বরিশাল নগরীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

বরিশাল নগরীতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

আজ সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। পরে আহতদের শেবাচিমে নেয়ার পথে দুজন মারা যায়।

নিহতরা হলেন, ঝালকাঠির আব্দুল খালেক (৬০) ও পিরোজপুরের নিপা মিস্ত্রী (২৬)।

আহত এক যাত্রী জানায়, নগরীর রূপাতলী থেকে যাত্রী নিয়ে নতুল্লাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল মাহিন্দ্রটি। সিএন্ডবি রোড নজরুল সড়ক এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি বাস ও মাহিন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮যাত্রী গুরুত্বর আহত হয়। বাস ও মাহিন্দ্র সংঘর্ষের পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বন্ধ্যাত্ব ঘুঁচবে বরিশাল স্টেডিয়ামের

নিউজ ডেস্ক:

বরূপে সাঁজছে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়াম। প্রথমবারের মতো বিদেশী কোন দলের বরিশাল স্টেডিয়ামে প্রতিযোগীতামূলক ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকে কেন্দ্র করে সাঁজ সাঁজ রব পড়েছে নির্জিব এই স্টেডিয়ামে।

বিসিবি ও স্থানীয় সংগঠক, কর্মকর্তা-প্রকৌশলী, গ্রাউন্ডসম্যানসহ ব্যস্ত সবাই। বাংলাদেশ এবং শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের প্রীতি ক্রিকেট ম্যাচ ঘিরেই এসব আয়োজন। আগামী ২৬ অক্টোবর ৪ দিনের এই ম্যাচ শুরু হলেও তার ৩ দিন আগেই ২৩ অক্টোবর বরিশাল আসছে দুই দল। তাদের থাকা-খাওয়া, অনুশীলন এবং নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রথমবারের মতো বরিশালে কোন বিদেশী দলের খেলা আয়োজন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে।
কীর্তনখোলা নদীর তীরে নগরীর চাঁদমারী এলাকায় ১৯৬৬ সালে ২৯.২৫ একর জমিতে বরিশাল স্টেডিয়াম নির্মাণের পর ২০০৬ সালে ২৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়। ৩টি আন্তর্জাতিক মানের ক্রিকেট পিচ, ৩৫ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন গ্যালারী, ড্রেসিং রুম ও ম্যাচ অফিশিয়াল রুম সহ পাঁচতলা প্যাভিলিয়ন, ৩ তলা প্রেসবক্স, ফ্লাড লাইট সবই আছে বরিশাল স্টেডিয়ামে। ছিলো না শুধু জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ। এমনকি বিপিএলও।

তবে ৫৩ বছরের বন্ধ্যাত্ব ঘুঁচিয়ে এবার বরিশাল স্টেডিয়ামে খেলতে আসছে শ্রীলংকান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ লক্ষ্যে নবরূজে সাঁজানো হচ্ছে দেশের অন্যতম বৃহত বরিশাল স্টেডিয়াম। বরিশালের ক্রিকেটপ্রেমীদের মাঝেও সৃষ্টি হয়েছে বাড়তি উন্মাদনা।

ক্ষুদে ক্রিকেটার আরিফুর রহমান বলেন, শ্রীলংকা-বাংলাদেশ দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের খেলা দেখে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। এ ধরনের ম্যাচ বেশী বেশী করে আয়োজনের দাবি তার।

সাবেক ক্রিকেটার মাসুদ সিকদার বলেন, বরিশাল স্টেডিয়ামে বিদেশী দল খেলবে, এটা ভাবতেই ভালো লাগছে। বরিশালে ভেন্যু দিয়ে বিসিবি সময়োপযোগী কাজ করেছে। আগামীতেও জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চান এই স্টেডিয়ামে।

ক্রিকেট কোচ মাহমুদুল হায়দার তামিম বলেন, প্রতিষ্ঠার পর আজ পর্যন্ত আন্তর্জাতিক কোন ম্যাচ হয়নি বরিশাল স্টেডিয়ামে। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সফর বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক ভেন্যুতে পরিণত হওয়ার একটা প্লাটফর্ম। এই ম্যাচে ভালো ব্যবস্থাপনা করে বরিশাল আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তীর্ন হওয়ার সুযোগ রয়েছে।

বিভাগীয় ক্রিকেট কোচ তাসরিকুল টোটাম বলেন, বরিশালে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ কিছু নেই’র মধ্যেও এক টুকরা আশার আলো। এই ম্যাচের মধ্যে দিয়ে বরিশালের ক্রিকেট প্রান চাঞ্চল্য ফিরে পাবে আশা তার।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী মো. মাইনুল ইসলাম জানান, বরিশাল স্টেডিয়ামের অবকাঠামো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সমতুল্য। কিন্তু ওই তুলনায় সুযোগ-সুবিধা ছিলো না। শ্রীলংকা অনূর্ধ্ব ১৯ দলের বরিশাল সফরকে কেন্দ্র স্টেডিয়ামে দুটি ড্রেসিং রুম, ম্যাচ অফিশিয়ালদের জন্য দুটি রুম, তৃতীয় তলায় আম্প্যায়ার ও স্কোরারদের জন্য একটি এবং প্রেসবক্সের জন্য একটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। আধুনিক আসবাবপত্র আনা হয়েছে এবং বাথরুম ফিটিংস নতুন করা হচ্ছে। আউট ফিল্ড নতুনভাবে মানসম্পন্ন করার কাজ চলছে। প্যাভেলিয়ন রং করা হচ্ছে।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সফরের খবরে বরিশালে বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে। ২৬ অক্টোবর ৪ দিনের ম্যাচ শুরু হলেও ২৩ তারিখ দুই দল বরিশাল এসে পৌঁছবে। তারা স্থানীয় গ্র্যান্ডপার্ক হোটেলে থাকবেন। তাদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর ম্যাচ শেষে তারা পরদিন ৩০ অক্টোবর খুলনার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন। সেখানেও স্বাগতিক দেশের বিরুদ্ধে ৪ দিনের একটি ম্যাচ খেলবে দ্বীপরাস্ট্রের এই দলটি।

বরিশালবাসীর স্বপ্নের পদ্মা সেতুতে বুধবার বসছে ১৫তম স্প্যান

অনলাইন ডেস্ক : পদ্মা সেতুতে দুই এক দিনের মধ্যে বসতে যাচ্ছে ১৫তম স্প্যান ৪-ই। ১৫তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ২,২৫০ মিটার দৃশ্যমান হচ্ছে।

ইতোমধ্যে ১৪টি স্প্যান সফলভাবে বসানোর ফলে পদ্মা সেতুর ২,১০০ মিটার বা ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়।

আবহাওয়া এবং ড্রেজিং অনুকূলে থাকলে আগামী ১৬ অথবা ১৭ অক্টোবর ১৫তম স্প্যান পিয়ার-২৩ এবং ২৪ এর ওপর বসানো হবে।

সোমবার (১৪ অক্টোবর) স্প্যানটি পদ্মার চর এলাকা হতে সরিয়ে নেয়া হয়েছে।

এছাড়া পিলারের ওপরে বসাতে আরও ৫টি স্প্যান এখন প্রস্তুত রয়েছে। তবে পদ্মায় নাব্যতা সংকটের কারণে এ সকল স্প্যান এত দিন বসানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন দায়িত্বরত একজন প্রকৌশলী। তবে ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনায় এখন থেকে আবার স্প্যান বসানোর কাজ এগিয়ে যাবে।

সংশ্লিষ্ট প্রকৌশলী আরও জানান, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩২টি পিলারের কাজ ইতোমধ্যে পুরোপুরি শেষ হয়েছে। বাকি ১০টি পিলারের পাইলিং শেষ হলেও এখন ক্যাপ বা পুরোপুরি কাজ শেষ হয়নি।

এছাড়া মোট ৪১টি স্প্যানের মধ্যে মাওয়ায় ইতোমধ্যে এসে পৌঁছেছে ৩০টি স্প্যান। যার মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে। বাসস

বরিশালে মা ইলিশ রক্ষায় অভিযান : ২৪ জনকে জেল-জরিমানা

শামীম আহমেদ ॥ বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের কঠোর নির্দেশনায় ৬ দিনে জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কর্মকর্তা (ভূমি) মৎস্য কর্মকর্তা সহ স্থানীয় নৌ পুলিশ, কোষ্টগার্ডের সহ যোগীতায় বরিশাল সদর উপজেলা সহ জেলার ১০ উপজেলায় বিভিন্ন নদ-নদী ও মেঘনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৪ জনকে ১ বছর, ৫ জনকে ১ মাস করে জেলা হাজতে বিনাশ্রম কারদন্ড প্রদান করা ও ১৪ জন জেলের কাছ থেকে ৬০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা সহ ৩ লক্ষ ৫২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

অভিযান চলাকালে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয় এসময় প্রায় ১১শত ৫১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে সেগুলো নগরীর ও উপজেলার বিভিন্ন মাদ্রাসায় এবং এতিমখানা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাওয়া তথ্য সূত্রে জানা গেছে গত বুধবার (৯ই) অক্টোবর থেকে সোমবার (১৪ই) অক্টোবর পর্যন্ত ৬ দিনে সরকারী আইন অমান্য মা ইলিশ ধরার অপরাধে ২৪ জনকে ১বছর এবং ৫ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয় একই সময় ১৪ জন জেলের কাছ থেকে ৬০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। একই সময় মা ইলিশ ধরার অপরাধে ৫ জনকে ১ বছর করে ৫ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান, ৬ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের জেল এবং ৯০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে কয়েকটি মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়।
অন্যদিকে জেলার বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অভিযানের সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ৪ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় এবং ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় জব্দ কৃত মাছ মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়।

উজিরপুর উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়।

মুলাদী উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ৪ জনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়। ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করে মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়।

বানারীপাড়া উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৫ শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত ১ টি নৌকা জব্দ করা হয় এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পড়ে এতিমখানা বিতরণ করা হয়।

আগৌলঝাড়া উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান চলমান আছে। গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ১৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরতা এতিমখানা বিতরণ করা হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে ও মেঘনায় অভিযান চালমান আছে।

হিজলা উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ১১ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। পাশাপাশি ৭ জনকে ২৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। এবং ১৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে তা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। অভিযান কালে সকল জব্দ কৃত কারেন্ট জাল স্বস্ব স্থানে পুরিয়ে ফেলা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), মৎস্য কর্মকর্তা। এসময় সহযোগিতা করেন নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশের সদস্যরা। সরকারী আদেশ পালনের ক্ষেত্রে বরিশাল জেলায় জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান।

আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, টর্চার সেল বন্ধ করার মাধ্যমে সন্ত্রাস মুক্ত শিক্ষার পরিবেশ গঠন এবং শিক্ষাঙ্গন দলীয় রাজনীতি মুক্ত করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সচেতন নাগরিক কমিটি- সনাক এবং ইয়েস গ্রুপ বরিশাল জেলা কমিটির যৌথ উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন ক্যাম্পাস চাই’-শ্লোগান নিয়ে জেলা সনাক সভাপতি সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, জেলা মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, পরিবেশ আইনবিদ সংগঠন বেলার জেলা আহবায়ক লিংকন গায়েন, সাংবাদিক সাইফুর রহমান মিরন, জেলা মহিলা কল্যান সমিতির আহবায়ক কাউছার পারভীন, ইয়ুথ দল নেতা মনিরুল ইসলাম সোহান প্রমুখ।

 

বরিশালে ১৬০ তম নৌকা বাইচ অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি:

বরিশালের উজিরপুরের হারতায় সন্ধ্যা নদীতে লক্ষী পূজা উপলক্ষ্যে ব্যপক আয়াজনে ঐতিহ্যবাহী ১৬০তম নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৪টায় উপজেলার হারতার সন্ধ্যা নদীর শাখা কচা নদিতে নৌকাবাইচ প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মহিলা সহ ১০ টি নৌকা বাইচের দল প্রতিযোগীতা অংশ গ্রহন করেন। এতে প্রথম স্থান অধিকার করেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার প্রশান্ত ওঝার দল, ২য় হয় মাদারীপুরের জেলায় কমলেস বাগচির দল, ৩য় হয় কোটালীপাড়ার মহানন্দ বিশ্বাসের দল।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। বাইচ কমিটির সভাপতি হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু, এমপির সহধর্মিনী আতিয়া বেগম মিলি, জেলা পরিষদের সদস্য আওরঙ্গজেব, উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল, প্রমূখ।

এ বাইচ অনুষ্ঠানকে ঘিরে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে ব্যপক র‌্যাব,পুলিশের টিম প্রহরায় ছিল। এ অনুষ্ঠান উপভোগ করার জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শ্রেনী পেশার লক্ষাধিক মানুষ লঞ্চ,কার্গো,টলারে বাদ্য যন্ত্র নিয়ে নানা রঙ্গের সাজে সজ্জিত হয়ে নদীর দুপারে অবস্থান করে আনন্দ উল্লাসে মেতে উঠে। প্রথম পুরস্কার ফ্রিজ এবং সকল প্রতিযোগীতাদের মাঝে টেলিভিশন বিতরন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা স্থগিত

আকিব মাহমুদ:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান ) ভর্তি পরিক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়। প্রেস বিজ্ঞপ্তিতে অনিবার্য কারনবশত ভর্তি পরিক্ষা স্থগিত হয়েছে বলে জানানো রয়েছে।

বরিশালে মা ইলিশ রক্ষায় ২০ জনকে এক বছর কারাদন্ড ৫০ হাজার মিটার জাল জব্দ

মোঃ শাহাজাদা হীরা:

আজ রবিবার দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৫৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ২০ জনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারেফ হোসেন। এসময় সাথে ছিলেন মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের সদস্যরা। পরে কীর্তনখোলা নদীর পাড়ে জব্দ কৃত জাল পুড়িয়ে দেয়া হয় এবং আটককৃত মাছ মাদ্রাসা ও ইয়াতিমখানায় বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বলেন জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল সিটি মেয়রের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনয়িাবাত সাদিক আব্দুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলি দাশ।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের এ্যানেক্স ভবনে মেয়রের কার্যালয়ে সাক্ষাতের পাশাপাশি মেয়রের সাথে একান্ত বৈঠকও করেন ভারতীয় হাইকমিশনার।

পরবর্তীতে তিনি বরিশাল সিটি করপোরেশনে কর্মরত শাখা প্রধানদের সাথেও কুশল বিনিময় করেন। এসময় ভারতীয় হাই-কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলি দাশ এর স্বামী প্রশান্ত কুমার দাশ, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ ভারতীয় হাই কমিশন ও বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, মেয়রের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলি দাশ এর সৌজন্য সাক্ষাত শেষে বৈঠক করেছেন।

যেখানে মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ বরিশাল নগর নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনার চিত্র তুলে ধরেন। যা দেখে মুগ্ধ হন ভারতীয় হাই কমিশনার। পরবর্তীতে হাই কমিশনার সিটি করপোরেশনে কর্মরত শাখা প্রধানদের সাথে কুশল বিনিময়কালে বলেছেন, আপনারা তরুণ মেয়র পেয়েছেন, আবার আপনারা (কর্মকর্তা) ও তরুণ।

এটা খুবই ভালো দিক। কারণ তরুণরা চ্যালেঞ্জ গ্রহন করে সামনে এগিয়ে যেতে পারে। মেয়র যে স্মার্ট সিটি গড়ার স্বপ্ন দেখছেন তা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ আক্ষ্যা দিয়ে হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলি দাশ ভারতের পক্ষ থেকে সবধরণের সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন।

এছাড়াও এ অঞ্চলে ক্লিন ওয়ার্টার সাপ্লাইয়ের ক্ষেত্রেও ভারত সহায়তা করবে বলে জানিয়েছেন হাইকমিশনার। পাশাপাশি প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভিষন বাস্তবায়নে ভারত বাংলাদেশ একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার ।

এদিকে মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ সৌজন্য সাক্ষাতকালে ভারতীয় হাইকমিশনারকে বরিশালে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় মেয়র স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা ও ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর পরিবার ও তাদের স্বজনদের ভারতে আশ্রয়ের বিষয়টি তুলে ধরেন।

বরিশালে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী

শামীম আহমেদ :

সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস বলেন, দলের কেহ যদি মনে করে থাকেন বঙ্গবন্ধুর ছবি গলায় ঝুলিয়ে লুঠপাটের রাজনীতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষন আমলে আর হবে না।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এই স্বাধীনভূমি দেশটাকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাবেন কিন্তুু কতিপয় স্বার্থ পরায়ন ঘাতকরা বঙ্গবন্ধুকে সে স্বপ্ন পীরন করতে দেয়নি।

তাই প্রধানমন্ত্রী পিতা বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই স্বপ্নগুলো আজ একে একে দেশবাশীকে সাথে নিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাড় করাবার কাজ করে যাচ্ছে।

এসময় তিনি আরো বলেন দেশ ও দলের স্বার্থ রক্ষার সাথে নিজেদেরকে দূর্নীতি থেকে মুক্ত থাকার আহবান জানান। অন্যদিকে কেহ যদি আওয়ামীলীগে থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নাপারে সেদিকে সজাগ থাকতে হবে শ্রমীকলীগের কর্মীদের।

আজ শনিবার (১২ই) অক্টোবর বাংলাদেশ জাতীয় শ্রমীকলীগের ৫০ বছর সুবর্ন জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি পূর্বক সমাবেশে তিনি একথা বলেন।

বরিশাল মহানগর শ্রমীকলীগ বরিশাল শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে।

মহানগর শ্রমীকলীগ সাধারন সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে শ্রমীকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সুবর্ন জয়ন্তীর সমাবেশ ও র‌্যালি বেলুর-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ।

 

সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন,মহানগর শ্রমীকলীগ সাংগঠনিক সম্পাদক এস.এম হুমাউন কবীর মোতালেব।

 

মঞ্চে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা শ্রমীকলীগ সভাপতি শাহজাহান হাওলাদার সহ বিভিন্ন শ্রমীকলীগ নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে নগরের ত্রিশটি ওয়ার্ড থেকে বিভিন্ন প্লেকার্ড, ব্যান্ড পার্টি সহকারে দলীয় কার্যলয়ে জড়ো হয় শ্রমীকলীগ নেতৃবৃন্দ।

 

পরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,মহানগর সভাপতি এ্যাড,গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস ও মহানগর সম্পাদক এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইনের নেতেত্বে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোহেল চত্বর এসে শেষ করে।