তারুণ্যের প্রথম ভোট, মুক্তিযুদ্ধের পক্ষে হোক

৩০ ডিসেম্বর, জাতীয় নির্বাচন। আমি নতুন ভোটার। আমি ভোট দেওয়ার আগে যা যা ভেবে ভোট দেবো : ১. প্রথমেই একটু পেছনে ফিরে দেখবো ‘ স্বাধীনতার পর থেকে বিগত ৪৭ বছরের কাজ। কোন দল বা প্রতীক এই দেশটাকে ভালোবেসে দেশ ও জাতির উন্নয়নে তুলনামূলক বেশি কাজ করেছেন। ( নিশ্চই বিগত ১০ বছর ) ২. ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট & মেগা প্রজেক্ট। কারা সবচাইতে বেশি মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছেন এবং পরিকল্পনা করছেন। (অবশ্যই ক্ষমতাশীন দল) ৩. কোন দল – আমদানি ও রপ্তানিতে সুষ্ঠু ও ব্যবসায়িক পরিবেশন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। ( ৪১.৫বিলিয়ন রপ্তানি আয়। ক্ষমতাশীম দল) ৪. দুর্নীতি আর দেশের অর্থ পাচার বাংলাদেশের সব দলের রক্তে মিশে আছে। এর ভেতর তুলনা করে দেখবো কোন দল এটা কমানোর চেষ্টা করেছেন। ৫. নতুন দলকে ভোট দিলে তারা তাদের ভাঙ্গা (১০ বছরের) দলকে সাজাবেন (আরো ১০ বছর সময় নিয়ে তাতে হয়তো দেশ পিছিয়ে যাবে আরো ২০ বছর) নাকি এসেই উন্নয়নের কাজ শুরু করবেন। এই দিক থেকেও ক্ষমতাসীন দল এগিয়ে । তাদের দল গোছানোর পেছনে সময় ব্যয় করতে হবে না। উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন। এই সময় এটাই সুযোগ, আমাদের বাংলাদেশ কি ধরণের বাংলাদেশ হবে তা নির্ণয় করার।

 

 

আরাফাত রহমান জুয়েল
AIS department,
বরিশাল বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *