যুদ্ধবিরতি নিয়ে আবারো আলোচনা শুরু

ডেস্ক রিপোর্ট :
ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি
নিশ্চিতে একটি চুক্তিতে পৌঁছাতে আন্তর্জাতিক আলোচনা পুনরায় শুরু হয়েছে। ইসরায়েল বুধবার রাতভর মধ্য গাজায় বোমা হামলা চালানোর পর ফিলিস্তিনী কর্মকর্তারা বেশ কিছু হতাহতের খবর জানিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতেও ইসরায়েল বোমা ও গোলা হামলা জোরদার করেছে। এরআগে ইসরায়েলী বাহিনী বুরেজ ও পূর্বাঞ্চলীয় দেইর আল বালাহতে সুনির্দিষ্ট অভিযান চালানোর ঘোষণা দেয়। ফিলিস্তিনী কর্মকর্তারা জানিয়েছেন, আল-মাগহাজি ক্যাম্পের কাছে ইসরায়েলি হামলায় ১১ জন এবং দেইর আল বালাহর কাছে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
দাতব্য সংস্থা ‘মেডিসিনস সান্স ফ্রন্টিয়ার্স’ বলেছে, মঙ্গলবার থেকে এ পর্যন্ত মধ্য গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত এবং তিনশ’র বেশি আহত লোককে আল আকসা হাসপাতালে নেয়া হয়েছে। গাজায় সংস্থাটির চিকিৎসা উপদেষ্টা পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে বলেছেন, হাসপাতালের মেঝেতে ও সামনে আহত লোকজন পড়ে আছে। প্লাস্টিকের ব্যাগে করে লাশ আনা হচ্ছে।
এদিকে ছয় সপ্তাহের জন্যে যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনী বন্দীদের ছেড়ে দেয়ার বিনিময়ে জিম্মি মুক্তি এবং ত্রাণ সহায়তা জোরদারের তিন ধাপের যে ইসরায়েলি পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুলে ধরেছেন তাতে সমর্থন দিচ্ছে জি-৭ ভুক্তসহ কয়েকটি আরব দেশ। যদিও হামাসের দাবি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। হামাসের এ দাবি ইসরায়েল স্পষ্টতই প্রত্যাখ্যান করেছে।
আলোচনার সাথে সম্পর্কিত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, কাতারের দোহায় বুধবার হামাসের সাথে দেশটির প্রধানমন্ত্রী, মিসরের গোয়েন্দা প্রধান যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করেন।
তবে বৈরুতে মঙ্গলবার হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা অন্তহীন আলোচনা চায়। তিনি তার গ্রুপের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির শর্ত ছাড়া কোন চুক্তিই মেনে নেয়া হবে না।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।
গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৫৮৬ ফিলিস্তিনী নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

বরিশাল অবজারভার / হৃদয়

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৩২

ডেস্ক রিপোর্ট :
গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুহারা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত এবং আরও বহু লোক আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে, তাদের জঙ্গি বিমান ওই এলাকাটিতে জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থার পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

সাহায্য সংস্থাগুলো বলেছে, নুসেইরাত শরণার্থী শিবিরে বাস্তুহারা লোকজনের ওপর ইসরায়েলের এই হামলা ‘সহিংসতার চূড়ান্ত উন্মাদনা’ এবং এর কারণে হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছে।

ভোররাতের এই হামলার প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটি এই হামলাকে ‘ভয়ঙ্কর গণহত্যা’ হিসেবে অভিহিত করে বলেছে, এ ঘটনায় নিহত ও আহতদের মধ্যে অনেক শিশু ও নারী রয়েছে।

গাজা সরকারের মিডিয়া অফিসের মুখপাত্র ইসমাইল থাওয়াবটা জানান, গাজার মধ্যাঞ্চলে আল-আকসা হাসপাতালে বিপুল সংখ্যক আহত ও নিহতদের নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ‘এ ধরনের তৎপরতা গণহত্যার পরিষ্কার প্রমাণ এবং জাতিগত নির্মূল প্রক্রিয়ার উদাহরণ।’

এদিকে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং উপত্যকাটি থেকে অবশ্যই ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করতে হবে। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান বলেছেন, আলোচনা চললেও লড়াই থামবে না।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা বলেছে, গাজা উপত্যকায় ১০ লাখের বেশি ফিলিস্তিনি নাগরিক আগামী মাসের মাঝামাঝি সময় থেকে চরম দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। সংঘর্ষ চলতে থাকলে তাদের না খেয়ে থাকতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাগুলো।

বরিশাল অবজারভার /  হৃদয়

কেন সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল না মোদির দল

ডেস্ক রিপোর্ট :
ভারতের লোকসভা নির্বাচনে যা আশা করা হয়েছিল, তার চাইতে অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরপর তৃতীয়বারের মতো ক্ষমতায় যেতে প্রস্তুত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ৫৪৩ আসনের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে সরকার গঠন করতে যে ২৭২টি আসন প্রয়োজন হয়, তা পূরণে তার জোটের মিত্রদের রয়েছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। খবর বিবিসির।

গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এক যুগ সময় প্রভাবশালী ভূমিকা পালনে অভ্যস্ত নরেন্দ্র মোদির জন্য নির্বাচনের এই ফলাফল এক ধরনের ধাক্কাই বলা চলে।

অন্যদিকে, জনগণের এই রায় কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া জোটের’ জন্য হয়ে ওঠেছে বিস্ময়কর পুনর্জাগরণ হিসেবে। বুথফেরত জরিপ এবং নির্বাচন-পূর্ব সব সমীক্ষাকে ভুল প্রমাণ করেছে তাদের এবারের ফলাফল। ভারতের ৬৪ কোটিরও বেশি ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করে, যাকে বিশ্বরেকর্ড হিসেবে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আর এই ভোটারদের অর্ধেকই ছিলেন নারী।

নির্বাচনের ফলাফলে বিজেপি লোকসভার আসন সংখ্যায় সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। যদি জোটের সহায়তায় নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসেন, তবে তার জন্য সেটি হবে আরেকটি মাইলফলক স্পর্শ করা। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিন মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন।

নির্বাচনে অবশ্য মোদির ৪০০ আসন লাভের অভিপ্রায় পূরণ হয়নি , বরং উল্টো তার দলের আসন সংখ্যা কমে গেছে। তবে ফলাফল যাই হোক, নরেন্দ্র মোদির সমর্থকরা বিশ্বাস করেন তার ক্ষমতায় আসার পেছনে বেশ কয়েকটি বিষয় কাজ করেছে।

প্রথমেই বলা যায়, স্থিতিশীল সরকার হিসেবে বিজেপি নেতৃত্বাধীন জোটের ভাবমূর্তি। এ ছাড়া ধারাবাহিকতা রক্ষার বিষয়টিও ছিল অন্যতম। পাশাপাশি দক্ষতার সঙ্গে সামাজিক কর্মসূচির বাস্তবায়ন ও বহির্বিশ্বে ভারতের উজ্জ্বল ভাবমূর্তি বেড়ে যাওয়ার প্রসঙ্গটিও উল্লেখ করার মতো।

হিন্দু জাতীয়তাবাদের ভিত্তির ওপর নির্ভর করে মোদি তার বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে–কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করা, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও নাগরিকত্ব আইনের বাস্তবায়ন করা।

বিজেপির আসন কমে যাওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন কারণে। আর এগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব বেড়ে যাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমাজে অসমতা ও বিতর্কিত সেনা নিয়োগ ব্যবস্থার সংস্কার।

এ ছাড়া মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মোদির বিভেদকারী প্রচারণাও এক্ষেত্রে অনেকাংশে দায়ী বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ‘আব কি বার ৪৪০ পার’ প্রচার প্রচারণা তার এনডিএ জোটের জন্য উল্টো ফল বয়ে নিয়ে এসেছে, কেননা এই স্লোগান গরিব জনসাধারণের মধ্যে সাংবিধানিক পরিবর্তনের বিষয়টি নিয়ে এক ধরনের শঙ্কা কাজ করেছে।

তবে যাই হোক না কেন ২৯৩টি আসন পেয়ে এনডিএ জোট আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে। আর ২৩২টি আসন পেয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া জোট’ বিরোধী দল হিসেবে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বরিশাল অবজারভার / হৃদয়

নির্বাচনে কাঙ্ক্ষিত ফল আসেনি, তবুও মোদির কণ্ঠে গৌরবের সুর

ডেস্ক রিপোর্ট :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে বিজয় দাবি করেছেন। যদিও এখনও ভোটের সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়নি।

তবে সার্বিক হিসাব বলছে, মোদির দল বিজেপি এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। বিজেপি সবমিলিয়ে ২৪০টি আসন পেতে চলেছে।

তবে দিল্লিতে বিজেপির হেড কোয়ার্টারে দেয়া ভাষণে নিজেদের জয়ী দাবি করেছেন মোদি। তিনি বলেছেন, আজ এক গৌরবোজ্জ্বল দিন। ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) তৃতীয় বারের মতো সরকার গঠন করতে চলেছে। আমরা জনগণের প্রতি কৃতজ্ঞ।’

মোদি আরও বলেছেন, ‘এটা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বিজয়। এটা দেশের সংবিধানের প্রতি থাকা আস্থার বিজয়। এটা ভারতের ১৪০ কোটি মানুষের বিজয়।’

সরকার গঠন করতে মোদির জোটের চাই ২৭২ আসন। তবে সেই সমীকরণ মেলানো নিয়েও কিছুটা দোলাচলে আছে বিজেপি। অন্যদিকে সরকার গঠনের সম্ভাবনা ক্ষীণ থাকলেও এই ফলাফলকে মোদির নৈতিক পরাজয় বলেই আখ্যা দিয়েছে কংগ্রেস।

 

 

বরিশাল অবজারভার / হৃদয়

বারানসীতে দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী মোদি

ডেস্ক রিপোর্ট :
ভারতের লোকসভা নির্বাচনে গুজরাটের বারানসীতে জয় পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নির্বাচন কমিশন ওয়েবসাইটের তথ্যানুযায়ী, মোদি পেয়েছেন ৬ লাখ ১২ হাজার ৯৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। ব্যবধান এক লাখ ৫২ হাজার ৫১৩ ভোটের।

উল্লেখ্য, ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটায় এই ভোট গণনা শুরু হয়। বিকালে ঘোষণা করা হবে ৫৪৩ আসনের ফল। এর মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনও দলের ২৭২ আসনে জয় দরকার। এর আগে দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয় নির্বাচনি কার্যক্রম। মোট সাত দফার এই নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ হয় গত ১ জুন।

বরিশাল অবজারভার / হৃদয়

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় খালাস ইমরান খান

ডেস্ক রিপোর্ট :
রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কুরেশি।

আলোচিত এই মামলা থেকে সোমবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট (আইএইচসি) এক রায়ে তাদের দু’জনকে মুক্তি দিয়েছেন।

তবে এ রায়ের ফলে কারাগার থেকে বের হওয়ার সম্ভাবনা নেই ইমরান এবং কুরেশির। কেন তারা উভয়ই বর্তমানে কারাগারে আছেন। বর্তমানে তারা সাজা খাটছেন ৯ মে দাঙ্গায় উসকানি প্রদান মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে।

এ মামলায় গত ৩০ জানুয়ারি ইমরান খান এবং শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছর কারাবাসের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআইয়ের আইনজীবীরা।

সোমবার সেই আবেদনের ওপর শুনানি ছিল। শুনানি শেষে সংক্ষিপ্ত এক রায়ে ইমরান-কুরেশিকে মামলা থেকে মুক্তি দেন আইএসইচসির বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের সম্মিলিত বেঞ্চ।

ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তথ্য ফাঁস সংক্রান্ত বিতর্ক শুরু হয় ২০২২ সালের ২৭ মার্চ,  তার পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানের প্রায় ২ সপ্তাহ আগে। ওই দিন একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় একটি চিঠি দেখিয়ে ইমরান খান বলেছিলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা বাইরের দেশের সরকারের সঙ্গে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন এবং এই চিঠিতে তার প্রমাণ রয়েছে।

জনসভায় চিঠিটি পড়েননি ইমরান, কিংবা চিঠিতে কী রয়েছে-সে সম্পর্কিত কোনো ইঙ্গিতও দেননি।

ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন পিএমএলএনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নওয়াজ শরিফের ছোটভাই শেহবাজ শরিফ। তিনিও দীর্ঘ সময় ব্যাপারটিতে গুরুত্ব দেননি।

কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় চলতি বছর সেপ্টেম্বরে, ইমরান খান, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মুহম্মদ কুরেশি এবং সেক্রেটারি জেনারেল আসাদ ওমরের দু’টি অডিও টেপ ফাঁসের পর। সেই অডিও টেপে এই তিনজনকে এই মর্মে আলোচনা করতে শোনা যায় যে, ওই চিঠিটি থেকে পিটিআই কীভাবে রাজনৈতিক ফায়দা তুলতে পারে।

তারপর ৩০ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা বিষয়টি তদন্তে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এফআইএ) নির্দেশ দেয়। গত অক্টোবরে ইমরান ও কুরেশিকে অপরাধী সাব্যস্ত করে প্রতিবেদন জমা দেয় এফআইএ।

সেই প্রতিবেদন আমলে নিয়ে ওই মাসেই এফআইএকে বিশেষ আদালতে ইমরান খানের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা।

মামলা দায়েরের তিন মাস পর ৩০ জানুয়ারি ইমরান ও কুরেশিকে দোষী সাব্যস্ত করে ১০ বছর কারাবাসের সাজা দেন নিম্ন আদালত, যা আজ মওকুফ হলো।

বরিশাল অবজারভার / হৃদয়

ব্রিটেন থেকে ১০০ টন স্বর্ণ ফিরিয়ে আনছে ভারত

ডেস্ক রিপোর্ট :
ব্রিটেন থেকে ১০০ টনের বেশি স্বর্ণ ফিরিয়ে আনছে ভারত। অবশ্য, এসব স্বর্ণ ভারতই সেখানে জমা রেখেছিল। শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশ সেখানে স্বর্ণ জমা রাখে। আর সেসব স্বর্ণ ব্যাংক অব ইংল্যান্ডের মাটির নিচে থাকা নয়টি বড় বড় ভল্টে জমা রয়েছে।

ভারত তাদের জমা রাখা স্বর্ণগুলো ফিরিয়ে আনছে। এই স্বর্ণগুলো দেশেই রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ভল্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

জানা গেছে, ভারত বিদেশ থেকে মূলত তেল আমদানি করে থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেই এই ব্যবসা করে ভারত। ১৯৯১ সালের আগে ভারতে প্রয়োজনীয় তেলের বেশির ভাগ জোগান আসত ইরাক থেকে। কিন্তু নব্বইয়ের দশকের গোড়ার দিকে ইরাক যুদ্ধে জড়িয়ে পড়ে। একই সঙ্গে ছিল আমেরিকার চোখ রাঙানি। সব মিলিয়ে তেলের দাম হু হু করে বৃদ্ধি পেতে থাকে। এতে ভারতে তেলের সংকট দেখা দেয়। তেল কিনতে প্রয়োজন পর্যাপ্ত ডলারের। কারণে বিদেশে ভারতের মুদ্রা রুপি চলে না। কীভাবে ডলার পাওয়া যাবে তার পথ খুঁজতে থাকে তৎকালীন সরকার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্ব ব্যাংক থেকে ডলার নেওয়া ছাড়া উপায় ছিল না ভারতের। কিন্তু সেখান থেকে ডলার নিতে গেলে মেনে চলতে হতো তাদের দেওয়া শর্ত। ভারত সেসময় বিকল্প পথ খুঁজতে থাকে। তখনই স্বর্ণ বিদেশি ব্যাংকে জমা রাখার পরিকল্পনা মাথায় আসে সরকারের। তবে আমেরিকার দৃষ্টি এড়িয়ে স্বর্ণ অন্য কোনও বিদেশি ব্যাংকে জমা রাখাই ছিল বড় চ্যালেঞ্জ।

গোপনে স্বর্ণ ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব জাপানের কাছে জমা রাখে ভারত। তার বিনিময়ে ডলার নেয়। এই পুরো কাজটি ভারত সরকার গোপনে করার চেষ্টা করলেও কয়েকটি সংবাদপত্রে তা ফাঁস হয়ে যায়। ফলে বিদেশে জমা রাখা স্বর্ণই ভারতে ফেরানো শুরু হয়েছে।

একইসঙ্গে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে আমেরিকা, ইংল্যান্ডসহ অনেক দেশই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতও তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের কাছে এখন স্বর্ণ রয়েছে ৮২২ মেট্রিক টন। বিগত পাঁচ বছরে ভারত ২০৩.৯ মেট্রিক টন স্বর্ণ কিনেছে। তার মধ্যে কিছু মজুত রয়েছে আরবিআইয়ের কাছে। কিছু বিদেশি ব্যাংকে জমা রাখা হয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

রাফায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল

 ডেস্ক রিপোর্ট :   

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে আশ্রয় নেওয়া কয়েক লাখ বেসামরিক নাগরিকের ওপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ট্যাংক বহর নিয়ে শহরটির কেন্দ্রে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ঢুকে পড়ে। এরপর সেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের সামনাসামনি লড়াই হচ্ছে। এদিকে, ইসরায়েলের হামলায় আরও ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর আলজাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা মিসর-গাজা সীমান্তে ফিলাডেলফি নামে যে করিডোর রয়েছে, সেটির পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। এর মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হলো, আন্তর্জাতিক নিন্দাকে উপেক্ষা করে ইসরায়েল তাদের স্থল অভিযানের মাত্রা আরও বাড়িয়েছে।

গতকাল সারা রাত এবং আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালেও ইসরায়েলি সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিট রাফা শহরের পশ্চিম ও মধ্যাঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। ইসরায়েলি স্থলবাহিনী রাফার আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিচ্ছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা ও আলজাজিরা অ্যারাবিক এ তথ্য দিয়েছে।

রাফার তাল আস-সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ফিলিস্তিনি রেডক্রসের দুজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া তাল আস-সুলতান এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সৈন্যদের হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি হেলিকপ্টার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে জয়তুন এলাকার বেশকিছু বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং হামলার পর হতাহতদের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।

রাফার অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা বিভাগের উপপরিচালক হাইথাম আল-হামস জানিয়েছেন, ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনগুলো শহরের সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, গত ফেব্রুয়ারির পর থেকে ফিলিস্তিনিদের হত্যার জন্য মেশিনগান ও ক্ষেপণাস্ত্র সংযুক্ত এসব কোয়াডকপ্টার ড্রোনের ব্যবহার বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েল গোয়েন্দ তথ্য সংগ্রহের জন্য এসব ড্রোন ব্যবহার করতো।

এদিকে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডিব্লিউএকে আগামী ৩০ দিনের মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমের মালোট দাফনা এলাকায় তাদের সদর দপ্তর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি ভূমি কর্তৃপক্ষ। এক চিঠিতে ভূমি কর্তৃপক্ষ জাতিসংঘের ওই সংস্থাটির কাছে ৭৩ লাখ ডলার পাওনা রয়েছে বলেও দাবি করেছে।

বরিশাল অবজারভার / হৃদয়

রাফার অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে ইসরায়েলি হামলা চলছেই

ডেস্ক রিপোর্ট :
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের কাছে আল-মাওয়াসি এলাকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় ২১ জন নিহত হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার কথা অস্বীকার করেছে। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল মঙ্গলবারের এই হামলায় নিহতদের মধ্যে ১২ জনই নারী। এ ছাড়া এই হামলায় আরও ৬৪ জন আহত হয়েছে এবং এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েল এর আগে রাফার পশ্চিমে অবস্থিত আল-মাওয়াসি অঞ্চলকে মানবিক এলাকা হিসেবে চিহ্নিত করে বলেছিল, এখানকার অধিবাসীদের নিরাপত্তার স্বার্থে সরে যাওয়া উচিত।

ইসরায়েলি বাহিনী পরে এক বিবৃতিতে জানায়, আল-মাওয়াসি অঞ্চলে দেশটির সেনাবাহিনী কোনো হামলা চালায়নি।

রাফা শহরের আল আস-সুলতান এলাকার তাঁবু দিয়ে তৈরি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত হওয়ার দুদিন পরে আল-মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হলো।এদিকে, জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল-ফালুজা এলাকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেলেও যেসব শরণার্থী এলাকায় ফিরে আসছেন তাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী শরণার্থীদের ওপর স্থলপথে কামানের গোলার আঘাত হানছে। পাশাপাশি আকাশপথে চলছে অবিরাম বোমাবর্ষণ।

গাজার উত্তরাঞ্চলেও গত ১৭ দিন ধরে ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে মেডিকেল কর্মী ও স্বেচ্ছাসেবীদের সীমাহীন কষ্ট করতে হচ্ছে। এই ধ্বংসযজ্ঞ অপরিমেয়, বিশেষ করে ইসরায়েলের স্থল বাহিনী মাঠে নামার পর তা চরম আকার ধারণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাধারণ ফিলিস্তিনি ও উদ্ধাকর্মীদের ওপর চলতে থাকা এই আক্রমণ লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া ও ধ্বংসলীলার সাক্ষ্যপ্রমাণ রাখার কাজটিকে অসাধ্য করে তুলছে।

ওদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস জানিয়েছেন, সংস্থাটি ইতোমধ্যে গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে ১৫ হাজার লিটার জ্বালানি তেল, ১৪টি হাসপাতালের বিছানা, ওষুধ ও জরুরি অন্যান্য মেডিকেল সাহায্যপণ্য পাঠিয়েছে। সামজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এসব সামগ্রী আপাতত দেড় হাজার মানুষের প্রয়োজন মেটাতে পারবে।

অন্যদিকে, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৭৪১ বাংলাদেশি হজযাত্রী

ডেস্ক রিপোর্ট :
চলতি বছর পবিত্র হজ পালন করতে গতকাল মঙ্গলবার (২১ মে) দিনগত রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী। মোট ৮৭টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৯৪ জন হজযাত্রী সৌদি পৌঁছান। এখন পর্যন্ত মোট ৮৪ হাজার ২৪টি ভিসা ইস্যু করা হয়েছে।

আজ বুধবার (২২ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত মোট ৮৭টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৯টি, সৌদি এয়ারলাইন্স ২৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা শেষ হবে আগামী ১০ জুন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন করে গাইড হিসেবে মোট এক হাজার ৮৯৯ জন গাইড এয়ারলাইন্সের সঙ্গে যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

বরিশাল অবজারভার / হৃদয়