ভালোবাসা দিবসে সাকিবের আবেগঘন স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক:
আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ভ্যালেন্টাইনস ডে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয়জন, আপনজন, বন্ধু-বান্ধবদের নানাভাবে ভালোবাসার দিবসের শুভেচ্ছা জানানো হচ্ছে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে স্ত্রী ও মেয়ের সাথে নিজের ছবি আপলোড দিয়ে ভালোবাসার কথা জানিয়েছেন সাকিব। স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সব সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র মেয়ের মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই।’

তিনি আরো লিখেছেন, ‘পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

 

সৌদিতে প্রথমবারের মত ‘হালাল’ ভ্যালেনটাইন’স ডে পালন

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে প্রথমবারের মত ‘হালাল’ ভাবে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। এর আগে দেশটিতে ভালবাসা দিবসকে হারাম হিসেবে দেখা হত। দেশটিতে ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের আবির্ভাবের পর থেকেই নানা সংস্কার এসেছে। তারই ধারাবাহিকতায় এবার ইতিহাসের প্রথমবারের মত সৌদিতে বিশ্ব ভালবাসা দিবস পালিত হল।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবারে ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে দেশটতে বিভিন্ন রেস্টুরেন্ট, পার্ক, ফুলের দোকানে নানা আয়োজন করা হয়েছে। যুগলেরা তাদের পছন্দের মানুষটিকে নিয়ে ফুল ও উপহার দিয়ে এবারের ভালবাসা দিবস পালন করেছে।

এর আগে কোন রেস্টুরেন্ট বা কোন প্রতিষ্ঠান ভালবাসা দিবস উপলক্ষে কোন আয়োজন করলে দেশটির পুলিশ তাদের গ্রেফতার করতো। কেননা এই দিবসটিকে হারাম হিসেবে দেখা হত।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, এবারে দেশটিতে বিভিন্ন দোকানে চকলেট, টেডি বিয়ার, বাহারি উপহার, নানান ফুল বিক্রি করা হয়েছে।

এর আগে এই দিবসটিতে দোকানদারেরা লাল গোলাপ বিক্রি করতেও ভয় পেত। দোকানে তারা তা লুকিয়ে রাখতো। তবে এবার দেদারছে তারা দিবসটি উপলক্ষে নানা আয়োজন করতে পেরেছে।

ভালবাসা দিবসে পুলিশের অভিযান, ২ ডজন যুগল গ্রেফতার

অনলাইন ডেস্ক:

বিশ্ব ভালবাসা দিবসকে কেন্দ্র করে বিশেষ অভিযান চালিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। দিবসটি উদযাপনের সময় দেশটির পুলিশ অন্তত ২ ডজন যুগলকে গ্রেফতার করেছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে ভালবাসা দিবস পালন নিষিদ্ধ। মাকাসর, দেপক ও আচেহ অঞ্চলে এই দিবস পালন না করতে কড়া নির্দেশ দেয়া হয়।

খবরে বলা হয়েছে, মাকাসরে এদিন হোটেলে অভিযান চালায় পুলিশ, এসময় আপত্তিকর অবস্থায় অন্তত ২ ডজন যুগলকে গ্রেফতার করে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত যুগলদের মধ্যে এক জার্মান তরুণী ছিলেন। তবে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া খবরে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ৫ জন যৌন কর্মীও ছিলেন।

লোকাল পাবলিক অর্ডার অফিসের প্রধান ইমান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমরা জার্মান তরুণীকে এক মোটেলে তার ইন্দোনেশিয়ার পার্টনারের সঙ্গে গ্রেফতার করি। তারা স্বামী স্ত্রী নয় তাই তাদের আমরা গ্রেফতার করেছি।

এছাড়া তিনি বলেছেন, এসব অসামাজিক কার্যকলাপ অবশ্যই রুখে দিতে হবে।

জানা যায় মাকাসরে খোলামেলা ভাবে কনডম বিক্রি করাও নিষিদ্ধ। অঞ্চলটিতে ১৪ বছরের নিচে কেউ কনডম কিনতে পারে না।

মাকাসরের মেয়র মুহাম্মদ ইকবাল সামাদ বলেন, ভালবাসা দিবস যুবক যুবতীদের আকর্ষণ করে। তাই এমন দিবস আমাদের রুখতে হবে।

 

বানারীপাড়ায় ভালোবাসা দিবসে ফুল নয় পবিত্র কোরআন শরীফ উপহার দিলেন জাহিদ

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া:
বানারীপাড়া থানার মানব সেবক ও দরদী খ্যাত এএসআই মো. জাহিদ হোসেন বিশ্ব ভালোবাসা দিবসে এতিম শিশু ও শিক্ষাণবীশ হাফেজদের পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার নলশ্রী হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার সকল শিক্ষার্থীদের তিনি পবিত্র কোরআন শরীফ উপহার দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মো. জাকির হোসেন,সৈয়দকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন মন্টু,বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহম্মেদ,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক সরদার,উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য মো. শাহজালাল সাজু ও স্থানীয় যুব সেবক মো. জাকির হোসেন বালী।

এ এস আই জাহিদ হোসেনের ব্যাতিক্রমী এ উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

লিটন তালুকদারের কাব্যগ্রন্থ বাসযোগ্য একখন্ড জমিচাই

আরিফুর রহমান আরিফ::বই মেলায় দেখা মিলল সমসাময়িক ইস্যু নিয়ে লেখা বাসযোগ্য একখন্ড জমি চাই বইয়ের লেখকের সাথে। তরুন প্রজন্মের লেখক লিটন তালুকদার। পুরো নাম আমিনুল ইসলাম লিটন। ধীরে ধীরে তিনি লিখে এ বছর তৈরী করেছেন ৬৯ পৃষ্ঠার পুরো একটি বই।

তরুন এবং যুবক-যুবতী পাঠক এমনকি বুড়োড়াও বইটি কিনছেন। সমাজ সভ্যতাকে নিয়ে পুরো লেখাটির মাঝে ফুঁটে উঠেছে মানুষের জীবনের চাওয়া পাওয়া কিংবা বাস্তবতার চিত্র।

কথা প্রসঙ্গে লেখক লিটন তালুকদার জানান,আধুনিক সমাজের বিবেক, ব্যক্তিত্ব, আন্তরিকতা ও ব্যক্তিত্বের উন্নয়নে বইটি গুরুত্ববহ। যেখানে থাকবেনা মানুষে- মানুষের বিরোধ। লোভ, হিংসা আর হানাহানিতে ব্যস্ত এই জগৎ সংসার। ধর্ম নিয়েও চলছে প্রতিযোগিতা। চলছে রাজনীতির নোংরা খেলা। তাই আমাদের সভ্যতা উন্নয়নের জন্য খুটিনাটি বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।

এটি তার প্রথম কাব্যগ্রন্থ। প্রতিবছর তিনি বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করবেন বলেও আগ্রহ প্রকাশ করেন। এই বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা প্রিয়মখ। বইমেলার ২৪৫-২৪৬ ষ্টলে বইটি পাওয়া যাচ্ছে। ব্যক্তি জীবনে এই লেখক লিটন তালুকদার সাংবাদিকতা, ব্যবসা বানিজ্য ও রাজনীতির সাথেও সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শ তিনি লালন করেন। সুগন্ধা নদীঘেরা জেলা ঝালকাঠিতে তার জন্ম।

ভালোবাসা দিবসে ‘প্রথম প্রেমের’ কথা জানালেন শচীন

শচীন টেণ্ডুলকার-মহাকাব্য হয়েও যেন ক্রিকেট রোমান্টিকতার ছোট গল্প। মাস্টার ব্লাস্টার শচীন টেণ্ডুলকার ভালোবাসা দিবসে এক বিশেষ ভিডিও বার্তায় নিজের প্রথম প্রেম শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। বর্তমানে অস্ট্রেলিয়াতে ছুটি কাটাচ্ছেন মাস্টার ব্লাস্টার। মেলবোর্নের সাউথ ব্যাঙ্ক থেকে সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শচিন।

শচীন মানে যে তার প্রথম প্রেম যে ক্রিকেট হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই তো নেটে ব্যাটিংয়ের একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার প্রথম ভালোবাসা।’

শচীনের ক্রিকেট প্রেম নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। এই তো গত রবিবার অস্ট্রেলিয়ায় বুশফায়ার চ্যারিটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। যদিও তার খেলার কথা ছিল না। ওই ম্যাচে রিকি পন্টিংয়ের দলের কোচ হিসাবে ছিলেন তিনি। শেষ পর্যন্ত চিকিত্সকের নিষেধ উপেক্ষা করে ক্রিকেটার এলিস পেরির অনুরোধে এক ওভার ব্যাটিং করতে নামেন শচীন টেণ্ডুলকার। মাস্টার ব্লাস্টারকে ব্যাটিং করতে দেখে ফের রোমাঞ্চিত হয়েছিলেন ক্রিকেট সমর্থকরা।

ভালোবাসা দিবসে ‘প্রথম প্রেমের’ কথা জানালেন শচীন

 

অতিথি আপ্যায়নে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ: সৃজিত

বিনোদন ডেস্ক:

বিয়ের পর কেমন রসায়ন সৃজিত মুখোপাধ্যায়-রাফিয়াত রশিদ মিথিলা মধ্যে? বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী মিথিলার সঙ্গে কি চুটিয়ে সংসার করছেন সৃজিত? এমন বেশ কিছু প্রশ্ন উঠে আসছিল তাদের বিয়ের পর থেকেই। বিয়ের পর নিজেদের সম্পর্কের রসায়ন নিয়ে এবার একটি বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রশ্নের খোলাখুলি জবাব দেন সৃজিত-মিথিলা।

সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে একসঙ্গে হাজির হন সৃজিত-মিথিলা। সেখানে একে অপরের সঙ্গে প্রথম দেখা থেকে শুরু করে কে আগে বিয়ের প্রস্তাব দেন, কার শ্বশুরবাড়ি কত ভাল, সেসব সম্পর্কে বিভিন্ন বিষয় উঠে আসতে শুরু করে। এ সবের মধ্যেই উঠে আসে আপ্যায়নে কে এগিয়ে, সৃজিতের বাড়ি না মিথিলার বাড়ি?

এর উত্তরে নিজের শ্বশুরবাড়ি নিয়ে খুশি বলে বার বার জানান সৃজিত-মিথিলা। কিন্তু মিথিলার বাড়িতে অর্থাৎ ঢাকায় শ্বশুরবাড়িতে হাজির হলে সৃজিতকে যেভাবে ২১ রকমের পদ দিয়ে আপ্যায়ন করা হয় তা একেবারে অন্যরকম। মিথিলাকে কখনও ২১ রকমের রান্না করা খাবার দিয়ে সৃজিতের বাড়িতে আপ্যায়ন করা সম্ভব হয় না বলে জানান পরিচালক।

শুধু তাই নয়, খাওয়া-দাওয়া এবং আপ্যায়নের দিকে বাংলাদেশ এগিয়ে। এতে তর্কের কিছু নেই। শুধু ভারতবর্ষ কেন, খাওয়া-দাওয়া এবং আতিথেয়তার দিক থেকে গোটা বিশ্বের মধ্যে এবং জাতির মধ্যে এগিয়ে বাংলাদেশ। এতে অস্বীকার করার কোনও জায়গা নেই বলেও মত প্রকাশ করেন ভারতের এই জনপ্রিয় পরিচালক।

 

 

খালেদার মুক্তির ব্যাপারে কাদেরকে ফখরুলের ফোন

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোন করে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছে।’ তবে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদনের বিষয়ে তার কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সরকার তার প্রতি অমানবিক আচরণ করতে পারে না। তার চিকিৎসার ব্যাপারটি সরকারের সুনজরে আছে।’

তিনি বলেন, ‘একটা বিষয় হচ্ছে, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বিষয়টা তার দলের লোকেরা যেভাবে বলে, চিকিৎসকরা কিন্তু সেভাবে বলছে না। চিকিৎসকরা তাদের নিজস্ব রিপোর্ট দেবে, না দলের লোকদের কথায় রিপোর্ট দেবে?’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো আবেদন এসেছে বলে আমাদের কিছু জানা নেই। তার পরিবারের কাছ থেকে আমরা লিখিত কিছু পাইনি।’

সম্প্রতি মন্ত্রিপরিষদে রদবদলের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদের রদবদল-পুনর্বিন্যাস সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। কাজে গতি আনার জন্য মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন তিনি।’

 

ঢাকা-১০ আসনের এমপি হতে চান সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন।

শুক্রবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বসে তা পূরণ করে জমা দেন সাঈদ খোকন। এ পর্যন্ত ঢাকা-১০ আসনে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

ঢাকা-১০ সংসদীয় আসনে আগামী ২১ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি আপিল, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার। প্রতীক বরাদ্দ ১ মার্চ।

বসন্ত উৎসবে রঙিন বরিশাল

শামীম আহমেদ:
শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠেছে প্রকৃতি। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া গাছে লেগেছে আগুন রঙের খেলা। মুকুলে মুকুলে ছেয়ে গেছে আমগাছ। যান্ত্রিকতার কোলাহলমুখর নগরে, অতি কর্মব্যস্ত জীবনে যতোই নিস্প্রাণ, হিসেবী, প্রকৃতি-বিচ্ছিন্ন হন না কেন, বসন্তের এ দিনে মন গেয়ে ওঠবেই ‘বসন্ত বাতাসে..সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে।

শুক্রবার (১লা) ফাল্গুন বসন্ত উৎসব ১৪২৬ উপলক্ষে বরিশাল সরকারী মহিলা কলেজের বকুল তলায় ঐহিত্যবাহী বসন্ত উৎসব-১৪২৬ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অদম্য বাংলার সামনে আসলে শুধু মনে হয় চারপাশেও শোনা যাচ্ছে এ ধরনের বসন্তের বিভিন্ন গানের সুর। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে সরকারী মহিলা কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা আয়োজিত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা পালিত হচ্ছে।

বাসন্তি উৎসব বর্ণিল করতে নানা রংয়ের পোষাক ছাড়াও ফুল দিয়ে সেঁজেগুজে অনুষ্ঠানে এসেছিলেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তারা সেলফি তুলে, গ্র“প ফটোসেশন করে উদযাপন করেন বাসন্তি উৎসব। বছরের এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ তারা।

সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষকরা বলেন বসন্ত মন উদার করে, হাসতে শেখায়, গাইতে শেখায়, মানুষকে ভালবাসতে শেখায়। আজকের শিক্ষার্থীরা যদি মানুষকে ভালবাসতে না পারে, তাদের মন যদি উদার না হয়, তাহলে তাদের এই প্রয়াস ব্যর্থ।

আর যদি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মানুষকে ভালবাসতে শেখে তাহলে, তাদের আয়োজন স্বার্থক হবে। এদিকে শুক্রবার বিকেলে নগরের জগদ্বীশ সারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে বসন্তবরণ উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী এবং বরিশাল নাটক’। অন্যদিকে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে শিল্পকলা একাডেমির আয়োজনে বসন্ত বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বসন্তবরণ উপলক্ষে নগরের ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভীড় দেখা গেছে। এছাড়াও নগরীর পথ-প্রান্তরে বাসন্তী হলুদের আভরণে অন্য রঙগুলোও যেন বসন্তের উচ্ছ্বাসে ফেটে পড়েছে।

নববধূ থেকে শুরু করে অনেক গৃহিণীরাও বসন্তবরণে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। এসব অনুষ্ঠানের কোথাও কোথাও গান বাজছে,বাসন্তি রং শাড়ি পরেকোনো বধূয়া চলে যায়। পাঞ্জাবি, ফতুয়া পরা ছেলেরাও যোগ দিয়েছেন বসন্তবরণের বিভিন্ন আয়োজনে। অপরদিকে বাঙালীর প্রাণের উৎসব বসন্তবরণ  এবং শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বরিশাল মেট্রোপলিটন আইন-শৃঙ্খলা বাহিনী।