ইসরায়েলের তীব্র হামলার কারণে রাফা থেকে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট :
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরাইল ও হামসের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। একইসঙ্গে ইসরায়েলের মুহুর্মুহু বোমা হামলায় কেঁপে উঠছে রাফা।
জাতিসংঘ বলছে, ইসরায়েলের হামলার কারণে রাফা থেকে পালাতে বাধ্য হয়েছে আট লাখ লোক।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তারা শনিবার রাফায় ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একইসঙ্গে স্থল সৈন্যরাও সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে। এসব হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে এবং ইসরায়েলি বাহিনী কয়েকডজন টানেল শনাক্ত করেছে।
ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারানি বলেছেন, রাফায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ব্যাপকহারে লোকজন পালাতে শুরু করেছে।
তিনি বলেছেন, গত ৬ মে রাফায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে আট হাজার লোক পালাতে বাধ্য হয়েছে।
লাজ্জারানি আরো বলেন, তারা যেসব এলাকায় পালাতে বাধ্য হয়েছে সেখানে পর্যাপ্ত পানি ও স্যানিটেশন সুবিধা নেই।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার উত্তর গাজার কিছু এলাকা থেকে নতুন করে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইসরায়েল দাবি করছে এসব এলাকা থেকে জঙ্গিরা রকেট হামলা চালাচ্ছে।
যদিও জানুয়ারির প্রথম দিকে ইসরায়েল উত্তর গাজায় হামাসের কমান্ড সেন্টার ভেঙে দেয়ার দাবি করেছিল। কিন্তু এখন ইসরায়েল বলছে, জাবালিয়ায় আমরা না আসা পর্যন্ত তা হামাসের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন

ডেস্ক রিপোর্ট :
২০১২ সালে সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেওয়ার পর  রাশিয়া ক্রিমিয়া আক্রমণ করে। তারপর থেকে পুতিনের মন্ত্রিসভায় সের্গেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। কিন্তু গত ২২ এপ্রিল সের্গেইয়ের ডেপুটি তৈমুর ইভানভকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা-এফএসবি। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়নি। তবে পুতিন প্রশাসন এই গ্রেপ্তারের পর থেকে সের্গেই শোইগুকে কোণঠাসা করে রাখে। খবর আলজাজিরার।

মার্চে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন নির্বাচিত হওয়ার পর থেকেই গুঞ্জন উঠে সের্গেই শোইগুকে অপসারণের। পুতিন মন্ত্রিসভা পুনর্গঠন করার প্রক্রিয়া হিসেবে সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে তার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি করার পরিকল্পনা করেন।

গতকাল রোববার (১২ মে) ক্রেমলিন জানায়, অর্থনীতিতে বিশেষজ্ঞ প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল রোববার জানান, প্রসিডেন্ট পুতিন একজন বেসামরিক নাগরিককে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আন্দ্রেই বেলুসভ এই কাজের জন্য উপযুক্ত।

এদিকে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পুতিন ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। হামলায় রুশ সেনাবাহিনী নতুন নতুন এলাকা দখল করছে যা ইউক্রেনের পতন ডেকে আনতে পারে বলে অনেকে মনে করছেন।

বরিশাল অবজারভার / হৃদয়

যুদ্ধবিরতির আলোচনা শেষে গাজায় ইসরায়েলের হামলা

ডেস্ক রিপোর্ট :
মিশরে যুদ্ধবিরতি আলোচনা ফলপ্রসু না হওয়ায় ইসরায়েল আবারও আজ শুক্রবার (১০ মে) গাজায় হামলা চালিয়েছে৷ মিশর সীমান্তে অবস্থিত রাফায় হামলা চালাতে দেখেছেন এএফপির সাংবাদিকেরা৷ আর গাজার উত্তরে আকাশ পথে হামলা ও সংঘর্ষের খবর দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷

গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির শর্ত ঠিক করতে কায়রোতে বৈঠকে মিলিত হয়েছিলেন ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা৷ তারা বৃহস্পতিবার কায়রো ত্যাগ করেছেন বলে জানিয়েছে মিশরের গোয়েন্দা সংশ্লিষ্ট গণমাধ্যম আল-কাহেরা নিউজ৷ হামাসের পক্ষ থেকেও তাদের প্রতিনিধিদের কায়রো ছাড়ার কথা নিশ্চিত করা হয়েছে৷

মিশর বলছে যুদ্ধবিরতি চুক্তির জন্য দুই পক্ষকে অবশ্যই ‘নমনীয়তা’ দেখাতে হবে৷

যুক্তরাষ্ট্রের সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস যুদ্ধবিরতি আলোচনার অংশ ছিলেন৷ তিনিও শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে৷

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি এ প্রসঙ্গে বলেন, ‘‘তবে এর মানে এই নয় যে, আলোচনা এখনও চলছে না।  আমরা এখনও বিশ্বাস করি, সামনে এগিয়ে যাওয়ার পথ আছে, কিন্তু এর জন্য দুই পক্ষের নেতৃত্ব দরকার।”

এদিকে রাফায় স্থাপিত শরণার্থী শিবিরের বাসিন্দা গাজার ইনাস মাজেন আল-শামি বলছেন, তারা স্থবিরতায় বিরক্ত৷ ‘‘আমাদের কোনো অর্থ নেই৷ আর আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার উপায় নেই,” বলেন তিনি৷

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালানোর পর ইসরায়েল গাজায় হামরা শুরু করে৷ এতে এখন পর্যন্ত গাজায় অন্তত ৩৪ হাজার ৯০৪ জন মারা গেছেন বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷

৭ অক্টোবরের হামলায় ইসরায়েলের ১,১৭০ জনের বেশি মানুষ মারা যান বলে এএফপি জানিয়েছে৷ হামলার সময় প্রায় আড়াইশ ইসরায়েলিকে জিম্মি করেছিল হামাস৷ এখনও ১২৮ জন জিম্মি আছেন বলে ইসরায়েল জানিয়েছে৷

ইসরায়েলের হামলা শুরুর পর গাজার বিভিন্ন এলাকা থেকে মানুষ পালিয়ে রাফায় আশ্রয় নিয়েছে৷ সেখানে এখন প্রায় ১৫ লাখ মানুষ বাস করছেন৷ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ রাফায় হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে৷ রাফায় বড় আকারে হামলা করলে ইসরায়েলকে আর অস্ত্র দেওয়া হবে না বলে সম্প্রতি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ জার্মানিতেও এটি নিয়ে আলোচনা হচ্ছে বলে বৃহস্পতিবার জানান জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস৷

তবে ইসরায়েল বলছে, যুদ্ধের লক্ষ্য অর্জন করতে হলে তাদের রাফায় সেনা পাঠাতে হবে, কারণ, সেখানে হামাসের ঊর্ধ্বতন সামরিক নেতারা লুকিয়ে আছেন৷

মঙ্গলবার থেকে রাফার কিছু অংশে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল৷

এদিকে, জাতিসংঘের ‘রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর পেলেস্টাইন রিফিউজিস’ বা ইউএনআরডাব্লিউএ শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী রাফার দিকে এগোনো শুরুর পর প্রায় এক লাখ ১০ হাজার মানুষ রাফা থেকে পালিয়ে গেছে৷

বরিশাল অবজারভার / হৃদয়

এক লাফে ডলারের দাম বেড়ে কত হল?

ডেস্ক রিপোর্ট :
বাজারে চা‌হিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে ডলারের দাম ৭ টাকা বা‌ড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতি ডলার দাম হবে ১১৭ টাকা। আজ বুধবার (৮ মে) এ বিষয়ে একটি সার্কুলার জা‌রি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এ পদ্ধতিতে আজ ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ডলারের রেট ছিল ১১০ টাকা।

বরিশাল অবজারভার / হৃদয়

পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন

ডেস্ক রিপোর্ট :
পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার (৭ মে) মস্কোর সময় দুপুরে ক্রেমলিনে এক অনুষ্ঠানে শপথ নেন তিনি। রাশিয়ার সমসাময়িক ইতিহাসে এই অনুষ্ঠানটি অষ্টমবারের মতো হয়েছে।

পুতিন এরই মধ্যে চারবার শপথ নিয়েছেন। ২০০০ সালে ৪৭ বছর বয়সী প্রার্থী হিসেবে পুতিন ৫২ দশমিক ৯৪ শতাংশ রাশিয়ানদের সমর্থন পেয়েছিলেন, ২০০৪ সালে ৭১ দশমিক ৩১ শতাংশ, ২০১২ সালে ৬৩ দশমিক ছয় শতাংশ এবং ২০১৮ সালে ৭৬ দশমিক সাত শতাংশ সমর্থন পেয়েছিলেন। ২০২৪ সালের মার্চের নির্বাচনের সময়, ৭১ বছর বয়সী পুতিন রেকর্ড ৮৭ দশমিক ২৮ শতাংশ সমর্থন পেয়েছেন।

১৯৯৬ সালে দ্বিতীয় মেয়াদে বরিস ইয়েলৎসিনের নির্বাচনের সময় রুশ কর্তৃপক্ষ একটি বিশেষ শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিল। তারপর থেকে এই অনুষ্ঠানে সামান্য পরিবর্তন দেখা গেছে কিন্তু এর মৌলিক উপাদানগুলো অক্ষত রয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, আজকের অনুষ্ঠানটি প্রোটোকল অনুসারে অনুষ্ঠিত হবে। তবে ‘সামান্য পরিমার্জন’ করা হয়েছে।

ঐতিহ্যগত প্রোটোকল হলো, প্রেসিডেন্ট ক্রেমলিনের ভবন নম্বর ১ থেকে গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে যাবেন। পরে তিনি হলস অফ দ্য অর্ডার অফ সেন্ট জর্জ এবং সেন্ট আলেকজান্ডার অফ দ্য নেভা হয়ে সেন্ট অ্যান্ড্রুস হলে যাবেন। সেখানে অনুষ্ঠানটি হয়। এরপর প্রেসিডেন্ট রেড করিডোরের মধ্য দিয়ে হেঁটে ক্রেমলিনের ক্যাথেড্রাল স্কোয়ারে যান এবং সেখানে প্রেসিডেন্ট রেজিমেন্টের সেনাদের অভিবাদন গ্রহণ করেন।

গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে পুতিনের আগমনের সময় আমন্ত্রিতরা গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের সেন্ট অ্যান্ড্রু’স হলে তাদের জায়গা করে নেন এবং ক্রেমলিনের নীরব ড্রিল প্লাটুনের অবস্থানকারীরা হলের মধ্যে রাশিয়ার জাতীয় পতাকা নিয়ে আসে এবং রাশিয়ান প্রেসিডেন্টের স্ট্যান্ডার্ড এবং তারপর প্রেসিডেন্টের প্রতীক এবং সংবিধান, যার ওপর পুতিন শপথ নেওয়ার সময় তার হাত রাখেন।

৭ মে ক্রেমলিন দর্শনীয় স্থানগুলো ভ্রমণের জন্য বন্ধ রয়েছে এবং শুধুমাত্র বিশেষ আমন্ত্রণে প্রবেশ করা সম্ভব হয়। রাশিয়ার নির্বাহী, আইন প্রণয়ন ও বিচার বিভাগীয় শাখার সদস্যসহ কয়েক হাজার অতিথি শপথ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে রাশিয়ান সরকারের সদস্যরা, ফেডারেশন কাউন্সিল এবং স্টেট ডুমা (রাশিয়ান পার্লামেন্টের উচ্চ ও নিম্ন কক্ষ), প্রেসিডেন্ট প্রশাসনের কর্মকর্তারা এবং গভর্নররা উপস্থিত ছিলেন।

ক্রেমলিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্ডার অব দ্য সেন্ট এপোস্টেল অ্যান্ড্রু, হিরো অব রাশিয়ার খেতাবের ধারক, প্রধান প্রধান ধর্মীয় সম্প্রদায়ের প্রধান ব্যক্তিরা, বিদেশি রাষ্ট্রদূত, ব্যবসায়ী, সামরিক ব্যক্তিত্ব, বিজ্ঞানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ ও সাংবাদিক।

বরিশাল অবজারভার / হৃদয়

ব্রাজিলে নজিরবিহীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮

ডেস্ক রিপোর্ট :
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে এই সময়ের সবচেয়ে বড় জলবায়ু দুর্যোগ হিসেবে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৭৮ জনে পৌঁছেছে। এ ছাড়া বন্যার পানি ওঠার কারণে আরও এক লাখ ১৫ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানি থেকে মানুষকে রক্ষায় উদ্ধার তৎপরতা চলছে তবে ক্রমশ বাড়তে থাকা বন্যার পানির তোড়ে তা করতে গিয়ে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। খবর এএফপির।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর পুরোপুরি পানিতে ডুবে গেছে। এতে হাজার হাজার লোক সারা বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গত কয়েকদিনের অতিরিক্ত মৌসুমি বৃষ্টিপাতের কারণে এই বন্যা সৃষ্টি হয়েছে।

রিও গ্রান্দে দো সুল রাজ্যের রাজধানী পোর্তো আলেগরেতে লোকজন উদ্ধারকর্মীদের সাহায্য পেতে বাড়িঘরের ছাদে অবস্থান করছে। অন্যদিকে নদীতে পরিণত হওয়া রাস্তাগুলো দিয়ে ছোট ছোট নৌকায় এলাকা ছাড়তে শুরু করেছেন কিছু  লোকজন।

কোনো কোনো জলবায়ু বিশারদের বক্তব্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাকে সৃষ্টি হওয়া এই ‘দুর্যোগের ককটেলে’ লোকজনকে বিপদ থেকে উদ্ধার করতে তিন হাজারেরও বেশি সেনাসদস্য, দমকল বাহিনীর কর্মী ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরা কাজ করে যাচ্ছেন। তবে অধিকাংশ ক্ষেত্রে লোকজন খাবার, পানি ও বিদ্যুতের সরবরাহের অপ্রতুলতায় অনেকটা বন্দি হয়ে পড়েছেন। সিভিল ডিফেন্স কর্মকর্তার জানিয়েছেন, এখন পর্যন্ত আরও প্রায় ১০৫ জন লোক নিখোঁজ রয়েছে।

এই বন্যায় পোর্তো আলেগরে ছাড়াও আরও ৩৪১ শহর ও গ্রাম বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিও গ্রান্দে দো সুলের গভর্নর এদোয়ার্দো লেইতে বলেছেন, ‘এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন যুদ্ধের চেয়েও ভয়াবহ কিছু ঘটেছে। বন্যার পানি নেমে গেলে আমাদের যুদ্ধ পরবর্তী তৎপরতা চালাতে হবে।’

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা পুনর্গঠন কাজের জন্য সরকার সব ধরনের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।

বন্যা উপদ্রুত এলাকায় সেনা সদস্যরা ফিল্ড হাসপাতাল তৈরি করে চিকৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া বেসরকারি উদ্যোগে স্বেচ্ছাসেবী দল তৈরি করে লোকজনকে লাইফ জ্যাকেট, খাবার পানি ও জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

প্রায় ১৪ লাখ লোক অধ্যুষিত পোর্তো আলেগরে শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া গোয়াইবা নদীর পানি প্রায় ১৮ ফুট উচ্চতায় বেড়ে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। এই পানি প্রবাহ ১৯৪১ সালে সেখানে তৈরি হওয়া প্রলয়ঙ্কারী বন্যার পানির চাইতেও বেশি।

বরিশাল অবজারভার / হৃদয়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ডেস্ক রিপোর্ট :
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ২।

রবিবার দেশটির ওয়েস্ট পাপুয়া অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
এই ভূমিকম্পে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ইন্দোনেশিয়া ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম পাপুয়ায় ফাকফাক এলাকার ১৫৩ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১২.১ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়ার জন্যসংখ্যা সাড়ে ২৭ কোটির বেশি। ভূতাত্ত্বিক অবস্থার কারণে নিয়মিতই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে।

এর আগে গত মাসের শেষের দিকে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। সমুদ্রের নিচে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে সেসময়ও সুনামি সতর্কতা জারি করা হয়নি

বরিশাল অবজারভার / হৃদয়

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বন্যা, নিহত ৫৬

ডেস্ক রিপোর্ট :
গ্রীষ্মকালীন ঝড় ও প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ জনে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও ৬৭ জন। দক্ষিণ আমেরিকার দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা আজ শনিবার (৪ মে) এই তথ্য জানিয়েছে।

বন্যার পানির তোড়ে রিও গ্রান্দে দো সুল রাজ্যের বাঁধ প্রায় উপচে পড়ছে এবং মেট্রোপলিটন শহর পোর্টো আলেগ্রে এখন হুমকির মুখে রয়েছে। ইতোমধ্যে শহরটির ডুবে যাওয়া বেশ কিছু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ে রিও গ্রান্দে দো সুল বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কমপক্ষে ২৬৫টি পৌর এলাকায় এর প্রভাব পড়েছে। বন্যার পানিতে ডুবে যাওয়ায় ২৪ হাজার লোক বাড়িঘর হারিয়েছে যাদের মধ্যে একতৃতীয়াংশ লোককে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার বন্যাউপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যা সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, মানবিক সাহায্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি হবে না।

দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল সাম্প্রতিক সময়ে চরম আবহাওয়াজনিত কারণে বেশ কিছু দুর্যোগের মুখোমুখি হয়েছে। গত সেপ্টেম্বরে এক ঘূর্ণিঝড়ে দেশটিতে কমপক্ষে ৩১ জনের প্রাণহানি ঘটে।

বরিশাল অবজারভার / হৃদয়

ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের

ডেস্ক রিপোর্ট :
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এমন সময় তিনি এই আহ্বান জানালেন যখন যুদ্ধবিরতির জন্য নতুন করে পরোক্ষ আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো সফরে যাচ্ছে।

জাতিসংঘ মহাসচিব শুক্রবার এক্সে এক পোস্টে বলেন, ‘গাজার জনগণ, জিম্মি ও তাদের পরিবার, এই অঞ্চল ও বৃহত্তর বিশ্বের স্বার্থে আমি ইসরায়েল সরকার ও হামাস নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করছি।’

মিশরের একটি নিরাপত্তা সূত্র ও কায়রো বিমানবন্দরের তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বৈঠকের জন্য কায়রো পৌঁছেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর মধ্যস্থতার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে মিশর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র।

একদিন আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেন, যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব নিয়ে তিনি মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার হামাস নিশ্চিত করেছে, গাজার বিরুদ্ধে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী দিনগুলোতে আলোচনা অনুষ্ঠিত হবে।

চলতি সপ্তাহে ফিলিস্তিনি গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব পেয়েছে এবং জবাব দেওয়ার আগে তা খতিয়ে দেখবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন উভয়ই ইসরায়েলের প্রস্তাবকে ‘উদার প্রস্তাব’ উল্লেখ করে হামাসকে চুক্তিটি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রস্তাবে রয়েছে-ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে কয়েক ডজন ইসরায়েলি বন্দীর বিনিময় এবং ৪০ দিনের জন্য লড়াই বন্ধ রাখা।

বরিশাল অবজারভার / হৃদয়

গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় যে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তা অপসারণে ১৪ বছর সময় লাগতে পারে।

শুক্রবার জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের (ইউএনএমএএস) জ্যেষ্ঠ কর্মকর্তা পেহর লোধাম্মার এই ভবিষ্যদ্বাণী করেছেন।

জেনেভায় এক ব্রিফিংয়ে পেহর লোধাম্মার বলেছেন, যুদ্ধের ফলে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ ব্যাপক ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে আছে।

তিনি বলেন, গাজায় পাওয়া অবিস্ফোরিত গোলাবারুদের সঠিক সংখ্যা নির্ধারণ করা প্রায় অসম্ভব। তারপরও ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসাবশেষসহ পুরো ধ্বংসস্তূপ নির্দিষ্ট পরিস্থিতিতে পরিষ্কার করতে ১৪ বছরের মতো সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, ‌‌‘আমরা জানি, সাধারণত স্থল বাহিনীর ছোড়া গোলাবারুদের অন্তত ১০ শতাংশ অবিস্ফোরিত ও বিকল অবস্থায় থেকে যায়। আমরা ১০০টি ট্রাক ব্যবহার করে ১৪ বছর ধরে পরিষ্কার কাজ চালানোর কথা বলছি।’

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের শত শত যোদ্ধা ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার ২০০ জনকে হত্যা ও আরও ২৫৩ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে। গাজায় হামাসের হাতে এখনও ১২৯ জন জিম্মি রয়েছেন বলে ধারণা করা হয়। হামাসের হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলের হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির বিরাট অংশ ধ্বংস হয়ে গেছে এবং বহু ফিলিস্তিনি খাবারের দুর্ভিক্ষের মুখে পড়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়