প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত পরিবার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা বন্দও নির্মানের ফলে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের পর পর্যায় ক্রমে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। ইতোমধ্যে এ ধরণের প্রশিক্ষণ পেয়ে অনেকে বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়েছে আবার অনেকে প্রশিক্ষণ নিদের্শণা মোতাবেক বিভিন œব্যবসার সাথে সম্পৃক্ত হয়েস্বাবলম্বি হতে শুরু করেছেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষেও সহযোগীতায় বেসরকারি সংস্থা ডেপলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (র্ডপ) বন্দও নির্মানে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেও যোগ্যতা ও চাহিদা অনুযায়ী জীবন যাত্রার উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে। পায়রা বন্দও নির্মানে প্রায় ৪২শ পরিবার ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিটি পরিবার থেকে এক জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। তিন সপ্তাহ ও এক মাসের প্রশিক্ষণে অংশ গ্রহণকারীগণ প্রতিদিন ৩০০টাকা ও তিন মাস ও ছয় মাসের প্রশিক্ষণে অংশ গ্রহণকারী গণ প্রতিদিন ৫০০টাকা করে প্রশিক্ষণ ভাতাও পেয়ে থাকেন।

র্ডপ সূত্রে জানাযায়, প্রথম পর্যায়ে র্ডপ আগষ্ট ২০১৮ থেকে জুলাই ২০১৯ পর্যন্ত ১১৩৪ জনকে বিভিন্ন মেয়াদে ১০টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করেছে। পরবর্তীতে র্ডপ দ্বিতীয় পর্যায়ে চলতি বছরের অক্টোবর থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত বেসিক কম্পিউটার, গাড়ীচালক, রাজমিস্ত্রি, পোষাক তৈরি, ওয়েলডিং, ছাগলপালন, গরু মোটাতাজাকরণ, ব্রয়লারককরেল ও টার্কি পালন, মৎস্য চাষ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য আহরণ, উন্নত প্রযুক্তিতে হাঁস-মুরগীপালন ও হাঁস-মুরগীর খাদ্য তৈরি, উন্নত প্রযুক্তি ব্যবহার পূর্বক পারিবারিক পরিমন্ডলে গাভী পালন ট্রেডে ২৬টি ব্যাচে মোট ৬৬৬ জনকে প্রশিক্ষণ প্রদান করবে। তার মধ্যে চলতিমাস (নভেম্বর) পর্যন্ত ১৫০ জনকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। প্রতি ব্যাচে সর্বনিন্ম ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

র্ডপ’র এ প্রশিক্ষণ প্রকল্পের টিমলিডার জেবা আফরোজা জানান, বর্তমানে লালুয়া ইউনিয়ন পরিষদ, ধানখালি ইউনিয়ন পরিষদ, কেআইআইটি ও মাল্টিপারপাস বিল্ডিং, পায়রা বন্দর, কলাপাড়া ও পটুয়াখালীতে প্রশিক্ষণ চলমান রয়েছে। ৬ মাস, ৩ মাস, ১ মাস, ২১দিন মেয়াদি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ গুলোর মাধ্যমে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি সরকারি সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে যেমন- পশুসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাগণ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহণ করে থাকেন।

পায়রা বন্দর প্রকল্পের প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম. মুনিরুজ্জামান জানান, সরকার পায়রা বন্দর নির্মানের ফলে ভূমি ও গৃহ অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পরিবারকে পুনর্বাসনের পর প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব পরিবারের সদস্যদের জীবন যাত্রার মান যাতে ব্যহত না হয়, তারা যাতে উন্নত জীবন যাপন করতে পারে সে জন্য প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প আয়ের পথ তৈরি করতে তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের পর তাঁরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ সুবিধা পাচ্ছে। তারা ব্যবসা করে তাদের জীবন মান উন্নয়ন করতে পারছে। প্রশিক্ষণ পাবার পর তাদের মধ্যে ব্যাপক পরিবর্তণ এসেছে। আমরা এ কাজে অভিজ্ঞ এনজিও র্ডপ’র সহযোগীতায় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছি। তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রশিক্ষণ পরবর্তী মনিটরিং কার্যক্রম নিয়মিত হচ্ছে।

রোববার সরেজমিন ঘুরে দেখা গেছে, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামের নাসিমা বেগম র্ডপ থেকে উন্নত প্রযুক্তিতে হাঁস-মুরগীপালন ও হাঁস-মুরগীরখাদ্য তৈরী প্রশিক্ষণ গ্রহণের পর ৪০০ হাঁস কিনে খামাড় গড়ে তুলেছেন। সাম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলে তার ১৫০টি হাস মারা গেলেও নাসিমা বেগম মনোবল হারাননি। বর্তমানে ১৫০টি হাঁস ডিম দিচ্ছে। তা বিক্রি করে দৈনিক ১৫শ টাকা আয় করছেন। নাসিমা বেগমের স্বামী হেলাল ফকির স্থানীয় বাজাওে চায়ের দোকানদার। নাসিমা বেগম খামার বৃদ্ধি করার জন্য র্ডপ এর সহযোগিতায় সোনালী ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছেন। তিনি বলেন, প্রশিক্ষণে যা শিখেছি তা কাজে লাগিয়ে হাঁস লালন পালন করছি। আমার এই খামার দেখে এলাকার অনেকে খামার করার আগ্রহ প্রকাশ করেছে। আমি তাদেও সহযোগিতা করবো। আমি পায়রা বন্দর কর্তৃপক্ষ ও র্ডপ এর নিকট কৃতজ্ঞ। আগামীতে নাসিমা বেগম হাঁসের পাশাপাশি মুরগীর খামার গড়ে তোলার পরিকল্পনা করছেন।

একই ইউনিয়নের চারিপাড়া গ্রামের মোসা: হাসিনা বেগম। পায়রা বন্দও বাস্তবায়নে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হিসাবে ব্র্রয়লার ককরেল ও টার্কি পালনের উপর ১মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। হাসিনা বেগম প্রশিক্ষণ পরবর্তী ৪ হাজার টাকা দিয়ে ৫টি টার্কি ক্রয় করেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যা শিখেছি টাকির্ গুলো কেনার পর তাদের সেভাবে যতœ নেই, টিকা দেই, সুষমখাবার দেই এবং ১ মাস পর টাকির্ গুলো ডিম দেয়া শুরু করে। আমি সেই ডিম দিয়ে টার্কিও বাচ্চা ফুটিয়ে বর্তমানে ৪০টি টার্কি দিয়ে খামার গড়ে তুলি। আমার এ সাফল্য দেখে এলাকার অন্যান্যরা আমার কাছ থেকে ডিম ক্রয় করে। এ পর্যন্ত প্রায় ১০ হাজার টাকার ডিম বিক্রি করেছি। আমার আয়ের টাকা সংসারের বিভিন্ন কাজে লাগাই। পরিবাওে এবং সমাজে আমার মর্যাদাবৃদ্ধি পেয়েছে।

কলাউপাড়া গ্রামের একই বাড়ির জাহিদা বেগম, সাহেদা বেগম, হালিমা বেগম প্রশিক্ষণ পাবার পর তিন জনই ভিন্ন-ভিন্ন ভাবে ব্রয়লার সোনালী মোড়গের খামার গড়ে তুলেছেন। ইতিমধ্যে তারা মুরগী বিক্রি কওে আয় করতে শুরু করেছেন। পাশর্^বর্তী মঞ্জুপাড়া গ্রামের র্ডপ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রিনি বেগম প্রশিক্ষণ ভাতা ৭ হাজার টাকাসহ ২৮ হাজার টাকা দিয়ে হাঁস কিনে খামার গড়ে তুলেছেন। পরবর্তীতে বড় ৪শ ও ছোট ৪শ হাঁস দিয়ে খামাড়ের পরিসর বড় করেন। রিনি বেগমের স্বামী জাকারিয়া হাওলাদার আগে বাহিওে কাজ করতো, এখন তিনি নিজেদেও হাঁসের খামারেই শ্রম দিচ্ছেন। ইতিমধ্যে তিনি ৫০ হাজার টাকার হাঁস বিক্রি করেছেন। আগামীতে ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার বড় করবেন বলে জানান।

পায়রা বন্দও এলাকায় সকালের ব্যাচে ইয়াহিয়া, মোঃ সোহেলমৃদা, মিজানুর রহমান, কাকলি আক্তার, জুথি খানম, নিপা আক্তার, রোকেয়া মৌসুমিসহ ২৫জন শিক্ষার্থীকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে দেখা গেছে। কম্পিউটার ক্লাসের প্রশিক্ষক সাদিয়াআক্কার ও সুব্রত সিকদার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন। তারা জানান, নির্ধারিত কারিকুলাম ধরে তাদের ৬ মাসের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিদিন দুইটি ব্যাচে প্রশিক্ষণ ক্লাস হয়ে থাকে।

বানাতিপাড়া গ্রামের রিয়ামনি একজন গৃহিনী। ¯œাতক পর্যন্ত পড়া লেখা করেছেন। পায়রা বন্দর বাস্তবায়নের জন্য তাদের জমি-জমা অধিগ্রহণ করা হয়। তিনি তার পরিবারের পক্ষে ৬ মাসব্যাপি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পান। তিনি বলেন, এ প্রশিক্ষণ আমাকে পাল্টে দিয়েছে। প্রশিক্ষণ গ্রহণের পর বানাতি বাজারে অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখায় আমার চাকুরী হয়। আমার মাসিক বেতন এখন ১২ হাজার টাকা। এইভাবে জাহাঙ্গীর আখন্দের ছেলে হারুনুর রশিদ কম্পিউটার প্রশিক্ষণ পাবার পর বানাতি বাজারে কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির দোকান দিয়েছেন।এখন দোকান থেকে হারুনুর রশিদ প্রতি মাসে নূনতম ১০ হাজার টাকা আয় করেন।

এদিকে বানাতিপাড়া গ্রামের মনির গাজী দীর্ঘ দিন ধরে রাজ মিস্ত্রির হেলপার হিসাবে কাজ করতেন। র্ডপ থেকে তিন মাসের রাজ মিস্ত্রির প্রশিক্ষণ পাবার পর তিনি এখন মিস্ত্রি হিসেবে কাজ করছেন। প্রশিক্ষণ পাবার পর মিস্ত্রির কাজ করায় মনির গাজীর রোজগারও বেরে গেছে। মঞ্জুপাড়া গ্রামের আবুল কাশেম প্রশিক্ষণ পাবার পর ২৪ হাজার টাকা খরচ করে পুকুরে তেলাপিয়া মাছের চাষ শুরু করেছেন। তিনি আশা করছেন মাছ বিক্রি করে তার ভালো লাভ হবে। প্রশিক্ষণ পাবার পর পার্শবর্তী রাশিদা বেগম পায়রা বন্দর থেকে ঘড়-বাড়ির ক্ষতি পূরণের টাকা দিয়ে দুইটি গরু কিনেছেন। একই গ্রামের ৫শ হাঁস দিয়ে খামাড় গড়ে তুলেছেন মোসাম্মৎ হেলেনা। তিনি জানান, র্ডপ এর প্রশিক্ষণ পাবার আগে হাঁস পালনের বহু চেষ্টা করেছি কিন্তু সব সময় হাঁস মরে যেত। এখন আর তার কোন হাঁস মরেনি। ঋণ নিয়ে খামার বড় করার স্বপ্ন দেখছেন হেলেনা।

প্রশিক্ষণ পরবর্তীতে এ রকম একের পর এক বাস্তব সাফল্যেও গল্প তৌরি হচ্ছে ক্ষতিগ্রস্তপরিবারগুলোতে।পায়রা বন্দও নির্মানে ক্ষতিগ্রস্তহলেও এখন পরিবার গুলো সদস্যদেও মাঝে নতুন করে উন্নয়নের পথ যাত্রায় সবার চোখে-মুখে হাসি ফুটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *