রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির তুলনাকারক মোঃগোলাম সাকলাইন’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:: রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির প্রধান তুলনাকারক মোঃ গোলাম সাকলাইন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেবু্রুয়ারি) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদারের সভাপতিত্বে বিদায়ী অতিথির কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃরাসেল মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান ও নাজির মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিদায় অতিথিকে ফুল,ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার। বিদায় অতিথি ১৯৮৪ সালের ৩ নভেম্বর রাজশাহীর জজশীপের অধীন বাগমারা উপজেলা আদালতে হিসাবরক্ষক হিসেবে যোগদান করেছিলেন। অনুষ্ঠানের সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনা থেকে পৃথক অভিযানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রতারণা ও গুজব সৃষ্টির অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে র‌্যাব-১-এর আভিযানিক দল তাদের আটক করে।

আটকরা হলেন-গাজীপুর থেকে মো. আবু বক্কর সিদ্দিক (২৬), খুলনা থেকে শাকিল মাহমুদ (২০) ও সাইমন ইসলাম (২০) এবং রাজধানীর রামপুরা থেকে আল মাহমুদ (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান।

তিনি জানান, গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খাইলপুকুর মাদরাসা রোডের মমতাময়ী বিদ্যানিকেতনের সামনে প্রশ্ন ফাঁসকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে-এমন তথ্যে অভিযান চালিয়ে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য মো. আবু বক্কর সিদ্দিককে (২৮) আটক করা হয়। এ সময় প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত ২টি মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে গ্রেফতারকৃত আসামির সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে বিভিন্ন সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

jagonews24

জিজ্ঞাসাবাদে জানা যায়, আবু বক্কর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র এবং পাশাপাশি তিনি মমতাময়ী বিদ্যানিকেতন স্কুলে শিক্ষকতা করেন। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীদের প্রাইভেট-টিউশন পড়ান। এর আড়ালে বিগত ২০১৯ সালে ফেসবুক আইডির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কার্যক্রম শুরু করেন।

আবু বক্কর সিদ্দিক আরও জানিয়েছেন, তিনি গোপনীয়তার সঙ্গে চলমান পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করে সুযোগ সন্ধানী ছাত্রছাত্রীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে তাদের প্রশ্ন সরবরাহ করতেন। পরে ফাঁসকৃত প্রশ্নগুলো সামাজিক মাধ্যমের বিভিন্ন ক্ষেত্র যেমন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো থেকে ডিলিট করে দিতেন।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

বিএম কলেজ ক্যাম্পাসের প্রিয় মুখ রাকিব আর নেই

আকিব মাহমুদ:
সরকারি ব্রজমোহন কলেজের প্রায় সকল শিক্ষার্থীদের কাছেই চিরচেনা পরিচিত মুখ রাকিব আর নেই। ভোলায় ট্রলার ডুবিতে জীবনের সব লীলা সাঙ্গ করে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। সদা হাস্যোজ্বল এই পথ শিশু রাকিবের মৃত্যুতে শিক্ষার্থীদের মধ্যে বইছে শোকের ছায়া। কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিবকে নিয়ে লেখালিখিতে ফুটে উঠেছে সেই চিত্র।

ক্যাম্পাসের কারো সাথে রাকিবের রক্তের সম্পর্ক না থাকলেও তার হাসিমাখা মুখ আর দুরন্তপনার ছোটাছুটিতে প্রিয়পাত্র হয়ে যেত সবার কাছেই। রক্ত কিংবা আত্মীয়তার কোনো বাঁধন না থাকলেও বিএম কলেজের সকল শিক্ষার্থীরাই পথশিশু রাকিবের মামা, আর রাকিব যেন তাদের একমাত্র ভাগ্নে। এইটুকুনি বয়সে রাকিবের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না কেউই।

রাকিবের সাথে আমার প্রথম দেখা বিএম কলেজ ক্যাম্পাসে। তখন ওর বয়স বড়জোড় সাড়ে তিন হবে। আইসিসি ক্রিকেট চলাকালীন সময়ে বরিশালের একটা ফ্ল্যাশমবে অংশ নিয়ে আলোচনায় আসে রাকিব। এরপর গোটাদিন ধরে চষে বেড়াত বিএম কলেজের কলা ভবন থেকে শুরু করে বিজ্ঞান ভবন। বাংলা, হিন্দি গান বেশ ভাল আয়ত্বে ছিল তার। গান শুনিয়ে আর নেচে টাকা তুলত রাকিব।

গত ৫ বছর ধরে বিএম কলেজে অধ্যয়নকালীন সময়ে নিয়মিত দেখা হয়েছে রাকিবের সাথে। একটা সখ্যতাও গড়ে উঠেছিল শক্তপোক্ত। গত কয়েকমাস ধরে ঢাকায় থাকার কারনে ক্যাম্পাসে যাওয়া হয়নি। গতমাসে যখন ক্যাম্পাসে রাকিবের সাথে দেখা হলে বলল, মামা কই থাকো তুমি, তোমারে তো আজকাল আর দেখি না। আর আজ জীবনের নির্মমতায় আমাদের ছেড়ে চলে গেল রাকিব। ভাগ্নে রাকিব।

ভালো থাকিস পরপারে, তোর জন্য শুভ কামনা, ভালোবাসা অবিরাম।

প্রেমিকাকে বিয়ে করতে না পেরে বরগুনায় অষ্টম শ্রেনীর ছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক:

পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় বিষপান করে আত্মহত্যা করেছে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লালুপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে আব্দুল্লাহর সঙ্গে সহপাঠী এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই মেয়েকে বিয়ে করার জন্য বাবা-মাকে চাপ দেয় আব্দুল্লাহ। কিন্তু তারা ওই মেয়েকে বিয়ে করাতে রাজি হননি। এতে মা-বাবার সঙ্গে অভিমান করে বিষপান করে আব্দুল্লাহ। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহর নানা আব্দুর রাজ্জাক কেরানী বলেন, বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাকে বিয়ে করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে সে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তালতলী থানার তাই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আল্লাহকে কটূক্তি, রিতা দেওয়ানের নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা

মহান আল্লাহ তায়ালাকে ‘শয়তান’সহ বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন এক আইনজীবী।

গতকাল রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইমরুল হাসান এ মামলা করেন।

ওই ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের প্রসিকিউর নজরুল ইসলাম (শামীম)।

উল্লেখ্য, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আল্লাহ তাআলাকে শয়তান, মুনাফিক, দুমুখী বলেও গালি দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রিতা দেওয়ানের শাস্তিও দাবি করেন অনেকে।

এর আগে শরিয়ত বয়াতি নামে এক বাউল শিল্পী পালা আসরে ইসলামে গান বাজনা জায়েজ বলে বক্তব্য দেন। বক্তব্যে তিনি আল্লাহ-রাসূল (সা.) ও ইসলাম নিয়ে নানান আপত্তিকর কথা বলেন। ধর্মবিরোধী বক্তব্যের প্রতিবাদে সরব হয় স্থানীয় মুসল্লিরা।

ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে ওই বাউল শিল্পীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলাও হয়। পরে বিক্ষোভের মুখে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন ডেইজী

অনলাইন ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী ছিলেন আলেয়া সারোয়ার ডেইজী। পরাজয়ের পর এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন পরিবারকে নিয়ে সময় কাটাবেন। এ উদ্দেশ্যে আগামী এপ্রিল মাসে নিউইর্য়কে পরিবারের কাছে চলে যেতে পারেন।

গতকাল রোববার ডেইজী নিজেই সংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘নির্বাচনে হেরে গেলেও আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমি ভালোবেসেছি আমার নেত্রী শেখ হাসিনাকে, ভালোবেসেছি জনগণকে। বিজয়ী হয়ে জনগণের জন্যই কাজ করতে চেয়েছিলাম।’

ডেইজী বলেন, ‌‘পরাজিত হয়ে আমি দুঃখ পাইনি। আমার দুঃখ আমি আওয়ামী লীগকে এই আসনটি দিতে পারিনি। আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমার নেত্রী শেখ হাসিনার হয়ে জনগণের জন্য কাজ করেছি, আগামীতেও করতে চেয়েছিলাম। আমার সেই ইচ্ছা ছিল, শক্তি ছিল।’

তিনি আরও বলেন, ‘‌ভোটের দিনে আমার প্রতিদ্বন্দ্বীর পক্ষ থেকে আমার ওপরে যে আচরণ করা হয়েছে সেটা মোটেও শোভনীয় ছিল না। জয়ের জন্য আমার চেষ্টার ছিল। কিন্তু এই নোংরা মানুষগুলোর কাছে আমি হেরে গেছি।’

৩১ নম্বর ওয়ার্ডে ছয় হাজার ৩১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু। তার নিকটতম প্রার্থী ডেইজী সারোয়ার পেয়েছেন ২ হাজার ৯১ ভোট। আলেয়া সারোয়ার ডেইজী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি। এর আগে তিনি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এই ওয়ার্ডে গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমতিয়াজ খানকে হারিয়ে জয়লাভ করেছিলেন সফিকুল ইসলাম সেন্টু।

প্রসঙ্গত, ২০১৮ সালের মার্চে ঢাকা সিটিতে ডেইজীর মশকনিধনের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ডিএনসিসির ফেসবুক পেজে ওই ভিডিও ও ছবি পোস্ট করে লেখা হয় প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজীর নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ওপরে দাঁড়িয়ে আছেন ডেইজী। দুপাশে দাঁড়িয়ে মশা মারার ফগার মেশিন দিয়ে স্প্রে করছেন দুই কর্মী। ভিডিওটি ওই সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করে।

রিফাতের কাছে ডিভোর্স চেয়েছিলেন মিন্নি

নিউজ ডেস্ক:
হত্যাকাণ্ডের আগের দিন ২৫ জুন দুপুরে রিফাত ও মিন্নি রিফাতের ফুফাত বোন হ্যাপি বেগমের বাসায় গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে ঝগড়া হয়। মিন্নি স্বাধীনভাবে চলাফেরা করতে চেয়েছিলেন। কিন্তু রিফাত তাতে রাজি ছিলেন না। এ কারণে ওইদিন মিন্নি রিফাতের কাছে ডিভোর্স চেয়েছিলেন।

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় গতকাল রোববার বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এমনই সাক্ষ্য দিয়েছেন হ্যাপি বেগম।

একইদিন আদালতে এ হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। তারা হলেন- বরগুনা পৌর কাউন্সিলর ফারুক শিকদার ও জয় চন্দ্র রায়।

সাক্ষ্য প্রদানকালে মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ পর্যন্ত ৩৮ জনের সাক্ষ্য ও জেরা সমাপ্ত হয়েছে।

এদিকে একই আদালতে গতকাল আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি করে সাক্ষীকে হুমকির অভিযোগ তদন্তের আদেশ দিয়েছেন বিচারক মো. আছাদুজ্জামান মিয়া।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন রিফাতকে বরগুনার রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনার সৃষ্টি হয়।

পর দিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ১২ জনকে আসামি করে একটি মামলা করেন, তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে।

পরে মিন্নির শ্বশুর তার ছেলেকে হত্যায় পুত্রবধূর জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলে ঘটনা নতুন দিকে মোড় নেয়।

গত ১৬ জুলাই মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বরিশালে নকল সরবরাহের দায়ে দুই ছাত্রীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
দাখিল পরীক্ষায় নকল সরবরাহের দায়ে জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দুই ছাত্রীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার পরপরই কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র্রী আয়শা আক্তার ও বিলকিস আক্তার ওই পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টা চালায়।

এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা দুই ছাত্রীকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুই ছাত্রীকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে মুজিববর্ষ (২০২০) উদযাপনের সূচনায় সোমবার (৩ ফেব্রুয়ারি) টুঙ্গীপাড়ায় গিয়ে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এসময় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করে রীভা গাঙ্গুলি দাশ বলেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। বাংলাদেশ ও ভারতের সঙ্গে সম্পর্কটা ঐতিহাসিক। আমাদের দুই দেশের সংস্কৃতির মধ্যে একটি দারুণ মিল রয়েছে, এতে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে। এশিয়ান নেতাদের মধ্যে বঙ্গবন্ধু একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা। যে সাহস ও ভিশন নিয়ে তিনি পথ শুরু করেছিলেন, সেটা শেষ করতে পারেননি। তবে তার স্বপ্ন সোনার বাংলা গড়ার ভিশনকে আজ বাস্তবায়িত করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে ভারত সব সময় বাংলাদেশের পাশে ছিল এবং থাকবে।

তিনি বলেন, ১৭ মার্চ থেকে মুজিববর্ষ উদযাপনে আমরা অংশ নিতে প্রস্তুত। আমার বিশ্বাস, মুজিববর্ষে অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় ও গভীর হবে।

এসময় হাইকমিশনারের সঙ্গে তার স্বামী প্রশান্ত কুমার দাশ, প্রথম সচিব (রাজনৈতিক) নবনীতা চক্রবর্তী, প্রটোকল অফিসার নিরাজ কুমার বিলখা, সহকারী কেএমএস রেড্ডি উপস্থিত ছিলেন।

আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।

পরে রীভা গাঙ্গুলি বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু ভবনে কিছু সময় কাটান। পরিদর্শন বইয়েও তিনি তার মন্তব্য লেখেন।

বরিশালে কঠোর নিরাপত্তায় এসএসসি’র প্রথম পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো প্রথম দিনের এসএসসি পরীক্ষা। যথারীতি সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। শেষ হয় দুপুর ১টায়।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৮৩ জন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩’শ ২১ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৭ শ ৬২ জন। কেন্দ্র ১শ ৭৮ টি।
পরীক্ষার্থীরা জানিয়েছেন এবার তাদের প্রস্তুতি বেশ ভালো। প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা দেয়ার আশা করছেন তারা। আর প্রশ্ন ফাঁসের বিরম্বনা না থাকায় স্বস্তিতে রয়েছে অভিভাবকরা।

প্রশ্নফাঁসের কোন গুজব বা অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এধরনের গুজবে কান না দেয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস।

সোমবার সকালে পরীক্ষা শুরুর আগে নগরীর বরিশাল বিএম স্কুল কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।