বিআরইউ’র সাংবাদিকদের জন্য ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ সমাপ্ত

বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সাংবাদিকদের জন্য ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ শেষ হয়েছে। আজ শনিবার (১৬ জানুযারি) বিকেলে প্রশিক্ষনে অংশগ্রহন কারী সাংবাদিকদের সনদ প্রদানের মাধ্যেমে  তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার , সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি ও পিআইবির প্রশিক্ষক সুশান্ত ঘোষ, সাবেক সভাপতি আলী খান জসিম,  সভাপতি নজরুল বিশ্বাস,সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ,  সাধারণ সম্পাদক মিথুন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভসহ বিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা।
উল্লেখ্য,  ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক  অংশ নিয়েছেন। প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন নিউ ইয়র্ক টাইমস’র স্ট্রিংগার জুলফিকার আলি মাণিক ।  দ্বিতীয় দিন ছিলেন নিউ ইয়র্ক টাইমস’র স্ট্রিংগার জুলফিকার আলি মাণিক, বারেক হোসেন ও সুশান্ত ঘোষ।  আজকের শেষ (তৃতীয়) দিনে ছিলেন  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাজী আনিছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *