বিসিবি পরিচালক মাহবুবকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্পন্সর নির্বাচন অবৈধ প্রভাব খাটিয়ে কোটি টাকা অর্জনসহ নানা দুর্নীতির অভিযোগে বিসিবির পরিচালক মাহবুব আনামকে দুদকে জিজ্ঞাসাবাদ।
টেন্ডার, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক মাহবুব আনামকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বৃহস্পতিবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মঞ্জুরুল আলমের নেতৃত্বে একটি টিম বেলা সাড়ে এগারোটার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, টেন্ডারে অনিয়ম, ‘নিয়োগ বাণিজ্য’ ও স্পন্সর নির্বাচনে অবৈধ প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা অর্জন করেছেন মাহবুব আনাম। নামে-বেনামেও রয়েছে তার বিপুল সম্পদ। এসব অভিযোগ যাচাই করে পরে অনুসন্ধানের জন্য আমলে নেয় দুদক।

গতবছরের ২৫শে সেপ্টেম্বর মাহবুব আনামের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়া হয়। ওই নোটিশে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। মাহবুব আনামের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *