চিকিৎসকদের ৬ হাজার গাউন দেবে বেক্সিমকো গ্রুপ

ডেস্ক রিপোর্ট:
চিকিৎসকদের সুরক্ষার্থে ৬ হাজার বিশেষ গাউন দেবে বেক্সিমকো গ্রুপ। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় করণীয় বিষয়ক আলোচনাকালে কোম্পানির ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ কথা জানান।
 ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন হাসপাতালে এসব গাউন দেয়া হবে। এছাড়াও বেক্সিমকো ও আইএফআইসি ব্যাংক যৌথভাবে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেবে। ১৫ কোটি টাকার মূল্যের এ পিপিই বিশেষ ব্যবস্থায় আমদানি করা হচ্ছে। এসব পিপিই পণ্য আইইডিসিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হবে।
সাংসদ সালমান এফ রহমান, নবাবগঞ্জ উপজেলার জন্য ১০,০০০ টি এবং দোহার উপজেলার জন্য ৭,৫০০ টি মাস্ক পাঠিয়েছেন।
স্বাস্থ্য কর্মীদের জন্য দোহার উপজেলায় ৭৫ টি পিপিই এবং নবাবগঞ্জ উপজেলায় ৭৫ টি পিপিই, হ্যান্ড গ্লাভস ও সংক্রামক নিরোধক জিনিসপত্র পাঠাচ্ছেন।
এছাড়া করোনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া মানুষ যাদের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে তাদের জন্য নিত্য-প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন ইত্যাদির বরাদ্দ দিয়েছেন, যা খুব শীগ্রই আপনাদের কাছে পৌঁছে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *