সোমবার থেকে ব্যাংক লেনদেন ১০টা থেকে ২টা

সরকার ঘোষিত বিধিনিষেধ তথা ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এ সময়েও সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে।

লেনদেন পরবর্তী অন্যান্য আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। এ নির্দেশনা বহাল থাকবে আগামী ২৩ মে পর্যন্ত।

রোববার (১৬ মে)  এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

আবারও আ’ লীগের ছায়াতলে ফিরে এলাম: কাদের মির্জা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আবার আওয়ামী লীগের ছায়াতলে ফিরে আসার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালে আমি আবার আওয়ামী লীগের ছায়াতলে ফিরে এলাম।

অন্য যারা আমাদের সঙ্গে আসতে চান, আমরা তাদের স্বাগত জানাবো।
রোববার (১৬ মে) বিকেল ৪টায় বসুরহাট পৌর মিলনায়তনে নিজের অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আবদুল কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের সাহেব যেটা বলবেন, সেটাই হবে। এটা ওনার সংসার, তিনি যাদের ঘোষণা দেবেন, তারাই আওয়ামী লীগের নেতা হবেন। তবে আমরা ইস্কান্দার হায়দার বাবুল ও মো. ইউনুসের নেতৃত্বে আছি। আশা করি, তিনি (ওবায়দুল কাদের) আমাদের নিরাশ করবেন না।

তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনারা নিজেদের দোষের কারণে কেউ বাদ পড়লে তাতে আমরা দায়ী না। কারণ মনোনয়ন দেবেন ওবায়দুল কাদের ও শেখ হাসিনা। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।

পরে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান মেয়র। এছাড়া কেন্দ্র থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধারণের অনুরোধও করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোহাম্মদ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলি, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম, সাবেক শ্রমিক লীগ নেতা শহীদুল্লাহ মিয়া, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামিদ, সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মাহমুদ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজলসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে, আবদুল কাদের মির্জার এ অনুষ্ঠানকে ঘিরে বসুরহাট পৌরসভা এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য মোতায়েন করা হয়। কারণ একই সময় আবদুল কাদের মির্জার বিরোধী অংশের উপজেলা আওয়ামী লীগও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ডাক দেয়। পরে প্রশাসনের অনুরোধে তারা সেই কর্মসূচি পালন থেকে বিরত থাকেন।

আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। গত ডিসেম্বরে ওই পৌরসভায় দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন তিনি। নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন আবদুল কাদের মির্জা।

গত ৩১ মার্চ নিজের ফেসবুক আইডি থেকে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং জনপ্রতিনিধি হিসেবে আর নির্বাচন করবেন না বলে জানান।

বরিশালে বিনোদনকেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

চলছে মহামারি করোনাকাল। সেই মহামারির সংক্রমণের ঝুঁকি উপক্ষো করে ঈদের পরের দিন থেকে উন্মুক্ত বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। আর সেখানে স্বাস্থ্যবিধি ছিলো উপেক্ষিত। বিশেষ করে কারো মধ্যেই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো আগ্রহ দেখা যায়নি। আবার যার মন চেয়েছে তিনি মাস্ক পরেছেন, যার মন চায়নি তিনি পরেননি। যদিও উন্মুক্ত বিনোদনকেন্দ্র বিশেষ করে পার্কগুলোতে সমাগমরোধে কঠোর দিক-নির্দেশনা দিয়েছিলো জেলা প্রশাসন। আর তাই সরকারি-বেসরকারি নিয়ন্ত্রিত পার্কগুলো বন্ধও রয়েছে।

ঈদের পরের দিন ও রোববার নগর ঘুরে দেখা গেছে, দুপুরের পর থেকেই নগরের বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের সমাগম ঘটতে থাকে। ঈদের দিন বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু, ত্রিশ গোডাউন থেকে চাঁদমারি কলোনী এলাকা পর্যন্ত নদীর তীরে হাজারো মানুষের সমাগম ঘটে। মানুষের সমাগম ঠেকাতে দুপুর থেকে বেশ কিছু বিনোদনকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও বিকেল নাগাদ তা অনেকটাই মন্থর হয়ে যায়। তবে, বিপুল পরিমান মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হতেই দেখা গেছে।

নগরের ত্রিশ গোডাউন এলাকায় ঘুরতে যাওয়া ব্যবসায়ী শামীম আহম্মেদ বলেন, ঈদ উৎসবের এ সময়টাতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব মিলে ঘুরতে যাওয়া একটি ট্রেডিশন। তবে, করোনা মহামারির কথা মাথায় রেখে এই সময়টাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। কিন্তু কেউ মানছে আর কেউ মানছে। গাদাগাদির মধ্যেই সবাই ঘোরাফেরা করছেন, যেখানে কারো মাস্ক আছে কারো নেই।

তিনি বলেন, ত্রিশ গোডাউন এসে সব থেকে আশ্চর্যজনক বিষয় দেখলাম, সাজগোজ নষ্ট হওয়ার শঙ্কায় কিছু তরুণী মুখে মাস্ক ব্যবহার করছেন না, আর যেসব যুবক ধুমপায়ী তারাও মাস্ক ব্যবহার করছেন না। আর এরা হাসি-ঠাট্টা থেকে শুরু হাঁচি-কাশিও স্বাস্থ্যবিধির নিয়মানুযায়ী দিচ্ছে না।

রবিন মৃধা নামে এক ব্যক্তি বলেন, মধ্য বয়স্ক থেকে বয়স্কদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা থাকলেও উঠতি বয়সি তরুণদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা নেই বললেই চলে। আবার মোটরবাইক নিয়ে আসা কিছু তরুণ-তরুণী ঘুরতে আসা অন্য মানুষের বিড়ম্বনার কারণও হচ্ছে।

এদিকে যারা মাস্ক ব্যবহার করছেন না, তাদের এ বিষয়ে জিজ্ঞাসা করতেই হয় চটে যাচ্ছেন নয়তো নানান যুক্তি তুলে ধরছেন।

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সীমিত পরিসরে আ.লীগের কর্মসূচি

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে দলটি। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে। সোমবার (১৭ মে) বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। পাশাপাশি মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে সকাল ৬টায় তেজগাঁও হলি রোজারি চার্চে খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছে।

সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে সীমিত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বিকেল ৩টা গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সীমিত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

১৪ দিন পর ঢাকায় ফেরার অনুরোধ

সরকারের নির্দেশনা উপেক্ষা করে যারা বাড়ি গিয়েছেন, তাদের অফিস খোলা না হলে ১৪ দিন পর ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ অনুরোধ জানান।

তিনি বলেন, যারা বাড়িতে গেছেন, এখনো অফিস খোলেনি, স্কুল-কলেজে দেরি করে ফিরলেও কোনো ক্ষতি হচ্ছে না, তারা অন্তত সাত থেকে ১৪ দিন দেরি করে ফিরে আসবেন।

নাজমুল ইসলাম বলেন, সরকার পরামর্শ দিয়েছিল আমরা যেন এবারের ঈদে নিজ নিজ অবস্থান ছেড়ে বাইরে চলে না যাই। কিন্তু আমরা দেখেছি, বড় সংখ্যক মানুষ এই পরামর্শ উপেক্ষা করেও নানাভাবে ঘরে ফেরার চেষ্টা করেছেন। সেখানে কিছু মর্মান্তিক দৃশ্য দেখেছি।

তিনি বলেন, যাদের ইতোমধ্যে উপসর্গ দেখা গেছে, তারা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষা অবশ্যই করিয়ে নেবেন। ফিরে আসার সময় শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।

অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজের টিকার আর এক সপ্তাহের মজুত রয়েছে। হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজের মজুদ শেষ হয়ে গেলে টিকা দেওয়া বন্ধ রাখা হবে।

বরিশালে আগুনে পুড়েছে বিদ্যালয় ভবন

বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের আস্তাকাঠি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবন আগুনে পুড়ে গেছে। শনিবার রাতে আগুনের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের দুটি দল আধাঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিদ্যালয়ের আসবাবপত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানটি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধ ওই বিদ্যালয়ে শনিবার রাত পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই টিনশেড ভবনসহ সব আসবাবপত্র পুড়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, আগুনের খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ভবনটির সব আসবাবপত্র পুড়ে যায়।

কলাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা (১৯) নামের এক সন্তানের জননী গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের তার স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় গৃহবধূর স্বামী শিমুল খলিফারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে কাঠের ঘরের দোতালা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে কি কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা পরে জানা যাবে।

চলমান লকডাউন এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। এসময়ের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর, জরুরি পরিসেবা আওতাভুক্ত থাকবে।

বরিশালে রাজধানীমু‌খী মানু‌ষের চর‌ম দুর্ভোগ

ঈদ শে‌ষে ব‌রিশাল থে‌কে রাজধানীমু‌খী মানু‌ষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। লঞ্চ বন্ধ থাকায় বাসের উপর চাপ প‌ড়ে‌ছে। তবে মানু‌ষের কাছ থে‌কে বে‌শী ভাড়া নেওয়ার অভি‌যোগ উঠে‌ছে।

ব‌রিশাল নগরীর নথুল্লাবাদ বাস টা‌র্মিনাল এবং রূপাতলী বাস টা‌র্মিনাল এলাকায় আজ রবিবার সকাল ১০টা থে‌কে যাত্রী‌দের চা‌পে পরিপূর্ণ হ‌য়ে যায়। সিএন‌জি, অটোরিক্সা এবং মাই‌ক্রোবা‌সে দুটি বাস টা‌র্মিনাল এলাকা‌য় জানজ‌টের সৃ‌ষ্টি হয়।

যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ থাকায় চাপ প‌ড়ে‌ছে সড়ক প‌থের উপর। ঈদ শে‌ষে ব‌রিশাল ও পার্শ্ববর্তী  উপকূলীয় এলাকার মানুষ একযোগে রাজধানীমুখী হচ্ছে। প্র‌য়োজনের তুলনায় যানবাহ‌নের সংখ্যা কম থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। একই সা‌থে নৌযান চলাচল শুরু করারও দাবী জা‌নি‌য়ে‌ছেন তারা। যাত্রীরা জানান, ব‌রিশাল থে‌কে মাওয়ার দ্বিগুন-তিনগুন ভাড়া নেওয়া হচ্ছে।

 

এ ব্যাপা‌রে মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র জানান, ‘অভি‌যোগ পে‌লে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কোভিড: ২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু

করোনাভাইরাসে দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে প্রাণঘাতি এই মহামারিতে প্রাণহানি বেড়ে ১২ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন।  সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৮০ হাজার ১৫৯ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।