উজিরপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উজিরপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ সেলিম আহমেদকে সভাপতি ও মোঃ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠিত হয়েছে।

১৫ জানুয়ারী শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উজিরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ২টি অধিবেশনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অধিবেশনে বক্তৃতা করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক জীবন চন্দ্র বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ ইউসুফ হাওলাদার, আঃ হাকিম বেপারী, বিমল চন্দ্র শীল।

শিক্ষক মোঃ আশ্রাফুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব বিবরণী পেশ করেন গৌরাঙ্গ চন্দ্র শীল। দ্বিতীয় অধিবেশন বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত ৫২ জন কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠিত হয়।

সভায় সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক ওয়াহেদুজ্জামান সাইদী, ভাইস প্রিন্সিপাল মোঃ ফজলুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশিষ চক্রবর্তী, শহিদুল্লাহ,

সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ, মোস্তফা কামাল, মোঃ আঃ হাকিম বেপারী। অর্থ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র শীল, দপ্তর সম্পাদক বিমল চন্দ্র শীল, প্রচার সম্পাদক আঃ রহিম সরদার, কৃষি বিষয়ক সম্পাদক উত্তম কুমার মন্ডল,

শিক্ষা বিষয়ক সম্পাদক গনেশ চন্দ্র নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শুকলাল সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক দিপা রানী দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান সেলিম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক তাওহিদুল ইসলাম,

আইন বিষয়ক সম্পাদক সুকদেব বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বশির উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুব্রত মন্ডল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,

সম্মানিত সদস্য তপন চন্দ্র বেপারী, আশ্রাফুল ইসলাম, অঞ্জন চন্দ্র সরকার, আঃ হালিম, অজিত কুমার রায় প্রমূখ। সভায় বক্তারা বলেন,

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাকির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী পরমানু গবেষনা কেন্দ্রের বিশিষ্ট বৈজ্ঞাসিক ডঃ ওয়াজেদ মিয়ার নিজ হাতে গড়া বঙ্গবন্ধুর শিক্ষা ও গবেষনা পরিষদ গঠিত হয়েছে।

বর্তমানে বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বের অনেক রাষ্ট্রেই এই পরিষদের কমিটি গঠিত হয়েছে। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যায়ে গবেষনা চলছে।

উজিরপুরে একঝাঁক শিক্ষক, প্রভাষক, সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বুদ্বিজীবিদের নিয়ে গঠিত হয়েছে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে এই কমিটি গঠন করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। বর্তমান প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনী পৌছে দেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *