গরীব শিক্ষার্থীর মাঝে ঝালকাঠি মিডিয়া ফোরামের শিক্ষা উপকরন বিতরন, সকলকে এগিয়ে আসার আহবান

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে গরীব অসহায় শিক্ষার্থীকে শিক্ষা উপকরন বিতরন করেছে ঝালকাঠি মিডিয়া ফোরাম। ২ ফেব্রুয়ারী রবিবার ঝালকাঠি মিডিয়া ফোরামের উদ্যোগে জেলার সদর উপজেলাধীন কালিয়ারঘোপ গ্রামের মানষিক রোগে আক্রান্ত পিতা আলী আকবর মৃধার ৫ম শ্রেনী পড়ুয়া একমাত্র মেয়ের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ঝালকাঠি মিডিয়া ফোরাম এ উদ্যোগ গ্রহন করে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেন ঝালকাঠি মিডিয়া ফোরামের পক্ষ থেকে গরীব ছাত্রীকে স্কুল ড্রেস, স্কুলব্যাগ, বই,খাতা,কলম সহ শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় উপকর কিনে ঝালকাঠি মিডিয়া ফোরাম সদস্য সৈয়দ রুবেল ও মো: ইমাম হোসেন বিমানের মাধ্যমে ছাত্রীর বাড়িতে পাঠিয়ে দেন।

এ বিষয় ঝালকাঠি মিডিয়া ফোরাম সভাপতি মনির হোসেন জানান, সদর উপজোলার কালিয়ারঘোপ গ্রামের একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ২৪ বছর বয়সি হায়দার কিডনি রোগে আক্রান্ত। সে তার পরিবারের তিন ভাইয়ের মধ্যে ছোট হলেও তার একটি ছোট বোন আছে। হায়দারের বাবা ও দুই বড় ভাই মানষিক রোগে আক্রান্ত হওয়ায় সংসারে হায়দার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো। হায়দার বিগত এক বছর ধরে কিডনী রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার কিছুদিন পরে এলাকাবাসীর সহযোগীতায় আমাদের সংগঠনের সদস্য মো : ইমাম হোসেন বিমান আমাদেরকে জানায়। আমরা কতিপয় সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে হায়দারের চিকিৎসা সাহায্যার্থে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ স্থানীয় বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশে হায়দারের চিকিৎসা সাহায্যার্থে অনেকেই এগিয়ে আসেন। সেই সাথে তার চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হলে আমাদের মাধ্যমে বিভিন্ন সময় রক্ত সংগ্রহ পূর্বক তাকে রক্ত দিয়ে সহযোগীতা করি। গত ২৪ জানুয়ারী দিবাগত রাতে হায়দার ইন্তেকাল করলে তার ভূমিহীন পরিবারটি অসহায় হয়ে পরে। হায়দারের পরিবারের কোন বসতঘর নেই। হায়দারের ছোট বোনটি ৫ম শ্রেনীতে পড়ে। তার স্কুলে যাবার মত কোন ভালো পোশাক, ও শিক্ষা উপকরন না থাকায় আমাদের পক্ষথেকে ঝালকাঠি মিডিয়া ফোরাম সদস্য মো: ইমাম হোসেন বিমানের মাধ্যমে শিক্ষা উপকরন কিনে হায়দারদের বাড়ীতে পাঠিয়ে দেই।

ঝালকাঠিতে গত বছর বিজয় দিবসে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন করে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে একঝাঁক তরুন সাংবাদিকদের নিয়ে মুক্তমনের সাংবাদিকতা, একইসাথে আর্তমানবতার সেবায় সকলকে নিয়োজিত করার লক্ষ নিয়ে সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের আত্মপ্রকাশ করে। আর তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের আর্তমানবতার সেবা চলমান থাকবে। আমরা আশাকরি আমাদের মত ঝালকাঠির অনান্য সাংবাদিক বৃন্দ,রাজনৈতিক, শিক্ষানুরাগী, সামাজ সেবকরা এগিয়ে আসলে হায়দারের মা তার পরিবারের অসুস্থ স্বামী, মানষিক রোগী দুই সন্তান ও একমাত্র মেয়েকে নিয়ে বাচঁতে পারবে বলে আমরা মনে করি।

ঝালকাঠি গাবখান সেতুর টোল প্লাজায় জাহিদ হত্যা খুনি মিজান ও মিরাজের বিরুদ্ধে অভিযোগ গঠন

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি গাবখান সেতুর টোল প্লাজায় প্রায় চার বছর আগে সংগঠিত জাহিদ হত্যা মামলায় চার্জশিটভুক্ত দুই আসামী মিজান খলিফা ও মিরাজ মৃধার বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান দ-বিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় আসামীরা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু। তাকে সহায়তা করেন বাদি নিয়োজিত আইনজীবী মো. আক্কাস সিকদার। আসামী পক্ষে ছিলেন এ্যাড. আব্দুল আলীম। আদালত সূত্রে মামলার বিবরনে জানা যায়, ২০১৬ সালের ১০ মে ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় টোল আদায়ের কাজ করছিল একই এলাকার মো. ফারুক হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২৭)। সকাল ৯ টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির খানের ক্যাডার হিসেবে পরিচিত মিজান খলিফার মালিকানাধীন একটি ট্রলিতে টোল দাবি করলে জাহিদের ওপর ক্ষিপ্ত হয় মিজান খলিফা। একই দিন সন্ধ্যা ৬ টার দিকে টোলপ্লাজায় ডিউটি করা কালে মিজান খলিফা ও মিজান মৃধা লোহার রড ও পাইপ নিয়ে হামলা চালায় জাহিদের ওপর। এসময় জাহিদের মাথায় মারাত্মক জখম করে মিজান ও মিরাজ পালিয়ে যায়। টোল প্লাজার কর্মীরা জাহিদকে উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৬ মে জাহিদ মারা যায়। জাহিদ মারা যাওয়া আগেই জাহিদের বাবা ফারুক হোসেন ঝালকাঠি থানায় দ-বিধির ৩২৩,৩২৪,৩২৬ ও ৫০৬ ধারায় একটি হত্যা চেস্টা মামলা দায়ের করেন। জাহিদ মারা যাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা এস.আই গৌতম কুমার ঘোষ আদালতের অনুমোতি নিয়ে একই বছর ৩১ ডিসেম্বর দ-বিধির ৩২৩,৩০২.৩৪ ও ৫০৬ ধারায় আসামী মিজান ও মিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ৭ জুলাই মামলাটি বিচারের জন্য ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে নথিভুক্ত হয়। দুই আসামী হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে প্রায়ই আদালতে গড় হাজির থাকে এবং অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করে। ২০১৯ সালের ৩ মার্চ জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়। রবিবার মামলার ধার্য্য তারিখে দুই আসামী অনুপস্থিত থেকে তাদের আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন এবং অব্যহতির দরখাস্ত শুনানীর জন্য সময়ের আবেদন করলে আদালতের বিচারক সময়ের আবেদন এবং অব্যহতির আবেদন না মঞ্জুর করে আসামীর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন এবং অভিযোগ গঠন করেন। আগামী ০১ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

বরিশাল শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

মোঃ শাহাজাদা হীরা:
আজ ২ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায়। শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় বরিশাল এর আয়োজনে। বিদ্যালয় অডিটোরিয়ামে, প্রথমবারের মতো বরিশাল শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় ও ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মোঃ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় সুব্রত বিশ্বাস দাস, সিনিয়র সহকারী শিক্ষক অত্র বিদ্যালয় এমাদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করে নেয়া হয়। বরন শেষে অতিথিবৃন্দরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের জীবন গঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ‌র‌্যালি ও আলোচনা সভা

মোঃ শাহাজাদা হীরা:
সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই, এবারের এ প্রতিপ্যাদ্য বিষয় নিয়ে আজ ২ ফেব্রুয়ারি সকাল ৯ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সহযোগিতায়। সার্কিট হাউজ চত্বরে, জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২০ এর শুভ উদ্বোধন করেন। সেখান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল।

 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ ফরহাদ সরদার, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হরিদাস শিকারী, উপ-মহাব্যবস্থাপক বিসিক বরিশাল জালিস মাহমুদ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরিশাল সদর উপজেলা অবনী মোহন দাস, সংস্কৃতি জন এস এম ইকবাল, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব আবুল কালাম আজাদসহ হোটেল রেস্তোরাঁ মালিক, শিল্প প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপস্থিত ছিলেন। শেখানে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইনের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা দিবসের তাৎপর্য তুলেধরে আলোচনা করেন।

বসন্তের আগমনী বার্তা: মুকুলে ছেয়ে গেছে আম গাছ

ঋতুরাজ বসন্তের আগেই দক্ষিণ অঞ্চলে আমের মুকুল জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা। দেরিতে হলেও শীতল বাতাসে এখন আমের মুকুলের মৌ মৌ গন্ধে ভরে যাচ্ছে আমগুলো।

