পেলের রেকর্ড এখন মেসিরও

একক কোনো ক্লাবের হয়ে ৬৪৩ গোলের রেকর্ডের মালিক ছিলেন কেবল ব্রাজিল কিংবদন্তি পেলে। তার পুরনো সেই রেকর্ডে এবার ভাগ বসালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্র’র ম্যাচে নতুন এ কৃতিত্ব স্পর্শ করেন কাতালান ফুটবল জাদুকর।

শনিবার ৩৩ বছরের তারকা ফরওয়ার্ড মাইলফলকটি ছুঁয়েছেন ন্যু ক্যাম্পে। বিরতিতে যাওয়ার ঠিক আগে। স্প্যানিশ লিগে এটি তার ৪৫০তম গোল। এর পরপরই তার পেনাল্টি রুখে দেন কিপার জাউমে ডোমেনেখ।

২০০৫ সালের পর এই প্রথম আলবাসেতের বিপক্ষে গোল করলেন মেসি।

পেলে ৬৪৩ গোল করেন ১৯ মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ১৯৫৬-১৯৭৪ সাল পর্যন্ত।

২৬ বারের চ্যাম্পিয়নরা লা লিগায় এখন পঞ্চম স্থানে রয়েছে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে আট পয়েন্টে পিছিয়ে তারা। বার্সা থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এগিয়ে পাঁচ পয়েন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *