গৌরনদীতে গাছের চারা বিতরণ

শামীম আহমেদ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে গাছের চারা, খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে নলচিড়া বাজারে ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানের সাবেক দেড় শতাধিক সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির সাড়ে চারশ’ ফলজ বৃক্ষ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। প্রতিষ্ঠানের সভাপতি রিয়াদ হোসেন স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, সিইও ফারুক হোসেন, ম্যানেজার মনিরুজ্জামান তালুকদারসহ অন্যান্যরা। পরে নলচিড়া ইউনিয়নের অর্ধশত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

বরিশালে অগ্নিকান্ডে নিহত শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ ॥

নারায়নগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের হত্যার দায়ে মালিক সহ সকল সংশ্লিষ্টদের গ্রেফতার করা ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া সহ আহত শ্রমিকদের সু-চিকিৎসার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কপ,শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ও ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।

আজ শনিবার (১০ই) জুলাই সকাল ১১ টায় নগরী সদররোডে এ কর্মসূচি পালিত হয়। সামাজতান্ত্রিক দল (বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক) ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবতী, লঞ্চ লেবার এসোসিয়েশন সভাপতি মাস্টার আবুল হাসেম,দুলাল মল্লিক,জেসনা বেগম প্রমুখ।

 

খেলা ব্রাজিলে, ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং-পুলিশ মোতায়েন

রাত পোহালেই কোপা আমেরিকার ব্রাজিল–আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। খেলা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের সমর্থকেরা যাতে বিশৃঙ্খলা না করে এজন্য শনিবার (১০ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকায় মাইকিং করেছে পুলিশ।

মাইকিংয়ে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১১ জুলাই আর্জেন্টিনা-ব্রাজিল, এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে কোপা আমেরিকা ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলাটি বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এমতাবস্থায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উন্মুক্ত স্থানে, হাটবাজারে, রাস্তার মোড়ে, হোটেল-রেস্টুরেন্টে, চায়ের দোকানে, বাড়িঘরে, পাড়া-মহল্লায় বন্ধুবান্ধব একত্রিত হয়ে গণজমায়েত করে ফুটবল খেলা দেখতে পারবেন না। ’

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় রিকশায় করে এই মাইকিং করেন মেড্ডা এলাকার আলী মিয়া। মাইকিংয়ের এক ফাঁকে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, সদর থানা পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক এই মাইকিং করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ রাস্তাঘাটে মাইকিং করেছেন।

মাইকিংয়ে জনসাধারণের উদ্দেশে আরও বলা হয়, ‘সবাইকে নিজ নিজ বাসায় বসে খেলা দেখতে অনুরোধ করা হলো। খেলা শেষে কোনো প্রকার আনন্দ মিছিল, পটকা-আতশবাজি ফোটানো নিষেধ। করোনাভাইরাস প্রতিরোধে আরও সচেতন হোন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অতি জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়া বাসা থেকে কেউ বের হবেন না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ জেলার নয়টি উপজেলার প্রতিটি থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল খেলা নিয়ে বিশৃঙ্খলা এড়াতে মাইকিং করান। এ সময় পুলিশ সদস্যরা জিপ গাড়িতে এবং থানার পক্ষ থেকে রিকশা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার মাধ্যমে মাইকিং করানো হয়। শনিবার দিনভর জেলার ১১৬টি বিটে মাইকিং করানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, বাংলাদেশ সময় ১১ জুলাই ভোর ৬টায় অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল খেলা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিশৃঙ্খলা এড়াতে ১১৬টি বিট পুলিশের দল মোতায়েন করা হয়েছে। প্রতিটি বিটে একজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুজন কনস্টেবল রয়েছে। এ ছাড়া শনিবার ভোররাতে পুলিশের আরও ৪০টি বিশেষ টহল দল মোতায়েন করা হবে।

উল্লেখ্য, গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন সকালে প্রথমে কথা-কাটাকাটির জেরে পরে বিকেলে প্রতিপক্ষের হামলায় এক ব্রাজিল সমর্থকের চাচা নওয়াব মিয়া (৬০) আহত হন।

ওই রাতে পাল্টা হামলায় আর্জেন্টিনার তিন সমর্থক জাকির মিয়া (৩২), সেলিম মিয়া (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫) আহত হন। তারা সবাই উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের বাসিন্দা।

