিত করা হয়।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, মো. সাদেক খান এবং মো. ইকবাল হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য মো. মুজিবুল হক, শামীম হায়দার পাটোয়ারী এবং আদিবা আনজুম মিতা অংশগ্রহণ করেন।

বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষে বিশেষ আমন্ত্রণে শিরীন লিরা, ড. সি আর আবরার, সৈয়দ সাইফুল হক, ফরিদা ইয়াসমীন এবং সুমাইয়া ইসলাম বৈঠকে যোগদান করেন।

বৈঠকে বিদেশগামী প্রবাসী কর্মীদের কোভিড-১৯ টিকা (গন্তব্য দেশের চাহিদা ভিত্তিক) প্রদান কার্যক্রমের বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গৃহিত ব্যবস্থা; প্রবাসে প্রবাসী কর্মীর সন্তানদের জন্য বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠা কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এছাড়া অভিবাসী কর্মী নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ সংশোধন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়নে বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন এবং অভিবাসন বিষয়ক পার্লামেন্টারিয়ান ককাসের প্রতিনিধিবর্গের সাথে মতবিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিদেশে অবস্থিত স্কুলগুলো চালু করার ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি গুরুত্বারোপ করে। এ জন্য কোন আর্থিক সহায়তার প্রয়োজন হলে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বিদেশগামী প্রবাসী কর্মীদের কোভিড-১৯ টিকা প্রদান করার কার্যক্রম গ্রহণের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন করা হয়েছে।

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর অধীন সালিশের মাধ্যমে অভিযোগের আপোষ-মিমাংসা বিষয়ক বিধিমালায় কতিপয় ধারায় সংশোধন, সংযোজন ও পরিমার্জনসহ মতামত/সুপারিশ উপস্থাপন করা হয়। উপজেলা পর্যায়ে এ আইনের সালিশের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকের শুরুতে সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মরহুম অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

 

মেহেন্দিগঞ্জে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজিব আহসান’র গ্রেপ্তারে প্রতিবাদ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজিব আহসান-কে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই প্রতিবাদ জানোনো হয়। অন্যান্যের মধ্যে প্রতিবাদ জানিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, প্রচার সম্পাদক মাহাবুব আলম জীবন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক রিয়াজ শাহীন লিটন, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম খান, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহামুদ খান, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহীন হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি হাচান আলী সিকদার, মনির সওদাগর, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক এমাজউদ্দিন রাজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেসবার্তায় অভিলম্বে রাজিব আহসান’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।

কলাপাড়ায় রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃবশিরউদ্দিন বিশ্বাস,কলাপাড়া প্রতিনিধি। কলাপাড়া উপজেলার ৪ টি ইউনিয়নের,০,৩০০০ মিটার পাকা রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,পটুয়াখালি-৪- আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয়- স্থায়ী কমিটির সন্মানিত সদস্য  জননেতা আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান।০৮ সেপ্টেম্বর ০২১ বিকেল০৪ টা লালুয়া ইউনিয়ন পরিষদ  সং লগ্ন থেকে মুক্তিযোদ্বা বাজার হয়ে নীলগঞ্জ upc পর্যন্তভায়া বালিয়াতলি upc মিঠাগঞ্জ সড়ক উন্নয়ন(০,৩০০০) মিটার পাকা রাস্তা। এ সময় বিভিন্ন স্তরের লেক জন উপস্থিত ছিলেন।

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ফার্মেসীকে জরিমানা

বরিশাল প্রতিনিধি:
বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে ৬ টি ফার্মেসীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কাঠপট্টি এলাকায় অভিযান পরিচালনা কলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় করায় কাটপট্টি রোড এলাকার সিকদার এন্ড কোং ফার্মেসীকে ৫ হাজার টাকা, মেসার্স বি এম এল ড্রাগ হাউসকে ৫ হাজার টাকা, মেসার্স মাহিয়ান সার্জিক্যালকে ২ হাজার টাকা, মুর্শেদ মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা, বরিশাল মেডিসিন মার্টকে ৫ হাজার টাকা এবং মোহাম্মদ রাজ্জাক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, বরিশালের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র‌্যাব-৮ এর সদস্যরা। পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।

বরিশালে উপজেলা পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বরিশাল প্রতিনিধি:
বরিশালে উপজেলা পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর সার্কিট হাউসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় নদী কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব ইকরামুল হক।
এসময় তিনি বলেন, নদীকে কেন্দ্র করেই সভ্যতা গড়ে উঠে। আমাদের বাচঁতে হলে নদীগুলোকে সচল রাখতে হবে। প্রকৃতির উপর আমরা যে অত্যাচার করি তা আমাদেরই ফেরত দেবে। তাই নদী রক্ষায় সরকারের পাশাপাশি সাধারন মানুষকেও অর্থাৎ এর আশপাশের ব্যবহারকারীদেরও ভুমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, নদীকে রক্ষায় অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি সীমানা নির্ধারন নিশ্চিত করতে হবে। বন্ধ করতে হবে নদী দূষন। সরকার এজন্য বেশ কিছু উদ্যোগ গ্রহন করেছে বলে জানান তিনি।
এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর কিছু চিত্র তুলে ধরে বলা হয়, শুধুমাত্র এই একটি নদীর তীরবর্তী ৪ হাজার ৪২৩ টি স্থানে বিভিন্ন স্থাপনা নির্মানসহ নানাভাবে দখল করা হয়েছে। সবচেয়ে বেশী দখল হয়েছে নদীটির সিটি কর্পোরেশন এলাকার তীরবর্তী জায়গা। বক্তারা এসব জায়গা উদ্ধারে ও নদী দূষণ রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

২৪ ঘণ্টায় ৩১৭ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৩১৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৫৯ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হয়ে ১ জন মারা গেছেন। দেশে সেপ্টেম্বরের ৯দিনে ২ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের এই কয়েকদিনে ৮ জন, আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৪৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৭৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৭০ জন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৭ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন।

বরিশালে ভাসমান কৃষি প্রকল্পের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বরিশালে ‘ভাসমান কৃষি বিষয়ক গবেষণা ও সম্প্রসারণ পর্যালোচনা এবং কর্মসূচি প্রণয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলার বাবুগঞ্জের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) সেমিনার কক্ষে এই কর্মশালা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম।

‘ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, বিএআরআই’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. রিনা রানী সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মনোজিত কুমার মল্লিক এবং ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম।

আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, ড. মো. মাহবুবুর রহমান, বিএআরআই’র সদর দপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেলোয়ার আহম্মেদ চৌধুরী, সরেজমিন গবেষণা বিভাগ পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, সরেজমিন গবেষণা বিভাগ সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল এবং আরএআরএস বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান প্রমুখ। দুই দিনব্যাপী কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানুষ বাড়ছে। কমছে জমির পরিমাণ। পরিবর্তিত হচ্ছে জলবায়ু। এসব মোকাবেলায় ফসলের উৎপাদন বাড়াতে হবে। আর এ জন্য প্রয়োজন আধুনিক চাষাবাদের পাশাপাশি ফসলের নিবিড়তা বাড়ানো। সে সাথে দরকার জলমগ্ন এলাকা আবাদের আওতায় আনা। এগুলো অবশ্যই পরিকল্পনা অনুযায়ী হওয়া প্রয়োজন। তাহলে ২০৩০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া সম্ভব।

নির্বাচনের আগেই দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায় থেকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন আসছে, কাজেই দলকে আরো শক্তিশালী করে তোলার বিষয়ে আমাদের মনযোগী হতে হবে।’

আজ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলের এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এবারের করোনাভাইরাসের সময় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সেভাবে আর কোন রাজনৈতিক দলকে মানুষের পাশে দাঁড়াতে তিনি দেখেননি।

শেখ হাসিনা বলেন, মূলত কেউ দাঁড়ায়নি। এই ব্যাপারে অন্য দলগুলোর কোন আগ্রহ ছিল না। তাদের কাজই ছিল প্রতিদিন টেলিভিশনে বক্তৃতা বা বিবৃতি দেওয়া এবং আওয়ামী লীগের একটু সমালোচনা করা। তাদের যেন একটাই কাজ আওয়ামী লীগকে দোষারোপ করতেই হবে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সময় সরকারের প্রতিটি প্রতিষ্ঠানই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। তবে, কখনো সরকারের একার পক্ষে এই ধরনের পরিস্থিতি সামাল দেয়া সম্ভব ছিল না।

তিনি বলেন, আমাদের পক্ষে সম্ভব হয়েছে একটাই কারণে যে, আমাদের একটা শক্তিশালী সংগঠন তৃণমূল পর্যায় পর্যন্ত আছে। আর সেটা আছে বলেই আমরা এটা করতে সক্ষম হয়েছি। যেটা আমার বিশ্বাস।
প্রধানমন্ত্রী বলেন, জানি একথা কেউ হয়তো বলবেও না লিখবেও না, কিন্তু বাস্তবতা হচ্ছে এককভাবে শুধু সরকারি লোক দিয়ে সবকিছু করা সম্ভব হয়না। তারাও করেছে খুব আন্তরিকতার সাথে। আমাদের প্রশাসনে যে যেখানে ছিল বা পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী, বিডিআর, আনসার প্রত্যেকে এবং বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা।

তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের প্রথম দিকে একটু ভীতি ছিল কিন্তু তার সরকারের প্রণোদণা এবং উৎসাহে তারা কাজ করতে পেরেছে।

সরকার প্রধান বলেন, হাজার হাজার ডাক্তার এবং নার্স আমরা নিয়োগ দিয়ে চেষ্টা করেছি করোনা মোকাবেলা করার জন্য। আবার ভ্যাকসিন কেনার ব্যাপারে আমরা সবার আগে উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, আমাদের বিপদ হয়ে গিয়েছিল যে, ভারতে এত ব্যাপকহারে করোনা দেখা দিল যে, চুক্তি থাকা সত্বেও তারা ভ্যাকসিন সাপ্লাই দিতে পারছিল না। তারপরেও আমরা পৃথিবীর যেখান থেকে পেরেছি ভ্যাকসিন সংগ্রহ করেছি এবং এখন আর সমস্যা হবে না। আমরা নিয়মিত পাব এবং আমাদের দেশের মানুষকে আমরা দিতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা মানুষের কোন কাজের সুযোগ ছিলনা, ঘরে বন্দি, খাবারের অভাব। সেই সময় আমাদের নেতা-কর্মীরা প্রত্যেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।

এ সময় তিনি দরের বহুনেতা-কর্মীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেন, কত মানুষকে যে আমরা হারালাম। এমন কোন দিন নেই যে, মৃত্যু সংবাদ না আসতো।

আজকেও কিছুক্ষণ আগে খবর পেয়েছি ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফির স্ত্রী মারা গেছেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নতি হচ্ছে। আওয়ামী লীগ সরকারে আছে বলেই এই করোনা মোকাবেলা সম্ভব হয়েছে। আর আওয়ামী লীগ আছে বলেই মানুষ অন্তত সেবা পাচ্ছে। কারণ অতীত অভিজ্ঞতা আছে এবং যারা আমাদের সমালোচনা করেন তাদের শুধু বলবো যে, ’অতীতে আমাদের দেশে কি অবস্থা ছিল? ‘৭৫ এর পর থেকে ‘৯৬ পর্যন্ত কি অবস্থাটা ছিল, সেটা যেন তারা একটু উপলব্ধি করে। তবে, কিছু ভাড়াটে লোক রয়েছে সারাক্ষণ মাইক লাগিয়ে বলতেই থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, যে যাই বলে বলুক আমাদের আত্মবিশ্বাস আছে এবং আমরা সেই আত্মবিশ্বাস নিয়েই চলি। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম ২০২১ সালে বাংলাদেশকে আমরা এই পর্যায়ে নিয়ে আসবো। সেটা আমরা করতে পেরেছি বলেই আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ।

তিনি বলেন, জাতিসংঘের যে কর্মসূচি সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি), সেটাও যেমন আমরা বাস্তবায়ন করে যাচ্ছি সেই সাথে আমাদের নিজেদের কর্মসূচি বাংলাদেশকে ঘিরে অর্থাৎ ২০৪১ সাল নাগাদ কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই সেই পরিকল্পনাও আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। সেই সাথে ডেল্টা প্ল্যান করেছি। অর্থাৎ দীর্ঘ মেয়াদি পরিকল্পনা এবং আশু করণীয় নির্ধারণ করে সেভাবে আমরা কাজ করেছি। যার সুফল এখন দেশের মানুষ পাচ্ছে। সূত্র: বাসস

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৯৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৫৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন। ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ।