বরিশাল নগরীতে ২ শতাধিক সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় দুই শতাধিক সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। ক্যামেরা স্থাপনের মাধ্যমে নগরীজুড়ে অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণ করবে তারা।

রবিবার নগরীর সদররোড, গীর্জামহল্লা ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়। পর্যায়ক্রমে বিএমপির আওতাধীন ৪টি থানার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে বিএমপির।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, আধুনিক বিশ্বে অনেক ঘটনাই সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ হচ্ছে। এই ধারাবাহিকতায় নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ২ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ক্যামেরাগুলো স্থাপনের কাজ সম্পন্ন হলে নগরীর অভ্যন্তরে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া এই সিসি ক্যামেরার মাধ্যমে নগরীতে মিছিল-মিটিং ও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টিকারীদের সহজেই চিহ্নিত করতে সুবিধা হবে। ক্যামেরা স্থাপন কাজ শেষ হলে অনেক অপরাধীদের মধ্যে আতঙ্ক কাজ করবে। এতে অপরাধ অনেকাংশে কমে আসবে বলে প্রত্যাশা পুলিশ কমিশনারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *