বিদ্যুতের আলোয় আলোকিত বরিশালের দুর্গম চরাঞ্চল

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল জেলার হিজলা উপজেলার পূর্ব পাড়ের চরাঞ্চলবাসীর বিদ্যুতের দাবী ছিলো দীর্ঘদিনের। অবশেষে মেঘনার তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে তিন কিলোমিটার বিদ্যুতের তার টেনে প্রাথমিকভাবে প্রায় ২০ হাজার গ্রাহককে বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে। রবিবার রাতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধণ করেছেন স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ।

জানা গেছে, স্থানীয় সাংসদ পঙ্কজ নাথের ঐক্লান্তিক প্রচেষ্টায় ২০১৯ সালে সাড়ে তিনশ’ কিলোমিটার বিদ্যুতের অনুমোদন করে সরকার। এতে প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে প্রায় ৮৪ কোটি টাকা। স্বল্প সময়ের মধ্যে হিজলা উপজেলার গৌরবদী, মেমানিয়া ও হরিনাথপুর ইউনিয়নের আংশিক এলাকার হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

বিদ্যুৎ সংযোগ পাওয়ায় সোমবার সকালে চরাঞ্চলের মানুষ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণসহ আনন্দ উল্লাস করেছেন। বিদ্যুৎ সংযোগের কারণে চরাঞ্চলের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন সাংসদ পঙ্কজ নাথ এমনটাই বলেছেন রাজনৈতিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দরা।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, চরাঞ্চলে এই প্রথমবারের মতো বিদ্যুত সংযোগ দেয়ার কারণে চরাঞ্চল আর উন্নয়নে পিছিয়ে থাকবে না। এখানকার মানুষ কলকারখানাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন বলেন, কোনদিন স্বপ্নেও ভাবতে পারিনি এই অবহেলিত দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পাবো কিন্তু আজ স্বপ্নের চেয়েও বেশি দ্রুতগতিতে আমরা বিদ্যুৎ সংযোগ পেয়েছি, এটা শুধু এমপি পঙ্কজ নাথের কারণেই সম্ভব হয়েছে। এজন্য চরাঞ্চলবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি পঙ্কজ নাথকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী শংকর কুমার কর, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, থানার ওসি অসীম কুমার সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার তোফাজ্জল হক খোকা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, নাছিমা বেগম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, পন্ডিত সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন।

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ আটক আটক ২

ঝালকাঠি প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি মিনিপার্ক এলাকায় অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু’যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো, ঝালকাঠি জেলা জজ আদালতের গাড়ী চালক সুলতান আহম্মেদের ছেলে ইমরান খান রুবেল (২৬)। এবং পুর্ব চাদকাঠি এলাকার নান্নু মিয়ার ছেলে জহির উদ্দিন প্রেম (২০)। আটককৃত রুবেল ঝালকাঠি আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ঝন্টুর জামাতা।

বরিশাল সনাক এর উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ

 

সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল এর উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন এর মৃত্যুতে বরিশাল এর সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও টিআইবি কর্মকর্তাবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। সনাক পরিবারের পক্ষ থেকে এক শোক বিবৃতিতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

বাউফলে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

পটুয়াখালীর বাউফলে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষায় মনোযোগী করতে ব্যতিক্রমী উদ্দ্যোগ নিয়েছে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন । তিনি গত ৭জানুয়ারি বাউফলে যোগদানের এক সপ্তাহের মাথায় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরির্দশন করেন। পরির্দশনকালে শিক্ষার্থীদের পাঠ্যবই থেকে কিছু প্রশ্ন করেন। যারা তাৎক্ষনিক সকল প্রশ্নোত্তরে বিজয়ী হয়েছেন তাদের জন্য পুরস্কারের ঘোষনা করেন।
পূর্ব ঘোষনানুযায়ী সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের হাতে উৎসাহ ও প্রেরণা হিসাবে মূল্যবান পুরস্কার ‘শিক্ষানীয় বই’ তুলে দেন ইউএনও জাকির হোসেন।
সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান জানায়, ৭ম শ্রেণীর শিক্ষার্থী মো. সফিউল সানি, মো. আহসাব ও মো. সিমান্ত ইউএনও মহোদয়ের তাৎক্ষনিক প্রশ্নোত্তরে বিজয়ী হওয়ায় বই পুরস্কার দিয়ে সম্মানিত করেন।
এপ্রসঙ্গে আলাপকালে ইউএনও জাকির হোসেন স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘এখন যারা শিক্ষার্থী ৪১’শে তাঁরা উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হওয়া প্রয়োজন। যাতে করে তাঁরা শিক্ষায় মনোনিবেশ করে নিজেদের সমৃদ্ধ করতে পারে এজন্য’ই এই উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।

 মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন’র মৃত্যুতে বিআরইউ’র শোক

প্রেস বিজ্ঞপ্তি:
বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠক আক্কাস হোসেন ইন্তেকাল করেছেন।  তার এ মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ , সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও  বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

গোপনে প্রেম করায় পবিপ্রবির সিঙ্গেল কমিটির ১৩ সদস্য বহিষ্কার!

পবিপ্রবি প্রতিনিধি:
গোপনে প্রেম করায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিঙ্গেল অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে সংগঠনের জরুরি সভায় সিদ্ধান্তক্রমে অভিযুক্ত ১৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল কমিটির সভাপতি তুহিন রায়হান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গেল কমিটির আইন ভঙ্গ করে তারা গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। প্রাথমিক তথ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার প্রমাণ মেলে। তাই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, পবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুন্দর চরিত্র গঠনের লক্ষ্য সামনে রেখে ২০১৮ সালে ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ‘সিঙ্গেল’ কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রধান শর্ত– শিক্ষাজীবনের গতি স্বাভাবিক রাখতে কোনো সদস্যই প্রেম করতে পারবে না।

 

ডাকসু নেতারা নূর-রাব্বানীকে ছাড়াই খরচ করেছেন সাড়ে ৮৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বার্ষিক বাজেট ১ কোটি ৮৯ লাখ টাকা। শনিবার ডাকসুর কার্যনির্বাহী সভায় গত ৯ মাসের ব্যয়ের হিসাব প্রকাশ করে। এতে দেখা যায়, বাজেটের ১ কোটি ৮৯ লাখ টাকার মধ্যে ৯ মাসে ৮৩ লাখ ৫১ হাজার ৩০৪ টাকা উত্তোলন করেছেন ডাকসুর বিভিন্ন পদে থাকা নেতারা। অন্যদিকে বিভিন্ন অনুষ্ঠানের স্পনসর থেকে ডাকসু ৬ লাখ ৮৭ হাজার ৫০৪ টাকা পেয়েছে। এ ছাড়া ডাকসু কার্যালয় ব্যবস্থাপনা খাতে ৩ লাখ ৬৬ হাজার ৭৩ হাজার টাকা খরচ হয়েছে।

তবে ব্যয়ের খাতে ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানীর নামে কোনো হিসাব নেই। ডাকসুর বিভিন্ন সম্পাদক ও সদস্য জিএসের অনুকূলে বরাদ্দ করা অর্থ তুলে ব্যয় করেছেন।

প্রকাশিত হিসাব অনুযায়ী, ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তহবিল থেকে সর্বোচ্চ ১৯ লাখ ৮১ হাজার টাকা, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির ১৩ লাখ ৭১ হাজার ৮৩৪ টাকা, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ১২ লাখ ৬৫ হাজার টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী ৯ লাখ ৯৯ হাজার টাকা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাহরিমা তানজিন ৬ লাখ ৭১ হাজার ৯০০ টাকা, স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ৭ লাখ ৮২ হাজার ১২০ টাকা, ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান ৫৮ হাজার ৭০০ টাকা উত্তোলন করেছেন। ভিপি নুরের সঙ্গে নির্বাচন করে জয়ী হওয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করেছেন।

হিসাব মতে, ডাকসুর সদস্যদের মধ্যে তহবিল থেকে সাইফুল ইসলাম ১ লাখ টাকা, তানভীর হাসান ৯০ হাজার টাকা, রাকিবুল হাসান ৬১ হাজার ৭০০ টাকা, রাইসা নাসের ৭৪ হাজার ৫০ টাকা, রকিবুল ইসলাম ২ লাখ ২০ হাজার টাকা, মুহা. মাহমুদুল হাসান ৯৪ হাজার ৫০০ টাকা, রফিকুল ইসলাম ৩০ হাজার টাকা, ফরিদা পারভীন ৬১ হাজার ৫০০ টাকা এবং যোশীয় সাংমা তহবিল থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন। সদস্যদের জন্য আলাদা কোনো বাজেট ছিল না। এই টাকা তারা তুলেছেন সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর তহবিল থেকে।

ডাকসু নেতাদের দায়িত্ব নেয়ার পর ৩০ মে বাজেট পাস হয়। তাতে ভিপির জন্য বরাদ্দ রাখা হয় ৫ লাখ টাকা। জিএসের জন্য তিন খাতে মোট ৫২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে অভিষেক অনুষ্ঠানের খরচ হিসেবে ৩০ লাখ, সাধারণ অনুষ্ঠানের খরচ হিসেবে ১৭ লাখ টাকা এবং আনুষঙ্গিক খরচ হিসেবে ৫ লাখ টাকা।

সম্পাদকদের মধ্যে ৭ জনের নাম বরাদ্দ রাখা হলেও এজিএস ও ১৩ জন সদস্যের জন্য বাজেটে কোনো বরাদ্দ ছিল না। জিএসের সহায়ক হিসেবে এজিএস ও ৯ জন সম্পাদকের সঙ্গে ১৩ জন সদস্যের কাজ করার কথা বলা হয়েছিল।

এই বরাদ্দ থেকে একটি টাকাও তুলতে পারেননি ভিপি নুর। এ বিষয়ে তিনি বলেন, আমার জন্য ৫ লাখ টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু গত ৯ মাসে আমি একটি টাকাও তুলতে পারিনি। নুর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাকে নামে মাত্র ডাকসুর এক্সিকিউটিভ কমিটিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত যত খরচ হয়েছে, জিএস ও এজিএসের সিদ্ধান্তেই সব হয়েছে।

ভিপি নুরুল হক জানান, তিনটি চিঠিতে তিনি ৪০ হাজার টাকা চেয়ে আবেদন করেছিলেন। এর মধ্যে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীদের র্যা গ ডে উদযাপনের জন্য ১০ হাজার, শামসুন নাহার হলের একজন অ্যাথলেটকে একটি রেসিং সাইকেল কেনার জন্য ১০ হাজার এবং একটি শিক্ষাসফরে বরাদ্দের জন্য আরও ২০ হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু তার কোনো আবেদন গ্রহণ করা হয়নি। এ জন্য তিনি জিএস ও এজিএসের অদৃশ্য প্রভাবকে দায়ী করেন।

এ বিষয়ে ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, নুরুল হক টাকা চেয়ে পাননি—এমন ঘটনা তার জানা নেই। এক ছাত্রীকে (অ্যাথলেটও) রেসিং সাইকেল কিনে দিতে যে টাকা চেয়েছিলেন নুর, তা তার ‘ব্যক্তিগত বিষয়’। এ কারণে তা দেয়া হয়নি। তিনি বলেন, ডাকসুর টাকা শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে ব্যয় হবে, ব্যক্তিগতভাবে কারও জন্য এই টাকা খরচ করা যায় না।

ডাকসুর এজিএস ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ভিপি নুরের অদৃশ্য প্রভাবের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, নুরুর ওই অভিযোগ বালখিল্য আচরণ ছাড়া আর কিছু নয়।

ডাকসুর জিএস গোলাম রাব্বানীও ডাকসুর ফান্ড থেকে কোনো টাকা তোলেননি বলে দাবি করেন। তিনি বলেন, ফান্ড থেকে আমি কোনো টাকা তুলিনি। ডাকসুর ১৩ জন সদস্যের তো কোনো বরাদ্দ নেই। তারা যেসব কাজ করেছে, সব আমার বরাদ্দ থেকে ব্যয় করেছে। আমি আমার ব্যক্তিগত কোনো কাজ বা প্রোগ্রামের জন্য টাকা তুলিনি।

আকবরদের গণসংবর্ধনা দেবে সরকার

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ বিজয় উদযাপন করা হবে। সেখানে খেলোয়াড়দের গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠক হয়। তাতেই টাইগার যুবাদের অভিনন্দন জানানো এবং গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক হয়।

সভা শেষে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিং করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সঠিক দিনক্ষণ দেখে সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা অনুষ্ঠান হবে।

রোববার পচেফস্ট্রমে ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো কেনো বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। স্বভাবতই উচ্ছ্বসিত কাদের।

তিনি বলেন, ঐতিহাসিক জয়ে তরুণ টাইগারদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমরা। দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেট পরাশক্তি ভারতকে পরাজিত করেছে তারা। বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্টে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ বিজয় আমরা উদযাপন করব।

সেতুমন্ত্রী বলেন, বিজয়ী বীরদের গণসংবর্ধনা দেয়া হবে। তারা ফিরলে ভালো সময় দেখে সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। কারণ, স্বাধীনতার পর এবারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি আমরা ।

ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করি, একদিন বাংলাদেশ জাতীয় দলও বিশ্বকাপ জিতবে। এ জয় আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ক্যাপ্টেন আকবর যে ম্যাচিউরিটি দেখিয়েছে…। ৬ উইকেট পড়ার পর আমরা ভাবিনি জিততে পারব। তবু তার নৈপুণ্যে জিতেছি। অনন্য নেতৃত্বে সে যেভাবে দলকে বিজয়ের স্বর্ণ দুয়ারে টেনে নিয়ে গেছে, সেটা সত্যিই স্মরণীয় ঘটনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন, গ্রাম থেকে খেলায়াড়দের তুলে আনতে তৃণমূল পর্যন্ত প্রশিক্ষণ জরুরি। তিনি বলেন, যুব বিশ্বকাপ বিজয়ের নায়ক আকবর। তার বাড়ি পিছিয়ে পড়া কুড়িগ্রাম। এ দলে পঞ্চগড়ের খেলোয়াড়ও রয়েছে। আমাদের বিকেএসপিতে তৃণমূলের প্রশিক্ষণ চমৎকার। এখানেই নতুন ক্রিকেটার তৈরি হয়।

জাতীয় পার্টির নেতা এবিএম নূরুল ইসলাম আর নেই

রাজবাড়ী-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক গণপরিষদ ও জাতীয় পরিষদ সদস্য, জাতীয় পার্টির নেতা, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব এবিএম নূরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।

 

এর আগে গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তিনি গুরুতর অসুস্থ হলে রাতে তাকে রাজধানীর হাসপাতালের আইসিইউতে লাইফসার্পোটে রাখা হয়। এরপর সোমাবার দিবাগত রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আজ সোমবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামে নিয়ে আসা হবে। বাদ আসর সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে লাশ করা হবে।

সড়ক দুর্ঘটনার কবলে ভিপি নুর

বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গতকাল প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। গতকাল রাতে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিপি নুর।

নিজের ফেসবুক পেজে তিনি বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে এবারের মতো বেঁচে ফিরলাম। বাইকে হাতিরঝিল দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হই। ভিপি নুর বলেন, খুব বড় ধরনের আঘাত পাইনি, তবে ভয়াবহ হতে পারত। পেছনের বাইক আমাদের ওভারটেকিং করছিল, এমন সময় অন্যদিক থেকে ট্রাক আসছিল, দুটি বাইক ছেঁচড়ে পড়ে যায়।

তিনি বলেন, পেছনের বাইকে চালকের পেছনে আমি ছিলাম। হাত, পা, শরীরে ব্যথা পেয়েছি, কয়েক জায়গায় একটু ছিঁড়ে গেছে। তিনি আরও বলেন, কৃতজ্ঞতা ও প্রশংসা মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি বিপদ থেকে হেফাজত করেছেন। সবাই দোয়া করবেন বিপদে যেন এভাবে মহান আল্লাহর রহমত পাই।