বরিশাল নগরিতে চায়ের দোকানে রমরমা ইয়াবার ব্যাবসা

মোঃগোলাম সরোয়ার মনজু ::বরিশাল নগরীর বৈদ্যপাড়ায় চায়ের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা চলছিল রমরমা। দোকানের নাম রিয়াজ টি স্টল ’ আর দোকানীর নাম রিয়াজ খান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক করা হলো মাদক ব্যবসায়ী চা দোকানী রিয়াজ খান (৩৪)কে ।আজ মংগলবার (
১১ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান পরিচালনা করেন। এই সফল অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই রেহান উদ্দিন।
আটককৃত রিয়াজ নগরীর সোবাহান মিয়ার পুল ‘গনি নিবাস’ এ ভাড়া থাকতো। সে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কোদালদিয়া গ্রামের মোঃ আকরাম খানের পুত্র।

ববি’তে দুদিন ব্যাপী বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।১৩ তারিখ সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এ মেলার উদ্বোধন করবেন বলে জানা যায়। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করবে বরিশালের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মেলায় থাকবে নাগরদোলা, খাবার , পোশাক এবং প্রসাধনীসহ তরুণ উদ্যোক্তাদের নানান স্টল।মেলার প্রথম দিন ম্যানেজমেন্ট ডে উপলক্ষে থাকছে ব্যান্ড স্যালভেশন, ফ্লেম এবং কাটাতার। তিনটি ব্যান্ড এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকাল ৩ টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি এবং সহকারী অধ্যাপক মো. আবির হোসনে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ মেলা “বঙ্গবন্ধু উদ্যোক্তা” মেলা নামকরণ করা হয়েছে।তরুণ উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা এবং তাদের এই উদ্যোগকে জনসাধারণের কাছে পৌছানোই এ মেলার উদ্দেশ্য।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ সব সময় নতুন কিছু করার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই প্রথম বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা। আমরা চাই শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক যারা দেশ ও জাতির উন্নয়নে দারুন ভূমিকা পালন করতে সক্ষম হবে।

বরিশালের সেই নব্য জেএমবির সদস্য নাঈমকে ৫ দিনের রিমান্ড

বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি’র সদস্য নাঈম মোল্লাকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরনের পরে আদালতে এন্টি টেরোজিম ইউনিট ১০দিনের রিমান্ড চাইলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পরে জেএমবি সদস্য নাঈমকে ঢাকায় নিয়ে যায় এন্টি টেরোজিম ইউনিটের সদস্যরা।

থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ “আমি মুসলিম” নামে একটি ফেসবুক আইডি চালাত আগৈলঝাড়ার কলেজ ছাত্র নাঈম মোল্লা। সে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ডিগ্রীর প্রথম বর্ষে লেখা-পড়ার পাশাপাশি হাসপাতালের সামনে “মা মেডিকেল হল” নামে একটি ঔষধের দোকানে চাকুরী করত। জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ঢাকা এন্টি টেরোজিম ইউনিট অরিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিব উজ্জামানের নেতৃত্বে ১০সদস্যের প্রতিনিধি দল শনিবার বিকেলে গৈলা হাসপাতালের সামনের ওই ঔষধের দোকান থেকে নাঈমকে গ্রেফতার করে। সে গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের চা বিক্রেতা মোঃ নজরুল মোল্লা ও তানিয়া বেগম দম্পতির ছেলে।

থানায় নিয়ে তারা নাঈম মোল্লাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে এন্টি টেরোজিম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় এন্টি টেরোজিম ইউনিট রোববার দুপুরে বরিশাল আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের জন্য নাইমকে এন্টি টেরোজিম ইউনিট রোববারই ঢাকার প্রধান কার্যালয়ে নিয়ে যায়।

প্রেমের টানে কলকাতার মেয়ে সুস্মিতা স্বরূপকাঠী

পিরোজপুর প্রতিনিধি:

প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন সুস্মিতা নামে এক তরুণী। কলকাতার বেলুর থেকে এসেছে মেয়ে সুস্মিতা ।কোন রকম পাসপোর্ট ছাড়াই যশোরের বেনাপোল হয়ে দালাল চক্রকে ১৫ হাজার টাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সুস্মিতা।

জানাযায় সুস্মিতা সঙ্গে চার বছর থেকে ফেসবুকে পরিচয় হয় মোঃ খাইরলের।স্বরূপকাঠী উপজেলার মাহমুদকাঠী সোলায়মানের ছেলে খাইরুল। খাইরুল তার বাবা সোলায়মানের সাথে কুমিল্লায় খাবার হোটেলের ব্যবসা করে।সেখানে বসেই দুজনার সাথে ফেইজবুক থেকে পরিচয়।দীর্ঘ চার বছর ধরে বার্তা আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গভীর প্রেমে হয়ে ওঠে।

 

সুস্মিতার বাবা মা সেই দেশে সুস্মিতার বিয়ে ঠিক করলে সেখান থেকে পালিয়ে আসে। বেলুর থেকে বেনাপোলের বর্ডার ক্রোস করে যশোর হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং সেখান থেকে ঢাকার গাবতলিতে আসে। সেখনে পূর্ব থেকেই অপেক্ষারত খাইরুল সুস্মিতাকে নিয়ে চলে যায় কুমিল্লায়, সেখানে দু’জন চার দিন অবস্থান করে। সেখানে বেশিদিন থাকতে না পেরে গ্রামের বাড়ীতে নিয়ে আসে এবং এখানেও তিন অবস্থান করার পর বিষয়টি জানাজনি হয়ে গেলে মিডিয়া পর্যন্ত সংবাদ পৌছে যায়।

 

এ বিষয় খাইরুলের মায়ের কাছে জানতে চাইলে সে প্রথমে বিষয়টি অস্বিকার করে, পরে খাইরুলের কাছে জানতে চাইলে সে বলে কৈ কোন মেয়ে আসেনিতো। যখন প্রসাশনের কথা বলা হয় তখন খাইরুলের মা পা জড়িয়ে ধরতে চায় এবং বলে ভাই কি করবো বুজতে পারছিনা ছেলের সাথে ফেসবুকে পরিচয়।

 

বাড়ী বলছে কলকাতার বেলুর থেকে এসেছে, আমরা ওর বাবা মায়ের সাথে কথাও বলেছি তারা বলে সুস্মিতাকে জিজ্ঞাসা করেন ও যদি আসতে চায় তাহলে আমরা গিয়ে নিয়ে আসবো।সুস্মিতার কাছে এবিষয় জানতে চাইলে সে বলে, না আমি ফিরো যাবোনা আমি এখানে থাকবো।কিভাবে পরিচয় জানতে চাইলে সে জানায় , ফেসবুকে খাইরুলে সাথে আমার চার বছরের সম্পর্ক এবং ম্যাসেঞ্জারে ওর সাথে কথা হইতো এভাবে একে অপরকে ভালোবেসেছি।

 

আপনি হিন্দু আর খাইরুল মুসলিম এটা আপনি জানতেন প্রশ্নে সুস্মিতা জানান আমি সবই জানি ।মুসলিম ছেলের সাথে একটি হিন্দু মেয়ের বিয়ে হয় কিনা জানতে চাইলে সুস্মিতা বলে সমস্যা নাই আমি আমার ধর্ম ত্যাগ করে মুসলিম হবো। সুস্মিতা আরো বলে,বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে আমি খাইরুলের কাছ থেকে সবকিছু জোনেছি।তাছাড়া খাইরুলের পরিবার সম্পর্কে সব কিছু জেনেই আমি বাংলাদেশে আসি।

আমি খাইরুল কে বিয়ে করতে চাই, কলকাতায় ফিরে যাবোনা।পরে এ রিপোর্ট লেখার পূর্বে পর্যন্ত খাইরুল এবং সুস্মিতা সম্পর্কে সর্ব শেষ তথ্য জানতে চাইলে খাইরলের বোন বলে তারা কোথয় আছে আমরা জনিনা ওদের মোবাইল বন্ধ আছে বর্তমানে।খাইরুলের বাড়ির আসে পাশে খোজ নিয়ে জানাযায় তারা দুজনে গ্রামে কোথাও লুকিয়ে আছে ।

বরিশালে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

শামীম আহমেদ:
বরিশালের আগৈলঝাড়ায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বীর আদালত এই অভিযান পরিচালনা করেন।

উপজেলার রতমতপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের ত্রিমুখী নামক স্থানে খালের পাশে দীর্ঘদিন ধরে মায়ের দোয়া পোল্ট্রি ফিডের বর্জ খালে ফেলে পরিবেশ দূষন করায় ব্যবসায়ী জাকির হাওলাদারকে ১০ হাজার টাকা ও উপজেলা সদরের আঁখি ডেন্টাল কেয়ারের মালিক দীপংকর বেপারী ভুয়া পদবী ব্যবহার করায় ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও এসআই জসীম উদ্দিন।

বরিশাল বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত পুলিশের আইজিপি

বরিশাল বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় শিক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বিমানযোগে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছান।

সেখানে তাকে অভ্যর্থনা জানিয়ে ফুলেল শুভেচ্ছায় জানান বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম (বিপিএম) পিপিএম-বার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের মৃত্যুতে মেয়র সাদিক আব্দুল্লা’র শোক

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আক্কাস হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এক শোক বিজ্ঞপ্তিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন গতকাল রবিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। আজ সোমবার তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।