 

শহর থেকে গ্রাম-গঞ্জে সর্বত্র আম গাছগুলো তার মুকুল নিয়ে হলদে রঙ ধারণ করে চলেছে এক অপরূপ সাজে। সরেজমিনে দেখা যায়, বরিশাল নগরী থেকে শুরু করে সব বরিশাল সদর উপজেলার ইউনিয়নগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে যাচ্ছে গাছের প্রতিটি ডালপালা।

 

চারদিকে ছড়াচ্ছে মুকুলের সুবাসিত ঘ্রাণ। তবে এবারো আমের ফলন নির্ভর করছে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন এই জেলার বাসিন্দারা। আম বলতে এক সময় উত্তরের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীকেই বোঝাতো। কিন্তু বর্তমানে বরিশাল দক্ষিণ অঞ্চলে ছোট-বড় বহু আমবাগান রয়েছে।

 

এ বিষয় বরিশাল জেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা হরিদাস শিকারী জানান, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে আমের মুকুল দেরিতে এসেছে।

 

তবে আমের মুকুল আসার আগে-পরে যে আবহাওয়ার প্রয়োজন, এখানো তা বিরাজমান রয়েছে। ডিসেম্বরের শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আম গাছে মুকুল আসার আদর্শ সময়।

 

এসময়ে মুকুলের প্রধান শত্রু কুয়াশা। গাছে নতুন পাতা না আসা পর্যন্ত কুয়াশা কম এবং আকাশে উজ্জ্বল রোদ থাকায় আমের মুকুল সম্পূর্ণ প্রস্ফ‚টিত হওয়ার সম্ভাবনা শতভাগ। কিছু গাছের মুকুলে পাথরদানা দেখা গেলেও এতে ক্ষতির কিছু নেই। এবার গাছে যতটুকু মুকুল এসেছে পাথরদানার কারণে আমের ফলন তেমন ব্যাহত হবে না।

জানা যায়, আমের ফলন বাড়াতে খুব বেশি কষ্ট করতে হয় না। সংশ্লিষ্টরা একটু সতর্ক হলেই শতভাগ ফলন পাওয়া সম্ভব। সাধারণত আমের মুকুল আসার পর হোপার পোকার আক্রমণ ও অ্যানথ্রাকনোজ রোগ হয়ে থাকে। এজন্য আমের গুটি মটর দানার মতো হওয়ার পর দুইবার গাছে কীটনাশক স্প্রে করতে অনেককে পরামর্শ দেয়া হয়।

 

প্রতি লিটার পানিতে মেশাতে হবে ইমিডাক্লোপ্রিড গ্রুপের তরল কীটনাশক ০.২৫ গ্রাম। আর দানাদার কীটনাশক হলে ০.২ গ্রাম। এর সাথে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক ০.২ গ্রাম। এই নিয়মে আম গাছে কীটনাশক স্প্রে করতে হবে। এতে আম গাছ পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে এবং ভালো ফলন হবে।

নগরীর গোরস্তান রোড এলাকার সবুজ রুবেল সহ কয়েক ব্যক্তি জানান, বাড়ির আশপাশে বিভিন্ন জাতের আম গাছ রয়েছে। ইতোমধ্যে এসব গাছে মুকুল আসা শুরু হয়েছে।

 

গাছের পুরো মুকুল ফুটতে আরো কয়েক সপ্তাহ লাগবে বলে তিনি জানান। তারা আরো জানান, মৌসুমের শুরুতে আবহাওয়া অনুক‚লে না থাকায় অনেক পরে মুকুল দেখা গেছে। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ মৌ গন্ধে মানুষের চোখে ভাসছে স্বপ্ন।

 

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, প্রচুর পরিমানে আম গাছে মুকুল ধরেছে। এর মধ্যে বরিশাল নগরীর বগুড়া রোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনের গাছটি দেখলেই বুঝা যায় যে বসন্ত এসে পড়েছে। শুধু ওখানেই নয় এভাবে বরিশাল নগরীর কর ভবনের সামনেসহ অধিকাংশ আম গাছেই মুকুল ধরেছে।

 

এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের তথ্যমতে জানা যায়, কিছু কিছু এলাকায় আম মুকুলে ডেকে যাচ্ছে ডালপালা, প্রায় বিগত বছরগুলোতে যে সব আমগাছে ফলন হতো, তা অধিকংশ গাছে মুকুলের দেখা মিলছে না। তবে তারা জানান, আবহাওয়া অনুক‚লে থাকলে দুই এক সপ্তাহের মধ্যে আম মুকুল আসবে।

পটুয়াখালীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক ৩

পটুয়াখালীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা সদর উপজেলার হাজিখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে পটুয়াখালী সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।

আটকরা হলেন- রুহুল আমিন (২১), রুবেল (৩৭) ও হামিদুর রহমান (১৯)। এদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকায়।

শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাজিখালী এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৪০ বোতল ফেনসিডিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটক তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।

বিমান বাংলাদেশে চাকরির সুযোগ

জব ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ‘ফার্স্ট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

ফার্স্ট অফিসার (বোয়িং-৭৭৭-৩০০ইআর)

পদসংখ্যা

মোট ১০ জন

যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীকে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) থেকে ‘এপিটিএল ইস্যুড’ অধিকারী হতে হবে। ফার্স্ট অফিসার পদের জন্য চার হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত।

সূত্র : প্রথম আলো, ২৯ জানুয়ারি, ২০২০

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ৩ শতাধিক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জনেরও বেশি মানুষ। খবর আলজাজিরার।

হুবেইপ্রদেশ থেকে ছড়ানো এ প্রাণঘাতী ভাইরাসে চীনের ৩১টি প্রদেশের সব এবং বিশ্বের অন্তত ২৬ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও অষ্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ।

হুবেইপ্রদেশেই নতুন করে ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উহান শহরে এখন পর্যন্ত আড়াইশর বেশি মানুষ মারা গেছেন।

তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি বলে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীরা জানিয়েছেন।

এ ভাইরাসে প্রকৃত মৃতের সংখ্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লুকাচ্ছে বলে তাদের দাবি। চীনা নাগরিকদের অভিযোগ, করনোভাইরাস ঠেকাতে কর্তৃপক্ষের নেয়া উদ্যোগ যথেষ্ট নয়।

এ ক্ষেত্রে কর্তৃপক্ষের ধীরগতির কথা স্বীকার করে নিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির উহান পৌর শাখার সেক্রেটারি মা গুয়োকিয়াং। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি অপরাধী, অনুতপ্ত বোধ করছি। আগেই যদি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কঠোর করা হতো, তা হলে এখন ফল অনেক ভালো হতো’।

তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দাবি, এই সংকট কাটিয়ে ওঠার ক্ষমতা চীনের রয়েছে।

শাকিব মৌসুমী ও পপির ঝলক দেখলেন চরফ্যাশনবাসী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীদের চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ চরফ্যাশনবাসী। একমঞ্চে মৌসুমী, পপি, শাকিব খান ও রিয়াজের মতো তারকা পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা।

শনিবার বিকালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছরপূর্তিতে এ আয়োজন করা হয়।

তারকারা এদিন হেলিকপ্টারে চরফ্যাশন যান। তাদের আসা উপলক্ষে চরফ্যাশনবাসী ছিলেন দিনভর রোমাঞ্চিত। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করতে মঞ্চে আসেন নায়ক রিয়াজ। এর পর আসেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি মঞ্চে উঠেই ‘চারদিকে শুধু তুমি’ ও মৌসুমী শিরোনামের গানের সঙ্গে কোমর দোলান।

এর পর মঞ্চে আসেন চিত্রনায়িকা পপি। সহশিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।

শাকিব খান, রিয়াজ, মৌসুমী ও পপির পরিবেশনায় মেতে ওঠেন দর্শক, কলেজের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা। এ ছাড়া তারকাদের দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা উৎসুক জনতাও তৃপ্ত হন নজরকাড়া এই পারফরম্যান্সে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কয়ছার আহম্মেদ দুলাল।

নয়াপল্টনে ‘ইভিএম পুড়িয়ে’ বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল সমর্থনে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে দলটির কয়েকজন নেতাকর্মী। এ সময় প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়িয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, রাজধানীতে স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে হরতাল।

তিনি বলেন, সরকার বিএনপির হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে।

এদিকে হরতাল ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে মাঠে রয়েছে বিজিবিও।

ঢাকার দুই সিটি নির্বাচনের ফল বর্জন করে শনিবার রাতে রাজধানীতে হরতালের ডাক দেয় বিএনপি। এতে সমর্থন দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

বিএনপির ডাকা হরতালে বাস চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি।

শনিবার রাতে বিএনপি হরতালের ঘোষণা দেয়ার পরপরই সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, রোববার রাজধানীতে বাস চালবে।