ফরিদগঞ্জে দুই বাড়ি ডাকাতির উদ্দেশ্যে হামলা ॥ গুরুতর আহত ২ জন

কামরুজ্জামান,ফরিদগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধি:
শুক্রবার গভীর রাতে ফরিদগঞ্জের পশ্চিম রূপসা এলাকার সমাজসেবক, সাবেক চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদ পশ্চিম রূপসা বেপারী বাড়ীতে ডাকাতির উদ্দেশ্যে অন্তত ৪/৫ জনের একটি দল হামলা চালায়। বাড়ীর মালিক ও প্রতিবেশীদের তোপের মুখে ওবসত ঘরে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতদল মালামাল লুটে নেওয়ার সময় বাঁধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে তোফায়েল আহমেদ (৫০) কে গুরুতর আহত করেছে। অপর বাড়ীতে ডাকাতির ঘটনায় মোঃ রকি (২৩) নামের এক যুবককে শাবল দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত তোফায়েল ও মোঃ রকিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে সরেজমিনে গেলে এলাকাবাসী ও ডাকাত দলের হামলার শিকার পরিবার গুলো জানান, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে পশ্চিম রূপসা এলাকার ব্যবসায়ী ও সাবেক চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদের বাসার কলাপসিবল গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে ৫/৬ জনের ডাকাতদল। ঘরে ঢুকে তোফায়েল আহমেদ এর মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে, এই সময় তিনি বাঁধা দেয়ায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তোফায়েল আহমেদের চিৎকারে ঘরের ও আশপাশের লোকজন এগিয়ে আসলে তোফায়েল আহমেদের মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত তোফায়েল আহমেদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে শুক্রবার রাতে উপজেলা পশ্চিম রূপসা ইউনিেেয়র গাব্দেরগাঁও গ্রামের স্বপন পাটওয়ারী, লিটন মেম্বারের বাড়ির সাহেম, হারুন, জমদার বাড়ির মামুন ও মাইঝের বাড়ির খোরশেদের ঘরে চোরের দল হানা দিয়ে তাদের গুরুত্বপূর্ণ মালামাল লুটে নেয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ডাতাতি নয় চুরির চেষ্টা বলা যেতে পারে। তা ছাড়াও অন্য কোন উদ্দেশ্যে তোফায়েল আহমদের উপর হামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখছি। আমি আহত দু‘জনের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে তেমন কিছু নিতে পারেনি । অভিযোগের ভিক্তিতে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২০-২১ সেশনের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আজ শনিবার অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। চলবে ২০ আগস্ট পর্যন্ত।

গণমাধ্যমকে এ খবর  নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। তিনি বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে পরিস্থিতি খারাপ হলে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন পটুয়াখালীর জেলা প্রশাসকের

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন যোগদানের পর প্রথমবারের মত তিনি গলাচিপা উপজেলা পরিদর্শন করেছেন।

শনিবার (১০ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিন ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, জেলা প্রশাসক সড়কপথে পলাচিপা আসার পথে আমখোলা ইউনিয়নে করোনাকালীন অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এরপর মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন ভূমিহীণ ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনের জন্য জেলা প্রশাসক উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজার ও রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে নির্মিত ঘরগুলো ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

এসময় তিনি উপকারভোগীদের সঙ্গেও কথা বলেন ও তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর এখন আপনাদের। এই ঘরের ভালমন্দ সবকিছু দেখার দায়িত্বও আপনাদের। তারপরেও কখনো কোন সমস্যা মনে করলে ঘরের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন প্রমুখ।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাস্তায় নলছিটি পৌর মেয়র


আরিফুর রহমান, নলছিটি।।

ঝালকাঠি জেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন বাস্তবায়নে ঝালকাঠির নলছিটিতে পৌর এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কবির খান।

শনিবার (১০ জুলাই) সকালে মেয়র জনগনকে মাস্ক ব্যবহার করা, বিনা প্রয়োজনে ঘরে থাকতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে সকলকে লকডাউন মেনে চলতে অনুরোধ জানান।

এছাড়াও পৌরসভার কাউন্সিলরদের কর্মকর্তা,কর্মচারীদের লকডাউন কার্যকরে কঠোর নির্দেশনা দিচ্ছেন।

এদিকে পৌর মেয়রের সাথে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন পৌরসভার কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্ধন দাস সহ পৌরসভার কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে পৌরসভার আব্দুল ওয়াহেদ কবির খান বলেন, সারাদেশে কঠোর লকডাউন চলছে। জনসাধারণকে সচেতন করতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। কেউ যেন নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা না রাখে সেজন্য আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করছি। এছাড়া সামাজিক দুরত্ব নিশ্চিত করে কেনাবেচা করার আহবান জানানো হয়েছে । এর পরে যদি কেউ নিষেজ্ঞা অমান্য করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

একজন জনপ্রতিনিধির এ ধরনের মানবিক উদ্যোগকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৮৫ জনের প্রাণহানি

২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৮৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ১৮৯ জন। এ ছাড়া একই সময়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭৭২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।

আজ শনিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার করোনায় ২১২ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হন ১১ হাজার ৩২৪ জন।