ঝালকাঠিতে ছাত্রলীগ নেতা খোকার উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

আরিফুর রহমান আরিফ।।

করোনা প্রতিরোধে সচেতনা বাড়াতে ঝালকাঠিতে তরুণ ছাত্র লীগ নেতা, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম খোকার উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

শনিবার(১৭ই জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

মাইনুল ইসলাম খোকা বলেন,জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের পক্ষ থেকে আমি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি, মানুষকে সচেতন করার ও সবসময় মাস্ক পড়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করেছি।বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব।

এসময় ছাত্রলীগ নেতা গোলাম সরোয়ার রাব্বি, মোঃ সিয়াম হোসেন, মুইনুল ইসলাম শরৎ, তানজিদ ফারাবি মাহিন, কায়েদ আহমেদ আলিফ, মেহেদি হাসান রাকিব, তালহা আজাদ অমি, রিয়াদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

ঢাকার পথে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা

চীনের সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজ করোনা টিকা শনিবার (১৭ জুলাই) রাতে ঢাকায় পৌঁছাবে।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আরও ১০ লাখ ডোজের দ্বিতীয় চালান নিয়ে আরেকটি ফ্লাইট বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে বেইজিং ত্যাগ করবে। উল্লেখ্য, সিনোফার্মের কাছ থেকে সরকার দেড় কোটি টিকা কেনার চুক্তি করেছে। এরমধ্যে এই টিকার প্রথম চালান হিসেবে ২০ লাখ ডোজ আসে গত ২ জুলাই।

ভোলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা ও চাল বিতরণ

ভোলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ, উত্তর দীঘলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্বে অনেক বড় বড় দেশ পঙ্গু হয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার মধ্যেও আমাদের অর্থনীতি সচল রয়েছে। গরীব দুঃখী মেহনতি মানুষকে তিনি বিভিন্নভাবে সাহায্য সহায়তা করে যাচ্ছেন। তোফায়েল আহমেদ এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কর্মসূচির আওতায় শনিবার উত্তর দিঘলদী ও আলীনগর ইউনিয়নসহ সাতটি ইউনিয়নে ৪৫০টি পরিবারকে নগদ এক হাজার টাকা এবং ১০ কেজি করে চাল দেয়া হয়। এ ছাড়া সদর উপজেলায় মোট চার হাজার পরিবারকে নগদ টাকা এবং ৩০ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

বরিশাল প্রতিনিধি:
বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ৮৩ জন কর্মহীন দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়।
১৪ দিনের লকডাউন শেষে মানুষ সাভাবিক জীবন যাপনে ফেরার চেষ্টা করছে এমন পরিস্থিতিতে আজ ১৭ জুলাই শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের এর পক্ষ থেকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র অসহায় ৮৩ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক  জসীম উদ্দীন হায়দার এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র অসহায় ৮৩ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ৮৩ জন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়।

বরিশালে দুই ওষুধ চোর আটক

শামীম আহমেদ ॥ গভীর রাতে ওষুধের দোকানের টিনের চালা কেটে প্রবেশ করে ওষুধ চুরি করে পালানোর সময় চোরাইকৃত বিপুল পরিমান ওষুধসহ দুই চোরকে আটক করেছে রাত্রীকালিন টহলে থাকা পুলিশ সদস্যরা।
শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানা এলাকার তৈয়ব আলী কাজীর পুত্র খোকন কাজী ও ভোলার দৌলতখান এলাকার সিদ্দিক মাঝির পুত্র রুবেল মাঝি।
ওসি আরও জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে গৌরনদী বন্দরের খান ও মদিনা ফার্মেসীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরাইকৃত বিপুল পরিমান ওষুধ নিয়ে আটককৃতরা পালানোর সময় টহল পুলিশের সদস্যরা চোরাইকৃত ওষুধসহ ওই দুই ব্যক্তিকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল পেল আমতলী পৌরসভার ৪৬২১ পরিবার

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ চাল পেল আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবার। শনিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এ ঈদ উপহার চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান।
জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের হতদরিদ্র মানুষের ঈদুল আজহার উৎসবের কথা বিবেচনা করে ঈদ উপহার দেয়ার উদ্যোগ নিয়েছেন। ওই উদ্যোগের ধারাবাহিকতায় আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৩৫ হাজার ৫’শ ৮৬ হতদরিদ্র পরিবারকে এ উপহারের আওতায় আনা হয়। শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ঈদ উপহার চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম কাওসার, পৌর সচিব মোঃ আবুল কালাম আজাদ, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম মৃধা প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভায় ৩৫ হাজার ৫’শ ৮৬ হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল দিয়েছেন।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মনের কষ্টের কথা বিবেচনা করে ঈদ উপহারের উদ্যোগ নিয়েছেন। আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারকে ঈদ উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। তিনি আরো বলেন, তালিকাভুক্ত হতদরিদ্র পরিবারের বাহিরে আরো হতদরিদ্র পরিবার থাকলে তাদেরকেও চাল দেয়া হবে।

নলছিটিতে ফ্রী ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের নলছিটি ইয়ুথঅর্গানাইজেশনের উদ্যোগে শামসুন্নাহার ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রী ভ্যাকসিন নিবন্ধন বুথ স্থাপন করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) বিকেলে প্রেসক্লাবের সামনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদার।

এসময় কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী,প্রেসক্লাবের সহ সভাপতি ইউসুফ আলী তালুকদার,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান, শামসুন্নাহার ফাউন্ডেশনের শাহাদাত ফকির, তারুণ্যের নলছিটির কনভেনর খালেদ সাইফুল্লাহ সহ তারুণ্যের নলছিটির ভলান্টিয়ার টিমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮ জুলাই থেকে ২০ জুলাই তিনদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ বুথ থেকে ভোটার আইডি কার্ড দিয়ে ফ্রী ভ্যাকসিন নিবন্ধন করার সুযোগ পাবেন।

বাকেরগঞ্জের কবাই ইউপি চেয়ারম্যান জহিরুল হক তালুকদার’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ জহিরুল হক তালুকদার (বাদল) এর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে একটি মহল সুপরিকল্পিতভাবে অপপ্রচার ছড়াচ্ছে। এনিয়ে ওই ইউপির সুশীল সমাজের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র জানায় চেয়ারম্যান জহিরুল হক তালুকদারের বিরুদ্ধে করোনা ভাইরাসে আক্রান্তের খবর গোপন রেখে গত১৩ জুলাই শপথ গ্রহণ করেছে বলে কিছু সংবাদ মাধ্যম অপপ্রচার করে। কিন্তু দেখাগেছে নির্বাচন পরবর্তী জহিরুল হক তালুকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহণ করেন।

পরবর্তীতে নিজে সম্পূর্ণ সুস্থতা অনুভব করে শপথ অনুষ্ঠানের পূর্বে ১১ জুলাই চেয়ারম্যান জহিরুল হক তালুকদার বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার পরীক্ষা করান এবং তাতে নেগেটিভ রিপোর্ট অাসে। ওই রিপোর্টের বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় কে অবহিত করে শপথ অনুষ্ঠানে যোগদানের প্রস্তুতি গ্রহণ করেন। সেই আলোকে চেয়ারম্যান জহিরুল হক তালুকদার ১৩ জুলাই সম্পূর্ণ সুস্থ শরীরে বরিশাল সার্কিটহাউজের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শপথ গ্রহণ করেন। তবুও একটি মহল অতি উৎসাহী হয়ে এ বিষয়ে বিভ্রান্তিমূলক নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যার অংশ হিসেবে কিছু সংবাদ মাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রকাশ করে।

এ ধরনের মিথ্যা সংবাদ নিয়ে কবাই ইউপির সুশীল সমাজের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অনেকেই বলেন(নাম সংরক্ষিত)  শপথ গ্রহণের পূর্বে সম্পূর্ণ সুস্থ অবস্থায় চেয়ারম্যান জহিরুল হক তালুকদারকে অামরা তার নিয়ম তান্ত্রিক কার্যক্রম পরিচালনা করতে দেখেছি। অথচ তাকে হেয় প্রতিপন্ন এবং হয়রানী করতে একটি মহল উদ্দেশ্যমূলক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। তারা প্রতিবেদকের কাছে এ ঘটনার তীব্র নিন্দা জানান। চেয়ারম্যান জহিরুল হক তালুকদার জানান আমি একজন সচেতন নাগরিক হিসেবে করোণা পজিটিভ নিয়ে শপথ অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই ওঠেনা। আমি শতভাগ করোনা নেগেটিভ নিশ্চিত হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করি। একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

আমতলীতে নেই অক্সিজেন প্লান্ট নেই, বিপাকে প্রাণঘাতী করোনায় আক্রান্ত রোগীরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট নেই। প্লান্ট না থাকায় হাইফ্লোতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ করা যাচ্ছে না। এতে রোগীরা জীবন নিয়ে শঙ্কায় আছেন। দ্রুত হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, আমতলী উপজেলায় গত চার মাসে ২’শ ২৫ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধিকাংশ আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। কিন্তু গত ২০ দিন ধরে উপজেলায় করোনার প্রকোপ মারাত্মক আকার ধারন করেছে। হাসপাতালের ২০ শয্যার করোনা ইউনিটে ১৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট নেই। অক্সিজেন প্লান্ট না থাকায় সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করতে হচ্ছে করোনা রোগীদের। এতে রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না। হাইফ্লোতে অক্সিজেন সরবরাহ না হওয়ায় রোগীরা জীবন নিয়ে শঙ্কায় আছেন। দ্রুত সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে গত ফেব্রুয়ারী মাসে একটি বে-সরকারী কোম্পানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লাণ্ট নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি না থাকায় ওই কোম্পানী প্লান্ট নির্মাণ করতে পরেনি। গত এপ্রিল মাসে সেন্টাল প্লান্ট নির্মাণের
অনুমতি চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মুনয়েম সাদ স্বাস্থ্য মন্ত্রনালয়ে আবেদন করেন। গত তিন মাস ধরে ওই আবেদন মন্ত্রনালয়ে ঝুলে আছেন। দ্রুত মন্ত্রনালয়ের অনুমতি সাপেক্ষে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, করোনা ইউনিটে ১৫ জন রোগী ভর্তি আছেন। রোগীরা সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করছে। এতে প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না রোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগী বলেন, শ^াস কষ্ট লাঘবে সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করতে হচ্ছে। এতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হচ্ছে না। সেন্টাল অক্সিজেন প্লান্ট হলে অতিমাত্রায় অক্সিজেন পেতাম তাহলে এতো কষ্ট পেতে হতো না। দ্রুত সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানান তিনি।
রোগীর স্বজনরা বলেন, স্বল্পতার কারনে সিলিন্ডারের অক্সিজেন সব সময় পাওয়া যাচ্ছে না। সেন্টাল অক্সিজেন প্লান্ট হলে এই সমস্যা হতো না। দ্রুত সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানান তারা।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হলে রোগীদের উচ্চ মাত্রায় অক্সিজেন সরবরাহ করা যেত। এতে রোগীদের শ^াস কষ্ট লাঘব হতো। একটি বে-সরকারী কোম্পানী সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছিল কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি না থাকায় নির্মাণ করতে পারেনি। তিনি আরো বলেন, সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের অনুমিত চেয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আবেদন করেছি। অনুমতি পেলেই বেসরকারী কোম্পানীর সাথে যোগাযোগ করে নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

বরিশালে একদিনে শনাক্ত ১৫৬, মৃত্যু ১৩

শামীম আহমেদ ॥

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১শ ৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২শ ৮৭ জনে।

একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয় জন এবং করোনা ওয়ার্ডে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশালে একজন, বরগুনায় একজন এবং ঝালকাঠিতে দু’জনসহ মোট ৪ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩শ ৭৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস। তিনি জানান, মোট আক্রান্ত ২৫ হাজার ২শ ৮৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭শ ৫০ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১শ ৪ জন নিয়ে মোট ১০ হাজার ৭শ ৮৮ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ৩ হাজার ১শ ৩৭ জন, ভোলা জেলায় নতুন ৩৮ জনসহ মোট ২ হাজার ৫শ ২৫ জন, পিরোজপুর জেলায় নতুন শনাক্ত না থাকায় মোট ৩ হাজার ৪শ ৬৮ জন, বরগুনা জেলায় নতুন ১ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ১শ ৫৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২শ ১৩ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয় জনের এবং করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬শ ৫৩ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৪৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬শ ৫৩ জনের মধ্যে ১৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্তশেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ৫ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২শ ৫৩ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৮৪ জন করোনা ওয়ার্ডে এবং ১৬৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ২শ ১৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৬৪.৩৮ শতাংশ পজিটিভ শনাক্তের হার।