ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ’র শহিদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক মোঃ মিরাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার: দেশের স্বেচ্ছাসেবী আইনি সংগঠন ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর শহিদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়, বরিশাল এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকারি বিএম কলেজের সাবেক শিক্ষার্থী সাংবাদিক মোঃ মিরাজুল ইসলাম। বুধবার (৩০ জুন) ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহ্বায়ক শরিফুল হক তুমুল ও যুগ্ম-আহ্বায়ক আশফাক-উল-হক নিলয় এই কমিটি ঘোষণা করেন। ১০৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নার্গিস সুলতানা চায়না, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান হোসেন। উল্লেখ্য, ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) মূলত সাবেক বিচারক, বিজ্ঞ আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, আইনের শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী আইনি সংগঠন। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় সংগঠনের সাথে যুক্ত থাকা সকল সদস্যগন প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকেই ল্যাব বিভিন্নরকম মহৎ কাজের সাথে জড়িত রয়েছে।

লকডাউনের দ্বিতীয় দিনে বরিশালে ১১ জনকে জরিমানা

শামীম আহমেদ ॥

করোনা সংক্রমণ রোধে বরিশালে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সড়ক অনেটাই ফাঁকা দেখা গেছে। আজ শুক্রবার (০২ জুলাই) সকাল থেকেই বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা অমান্য করায় ১১ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। এদিকে লকডাউন মানাতে স্বাস্থ্যবিধির প্রচারণা নিয়ে সকালে বরিশাল নগরে র‌্যালি করেছে পুলিশ। সেই সঙ্গে জুমার নামাজের খুতবার পূর্বে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৩৭০টি মসজিদে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচতেনতামূলক বক্তব্য দেন করেন পুলিশ সদস্যরা। এর আগে সকালে বাজারগুলোতে কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়। তবে বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কোনো নজরদারি ছিল না। আবার বাজারগুলোকেও খোলা জায়গায় নেয়া হয়নি, তাই সকালে বাজারগুলোতে যথারীতি আগের মতোই ভিড় ছিল। এছাড়া সড়কে রিকশা, মোটরসাইকেল ছাড়া তেমন কোনো যানবাহন চলতে দেখা যায়নি। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, লকডাউন কার্যকর করতে সকাল এবং বিকেল দুই ভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। যারা লকডাউন অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চিচ্ছি আমরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, বরিশাল নগরীর প্রবেশদ্বারগুলোসহ নগরের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউন কার্যকর করতে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।

দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই – পুলিশ কমিশনার

শামীম আহমেদ ॥

বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন চকবাজারস্থ ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদে গতকাল শুক্রবার জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য প্রদানকালে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা যদি নিয়মিতভাবে মাস্ক পরিধান না করে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি, তবে এজন্য আমাদেরকে কাল কেয়ামতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। আর আমরা যদি অন্যকে সুরক্ষিত রাখার নিয়তে নিয়মিতভাবে মাস্ক পরিধান করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তবে নিশ্চয়ই এটি একটি পুণ্য হিসেবে গণ্য হবে। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এই মুহূর্তে মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিন। তাই আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যেসে পরিণত করি, আমরা যদি নিয়মিতভাবে কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড করি, সামাজিক দূরত্ব বজায় রাখি তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা দেশ ও জাতিকে অনেকাংশেই সুরক্ষিত রাখতে পারব। এসময় তিনি সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে অতি জরুরী প্রয়োজন ব্যতীত জনগণকে ঘরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপ যেমন- বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ওপেন হাউজ ডে সহ সকল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য যে, বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যগণ বরিশাল মহানগরীর ৩৭০ টি মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলো বরিশাল সিটি করপোরেশন

বরিশাল প্রতিনিধি:
করোনা সংক্রমন হ্রাস করতে চলমান লকডাউন চলাকালীন সময়ে ২৪ ঘন্টায় বিনামূল্যে জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বরিশাল সিটি করপোরেশন। বৃহস্পতিবার রাত থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়। বরিশাল নগরীর সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যেগ নিয়েছে করপোরেশন। বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার বিকালে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান , পাঁচটি এ্যাম্বুলেন্স থাকবে এই জরুরী সেবায়। বৃহস্পতিবার রাত থেকে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এ্যাম্বুলেন্স সার্ভিস পেতে ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ নম্বরে কল করতে হবে। কল করলেই যথাস্থানে পৌছে যাবে বিনামূল্যের এই এ্যাম্বুলেন্স।
এছাড়াও লকডাউন শুরুর পর থেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের জন্য চারটি বাস গাড়ি দিয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জানান জনসংযোগ কর্মকর্তা।

বরিশালে কঠোরভাবেই চলছে দ্বিতীয় দিনের লকডাউন

বরিশাল প্রতিনিধি:
কঠোর লকডাউনের দ্বিতীয় দিন ভালোভাবেই অতিবাহিত হচ্ছে বরিশালে। জরুরী পন্য ছাড়া বেশীরভাগ দোকানপাঠ বন্ধ। বন্ধ রয়েছে দূরপাল্লা ও স্থানীয় রুটের লঞ্চ-বাস। নগরীর অভ্যন্তরে পায়ে চালিত কিছু রিক্সা চলাচল করলেও অন্যান্য গনপরিবহন বন্ধ। বৃহস্পতিবার প্রথম দিনের চেয়ে গতকাল শুক্রবার দ্বিতীয় দিন রাস্তায় মানুষ চলাচল কিছুটা বাড়লেও পরিস্থিতি সন্তোষজনক বলে দাবী করেছে প্রশাসন। রাস্তায় বের হওয়া বেশীরভাগের গন্তব্য ছিলো বাজার এবং ওষুধ কিনতে। লকডাউন পরিস্থিতি দেখতে অযথাও রাস্তায় বের হয়েছেন কিছু মানুষ। সকালের দিকে নগরীর বাজারগুলোতে কিছুটা ভীর থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যায় বাজার। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় ওষুধ, নিত্য পন্য ও ফ্লাক্সি লোডের দোকান খোলা রয়েছে। অযথা খোলা রাখা চায়ের দোকানগুলোতে ভীর দেখা গেছে। লকডাউন বাস্তবায়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নগরবাসী। বরিশাল নগরীর প্রবেশদ্বারের চেকপোস্টগুলোতে গতকালও কঠোরভাবে ট্রাফিক পুলিশের চেকপোস্ট কার্যকর ছিলো। সকাল থেকে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার চেকপোস্টগুলো পরিদর্শন করেন।
এদিকে নগরীর অভ্যন্তরে পায়ে চালিত কিছু রিক্সা চলাচল করছে। অন্যান্য গনপরিবহন বন্ধ রয়েছে। রাস্তায় মানুষজনের অযথা চলাচল ঠেকাতে নগরীর ২০টি পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হলেই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনছে তারা।
অপরদিকে স্বাস্থ্য বিধি প্রতিপালন সহ বাজার নজরদারী করছে নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় নিত্য পন্যের অতিরিক্ত দাম রাখা এব স্বাস্থ্য বিধি প্রতিপালন না করায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী।

গৌরনদীতে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ

গৌরনদী প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদীতে জেলা ট্রাফিক পুলিশ ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশ বিনা মূল্যে মাক্স ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী, টরকী, ভূরঘাটা বাসষ্ট্যান্ডে পথচারী, যানবাহনের চালকসহ সর্বস্থরের মানুষের মাঝে বিনা মূল্যে মাক্স বিতরণ করেন। এ ছাড়া গৌরনদী হাইওয়ে থানা পুলিশ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মাবিয়ান, ইন্সপেক্টর আহাদ মিয়া, হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম, টিএসআই দিপক রায় উপস্থিত ছিলেন।

কঠোর লকডাউনে অচল গৌরনদী, ঘর থেকে বের হলেই জরিমানা

গৌরনদী প্রতিনিধি:
কঠোর লকডাউন বাস্তবায়নে দক্ষিনাঞ্চলের প্রবেশ দ্বার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ভূরঘাটাসহ ৩০টি স্থানে প্রশাসনের তল্লাসি চৌকি বসানো ও স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে অভিযান অব্যহত রয়েছে। দ্বিতীয় দিনে শুক্রবার সকাল থেকে মহাসড়কে জরুরী পন্যবাহী সামান্য কিছু ট্রাক ছাড়া যানবাহন চলাচল নেই বললেই চলে। বাজার, বন্দরের দোকানপাট ও বিপনী বিতান বন্ধ রয়েছে। মহাসড়ক, আঞ্চলিকসহ আভ্যন্তরীন সড়কে টহল দিচ্ছে বিজিবি , পুলিশ ও সেনাবাহিনী। ঘর থেকে বের হলেই গুনতে হচ্ছে জড়িমানা।

শুক্রবার সকাল থেকে মহাসড়ক, সড়ক ও বিভিন্ন হাট বাজারে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড। শিশু খাদ্য, ঔষাধ ও চিকিৎসার জরুরি সেবার প্রয়োজনে সড়কে কিছু লোকজন চলাচল করতে দেখা গেছে। আভ্যন্তরীন সড়কে সাইকেল, রিকশা চললেও বন্ধ রয়েছে টেম্পু , মাহেন্দ্রা, ভটভিটি ও ব্যাটারী চালিত সব ধরনের ক্ষুদ্র যান। ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা, ইল্লা, বার্থী, টরকী, গৌরনদী বাসষ্টান্ড, মাহিলাড়া, বাটাজোর, বরিশাল-খুলনা আঞ্চলিক সড়কের শাওড়া, মোল্লাবাড়ি, নাঠিসহ প্রায় ৩০টি পয়েন্টে পুলিশের তল্লাশি চৌকি দেখা গেছে। এসব স্থানে দায়িত্বরত পুলিশের সদস্যরা যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন ও বাইরে বের হওয়া মানুষদের সচেতন করছেন আইন শৃংখলা বাহিনী।

সরেজমিনে সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটায় গিয়ে দেখা গেছে, মহাসড়ের রাস্তার উপরে বসানো হয়েছে চেক পোষ্ট। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে কাজ করেছে গৌরনদী মডেল থানা পুলিশ ও বরিশাল ট্রাফিক পুলিশের দুটি দল। বার্থী এলাকায় চেক পোষ্ট বসিয়ে তল্লাসি করেছে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ। দুপুর ১২ টায় গৌরনদী বাসষ্টান্ডে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস ও গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন তল্লাসি চৌকি বসিয়ে স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং স্বাস্থ্যবধি মানতে গণসচেতনায় প্রচারনা চালাচ্ছেন। সাড়ে ১২টায় বাটাজোর বাসষ্টান্ডে অভিযান পরিচালণা করছেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় স্বাস্থ্য অমান্যকারী ও লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেড় হওয়ার অভিযোগে কয়েকজনকে জড়িমানা আদায় করা হয়। এছাড়া গৌরনদী, টরকী, বন্দর, উপজেলা, বাটাজোর, মাহিলাড়া গিয়ে দেখা গেছে সকল হাট বাজার ও বিপনী কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। বিধি নিষেধ অমান্য করে প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অভিযোগে ২৪ ঘন্টায় অর্ধ শতাধিক ব্যক্তি ও ক্ষুদ্র যানবাহন চালককে জড়িমানা করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, কঠোর লকডাউন কার্যকর করতে আমরা বদ্ধ পরিকর এবং স্বাস্থ্য বিধি অমান্যকারীদের কোন ছাড় দেয়া হবে না। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি কিংবা মানুষ চলাচলে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে ও থাকবে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, পরিবার পরিজন নিয়ে সবাইকে সুস্থ্য থাকতেই স্বাস্থ্য বিধি ও লকডাউন মানতে হবে। এই বিষয়টির ওপর জোর দিয়েই আমরা মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন।

গৌরনদী পৌরসভায় জলাবদ্ধতায় নাগরিক দূর্ভোগ চরমে

গৌরনদী প্রতিনিধি:
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গৌরনদী পৌর সভার তিনটি ওয়ার্ডের প্রায় দেড় হাজার পরিবারকে পানিবন্ধি হয়ে চরম দূভেৃাগ পোহাতে হচ্ছে। সামান্য একটু বৃষ্টি হলেই প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকার সড়কে হাঁটু সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে পৌর সদরের পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত তিন দিনের টানা বর্ষনে গৌরনদী সভার ৫নং ওয়ার্ডের চরগাধাতলী, ৬নং ওয়ার্ডের উত্তর বিজয়পুর ও ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার পানি বন্ধিরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। তিন মহল্লার বাসিন্দারা জানান, ৫নং ওয়ার্ডের প্রায় ৩শ পরিবার, ৬নং ওয়ার্ডের ৫ ও ১নং ওয়ার্ডের ৭শ পরিবার বছরের প্রায় অর্ধেক সময় পানি বন্দি থাকেন। গত প্রায় ১৫ বছর ধরে এ অবস্থা চললেও প্রতিকারে কোন উদ্যোগ নেই। ৫নং ওয়ার্ডের চরগাধাতলী মহল্লার কয়েকজন নাগরিক বলেন, আমরা বছরে ৫/৬ মাস পানিবন্ধি থাকি। পৌর সদরের প্রান কেন্দ্রে বসবাস করেও জুতা হাতে নিয়ে হাটতে হয়। এই মহল্লার প্রায় ৩ শতাধিক পরিবার পানিবন্দির কারনে সারা বছর চরম দূর্ভোগ পোহাই। মাহবুবা আক্তার(২১) বলেন, পানি বন্দির কারনে বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় বছর জুড়ে আমাদের গৃহবন্দি থাকতে হয়। গৃহবধূ রুপালী কর্মকর্তার (২৫) বলেন, ঘরের চারিপাশে পানি সব সময় শিশুদের নিয়ে আতংকে থাকতে হয়। তাছাড়া পানির মধ্যে হাটাচলা করে পরিবারের অনেকেই চর্ম রোগে আক্রান্ত হয়ে পড়েছে। একই অভিযোগ করেন পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর বিজয়পুর মহল্লার বাসিন্দা মিজানুর রহমান(৪২) ও সবুজ হাওলাদার(৩০)। তারা বলেন, আমাদের মহল্লার আমরা কয়েকশ পরিবার প্রায় বছর জুড়ে পানিবন্ধি থাকি। প্রতিকার চেয়ে পৌর কর্তৃপক্ষের কাছে বার বার ধর্না দিলেও কোন প্রতিকার নাই। একইভাবে চরম দূর্ভোগের কথা জানালেন, আব্দুস সালাম(৬০), রাজু তালুকদার (২৮) ও নুর আলম(৪৫)।

সুন্দরদী মহল্লার বাসিন্দারা জানান, সুন্দরী মহল্লায় পয়ঃ নিস্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রায় বছর জুড়ে জলাবদ্ধতা থাকে। ৪/৫ মাস সার্বক্ষনিক পানিবন্দি থাকতে হয়। পানিবন্ধী সুন্দরী এলাকার শ্যমল দত্ত (৪২), নাসির উদ্দিন(৫১), অর্চনা রানী(২৮)সহ অনেকেই বলেন, আমরা পানি বন্ধী হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না। রান্না ঘর চুলা চাটকি পানিতে ডুবে যাওয়ায় রান্না বান্না বন্ধ হয়ে যায়। টানা ২/৩ দিন বৃষ্টি হলে আমাদের শুকনা খাবার ক্ষেতে হয়। শিশু শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়া বন্ধ রয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন , আমরা সুন্দরদী মহল্লাার নাগরিকরা পানি বন্ধি হয়ে থাকি। আমাদের দূর্ভোগ দেখার যেন কেউ নেই। পৌর কাউন্সিলরের কাছে অসংখ্যবার ধর্না দিয়েও কোন সুফল পাইনি। পানিবন্দি তিন ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৫ বছর ধরে নির্বাচনের আগে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জলাবদ্ধতা দূরীকরনে কথা দেন কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর খবর রাখেন না। টরকী বন্দরের ব্যবসায়ীরা বলেন, বছরের অর্ধেকেরও বেশী সময় আমাদের পানিবন্ধি থাকতে হয়। সামান্য বৃষ্টি হলে বন্দরের রাস্তা পানিতে ডুবে যায়। বন্দরের ক্রেতা বিক্রেতাসহ সাধারন মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কাউন্সিলররা জলাবদ্ধতায় পানি বন্দি থাকার কথা স্বীকার করে বলেন, অপরিকল্পিত ভবন নির্মান ও আশপাশের পুকুর, জলাশয়-ডোবা ভরাটের কারনে জলাবদ্ধাতা তৈরী হয়েছে। নাগরিকদের দূর্ভোগ লাগবে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে।
ছবিসহ

দুমকিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্রাক ব্যাংকের পাশের ভবনে মামপি রানী সাহা (২২) নামে এক গৃহবধূ বৃহস্পতিবার সন্ধায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রে জানাগেছে, গৃহবধূ দোতলার নিজ কক্ষে শিশু ছেলে শুদ্ধ (৪) কে নিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে গিয়েছিলো। সন্ধ্যার পরে ছেলের কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গৃহবধুকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত গৃহবধূর স্বামী শুভঙ্কর সাহা ঘটনার সময় পীরতলা বাজারে নিজ দোকানে ছিলেন। তিনি জানান , তার স্ত্রী বাপের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য বার বার বলেছিল কিন্তু লগডাউনের কারনে তার আবদার পূরণ করা সম্ভব হচ্ছিল না। মৃত মামপি সাহার বাপের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

বরিশালে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৫ শতাংশ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক ॥ গত ২৪ ঘণ্টায় ৭১৪ জনের নমুনা পরীক্ষা ২৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৩ শতাংশ যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১৩৪ জন।

এছাড়া এই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জন এবং বরিশাল জেলায় ১ জন করেনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। যা নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যু সংখ্যা ৩১২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হাজার ১৩৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৫ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১১১ জন নিয়ে মোট ৭ হাজার ৯৮৯ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট ২৫০৩ জন, ভোলা জেলায় নতুন ৮ জনসহ মোট ২০৬৮ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৬ জন নিয়ে মোট ২৩৩১ জন, বরগুনা জেলায় নতুন ২৩ জন নিয়ে মোট আক্রান্ত ১৪৬৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৩২ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭৮ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৩৯ জনের মধ্যে ৪৩ জনের কোভিড টেষ্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩১ জন ও করোনা ওয়ার্ডে ১১ জন ভর্তি হয়েছেন। যা নিয়ে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৬৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৩ জনের করোনা পজেটিভ এবং ১৩২ জন আইসোলেশনে রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৩ জন করোনা পরীক্ষা করা হয়। যারমধ্যে ৫৩.৩৬ শতাংশ পজেটিভ শনাক্তের হার।