করোনা মহামারি প্রতিরোধে তারুণ্যের নলছিটি’র জনসচেতনতা কর্মসূচী

করোনাভাইরাস সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। নলছিটিবাসীর মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশন। ‘ধৈর্য্য ও সুরক্ষা, করোনার শিক্ষা’ শিরোনামে করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় স্থানীয় পর্যায়ের জনসচেতনতা সৃষ্টির কর্মসূচি নিয়ে আজ সকালে পৌর মেয়র ওয়াহিদ খানের নেতৃত্বে অর্ধশত ভলান্টিয়ার মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ, হ্যান্ড সেনিটাইজেশন ব্যবস্থা করে। এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের কনভেনর খালেদ সাইফুল্লাহ, কো কনভেনর সোলাইমান শান্ত, মাহবুব তালুকদার, আরাফাত হোসেন, তাহমিদ, অন্তু রায়, ইব্রাহিম , অসীম কুমার প্রমুখ। এ সময় শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু করে, থানা পর্যন্ত এবং লঞ্চঘাট এলাকায় প্রায় একহাজার মানুষের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করে ও সচেতনতা মূলক লেখা প্রদর্শন করে জনসচেতনতা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *