সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বাসস) : দেশের সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ দিবাগত রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সতের অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝালকাঠিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠিতে জাতীয়করণ থেকে বাদপড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর পক্ষে স্মারকলিপি গ্রহন করেন নেজারত ডেপুটি কালেক্টরেট আহমেদ হাসান।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন তৎকালীন পরিসংখ্যান ভুলের কারণে ৪১৫৯ টি বিদ্যালয় জাতীয়করণ হয়নি। স্মারকলিপিতে তারা ৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা সচিবের চিঠি বাতিল ও সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিপ্লব সিকদার, সাধারণ সম্পাদক মোসাঃ মাকসুদা বেগমসহ ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলার সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

রাজাপুরে ইজিবাইক চুরি, মালিকের দায়িত্বে খুজে পেলে উদ্ধার করবেন পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে একই সাথে দুটি ইজিবাইক চুরি হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার ইজিবাইক মালিকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার সকালে ইজিবাইক দুটির মালিক উপজেলার বামনকাঠি গ্রামের মৃত. আ: জব্বার ফরাজীর ছেলে ফোরকান ফরাজী রাজাপুর থানায় স্বজনদের সাথে নিয়ে লিখিত অভিযোগ দিতে আসলে থানা পুলিশ অভিযোগ নেয়নি বলে জানান তিনি।
চড়া সুদের ঋনের টাকায় ক্রয়কৃত চুরি যাওয়া ইজিবাইক দুইটির আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। মালিক ফোরকান ফরাজী আরও জানান, স্বজনদের নিয়ে সকালে রাজাপুর থানায় গিয়ে ডিউটি অফিসারের নিকট বিষয়টি খুলে বললে তিনি রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলামের সাথে আলাপ করতে পাঠিয়ে দেন। ওসি শহিদুল ইসলামের সাথে অভিযোগকারী ও তার স্বজনদের সাথে দীর্ঘ আলোচনার পর চুরির ব্যাপারে লিখিত অভিযোগ নিতে অস্বিকৃতি জানিয়ে তিনি বলেন, চারদিকে লোকজন দিয়ে খোজ লাগান সন্ধান পেলে জানাবেন আমি পুলিশ পাঠিয়ে উদ্ধার করে দিবো। চুরি যাওয়া ইজিবাইক মালিক আরও বলেন, পুলিশ কর্মকর্তার কথা শুনে আমরা বোকা বনে গেছি এবং নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসি।
অপরদিকে একই রাতে পাশ্ববর্তী এলাকায় রাজাপুর থানার এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে টহলরত পুলিশ গভীর রাতে সন্দেহ ভাজন সংঘবদ্ধ উপজেলার সাংগড় গ্রামের মহিউদ্দিন সোহাগ ও ঝালকাঠির সদর উপজেলার গুয়াটন এলাকার আল আমিন নামের দুই ব্যক্তিকে মটরসাইকেল সহ আটক করে থানায় নিয়ে আসে। চুরি যাওয়া ইজিবাইক মালিকের অভিযোগের তীর আটককৃত দুই জনের দিকে থাকলেও রবিবার দুপুরে শুক্তাগড় ইউনিয়ন পরিষদের স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় তাদের পুলিশ ছেড়ে দেয়।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হতে হবে-ডিসি খাইরুল আলম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন, একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি টেকসই হওয়া।

সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থেকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করে দেশের আইন শৃংখলাকে টেকসই ও মজবুত করতে হবে।আমাদেরকে দুষ্টের দমন ও শিষ্টের পালন করে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হতে হবে।

রবিবার (২০ই সেপ্টেম্বর) বেলা ১২ টায় বরিশাল আমতলামোড়স্থ মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত নীতি নৈতিকতা ও পুলিশিং শীর্ষক বিষয় এক কর্মশালায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেছেন,আমরা বৃটিশ বা পাকিস্তানের পুলিশ নই।আমরা স্বাধীন বাংলাদেশের পুলিশ।সুতরাং স্বাধীন বাংলাদেশের পুলিশ হতে হলে আমাদেরকে পরিবর্তন হতে হবে।

যে উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র আমাদের চাকরি দিয়েছে সে উদ্দেশ্যকে সমুন্নত রেখে জনগনের সেবায় নিয়োজিত থাকতে হবে।তার কারন জনগনের ট্যাক্সের টাকায় মাস শেষে আমাদেরকে বেতন দেয়া হয়।

আমরা যদি সঠিক ভাবে নীতি নৈতিকতার সাথে মানব সেবায় নিয়োজিত না হই তাহলে রাষ্ট্র যে উদ্দেশ্যে নিয়ে আমাদেরকে নিয়োগ দিয়েছে সে উদ্দেশ্য সফল হবেনা।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন,দেশের জন্য আমাদের দায়বদ্ধতা রয়েছে।সেই দায়বদ্ধতা থেকে কোন প্রকার প্রলোভনে পড়ে নীতি নৈতিকতা বিষর্জন দেয়া যাবেনা।এখানে যারা নীতি নৈতিকতা অনুযায়ী চলতে পারবেননা,তারা এ পেশা ছেড়ে দিয়ে অন্য কোন পেশা বেছে নিতে পারেন।সৎ জীবন, সৎ চেষ্টা ও সৎ চিন্তার মাধ্যমে আমাদের পেশাকে সমুন্নত রাখতে হবে।

এ সময় তিনি আরও বলেন,আইনের কাছে সবাই সমান,আইনের আশ্রয় পাবার অধিকার সবার রয়েছে।২/১ জন লোককে কেন্দ্র করে ২ লক্ষ্য লোকের বিচার করা যাবেনা।পৃথীবীতে যত অস্ত্র আছে তার মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কলম।

সুতরাং সেই কলম দিয়ে কারো কাছ থেকে প্রলুব্ধ হয়ে কোন মামলার চার্জশীট দেয়া যাবেনা।আমাদের সকলকে নৈতিকতা চর্চা করতে হবে।সকলে মিলে নৈতিকতার চর্চা করলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার দেশের জনতার পুলিশ হতে পারবো।

বিএমপি’র নবনির্মিত পুলিশ লাইন্সে বৃক্ষ রোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে নবনির্মিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (নগর গোয়েন্দা শাখা) মো. মনজুরুল করীম- পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) খাঁন মুহাম্মদ আবু নাসের, সহকারী পুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড স্টাফ অফিসার) প্রকৌশলী শাহেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ফোর্স) মো. মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (সাপ্লাই) ইব্রাহীম প্রমুখ।

এসময় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ নবনির্মিত মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ফলজ বৃক্ষ রোপণ করেন।

বরিশাল সিটি কর্পোরেশনে একাধিক চাকরির সুযোগ

বরিশাল সিটি কর্পোরেশনে ০৫টি পদে ০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম: বরিশাল সিটি কর্পোরেশন

 

 

চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ০৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: বরিশাল

আবেদনের ঠিকানা: মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন, নগর ভবন, বরিশাল।

আমতলীতে ৩৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর দ্বিতীয় রাউন্ডে আমতলী ও তালতলী উপজেলায় ৩৬০০০ হাজার ২০০ শ’ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

এ বিষয়ক এক অবহিত করেণ সভা রবিবার সকাল ১০টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিত করণ সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিকেল অফিসার ডা. শাহাদৎ হোসেন,

আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, ডা. সুমন খন্দকার, নার্সিং সুপার ভাইজার আকলিমা বেগম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোলাম মো. নুরুল আমিন, সুশীলন এর মো. শাহ আলম প্রমুখ। সভায় সকল ইউনিয়নের স্বস্থ্য পরিদর্শকগন উপস্থিত ছিলেন।

আমতলী উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডে আমতলী ও তালতলী উপজেলায় ৬ মাস বয়সী ৪২০০ এবং ১২ মাস বয়সী ৩২০০০ হাজার ২০০শ’ শিশুকে ‘এ’ প্লাস ভিটামিন খাওয়ানো হবে।

করোনায় প্রাণ গেল আরও ২৬ জনের, শনাক্ত ১৫৪৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৯ জন। ২৬ জনের মধ্যে হাসপাতালে ২৪ জন ও বাড়িতে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৯৩৯ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯১টি।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২১ হাজার ২৭০টি।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৬ হাজার ৫৬৫ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮৪৬ জন (৭৭ দশমিক ৮৭ শতাংশ) ও নারী এক হাজার ৯৩ জন (২২ দশমিক ১৩ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন ও রংপুরে একজন র‌য়ে‌ছেন।

বরিশালের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করনের দাবিতে বিক্ষোভ

গত ৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালেেয় সিনিয়র সচিবের অনৈতিক বিজ্ঞপ্তি বাতিল সহ জাতীয় করন থেকে বাদপড়া বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করন এর ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি (গভঃ রেজি এসঃ ১৪৫২/৯২) বরিশাল জেলা কমিটি।

সকাল ১১টায় বরিশাল নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা প্রতিবাদ সভা করেন। পরে বরিশালের জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারলিপি প্রদান করেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ রুহুল আমীন, সহ সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন।

স্মারক লিপিতে তারা উল্লেখ করেন, জাতীয় করন কালীন পরিসংখ্যানের ভুলের কারনে ২৬ হাজার ১শ ৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন হলেও এখনো জাতীয় করনের বাইরে রয়েছে ৪হাজার ১শ ৫৯টি বিদ্যালয়। তবে গত ৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে ২৬ হাজার ১শ ৯৩টি বিদ্যালয়ের বাইরে আর কোন বিদ্যালয় জাতীয়করন করা হবেনা।

এসময় তারা এই মনগড়া চিঠি বাতিলসহ শিক্ষকদের আস্থার যায়গা ফিরিয়ে এনে এই বিদ্যালয়গুলো জাতীয়করনের জন্য প্রধান মন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করেন।

ভোলায় বন্যা ও পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে বন্যা ও পানিবন্দি ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ভোলা ১ আসনের সাংসদ তোফায়েল আহমেদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময়ে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তোফায়েল আহমেদ টেলি-কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থাকেন।