বাউফলে পুলিশের ‘অভিযোগ বক্স’ স্থাপন

এম.এ হান্নান, বাউফল:
‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ স্লোগানে জনগণকে নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করার লক্ষ্যে বাউফল উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ‘তথ্য/অভিযোগ বক্স’ স্থাপণ করে পুলিশ। অভিযোগ বক্সে পরিচয় গোপন রেখে সকল ধরনের অপরাধের তথ্য জানাতে পারবে জনসাধারন। সাত দিন পরপর বক্সের তথ্য সংগ্রহ করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

গতকাল রবিবার সকালে উপজেলার কালাইয়া ইউপি কার্যালয়ের সামনে বক্স স্থাপণ করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ আলম হাওলাদার, ইউপি সদস্য মো. ফকরুল ইসলাম ফোরকান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *