বরিশালে ২৪ ঘন্টায় ১০ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৭১ জনে।

আক্রান্তদের মধ্যে ১০ জন হলেন পুলিশ সদস্য তারা সবাই কনস্টেবল পদে বরিশাল পুলিশ লাইনে কর্মরত আছেন। এদের মধ্যে একজন নারী সৈনিক বয়স (২২) বাকি নয়জন পুরুষ বয়স (৫৫, ৪৩, ৪০, ৩৪, ২৮, ২৮, ২৩, ২১, ১৯)। অন্য একজন আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৩৫), অপরজন বরিশাল নগরীর বাসিন্দা পুরুষ বয়স (৪২) করোনা পজিটিভ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ ১২ জনের রিপোর্ট পরেজটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই বারোজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৫ জন নারী এবং ৪৬ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৫১ জন, ৫০ থেকে তার উর্ধে ১৩ জন। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ৩৪, বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৫জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৪জন, বানারীপাড়া ২জন, বাকেরগঞ্জে ২জন, সদর উপজেলা ১জন, মুলাদী ১জন এবং আগৈলঝাড়া ২জন করোনা রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এ জেলায় মোট ৩৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখ্য ১৩ মে বরিশাল সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত ০১ জনসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে রুবেল চৌকিদার (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে কালিকাপুর ইউনিয়নের মুচিরপোল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেল চৌকিদার কালিকাপুর ইউনিয়নের পূর্ব শারিকখালী এলাকার ফারুক চৌকিদারের পুত্র।

সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, আহত অবস্থায় রুবেল চৌকিদারকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা নিয়ে আসা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিবন্ধী ভাইকে জুয়েল চৌকিদারকে মারধর করা হলে বড় ভাই রুবেল কারণ জানতে চায়। পরে প্রতিপক্ষ ফিরোজ গং তার লোকজন ক্ষিপ্ত হয়ে রুবেলকে মারধর করে। এ সময় রুবেলের মাথায় লাকড়ি (কাঠের টুকরা) দিয়ে আঘাত করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত ফিরোজ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকেও পুলিশী নজরদারিতে রাখা হয়েছে।

বরিশালে মোটরসাইকেল চাপায় পথচারীর মৃত্যু

বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে মোটরসাইকেলের চাপায় আঃ ছত্তার হাওলাদার (৬৫) নামে এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত আঃ ছত্তার বরিশাল নগরের নবগ্রাম রোডের সরদার পাড়া এলাকার ব্রাঞ্চরোডের এমতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

শুক্রবার (১৫ মে) দুপুরে নগরীর টিটিসি’র সামনে সিঅ্যান্ডবি সড়কের রাস্তা পার হতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নিহতের ছেলে জুয়েল হাওলাদার জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা, তবে কমান্ডের জটিলতার কারনে কাগজপত্রে জটিলতা দেখা দেয়। যা নিয়ে বাবা ও তারা বিভিন্ন স্থানে যোগাযোগ রাখছেন।

তিনি বলেন, স্থানীয়রা যতটুকু জানিয়েছে তাতে বাবা দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলো। এসময় পেছন থেকে এসে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে বাবাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার মৃত্যু হয়।

জুয়েল জানান, মোটরসাইকেলের চালক এক পুলিশ সদস্যের আত্মীয় বলে জেনেছি। পুলিশের একজন ব্যক্তি এসে হাসপাতালে হাজার টাকাও খরচ করে। তবে বাবার মরদেহ নীচে নামানোর পর আর কোন খোজ নেই উভয়ের।

হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মশিউর রহমান ফেরদৌস জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

সাগরে ১ নম্বর সতর্ক সংকেত, আসতে পারে ঘূর্ণিঝড় আম্ফান

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে সাগর উত্তাল থাকায় ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। আর নিম্নচাপটি তৃতীয় পর্যায়ে রয়েছে। চতুর্থ পর্যায়ে আরও শক্তি সঞ্চয় করলে এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

আবহওয়াবিদ মো. শাহীন হোসেন বলেন, যদি নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে সাইক্লোনে রূপ নেয়, তবে এটির নাম হবে আমফান (amphan)। থাইল্যান্ড নামটি দিয়েছে। নিম্নচাপটি তৃতীয় পর্যায়ে রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হবে শক্তি সঞ্চয় করলে। তারপরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আপাতত শক্তি সঞ্চয় হচ্ছে। আরও ঘণীভূত হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি শুক্রবার (১৫ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার (কিমি) দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ২৯০ কিমি দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোর জন্য কোনো নির্দেশনা আপাতত নেই।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে ১৯ মে নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসতে পারে। এরপর এটি আরও পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করার আশঙ্কাও রয়েছে।

বরগুনা থেকে শীর্ষ জেএমবি সদস্য গ্রেফতার: বই, লিফলেট এবং অস্ত্র ও গুলি উদ্ধার

বরগুনা সদর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর এক জন সক্রিয় সদস্য শীর্ষ জঙ্গি মোঃ আল আমীন সবুজ(২৫), পিতা- মোঃ আঃ খবির, সাং- কালিবাড়ী (কড়ইতলা), থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা’কে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র এক জন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য বলে স্বীকার করে।

সে উক্ত সংগঠনের সদস্য সংখ্যা ও সামরিক শাখার শক্তি বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সাল হতে তার সহিত অন্যান্য সদস্যদের নিয়ে বরগুনা, ঢাকা, চট্রগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, শেরপুর, পটুয়াখালী,
খুলনা, যশোর জেলার বিভিন্ন এলাকায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া বিভিন্ন সময়ে পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

এবারের ঈদে হিমেল হওয়া ছুঁয়ে যাবে মাহফুজুর রহমানকে

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবারের ঈদেও গান শোনাবেন। ‘হিমেল হওয়া ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের একক সংগীতানুষ্ঠানটি এবার এটিএন বাংলায় প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে। এমন তথ্য নিশ্চিত করেছে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ।

২০১৬ সালের শেষ ঈদ থেকে নিজের টেলিভিশন চ্যানেলে ঈদে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। সমালোচিত এই ঈদ আয়োজনটি গেল কয়েক বছরে দেশের শীর্ষ ঈদ বিনোদন অনুষ্ঠান বলে দাবি এটিএন বাংলার।

এটিএন বাংলা জানিয়েছে, করোনার প্রভাবে ঘরবন্দী হয়ে কাটবে এবারের ঈদ। একঘেয়েমির এই সময়ে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে। ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। মৌলিক কিছু গান দিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানটি।

কলাপাড়ায় কামরুজ্জামান কামরুল এর উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

কামাল হাসান রনি:
চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস স্তব্ধ করে দিয়েছে পৃথিবীকে।  বাংলাদেশ আজকে সর্বোচ্চ করোনা শনাক্তের হার রেকর্ড গড়েছে।  দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা।  লকডাউনের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যাচ্ছে উপার্জনের পথ।  কর্মহীন হয়ে পড়েছে  দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো।এসব অসহায় দুঃস্থ পরিবারের মাঝে তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগরের সাবেক যুগ্ন আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।আজ শুক্রবার সকালে  মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন স্মৃতি সংসদ এর কলাপাড়ার সবুজবাগ  কেন্দ্রীয় কার্যালয়  থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।  নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল,আলু, পিয়াজ, তেল, সাবান, সেমাই, চিনি, দুধ উপহার হিসেবে বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, মহিপুর থানা বিএনপি’র নেতৃবৃন্দ,  কলাপাড়া উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  কামরুজ্জামান কামরুল জানান, গতকাল কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির এর পক্ষ থেকে ১০০০ পরিবারকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় আজ সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০০ পরিবারের মাঝে “ঈদ উপহার সামগ্রী”  বিতরণ করা হয়।

এসময় তিনি সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো সংকটময় মুহূর্তে দেশ ও মানুষের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বরিশাল শেবাচিমের করোনা ইউনিটে গৃহবধূর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক গৃহবধূর (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের অবহেলায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

করোনা ইউনিটে মারা যাওয়া ওই গৃহবধূর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চর যমুনা গ্রামে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, করোনার উপসর্গ নিয়ে গত ৯ মে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির পর তিনি করোনায় আক্রান্ত কি-না জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ১০ মে রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও অসুস্থ থাকার কারণে তাকে করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। দুদিন আগে ওই রোগীর পেটে ব্যাথা ও পেট ফুলতে শুরু করে। বৃহস্পতিবার বিকেল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে ওই গৃহবধূর স্বজনরা জানান, ২০১৮ সালে ওই গৃহবধূ সন্তান প্রসব করেন। এরপর থেকে তিনি খিচুনি ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হন। গত ৯ মে শ্বাসকষ্ট ও খিচুনি বেড়ে গেলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগ থেকে উপসর্গগুলো ভালোভাবে না শুনে চিকিৎসার জন্য তাকে করোনা ইউনিটে পাঠানো হয়। ১০ মে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও মেডিসিন বা প্রসূতি ওয়ার্ডে স্থানান্তর না করে ওই গৃহবধূকে করোনা ইউনিটে রাখা হয়। সেখানে তাকে সঠিক চিকিৎসাও দেয়া হয়নি। চিকিৎসকদের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

স্বরূপকাঠিতে প্রথম করোনা রোগী শনাক্ত, ২ বাড়ি লকডাউন

পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. কাঞ্চন (৩৩) নামে এক ট্রাক ড্রাইভার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ খবর পেয়ে রাতেই আক্রান্তের বাড়িসহ দুটি বাড়ি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

করোনা আক্রান্ত কাঞ্চন উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের (আলকিরহাট) দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বলেন, কাঞ্চন নিজে গত বুধবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে চলে আসে। বৃহস্পতিবার রাতে ওই হাসপাতাল থেকে তার কভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বরিশাল শেবাচিমে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডা. ফিরোজ আরও জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন আগে অত্র এলাকায় মোটরসাইকেল চালাতো। বর্তমানে সে যশোরে ট্রাক চালায়। সেখান থেকেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

এদিকে উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

বরিশালে ভার্চুয়াল আদালতে জামিন পেল ৪৭ জন

বরিশালে ভার্চুয়াল আদালতে দুই দিনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন ছয় কোর্টে ৫৩টি মামলার জামিন শুনানি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪৭ আসামি জামিন পেয়েছেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিবুল হাসানের অধীনস্থ ৬টি ভার্চুয়াল কোর্টে জামিন আবেদনের শুনানি হয়।

বৃহস্পতিবার (১৪ মে) বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রৈট আদালতের অধীন ৬টি ভার্চুয়াল আদালতে ৩৫টি মামলার জামিন শুনানি শেষে ২০ মামলার ২৬ জন হাজতি আসামি জামিন পান। এছাড়াও ১৫ মামলার জামিন নামঞ্জুর হয়।

এর আগে বুধবার (১৩ মে) জামিন শুনানির ৬৭টি আবেদন করা হয়। এর মধ্যে ১৮ মামলার জামিন শুনানি শেষে ২১ জন হাজতি জামিনে মুক্তি পান।

এসব তথ্য নিশ্চিত করেন বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সুমন হাওলাদার।