ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

 

ছারছীনা প্রতিনিধি:
শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩০ তম তিনদিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল গতকাল বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার তা’লীম, কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও পীর ছাহেব কেবলার ইফতেতাহী আলোচনা এবং মিলাদ-ক্বিয়াম এর মাধ্যমে শুরু হয়।

আজ তিনদিনব্যাপী মাহফিলের প্রথম দিন। শুক্রবার তিনদিনব্যাপী মাহফিলে শেষ দিন। এই দিন বাদ জুমআ মীলাদ-কিয়াম, কুরআন তেলাওয়াত ও হযরত পীর ছাহেব কেবলার গুরুত্বপূর্ণ নসীহতের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছন নেছারুদ্দীন আহমদ হুসাইন, বাংলাদেশ জমইয়তে হিজবুল্লাহর নায়েবে আমীর মাও. মির্জা নূরুর রহমান বেগ, ঢাবির সহকারী অধ্যপক হাফেজ মাও. রুহুল আমিন, হযরত পীর ছাহেব কেবলার ছোট ছাহেবজাদা আলহাজ্ব শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, মরহুম পীর ছাহেব কেবলার সফরসঙ্গী আলহাজ্ব মাও. আবু জাফর মুহা. শামসুদ্দোহা।

মঠবাড়ীয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে মারধর

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়ীয়া মরিয়াম (১৬) নামে গৃহবধূকে ৫ লক্ষ টাকা যৌতুকের দাবীতে মারধর করছে স্বামী ও পরিবারের সদস্যরা। গুরুতর আহত ওই গৃহবধূ মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে পিতার বাড়িতে আশ্রায় নিয়েছে। সে উপজেলার উদয়তারা বুড়িরচরের গ্রামের সৌদি প্রবাসী সিদ্দিক হাওলাদারের মেয়ে।

মরিয়ামের মা সালমা বেগম জানান, আমার মেয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করা কালীণ সময়ে পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের বাসিন্দা ট্রাক চালক মন্টু চৌকিদারের পুত্র এখলাস হোসেন (২৫) জোর করে তুলে নিয়ে মরিয়ামকে বিয়ে করে।

স্থানীয় প্রভাবশালীদের সাথে তাদের সখ্যতা থাকার কারনে প্রতিবাদ করার সাহস পাইনি। বর্তমানে আমার মেয়ে মরিয়াম এসএসসি পরীক্ষার্থী।

দাম্পত্য জীবনে তার গর্ভে ১ টি পুত্র সন্তান জন্ম নেয়। সংসার জীবনে বছরখানে ভালো কাটার পর ৫ লাখ টাকা যৌতুক চেয়ে মরিয়ামের স্বামী এখলাস ও শ^শুর মন্টু চৌকিদার, শাশুড়ী আকলিমা বেগম চাঁপ দিতে থাকে। প্রায় সময়ই আমার মেয়েকে মারধর করে আসছে।

গত ২১ ফেব্রুয়ারি মরিয়ামকে ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে মারধর করে। মরিয়াম এতো টাকা যৌতুক দেওয়া সম্ভব নয় বললে ২৭ ফেব্রুয়ারি রাতে মরিয়ামকে বেধরক মারপিট করে দেড় বছরের শিশু আব্দুল্লাকে কেড়ে রেখে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে চালক মন্টু চৌকিদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কটুক্তি করেন এবং একজন সম্ভ্রান্ত নেতার পরিচয় দিয়ে বলেন আমি তার গাড়ি চালাই।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দুদকের মামলায় সাবেক এমপি আউয়াল স্ত্রীসহ কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

দুদকের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা ইরাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান এ আদেশ দেন।
বিস্তারিত আসছে…

 

ছারছীনা দরবার শরীফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপিত

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্দ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদার সহিত উদযাপিত হয়েছে।

ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওঃ আবু জাফর মোঃ ছালেহ এর সভাপতিত্বে বাদ ফজর শহীদদের রূহের মাগফিরাত কামনায় মসজিদে সম্মিলিত কুরআন তেলাওয়াত,

সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন অনুষ্ঠান, সকাল ১০ ঘটিকায় শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষে বাদ জোহর শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

পিরোজপুরে শ্লীলতাহানির চেষ্টায় যুবকের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলশিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টায় মিরাজ গাজী (২০) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ গাজী উপজেলার ছোট শৌলা গ্রামের হানিফ গাজীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় স্থানীয় এক স্কুলশিক্ষিকা উপজেলা সদরের ইউআরসি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এসময় ছোট শৌলা গ্রামে পৌঁছলে প্রতিবেশী মিরাজ গাজী তার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে সেখান থেকে তিনি দ্রুত বাড়িতে গিয়ে স্থানীয় ভগিরথপুর পুলিশ ফাঁড়িতে জানান। পরে রাতেই পুলিশ মিরাজ গাজীকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করেন মিরাজ গাজী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পিরোজপুরে ত্রিভূজ প্রেমের কারণে খুন হন বাবলু মণ্ডল

অনলাইন ডেস্ক: 

পিরোজপুরের নাজিরপুর ত্রিভূজ প্রেমের কারণে খুন হন বাগেরহাট সদর উপজেলার হালিশহর এলাকার বাসুদেব মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (২১)।

এ ঘটনায় রোববার আদালতে গ্রেফতারকৃত গোপাল মণ্ডল (২০) নামের অপর প্রেমিকের দেয়া এক জবানবন্দিতে এমন তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম চর বানিয়ারী গ্রামে ভগ্নীপতি মহানন্দ মধুর বাড়িতে বেড়াতে এসে গত ৬ ফেব্রুয়ারি নিখোঁজ হন ওই যুবক। নিখোঁজের ৩ দিন পর ওই গ্রামের সমীর মণ্ডলের মাছের ঘেরের পাশে হোগলা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঘাতক গোপাল মণ্ডল বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী বাওয়ালীপাড়া গ্রামের গোলক মণ্ডলের ছেলে।

এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি নাজিরপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্তের দায়িত্ব গ্রহণ করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ওই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. আহসান কবির জানান, গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গোপাল মণ্ডলকে (২০) গ্রেফতার করা হয়। পরে তাকে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পল্লবেশ কুণ্ডুর আদালতে হাজির করলে সে খুনের দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

পিবিআই সূত্র জানান, স্থানীয় একটি মেয়ের সঙ্গে প্রেম করত ঘাতক গোপাল মণ্ডল ও তার বন্ধু নিহত বাবুল মণ্ডল। এ ঘটনাটি জানা-জানি হলে ঘাতক গোপাল তার বন্ধুকে শাসিয়ে দেয়। কিন্তু তাতে বন্ধু ওই প্রেম থেকে সড়ে না দাঁড়ায়নি।

বাগেরহাট সদর উপজেলার হালিশহর এলাকার বাসুদেব মণ্ডলের ছেলে নিহত বাবলু মণ্ডল গত ২৯ জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে নাজিরপুর উপজেলার পশ্চিম চরবানিয়ারী গ্রামে ভগ্নীপতি মহানন্দ মধুর বাড়িতে বেড়াতে যান। গত ৬ ফেব্রুয়ারি রাতে মোবাইল ফোনে নাজিরপুর উপজেলার পশ্চিম চরবানিয়ারী এলাকায় ডেকে নিয়ে বাবলু মণ্ডলকে (২১) পূর্বপরিকল্পিতভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করে ও পরে কাঁচি (সিজার) দিয়ে বুকে আঘাত করে হত্যা করে।

খুনের পর লাশ গুম করার জন্য বাবলু মণ্ডলের পরিহিত প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে লাশ টেনে স্থানীয় সমীর মণ্ডলের মাছের ঘেরের পাশে হোগলা ক্ষেতে ফেলে রাখে। এ সময় গলা থেকে বেল্টটি খুলে ওই হোগলা ক্ষেতে ফেলে দেয়।

এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি স্থানীয় বিকাশ মণ্ডলের মাছের ঘেরে ও কাঁচি (সিজার) একটি ডোবায় এবং নিহত বাবলু মণ্ডলের ব্যবহৃত মোবাইলটি পার্শ্ববর্তী খালে ফেলে দেয় ঘাতক গোপাল মণ্ডল। গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে সেগুলো উদ্ধার করে পিবিআই।

এ ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি ভগ্নীপতি মহানন্দ নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই দিন বিকালে নাজিরপুর উপজেলার পশ্চিম চরবানিয়ারী গ্রামের সমীর মণ্ডলের মাছের ঘেরের পাশ থেকে বাবলু মণ্ডলের লাশ উদ্ধার করা হয়।

প্রেমের টানে কলকাতার মেয়ে সুস্মিতা স্বরূপকাঠী

পিরোজপুর প্রতিনিধি:

প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন সুস্মিতা নামে এক তরুণী। কলকাতার বেলুর থেকে এসেছে মেয়ে সুস্মিতা ।কোন রকম পাসপোর্ট ছাড়াই যশোরের বেনাপোল হয়ে দালাল চক্রকে ১৫ হাজার টাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সুস্মিতা।

জানাযায় সুস্মিতা সঙ্গে চার বছর থেকে ফেসবুকে পরিচয় হয় মোঃ খাইরলের।স্বরূপকাঠী উপজেলার মাহমুদকাঠী সোলায়মানের ছেলে খাইরুল। খাইরুল তার বাবা সোলায়মানের সাথে কুমিল্লায় খাবার হোটেলের ব্যবসা করে।সেখানে বসেই দুজনার সাথে ফেইজবুক থেকে পরিচয়।দীর্ঘ চার বছর ধরে বার্তা আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গভীর প্রেমে হয়ে ওঠে।

 

সুস্মিতার বাবা মা সেই দেশে সুস্মিতার বিয়ে ঠিক করলে সেখান থেকে পালিয়ে আসে। বেলুর থেকে বেনাপোলের বর্ডার ক্রোস করে যশোর হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং সেখান থেকে ঢাকার গাবতলিতে আসে। সেখনে পূর্ব থেকেই অপেক্ষারত খাইরুল সুস্মিতাকে নিয়ে চলে যায় কুমিল্লায়, সেখানে দু’জন চার দিন অবস্থান করে। সেখানে বেশিদিন থাকতে না পেরে গ্রামের বাড়ীতে নিয়ে আসে এবং এখানেও তিন অবস্থান করার পর বিষয়টি জানাজনি হয়ে গেলে মিডিয়া পর্যন্ত সংবাদ পৌছে যায়।

 

এ বিষয় খাইরুলের মায়ের কাছে জানতে চাইলে সে প্রথমে বিষয়টি অস্বিকার করে, পরে খাইরুলের কাছে জানতে চাইলে সে বলে কৈ কোন মেয়ে আসেনিতো। যখন প্রসাশনের কথা বলা হয় তখন খাইরুলের মা পা জড়িয়ে ধরতে চায় এবং বলে ভাই কি করবো বুজতে পারছিনা ছেলের সাথে ফেসবুকে পরিচয়।

 

বাড়ী বলছে কলকাতার বেলুর থেকে এসেছে, আমরা ওর বাবা মায়ের সাথে কথাও বলেছি তারা বলে সুস্মিতাকে জিজ্ঞাসা করেন ও যদি আসতে চায় তাহলে আমরা গিয়ে নিয়ে আসবো।সুস্মিতার কাছে এবিষয় জানতে চাইলে সে বলে, না আমি ফিরো যাবোনা আমি এখানে থাকবো।কিভাবে পরিচয় জানতে চাইলে সে জানায় , ফেসবুকে খাইরুলে সাথে আমার চার বছরের সম্পর্ক এবং ম্যাসেঞ্জারে ওর সাথে কথা হইতো এভাবে একে অপরকে ভালোবেসেছি।

 

আপনি হিন্দু আর খাইরুল মুসলিম এটা আপনি জানতেন প্রশ্নে সুস্মিতা জানান আমি সবই জানি ।মুসলিম ছেলের সাথে একটি হিন্দু মেয়ের বিয়ে হয় কিনা জানতে চাইলে সুস্মিতা বলে সমস্যা নাই আমি আমার ধর্ম ত্যাগ করে মুসলিম হবো। সুস্মিতা আরো বলে,বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে আমি খাইরুলের কাছ থেকে সবকিছু জোনেছি।তাছাড়া খাইরুলের পরিবার সম্পর্কে সব কিছু জেনেই আমি বাংলাদেশে আসি।

আমি খাইরুল কে বিয়ে করতে চাই, কলকাতায় ফিরে যাবোনা।পরে এ রিপোর্ট লেখার পূর্বে পর্যন্ত খাইরুল এবং সুস্মিতা সম্পর্কে সর্ব শেষ তথ্য জানতে চাইলে খাইরলের বোন বলে তারা কোথয় আছে আমরা জনিনা ওদের মোবাইল বন্ধ আছে বর্তমানে।খাইরুলের বাড়ির আসে পাশে খোজ নিয়ে জানাযায় তারা দুজনে গ্রামে কোথাও লুকিয়ে আছে ।

ঝরে যাচ্ছে পান পাতা, বিপাকে পিরোজপুরের চাষিরা

প্রচণ্ড ঠাণ্ডা ও ঘন কুয়াশায় পিরোজপুরে ঝরে পড়ছে পান পাতা। এতে ক্ষতির মুখে পান চাষিরা।

তারা জানান, কুয়াশার কারণে পান পাতা ঝরে পড়াসহ দেখা দিয়েছে বিভিন্ন ধরনের দাগ। পাশাপাশি গাছের আগা শুকিয়ে মরে যাচ্ছে লতা। এ অবস্থায় পলিথিনে পাতা ঢেকে দিয়েও কাজ হচ্ছে না বলে দাবি চাষিদের। এছাড়া ঝরে পড়া পাতা অপরিপক্ক থাকায় তা বিক্রি করতে পারছেন না তারা। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের।

এদিকে পান চাষিদের নিয়মিত পরামর্শ দেয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এবার জেলার ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদে ৬৯৪ হেক্টর জমিতে পান চাষ হয়েছে।

চাষিরা জানান, শীতে কারণে পানের বরজ নষ্ট হচ্ছে। আমাদের অনেক ক্ষতি হয়েছে।

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর বলেন, কৃষকের এ সমস্যায় উপজেলা কৃষি অফিসার বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এছাড়াও কৃষকরা যদি পানের বরজ গরম রাখা তাহলে তাহলে এ সমস্যা হবে না।

পিরোজপুর কারাগারে কয়েদির মৃত্যু

পিরোজপুর জেলা কারাগারে আব্দুর রব মোল্লা (৫৪) নামের এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ময়না তদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ।

আব্দুর রব মোল্লা পিরোজপুরের কাউখালী উপজেলার নিশিন্দা গ্রামের আবদুস সোবাহান মোল্লার ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ৮টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন রাতেই তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার শামীম ইকবাল জানান, মৃত কয়েদি আব্দুর রব মোল্লা এনআই অ্যাক্টের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন।

পিরোজপুরের শুঁটকি যাচ্ছে বিদেশেও

কঁচা নদীর কোল ঘেঁষে গড়ে উঠা দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর হচ্ছে পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দর। আর এই বন্দরের কাছেই গড়ে উঠছে মাছ শুকানোর স্থান। যা শুঁটকি পল্লী নামে পরিচিত। পিরোজপুরের চিথলিয়া ও পারেরহাট গ্রামে শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

শুঁটকির মৌসুমে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এনে রোদে শুকিয়ে, প্রক্রিয়াজাত করে বানানো হচ্ছে শুঁটকি। তবে শুঁটকি শ্রমিকদের দাবি, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সরকারি খাস জমি পেলে স্বল্প খরচে, এই শুঁটকি শিল্পকে আরও বড় আকারে করা সম্ভব। আর জেলা মৎস্য অফিস বলছে, শুঁটকি শ্রমিকদের দাবি লিখিতভাবে দিলে উদ্যোগ নেওয়া হতে পারে।

পিরোজপুরের মৎস্য অবতরণ কেন্দ্র বাদুরা। এই কেন্দ্র থেকে খানিকটা দূরেই হলো কচাঁ নদী। নদীর পাড়ে গড়ে উঠেছে শুঁটকি পল্লী।

শুঁটকি শ্রমিকরা জানান, এখানে গত ১০ বছর ধরে কার্তিক মাস থেকে শুরু হয়ে প্রায় সাড়ে পাঁচ মাস চলে শুঁটকির ব্যবসা। এখানে পাওয়া যায় ফাইস্যা, লইট্যা, চিতলসহ প্রায় ৩৬ রকমের শুঁটকি। আর এখান থেকেই বিভিন্ন প্রজাতির শুঁটকি মাছ ঢাকা, সৈয়দপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে।
সেই সঙ্গে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও।

স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, এখানে লইট্টা ও ট্যাংরাসহ প্রায় ৩০-৩৫ ধরনের মাছের শুঁটকি করা হয়। এতে অনেকের কর্মসংস্থান হয়েছে। এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে আরও বেশি পরিমাণে শুঁটকি উৎপাদনসহ মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়া সরকারি খাস জমি পেলে এই শুঁটকি শিল্পকে আরও বড় আকারে করা সম্ভব। এজন্য সরকারের সহযোগিতার কথা বলছেন শুঁটকি ব্যবসায়ীরা।

পিরোজপুর জেলা মৎস কর্মকর্তা মো. আব্দুল বারী বলেন, শুঁটকি শ্রমিকদের সমস্যা আমাদের কাছে লিখিতভাবে জমা দিলে মন্ত্রণালয়ে কথা বলে উদ্যোগ নেওয়া যেতে পারে। পিরোজপুর সদরের চিথলিয়া ও ইন্দুরকানি উপজেলায় গড়ে ওঠা শুঁটকি পল্লী থেকে বছরে প্রায় দেড় কোটি টাকার শুঁটকি তৈরি হয়ে থাকে। যা বিভিন্ন দামে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ হলো-নিরাপদ খাদ্য নিশ্চিত করা। শুঁটকিতে যেন কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা না হয় সেজন্য সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের।