বরগুনায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস

বরগুনায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নেমেছে। জেলার বাজারগুলোতে গতবারের চেয়ে চার ভাগের এক ভাগ দামে চামড়া বেচতে হচ্ছে মৌসুমি ব্যবসায়ীদের। অনেক জায়গায় কম দামে বিক্রি হওয়ায় অবহেলায় মাটিতে লুটাচ্ছে চামড়া। চামড়া বাজারে এই ধসের শিকার মধ্যস্বত্বভোগী ও মৌসুমি ব্যবসায়ীরা দিশেহারা। আর যেসব হত-দরিদ্র মানুষ কোরবানির চামড়া বিক্রির টাকা থেকে একটা অংশ পেয়ে থাকে প্রতিবছর, এবার তাদের ভাগ্যেও জুটবে না কাংখিত অর্থ।

জানা গেছে, বিগত বছরগুলোতে জেলায় বিভিন্ন বাজারে প্রতিটি ছাগলের চামড়া বিক্রি হয়েছে ২শ থেকে ৩শ টাকা। এবার তা আকারভেদে দাম ২৫ থেকে ৩০ টাকা।প্রতিটি গরু চামড়া বিক্রি হয়েছিল ১হাজার থেকে দেড় হাজার টাকায়, এবার তা ১শ থেকে ৩শ টাকায় বিক্রি হয়েছে। বরগুনা সদর উপজেলার ডলুয়া গ্রামের আনিছুর রহমান, পাথোরঘাট উপজেলার কাকচিড়া গ্রামের গোলাম রব্বানী, বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের হানিফ হোসেনসহ জেলার বিভিন্ন এলাকার কোরবানিদাতারা জানান, বিগত ১০ বছরের চামড়ার এমন মন্দা বাজার দেখেননি তারা। চামড়ার বাজার ধসের কারণে লোকসানের শিকার হলেন জেলার প্রায় সব মৌসুমি ব্যবসায়ী।

বরগুনা জেলা শহরের পশু হাসপাতাল এলাকার কফিল বিহারী, মৌসুমি চামড়া ব্যবসায়ীরা জানান, কোরবানির চামড়ার এই আকস্মিক দরপতনে দিশেহারা মধ্যস্বত্বভোগী চামড়া ব্যবসায়ীরা। তারা প্রতি বছর কোরবানির সময় দু-এক দিনের এ ব্যবসায় টাকা খাটিয়ে ভালো লাভ করেন। তবে এবারের দরপতনে লোকসান গুনতে হচ্ছে বলে বিপাকে তারা। পুঁজি সংকট, ট্যানারি মালিকদের কাছে বকেয়া পাওনা ইত্যাদি কারণে চামড়ার দাম পড়েছে বলে মনে স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। বরগুনা শহরের চামড়া ব্যবসায়ী লিমা, জাহাঙ্গীর, শাহিন আকতার বলেন, ট্যানারি মালিকদের কাছে বকেয়া পাওনা রয়েছে লাখ লাখ টাকা। হাতে টাকা না থাকায় তারা কাংখিত পরিমাণে চামড়া কিনতে পারছেন না। ফলে বাজারে চাহিদা কম থাকায় চামড়া মূল্য স্বাভাবিক কারণে কমে গেছে। অন্যদিকে চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। এতে করে দেশের স্থানীয় বাজারে আপাতত চামড়া কেনাবেচা করতে হচ্ছে। ফলে চাহিদা খানিকটা কম হওয়ায় দরপতন ঘটছে বলে দাবি কয়েকজন ব্যবসায়ীর।

তাই বরগুনার চামড়া ব্যবসায়ীরা বিশেষ করে দাবি জানিয়েছেন চামড়া শিল্পকে বাঁচাতে হলে রপ্তানী বাড়ানোর পাশাপাশি চামরা ব্যবসায়ী ও ট্যানারী মালিকদের সহজ শর্তে ঋন সুবিধার দাবী জানিয়েছেন এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা।

বরিশালে বজ্রপাতে নদীতে পড়ে পেয়ারা ব্যবসায়ী নিখোঁজ

বরিশালের হিজলায় বজ্রাঘাতে ট্রলার থেকে নদীতে পড়ে এক পেয়ারা ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শামীম মল্লিক (৩৪) নামের ওই ব্যবসায়ীসহ কয়েকজন মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে ট্রলারযোগে নয়াভাঙ্গুলি নদী পাড়ি দেওয়ার প্রাক্কালে আকস্মিক শুরু হয়। এতে তিন ব্যবসায়ী অক্ষত থাকলেও ছিটকে নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করছে।

হিজলা পুলিশ একই ট্রলারের এক যাত্রীর বরাত দিয়ে জানায়, ঝালকাঠির কাচাবালিয়া এলাকার ইউসুফ মল্লিকের ছেলে শামীম মল্লিক পেয়ারা বিক্রির জন্য ট্রলারে করে হরিণাথপুরে যাওয়ার প্রাক্কালে নয়াভাঙ্গুলী নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। ওই ট্রলারে একই এলাকার আরও তিন ব্যবসায়ী ছিলেন। হঠাৎ বজ্রপাতে শামীম মল্লিক নদীতে পড়ে নিখোঁজ হন।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ঝালকাঠির কাচাবালিয়া থেকে চার ব্যবসায়ী ট্রলারে পেয়ারা নিয়ে হিজলা উপজেলার হরিণাথপুরে যাচ্ছিলেন। নয়াভাঙ্গুলী নদীর ঘোষেরহাট লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে বৃষ্টির মধ্যে একাধিক বজ্রপাত হয়। ট্রলারে বজ্রপাত হলে শামীম মল্লিক নদীতে পড়ে নিখোঁজ হলেও বাকিরা অক্ষত আছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বেল্লাল হোসেন জানান, নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে নদীতে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি নৌ-পুলিশ সদস্যরাও ট্রলারযোগে অভিযানে মেনেছে। ব্যবসায়ীকে জীবিত বা মৃত উদ্ধার না করা পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে, জানান ওসি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনলাইনে ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের জন্য অনলাইনে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন রেডিওর (বিইউ রেডিও) আয়োজনে দু’সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ উদ্বোধন করেন উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন।

গত রোববার (২ আগস্ট) রাতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।

জানা গেছে এ আয়োজন তিনটি ভাগে সাজানো হয়েছে। প্রথম ভাগে (২-৪ আগস্ট) থাকবে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর অনলাইন কুইজ। দ্বিতীয় ভাগে (৬-৯ আগস্ট) বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের স্বাধীনতায় তার অবদানের ওপর প্রবন্ধ লিখন। তৃতীয় ভাগে (১১-১২ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর ওপর নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে।

এ আয়োজনের বিচারক দলের প্রধান হিসেবে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের উপাচার্যের নির্দেশনায় বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা করেছিলাম আমরা।

কিন্তু করোনা পরিস্থিতিতে সেগুলো অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে আমাদের শিক্ষার্থীদের পরিচালিত রেডিওর মাধ্যমে অনলাইনে এ কার্যক্রম শুরু করা হয়েছে, যা আগামী ১৫ আগস্ট যথাযথ ভাবগাম্ভীর্য ও বঙ্গবন্ধুকে স্বরণ করে একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে।

এ বিষয়ে উপাচার্য বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানা প্রতিটি বাঙালির কর্তব্য। সেই আলোকে এবং বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সবাই যেন নিজ বাড়িতে বসে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারে সেজন্য একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এমন আয়োজনের জন্য আমাদের শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন রেডিওর সঙ্গে জড়িত সবাইকে সাধুবাদ জানাচ্ছি।

কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা

পবিত্র ঈদুল আযহার ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশী বিদেশী পর্যটকরা ভিড় করছে। হাজারো পর্যটকদের ভিড়ে কুয়াকাটায় দীর্ঘদিন পর আবার উৎসবমুখর পরিবেশে ফিরতে শুরু করেছে। করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘদিন কুয়াকাটা সমুদ্র সৈকত বন্ধ থাকার পর গত ১জুলাই পটুয়াখালী প্রশাসন উন্মুক্ত করে দিয়েছিলেন পর্যটকদের জন্য।

পর্যটকরা জানান, ঈদের আনন্দ উপভোগ করতেই তারা কুয়াকাটায় এসেছেন। এখানকার সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। কুয়াকাটার সাথে সারা দেশের সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে।

বাড়ছে কুয়াকাটা পর্যটক ধারন সক্ষমতা। কুয়াকাটাকে ঘিরে বর্তমান সরকার সুদুর প্রসারী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। তবে এখানকার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় বর্ষায় দর্শনীয় স্পট গুলো দেখা থেকে বঞ্চিত হচ্ছে পর্যটকরা।

সরেজমিনে কুয়াকাটার ঐতিহ্য লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইনদের তাতঁ পল্লী, আলীপুর-মহিপুর মৎস্যবন্দরসহ দর্শনীয় স্পটগুলোতে পর্যটকদের আনাগোনা দেখা গেছে। তবে বেশিরভাগ পর্যটকদের স্বাস্থবিধি মেনে ভ্রমন করতে দেখা যায়নি।

কুয়াকাটার স্থাণীয় ব্যাসায়ীরা কিছুটা আশার আলো দেখছেন পর্যটক বৃদ্ধি পাওয়ায়। আবাসিক হোটেলগুলো কম বেশি বুকিং হয়েছে। ব্যবসায়ী মোশারফ জানান, দীর্ঘ্য ২-৩ মাস কুয়াকাটায় পর্যটন ভ্রমন বন্ধ থাকায় তারা হতাশ হয়েছিলেন। বর্তমানে পর্যটক বৃদ্ধি পাওয়ায় কিছুটা ব্যবসায় গতি ফিরে পেয়েছে।

কুয়াকাটা টুরিষ্ট পুলিশের অরিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে পর্যটক বৃদ্ধি পেয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। সকল পর্যটক যাতে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমন করে সে ব্যাপারে সচেতন করা হচ্ছে।

বরিশালে ৩ নম্বর সতর্ক সংকেত

শ্রাবণের শেষভাগে এসে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

ঈদের চতুর্থ দিন মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, মাইজদিকোর্ট অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

দেশে এক দিনে করোনায় মৃত্যু ৫০, নতুন শনাক্ত ১৯১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১ হাজার ৯১৮ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৩৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২০ জন।

মঙ্গবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১২ লাখ ১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।