ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ-এ শুরু হল ৫দিন ব্যাপী আইসিটি কার্নিভাল

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি), বরিশালে আজ থেকে ৫দিন ব্যাপী শুরু হয়েছে “ইউজিভি ১ম আইসিটি কার্নিভাল-২০১৯” সকাল ১০:৩০ মিনিটে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম খান উদ্বোধন করেন। বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্নিভাল আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোঃ লোকমান খান, সিএসই বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এছাড়াও সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন। উপাচার্য তার বক্তব্যে বলেন, আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের সময় অতিবাহিত করছি। এখন আমাদের দৃষ্টি উন্নত বিশ্বে যাওয়া এবং ২০৪১ সালের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আইসিটি খাতের দক্ষ জনগোষ্ঠী তৈরির বিকল্প নেই। বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরী বলেন আগামী এক দশকে দেশে কয়েক লক্ষ দক্ষ জনশক্তির প্রয়োজন হবে সাইবার সিকিউরিটি খাতে। আগামী বিশ্ব নেতৃত্ব দিতে হলে বর্তমান শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় এগিয়ে আসতে হবে এবং সরকারকে এবিষয়ে আরও অধিকতর গুরুত্ব দেয়ার পাশাপাশি এখাতে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকার কথাও বলেন। ৫দিন ব্যাপী এই অনুষ্ঠানে দেশি-বিদেশী একাধিক সেমিনারের পাশাপাশি থাকছে বিভিন্ন গেইমিং প্রতিযোগিতা, প্রোগ্রামিং কনটেষ্ট, লাইন ফলোইং রোবট, রোবটিক্স সেমিনার, মেশিন লার্নিং ওয়ার্কসপ, আইসিটি এন্টারপ্রিনিউরশীপ সেমিনারসহ ড্রোন শো, হিউম্যান রোবট ও বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী এবং ট্রেজারর হান্ট, গণিত অলিম্পিয়াডের মত গুরুত্বপূর্ণ ইভেন্ট। কার্নিভাল আহ্বায়ক জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বারক হওয়ারও কথা রয়েছে। এই কার্নিভালে এছাড়া মঙ্গোলিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান ও ভুটানের প্রতিনিধি দলও আসছে দক্ষিণ বঙ্গের আয়োজিত ১ম বারের মত আইসিটি কার্নিভালে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন কার্নিভাল সভার জন্য উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *