বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করলেন বিএমপি কমিশনার

বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করেছেন মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

শনিবার সকাল ১১ টায় জিলা স্কুলের সকল ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এবং বিএমপি’র তত্ত্বাবধায়নে নগরীর কাকলীর মোড় পুলিশ বক্সের সামনে এই করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করা হয়।

এ সময় পুলিশ কমিশনার বলেন, নগরীর ব্যস্ততম সদর রোডের কাকলীর মোড়ে করোনা প্রতিরোধ বুথে জনসাধারনের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রয়েছে। এই বুথ সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক নিতে পারবেন।

এ সময় পুলিশ কমিশনারের স্টাফ অফিসার মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (কোতয়ালী) শারমিন সুলতানা রাখী এবং ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিজ নির্বাচনি এলাকায় একশ অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে করোনা রোগীদের ৫০টি করে মোট একশ’টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।

আজ শনিবার (১৭ জুলাই) স্ব স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের প্রধানদের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। এসময় উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউ.পি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এসব অক্সিজেন সিলিন্ডার এলাকার করোনা রোগীদের জন্য বিশিষ সুবিধা নিয়ে আসবে বলে এলাকার মানুষ মনে করছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৮,৪৮৯

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮৯ জনের।

আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬৯ জন। মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩  হাজার ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।

দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬৯ জন। মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩  হাজার ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।