৭ দাবীতে বরিশাল নগরীতে রিক্সা-ভ্যান শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল শহরের রিক্সা-ভ্যান- ঠেলাগাড়ি চালকদের লাইসেন্স নবায়ন ফি বকেয়া মওকুফ করে হালনাগাদ করতে হবে এবং সুদমুক্ত নবায়ন করতে হবে।

বরিশাল শহরের সকল জড়াজীর্ণ রাস্তাঘাট মেরামত করা সহ প্রতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে রিক্সা-ভ্যান ঠেলাগাড়িে ভাড়া নির্ধারণসহ যাত্রী ভাড়া নির্ধারণ সহ ৭ দফা দাবী আদায়ের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল রিক্স-ভ্যান- ঠ্যালাগাড়ি শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটি।

আজ শনিবার (১৯ই) সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় নগরের প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়। মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা এ্যাড, একে আজাদ, আখতার হোসেন শ্র“পু, শ্যামল দত্ত, তুষার সেন ও অপূর্ব গৌতম প্রমুখ।

পড়ে নগরীতে প্রচন্ড রৌদ্র ও গরম উপেক্ষা করে নগরীর বিভিন্ন সড়কে দাবী আদায়ের শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

বরিশালে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

আজ ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন বরিশাল সদর বরিশাল এর আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর সহযোগিতায় বরিশাল সদর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহমুদুল হক খান মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে তারা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

প্লাজমা দিতে ঢাকায় বিএমপির ২১ সদস্য

করোনায় আক্রান্তদের সুস্থতার জন্য রক্তের প্লাজমা দিতে রাজধানীতে গেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২১ সদস্য।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে বিএমপি পুলিশের নিজস্ব পরিবহনে ২১ পুলিশ সদস্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের প্লাজমা দিতে সম্মুখযোদ্ধা হিসেবে তারা ঢাকায় গেছেন।

বরিশালে ৩৮ তম বিসিএসে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা

বরিশাল জেলা পুলিশের উদ্যোগে ৩৮ তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশাল পুলিশ লাইন্সে এ সংবর্ধনা দেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)মোঃ শাহজাহান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার,একেএম মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমুখ।

উল্লেখ্য,উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৩৮ তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত বরিশাল জেলার ৩০ জন কৃতিসন্তান ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

হেফাজতের আমির আল্লামা শফীর জানাজায় লাখো মানুষের ঢল

চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বাদ জোহর তার প্রিয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে লাখ মানুষের ঢল নেমে আসে। মাদ্রাসা প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে আশপাশে বহুদূর পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেন।

আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী। জানাজা শেষে মাদ্রাসা প্রাঙ্গণেই তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে রাজধানী ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে আজ শনিবার সকাল ৯টায় আল্লামা শফীর মরদেহ মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছায়।

কিন্তু তার আগে ফজরের পর থেকেই হাজার হাজার আলেম, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হন। কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোর বহু কওমি মাদ্রাসা থেকে বিপুল শিক্ষার্থী ও আলেম জানাজায় অংশ নিতে আসেন।

রাজধানীর আজগর আলী হাসপাতালে গতকাল শুক্রবার সন্ধ্যায় মারা যান শাহ আহমদ শফী। আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আহমদ শফী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন। এর মধ্যেই বৃহস্পতিবার রাত ১টার দিকে হেফাজতের আমিরকে অ্যাম্বুলেন্সে করে হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহমদ শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। তাঁকে পুরান ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলা মাঠের পাশে অবস্থিত আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির কিছুক্ষণের মধ্যেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে শূরা কমিটির সভায় মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেন আল্লামা আহমদ শফী। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেও শূরা সভার প্রধান হিসেবে তাঁকে মনোনীত করা হয়েছিল।

আল্লামা আহমদ শফী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম বরকত আলী ও মায়ের নাম মরহুমা মেহেরুন্নেছা।

আহমদ শফী ২০১০ সালের ১৯ জানুয়ারি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির নির্বাচিত হন। তিনি ইসলামী শিক্ষালাভের উদ্দেশ্যে ১০ বছর বয়সে ভর্তি হন চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায়। সেখান থেকে হাদিস ও ফিকহ শাস্ত্রে উচ্চতর শিক্ষার জন্য ১৯৪১ সালে চলে যান ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। সেখানে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জমিয়তে ওলামায়ে হিন্দ-এর প্রেসিডেন্ট আল্লামা সাইয়েদ হুসাইন আহমদ মাদানীর কাছে আধ্যাত্মিক শিক্ষালাভ এবং তাঁর খেলাফতপ্রাপ্ত হন।

ভারত থেকে দেশে ফিরে ১৯৪৬ খ্রিস্টাব্দে দারুল উলুম হাটহাজারীতে শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং ১৯৮৬ সালে এই মাদ্রাসার মহাপরিচালক পদে দায়িত্ব নেন আহমদ শফী। এর পর থেকে টানা ৩৪ বছর তিনি ওই পদে ছিলেন। ২০০৮ সালে আল্লামা আহমদ শফী কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন।

আল্লামা আহমদ শফি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর লেখা ‘হক্ব ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব’, ‘ইসলামী অর্থ ব্যবস্থা’, ‘ইসলাম ও রাজনীতি’, ‘হাদিসসমূহের ব্যাখ্যা’সহ ২২টি প্রকাশিত গ্রন্থ রয়েছে। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, দেশ-বিদেশে ৫০ লাখের বেশি মুরিদ ও ভক্ত রয়েছে আল্লামা আহমদ শফীর।

কলাপাড়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

চালের পোকা দমনে ব্যবহৃত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্র নিবির চন্দ্র শীল (১৭)। শনিবার বেলা দুই টায় নিবির কলাপাড়া হাসপাতালে চিকিৎসাকালে মারা গেছে।

জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের নির্মল চন্দ্র শীলের ছেলে নিবির চন্দ্র শীল কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে লেখাপড়া করত। মহিপুর ইউনিয়নের মনোহরপুরে মামা পিন্টু চন্দ্রের বাড়িতে থাকত। সেখানেই শনিবার সকালে ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে নিবির। নিবিরের মামা বাড়ির লোকজন এমন তথ্য নিশ্চিত করেছেন।

শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকালে মারা যায়। কী কারণে আত্মহননের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কলাপাড়া পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে জমি অধিগ্রহনের ফলে প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ক্ষতিপুরন প্রাপ্তির তালিকায় অন্তুভর্‚ক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে স্থানীয় ভুক্তভোগী শতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশগ্রহন করে।

জমি অধিগ্রহনের ফলে ওই ইউনিয়নের চান্দুপাড়া ও চরচান্দুপাড়া গ্রামের পাঁচ শতাধিক বাড়ি-ঘরসহ অন্যান্য অবকাঠামো অপসারনের তালিকা প্রস্তুত করা হয়েছে।

পটুয়াখালী জেলা এল,এ শাখা এবং কলাপাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা ওই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের নাম অন্তভর্‚ক্ত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে ।

এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. জাফর হাওলাদার , ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে মো. মহসীন দালাল, শাহিন তালুকদার।

পটুয়াখালীতে গুলিসহ ডাকাত আটক

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলেদের নৌকায় ডাকাতিকালে কামাল রাঢ়ী (৫২) কে আটক করেছে জেলেরা। বৃহস্পতিবার গভীর রাতে তেঁতুলিয়া নদীর মিয়ার চরের মোহনায় এ ঘটনা ঘটেছে।

জানাগেছে, বৃহস্পতিবার রাত অনুমান ১০টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল সুমন সাজ্জাল নামে এক জেলের মাছের নৌকাটি ঘিরে ফেলে এবং অস্ত্র তাক করে মাছ ও জাল নেওয়ার চেষ্টা করে।

বিক্ষুব্ধ জেলে সুমন ও ফিরোজ গাজী নৌকায় থাকা বাঁশের লাঠ দিয়ে ডাকাত কামাল রাঢ়ীকে আঘাত করলে সে অস্ত্র সহ নদীতে পরে যায়।

এ সময় সাথে থাকা অন্য ডাকাতরা ট্রলার চালিয়ে ভোলা জেলার দিকে চলে যায়। পরে জেলেরা তাকে ধৃত করে নদী থেকে টেনে নৌকায় উঠায় এবং কালিশুরী পুলিশ ক্যাম্পের কাছে সোপর্দ করে।

পুলিশ আটক কামাল রাঢ়ীর কাছ থেকে ৭ রাউন্ড সর্ট গানের গুলি জব্দ করে। এ ঘটনায় বাউফল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। সে ভোলা সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত মোখলেছ রাঢ়ীর পুত্র। তার নামে ভোলা সদর থানা সহ ডাকাতি, অস্ত্র ও চুরি মামলা সহ একাধীক মামলা রয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে বাউফল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। সে দীর্ঘদিন থেকে নদী পথে ডাকাতী ও লুট করে আসছে। সে দলদস্যু মহসিন বাহিনীর অন্যতম সদস্য।

শেবাচিম হাসপাতালে চিকিৎসক সংকটে বন্ধ বার্ন ইউনিট

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ যাত্রা শুরুর পাঁচ বছরের মাথায় বন্ধ হয়ে গেছে চিকিৎসক সঙ্কটে।

গত ২৮ এপ্রিল বরিশাল নগরীর কালীবাড়ি রোডে একটি বেসরকারি হাসপাতালের লিফটের নিচ থেকে বরিশাল মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক এমএ আজাদ সজলের লাশ উদ্ধার হয়।

তিনিই ছিলেন বরিশাল মেডিকেলের বার্ন ইউনিটের একমাত্র চিকিৎসক। তার মৃত্যুর পর মে মাস থেকে এ বিভাগের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আগুনে পোড়া রোগীদের বাধ্য হয়ে নিয়ে যেতে হচ্ছে ঢাকায়।

বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের নার্স আয়শা আক্তার চাঁদনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিভাগে ৩০টি বেড; তবে সবসময় রোগী ভর্তি থাকত ৪০ থেকে ৪৫ জন।

“চালু হওয়ার পর থেকে বন্ধ হওয়া পর্যন্ত কয়েক হাজার আগুনে পোড়া রোগী চিকিৎসা নিয়েছেন এখানে। বরিশাল বিভাগে আগুনে পোড়া রোগীদের একমাত্র ভরসা ছিল এই বার্ন ইউনিট।”

এখন হাসপাতালের ‘সার্জারি ওয়ার্ডে’ আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অধিকাংশকেই ঢাকায় পাঠাতে হয় বলে জানান চাঁদনী।

এ বিভাগের ব্রাদার লিঙ্কন দত্ত বলেন, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসক সঙ্কট শুরু থেকেই। তবে অন্যান্য জনবল প্রয়োজন অনুযায়ী রয়েছে।

চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষক ডা. শাখাওয়াত হোসেনকে এই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ৬ মাস ধরে তিনিও ছুটিতে আছেন।

লিঙ্কন বলেন, “এমএ আজাদ সজলই মূলত এ বিভাগে চিকিৎসা দিতেন; তিনিই একমাত্র ডাক্তার ছিলেন। তিনি মারা যাওয়ার পর বার্ন ইউনিটের সেবাও বন্ধ হয়ে যায়।”

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনও বললেন অসহায়ত্বের কথা।

“আগুনে পোড়া রোগীদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করার জন্য আমাদের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে সব ধরনের ব্যবস্থা থাকলেও প্রধান অস্ত্র চিকিৎসক নেই।”

এ হাসপাতাল ৫০০ থেকে এক হাজার বেডে উন্নীত করা হয়েছে অনেক আগে। তবে সব জায়গায় প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি এখনও।

“এর মধ্যে সামাল দিতে হচ্ছে ১৫০ বেডের করোনাভাইরাস ইউনিট। অথচ আমাদের ২২৪টি চিকিৎসক পদের মধ্যে ১২৬টিই শূন্য। চিকিৎসক সঙ্কটের মধ্যে জোড়াতালি দিয়েই চালাতে হচ্ছে পুরো হাসপাতালের চিকিৎসা সেবা।”

বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সেবা আবার কবে নাগাদ চালু হতে পারে জানতে চাইলে বাকির বলেন, “সার্জারি বিভাগের অধীনে এটি চালু করা হয়েছিল ২০১৫ সালে। চিকিৎসক সঙ্কট সমাধানের জন্য জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এখন আমি শুধু প্রস্তাব পাঠাতে পারি, বাস্তবায়ন করার দায়িত্ব অধিদপ্তর ও মন্ত্রণালয়ের।”

বরিশাল নগরীতে ৯৫ বছরের পুরানো পুকুর গভীর রাতে ভরাট

বরিশাল নগরীতে ৯৫ বছরের পুরানো একটি পুকুর গভীর রাতে ভরাট করার অভিযোগ উঠেছে। এতে পানি সংকটে ভোগান্তিতে পড়েছেন মসজিদের মুসল্লি, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ। এলাকার বাসিন্দারা পুকুর ভরাট বন্ধ করার দাবিতে আন্দোলন করছেন। জেলা প্রশাসক এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বরিশাল নগরীর ভাটিখানা প্রধান সড়কের পাশে ৯৫ বছরের পুরানো পুকুর। বছরের পর বছর ধরে ওযু, গোসলসহ নানা কাজে যার পানি ব্যবহার করছেন পুকুর সংলগ্ন মসজিদের মুসুল্লি, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

গত ১৬ সেপ্টেম্বর পুকুরটির মাছ ধরা হয়। পরদিন রাতের আধারে ট্রাকভর্তি বালি ফেলে পুকুরটি ভরাট শুরু করে মালিকপক্ষ। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে শুক্রবার বিকেলে মানববন্ধন করেন তারা। ভরাট বন্ধ করে পুনঃখননের দাবি জানিয়েছেন নদী-খাল বাঁচাও আন্দোলনের নেতারাও।

নদী খাল বাঁচাও আন্দোলন বরিশাল সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, সকল পর্যায়ে এই পুকুর ভরাট বন্ধে আমরা কাজ করবো।

অনুমতি ছাড়া পুকুর ভরাট করতে দেয়া হবে না বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

সিটি কর্পোরেশন বরিশাল ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা বলেন, জনগণের সাথে আমরা একমত। আমরা সবাই মিলেই এই পুকুর ভরাট বন্ধ করবো।

জেলা প্রশাসক বরিশাল এস.এম অজিয়র রহমান বলেন, পুকুর ভরাট করতে আমরা দেব না। সেজন্য লোক পাঠিয়েছি।