বরিশাল বোর্ডে এইচএসসি’র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ

আকিব মাহমুদ: অন্যান্য বোর্ডের ন্যায় বরিশাল বোর্ডে এইচএসসি’র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডে ফলাফল পুনঃনিরীক্ষণ চেয়ে আবেদন করে ৩৭৮৩জন শিক্ষার্থী। এরমধ্যে পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তনে ১৮জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। জিপিএ বৃদ্ধি পেয়েছে দুইজনের।

নিরাপদ সড়কের দাবীতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও পতাকা মিছিল

তানজুম তমা, বরিশাল বিশ্ববিদ্যালয়: নিরাপদ সড়ক এর দাবীতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সারাদেশের সাথে সংহতি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এর সাধারন শিক্ষার্থীরা আজ সকাল ১১টা থেকে সকল ক্লাস -পরিক্ষা বর্জন করে ভোলা-পটুয়াখালী সড়ক অবরোধ করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে পতাকা মিছিল বের করে চলমান আন্দোলনে সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, নিরাপদ সড়কের দাবিতে শ্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থিত মহাসড়কে প্লাকার্ড নিয়ে মানব বন্ধন করে। মানববন্ধন শেষে তারা পতাকা উঁচিয়ে চলমান আন্দোলনের হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রকাশ করে এবং শ্লোগান দিতে দিতে (we want justice) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে বসে পড়ে।মহাসড়ক অবরোধের কারনে এসময় ভোলা-পটুয়াখালী গামী সকল যানবাহন এর বিরাট যানযট লক্ষ্য করা যায়, সেই সাথে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন পথচারী ও সকল স্তরের মানুষ।বেলা ১.৩০মিনিট পর্যন্ত চলে তাদের এই বিক্ষোভ ও অবরোধ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রী স্বর্ণপদক

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত “প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭” পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ মেধাবী শিক্ষার্থী। আজ ২৫ জুলাই ২০১৮ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্বর্নপদক প্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোমা রানী সরকার যার প্রাপ্ত সিজিপিএ-৩.৯৬, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্বী দেবনাথ যার প্রাপ্ত সিজিপিএ-৩.৯৪ এবং কলা ও মানবিক অনুষদের অধীন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার সুমনা যার প্রাপ্ত সিজিপিএ-৩.৬৩। বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষার চুড়ান্ত ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় এই ৩ শিক্ষার্থী “প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭” এর জন্য মনোনীত হন।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নিকট থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ মেধাবী শিক্ষার্থী স্বর্ণপদক গ্রহণ করেন। এসময় শিক্ষামন্ত্রী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান, শিক্ষা সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হকসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ কৃতি শিক্ষার্থীর “প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭” অর্জন অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ অর্জন শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের নয়, এ অর্জন সমগ্র বরিশালবাসীর। আর এ অর্জনকে ভবিষ্যতের প্রেরণা হিসেবে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অচিরেই একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে এ প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য । উক্ত অনুষ্ঠানটি বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রজেক্টরের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেন। উল্লেখ্য ইতোপূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে গনিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া শারমিন নিরা প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫-২০১৬ গ্রহণ করেন।