বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

মোঃ শাহাজাদা হীরা:  মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি আজ ১৭ জুলাই সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল, কৃষিবিদ মোঃ আবু সাইদ। আরো উপস্থিত ছিলেন সিনিয়র জেলা মৎস্য কর্মকর্তা  সঞ্জীব সন্নামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ), বিমল চন্দ্র দাস, উপসহকারী পরিচালক নির্ঝর আক্তার, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ মোঃ হোসেন চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতেই ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সকলের মাঝে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বরিশাল অঞ্চলের বিস্তীর্ণ জলরাশি মৎস্য সম্পদের এক বিশাল ভান্ডার এ অঞ্চলের নদ-নদী আমাদের জাতীয় মাসে যেমন সমৃদ্ধ তেমনি রয়েছে স্বাদু পানির অন্যান্য মাছের এক বিশাল সমারোহ বরিশাল জেলার আয়তন ৩,১৭১,৯৬ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ২৩,২৫,৪৫০ জন, মৎস্য চাষী ৪৪,৪২৩ জন এবং মৎস্যজীবী ৭৪,৫৭৯ জন। জনপ্রতি মাছের দৈনিক চাহিদা ৬০ গ্রাম হিসেবে বরিশাল জেলায় মাছের মোট চাহিদা ৫০,৯২৭,৩৫৫ মেট্রিক টন, ২০১৮-১৯ সালে মাছের মোট উৎপাদন ৯১,৮২৭,৩৩ মেট্রিক টন, ইলিশের উৎপাদন ৩৭,৮০৬,২৯৮ মেট্রিক টন ও অন্যান্য মাছের উৎপাদন ৫৪,০২১,০৩২ মেট্টিক টন। মাছ উদ্বৃত্ত রয়েছে ৪০,৮৯৯,৯৭৫ মেট্রিক টন। ৭দিন ব্যাপি মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহিদ ফারুক শামীম (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়, বিশেষ অতিথি থাকবেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল বিভাগ বরিশাল, ড.মোঃ অলিয়ুর রহমান, উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, আলহাজ্ব মোঃ সাইদুর রহমান রিন্টু, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল। ১৮ জুলাই সকাল ১০ টায় সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হবে পরে সেখানে মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা, মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ডিসি লেকে মাছের পোনা অবমুক্তকরা হবে। ১৯ জুলাই সকাল ৯ টায় মৎস্য ভবন বরিশালের সম্মেলন কক্ষে। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা প্রামাণ্যচিত্র প্রদর্শন ও তিন দিনব্যাপী মৎস্য মেলার আয়োজন। ২০ জুলাই সকাল ১০ টায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বাজার ও কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করা। মাছে ফরমালিন ব্যবহার বিরোধী অভিযান এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন জোরদার করণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা। ২১ জুলাই সকাল ২০ টায় হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ে। স্কুল-কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২২ জুলাই বিকাল ৫ টায় চৌমাথা বাজারে হাট-বাজার এবং জনবহুল স্থানে মৎস্য চাষ ভিত্তিক উদ্বুদ্ধকরণ বিষয়ক ভিডিও ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২৩ জুলাই সকাল ১০ টায় প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন২ খামার কাশিপুর বরিশাল এর সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর মূল্যায়ন সভা ও সমাপনী অনুষ্ঠান। পরে সাংবাদিক সম্মেলনে অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে আনার জন্য তথ্য অধিকার আইন একটি বড় হাতিয়ার-প্রফেসর শাহ সাজেদা

নিউজ ডেস্ক: ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে আনার জন্য তথ্য অধিকার আইন একটি বড় হাতিয়ার। এ আইন ২০০৯ সালে পাস হলেও এর পুরোপুরি বাস্তায়ন এখনও সম্ভব হয়নি। আইনটি কার্যকর করার জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে। সেবাগ্রহীতা হিসেব সাধারণ জনগণকে এ আইন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।’ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন এ সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা এ কথা বলেন।

সনাক, বরিশালএরউদ্যোগে১৬-১৮ জুলাই ২০১৯ তিন দিনব্যাপি তথ্য অধিকার সপ্তাহ পালন উপলক্ষে ১৬ জুলাই সকাল ০৯টায় সনাক, কার্যালয়ে‘তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন’ এর আয়োজন করা হয়। ওরিয়েন্টেশনে তরুণ সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীসহ মোট ৩৬জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনের সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন টিআইবি’রএরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম এবং অ্যাসিন্টান্ট ম্যানেজার এফএন্ডএ জুয়েল রানা।

অনুষ্ঠানের শুরুতেই ‘তথ্য অধিকার আইন ২০০৯’বিষয়কএকটি পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম।পরবর্তীতে তথ্য অধিকার আইনে আবেদন করার কৌশল ও প্রক্রিয়া হাতে কলমে শেখানো হয়। অংশগ্রহণকারীগণ আবেদন করা বিষয়টি চর্চা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করার পরিকল্পনা গ্রহণ করেন।

সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের স্মরনিকা ‘সম্প্রীতি’র মোড়ক উম্মোচন

আকিব মাহমুদ, বরিশাল: আজ শনিবার সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের স্মরনিকা ‘সম্প্রিতী’র মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরকারি বিএম কলেজের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়ামে সকাল ১০টায় মোড়ক উম্মোচন করেন কলেজ উপাধাক্ষ্য প্রফেসর স্বপন কুমার পাল। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেথিউ সরোজ বিশ্বাস, বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী, মামুনুর রশীদ খান, সহকারী অধ্যাপক মোঃ মাহাবুবুর রহমান, বিদিতা বেগ, এম এম তারিকুজ্জামান, প্রভাষক ফিরোজ আহমেদ, সিকান্দার আলী হাওলাদার। বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী প্রমিথ রায় ও মিলিকা ইসলামের উপস্থাপনায় সভাপতিত্ব করে প্রফেসর গাউস মুসাদ্দিক তুহিন। এসময় তার বক্তব্যে শিক্ষার্থীদের পরবর্তী জীবনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। আলোচনা সভা শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় অডিটোরিয়ামে বিভাগীয় শিক্ষার্থী সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসত ঘর পরিদর্শন করলেন বরিশাল জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা:

আজ ১৩ জুলাই দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম সদর রোডের অনামিলেনে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর ও সহকারী কমিশনার (ভূমি) বরিশাল, উর্মি ভৌমিক, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামান। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন তাদের খোজ খবর নেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পরিবারকে সান্তনা দিয়ে তাদের সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য গত ১২ জুলাই সকাল পৌনে ৮টার দিকে নগরের সদর রোডের অনামী লেনে এ ঘটনা ঘটে। দমকল বাহিনী আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছেন। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে তিনটিতে ভাড়াটিয়া আর একটিতে মালিক ডা. মোস্তাক ডালি বসবাস করতেন। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে গেছে চারটি বসত ঘর। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

হাসি পরিবারের আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোষাক বিতরণ ও সাংস্কৃতিক উৎসব

মোঃ শাহাজাদা হীরা: আজ ১২ জুলাই শুক্রবার বিকাল ৫ টায় হাসি পরিবার এর আয়োজনে, শেবাচিম বরিশাল এর অডিটোরিয়ামে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ ও হাসি উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হাসি পরিবারের মোঃ ফাহিম। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুনা, এছাড়া আরও উপস্থিত ছিলেন পলাশ, শুভ, অনন্যা, রাহিমা, রথী, হিমেল, ঐশী এবং সংগঠনের বিভিন্ন সদস্যরাসহ সুবিধা বঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং ১৫ জন সুবিধা বঞ্চিত শিশুদের হাতে নতুন পোষাক তুলে দেন। পরে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমাদের দেশের জনসংখ্যা সমস্যা নয় এটা সম্ভাবনা: বরিশাল জেলা প্রশাসক 

 

মোঃ শাহাজাদা হীরা: আমাদের দেশের জনসংখ্যা সমস্যা নয় এটা সম্ভাবনা। যদি আমাদের দেশের যুবক শ্রেণিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা যায় তবেই এর সুফল আমরা পার। বিশ্ব জনসংখ্যা দিবসে জেলা প্রশাসক বরিশাল। আজ ১১ জুলাই সকাল ১০ টায়। যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে, ইউএনএফপিএ এর সহযোগিতার। যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে। বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কো-অর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর বাকেরগঞ্জ, মোঃ সিদ্দিক আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, মুহাম্মদ শোয়েব ফারুক, হোসাইন আহমেদ, জেলা ক্রীয়া অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাসসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা এবং বিভিন্ন স্থান থেকে আগত যুব উন্নয়নের যুবক যুবতীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে আলোচনা করেন।

বরিশাল কালেক্টরেট স্কুল অন্ড কলেজ এর নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

 

আজ ৯ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর নির্ধারিত স্থান বরিশাল অডিটোরিয়াম সংলগ্ন বান্দ রোড বরিশালে বরিশাল কালেক্টরেট স্কুল অন্ড কলেজ এর নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে ফলক উন্মোচন করে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। ফলক উন্মোচন শেষে দেশ ও দশের মঙ্গলকামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিথিরা স্কুলের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, প্রফেসর মোঃ ইউনুস, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল, প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল, সমীর কুমার রজকদাস, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, সহসভাপতি জেলা আওয়ামিলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিজন, এস এম ইকবাল, অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল অন্ড কলেজ, খন্দকার অলিউর ইসলামসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। ৭৫ লাখ টাকা ব্যয় চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

বরিশাল বিভাগীয় অফিসার্স টুর্নামেন্ট এর উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: গতকাল শনিবার রাত ৮ টায় বিএম কলেজ অফিসার্স ক্লাবে বিএম কলেজ অফিসার্স ক্লাব আয়োজিত বরিশাল বিভাগীয় অফিসার্স টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার।এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল,শিক্ষক পরিষদ সম্পাদক আল-আমিন সরোয়ার,ক্লাব সম্পাদক নজরুল ইসলাম সহ সরকারি হাতেম আলী কলেজ,সরকারি মহিলা কলেজ,সরকারি বরিশাল কলেজ এর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।মাসব্যাপী এই টুর্নামেন্টে ৭ টি ইভেন্টে খেলা হবে।বরিশালের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক সহ অন্যান্য সরকারি দপ্তরের ক্যাডারগন এখানে অংশ নিতে পারবেন।

বরিশালের সেই এতিম শিশুদের পাশে জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা: আজ ৬ জুলাই বিকাল ৫ টায় জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান তিনি, নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামে অবস্থিত রহমানিয়া কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সার্বিক খোঁজ-খবর নেন। এসময় এতিমখানায় ২ টন চাল নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদানের পাশাপাশি ৬ মাসের আহার্য দেয়ায় প্রতি স্রুতি দেন। এছাড়াও হাফেজিয়া মাদ্রাসার সমাজসেবার রেজিষ্ট্রেশন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর, উর্মি ভৌমিক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, এস এম রবিন শীষ, সুব্রত বিশ্বাস দাস, মোঃ সাইফুল ইসলাম, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয়, সাজ্জাদ পারভেজ এবং মাদ্রাসার পরিচালক মোঃ নুরুল ইসলাম ফিরোজী।।অনুদান পেয়ে মাদ্রাসার এতিম শিশুদের মুখে হাসি ফুটে উঠেছে। সূত্রমতে, ১ বছর আগেও একটি ভাড়া বাড়িতে ছিল এই এতিমখানা ও মাদ্রাসাটি। জেলা পরিষদের মাধ্যমে ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। সেই অনুদান দিয়ে জমি ক্রয়, চারতলা ভিত্তির ওপর ১ তলা ভবনসহ অন্যান্য স্থাপনার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে প্লাস্টারের কাজ। এ দিকে অনুদানকৃত টাকা শেষ হয়ে যাওয়ায় বর্তমানে চরম অর্থ সঙ্কটে ভুগছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তার ওপর মরার ওপর খরার ঘায়ের মতো রয়েছে পানি ও বিদ্যুৎ সমস্যা। শুধু তাই নয় বর্তমানে অর্থের অভাবে না খেয়ে জীবন-যাপন করছে শতাধিক এতিম শিশু। গত এক সপ্তাহ ধরে মাদ্রাসায় চাল-ডাল না থাকায় দুপুরে মুড়ি খেয়ে বেচেঁ আছে এতিমরা। অন্য দিকে মাদ্রাসার কাজ বন্ধ। মাদ্রাসার পরিচালক টাকার চিন্তায় হতাশ হয়ে পড়ছে। এতিমদের চোখে কাঁন্না ঝড়ে। চলছে আর্থিক সংকটে এতিমদের জীবন।

বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

আজ ৬ জুলাই সকল ১১ টায় বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদফতরের আয়োজনে বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রর হল রুমে বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মামুন তালুকদার উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল আরো উপস্থিত ছিলেন আবদুর রশীদ খান, অধ্যক্ষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা বরিশাল, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণে ৫০ জন অংশগ্রহনকারী প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন, নগদ ১২০০০/- হাজার টাকা এবং সনদ পত্র বিতরণ করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল।