সভাপতি সাকিল সম্পাদক মাহিদুল ঝালকাঠিতে ইয়ুথ এ্যাকশন সোসাইটির কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে সমাজের সামগ্রিক উন্নয়ন মুলক সংগঠন ইয়ুথ এ্যাকশন সোসাইটির কমিটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে সিটি পার্ক সংলগ্ন শহীদ মিনার চত্বরে সভায় এ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। এতে মোঃ শাকিল হাওলাদার রনি কে সভাপতি, মোঃ মাহিদুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যরা হলেন আবির হোসেন রানা সহ-সভাপতি ও মোঃ গোলাম রাব্বি খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন তালুকদার ও মেহেদী হাসান ইমরান, মোঃ সাব্বির হোসেন রানা সাংগঠনিক সম্পাদক, উপ-সাংগঠনিক শিরিন সুলতানা, মোঃ তরিকুল ইসলাম শুভ অর্থ সম্পাদক, ফেরদৌস কবির অভিক দপ্তর সম্পাদক, রবিন চন্দ্র প্রচার সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক: মিতু আক্তার, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা, ক্রীড়া সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, অনুষ্ঠান সম্পাদক মোঃ রাহাত মুন্সি, প্রশিক্ষণ সম্পাদক রাফায়েল সিয়াম, ত্রান ও দুর্যোগ সম্পাদক মোঃ আতিকুর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ রাইয়ান বিন কামাল, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ হিজবুল্লাহ। আগামী ২ বছরের জন্য এ কমিটি ঘোষনা করা হয়।

মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমানর’র মৃত্যুতে বিআরইউ’র শোক

বীর মুক্তিযোদ্ধা, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোকলেসুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন। শুক্রবার  (৩১ জানুয়ারী) দিবাগত রাত ১২ টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার এ মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ , সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও  বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

কাজী রানা’র মৃত্যুতে বিআরইউ’র শোক

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির ইদ্দিন বাবুলের মেঝ পুত্র দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী আনোয়ার পারভেজ রানা ইন্তেকাল করেছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি ) রাত দেড় টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার এ মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ , সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বরিশালে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল নগরীর পুরানপাড়া মডেল কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, খন্দকার ইলিয়াস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

সাংবাদিক কাজী রানার দাফন সম্পন্ন

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেঝ পুত্র ও দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী আনোয়ার পারভেজ রানা (৩৩) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শেবাচিম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)।

তিনি স্ত্রী, মা, বাবা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ যোহর মরহুমের জানাজা শেষে কাশিপুরস্থ পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।

এদিকে সাংবদিক রানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল-১ আসনের এমপি (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ, সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, রিপোর্টাস ইউনিটিরি সভাপতি সুশান্ত ঘোষ, নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি হাসিবুল ইসলাম, সাধারন সম্পাদক খন্দকার রাকিব, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা সিটি নির্বাচনে ভোট দিলেন পটুয়াখালীর মেয়র! (ভিডিও)

ঢাকা দক্ষিণ সিটিতে ভোট দিয়েছেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ! তার গলায় দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছবি সম্বলিত কার্ড ঝুলতে দেখা গেছে।

ইভিএমে ১ মিনিটের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ভোট দিয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি।

ভোট দেয়ার বিষয়টি প্রথমে আর্ন্তজাতিক বার্তাসংস্থা ভয়েস অব মেরিকার সাংবাদিকের কাছে স্বীকার করলেও যমুনা টিভির সাংবাদিকদের সামনে অস্বীকার করেন এই মেয়র। শুধু কৌতূহলবশত ঢাকায় ভোটগ্রহণ দেখতে এসেছেন বলে জানান তিনি।

শনিবার সকালে ভোটকেন্দ্রে ভয়েস অব মেরিকার সাংবাদিকদের মুখোমুখি হন পটুয়াখালীর পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ।

ভোট দিয়েছেন বলে সহজ স্বীকারোক্তি দিয়ে তিনি বলেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই। বিএনপি গুজব ছড়িয়েছে। আমি ১ মিনিট থেকে সোয়া মিনিটের মধ্যে ভোট দেয়া কমপ্লিট করেছি।

মহিউদ্দিন আহমেদ বলেন, এটা সত্য যে, সকালবেলা ভোটার উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখছি। দেখুন লাইনে অনেক লোক দাঁড়িয়ে আছে।

ভয়েজ অব আমেরিকার সঙ্গে এমন বক্তব্য দেয়ার পর পরই বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন।

এ সময় ভোট দেয়ার কথাটি অস্বীকার করেন তিনি।

ভয়েস অব আমেরিকাকে দেয়া তার বক্তব্য উল্লেখ করে ভোট দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আসলে আমি পটুয়াখালীর মেয়র, আমি এখানে ভোট দেই কীভাবে? আমি জাস্ট দেখতে এসেছি।

ভোটকেন্দ্রের কাছাকাছি না ঘুরতে ডিএমপি কমিশনারের নির্দেশনার বিষয়টি উল্লেখ করলে মেয়র জানান, আমরা কেন্দ্রের পাশে ছিলাম না। কেন্দ্র থেকে মিনিমাম ১০০ গজ দূরে অবস্থান করেছি আমরা।

ভয়েজ অব আমেরিকার সঙ্গে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের কথপোকথনের ভিডিওটি দেখুন –

বরিশালে জ্বীন ছাড়ানোর নামে পানিতে চুবিয়ে হত্যা

শামীম আহমেদ ॥ বরিশালের বাকেরগঞ্জে চিকিৎসার নামে এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে কথিত এক ফকিরের বিরুদ্ধে। জ্বীনের আছর ছাড়ানোর নামে শুক্রবার দুই দফা তাকে পানিতে চুবিয়ে লুকিয়ে রাখার পর ওই রাতেই তার লাশ পাশ্ববর্তী বাগানে ফেলে রাখে তারা।

এ ঘটনার পর অভিযুক্ত রিয়াজ ফকির ও তার সহযোগীরা আত্মগোপন করলেও রিয়াজের বোন অনিকা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। মৃতের নাম কালাম মৃধা (৪৮)। সে পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত তুজম্বর মৃধার ছেলে। নিহত কালামের স্ত্রী পারভীন বেগম (৩০) জানান, সাম্প্রতিক সময়ে তার স্বামী অস্বাভাবিক আচরণ করছিলো।

জ্বীনে ধরেছে ধারণা করে জ্বীনের আছর ছাড়াতে স্বামীকে নিয়ে গত শুক্রবার সকালে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের রিয়াজ ফকিরের কাছে নিয়ে যান। ওইদিন সকাল ১০টায় এবং বিকেল ৪টায় রিয়াজ ফকির তার বাড়ির পুকুরে দুই দফা তার স্বামীকে চুবায় এবং লাঠি দিয়ে মারধর করে। এতে কালাম মৃধা অসুস্থ্য হয়ে পড়লে তাকে রিয়াজ ফকির একটি ঘরে আটকে রাখে। ওই রাতে তার স্বামীকে রিয়াজ ফকির তার বোন অনিকার বাসায় লুকিয়ে রাখে এবং তার স্ত্রীকে স্বামী সুস্থ্য আছে বলে জানায়। রাতেই কালামের মৃত্যু হলে রিয়াজ ফকির বাড়ির পাশে একটি বাগানে নিয়ে তার লাশ ফেলে রাখে।

শনিবার সকালে প্রতিবেশীরা বাগানে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানান, রিয়াজ ফকির ও চাচাতো ভাই অসীম ফকির দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।

ঘটনাস্থল পরিদর্শনকারী বরিশাল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, কালামকে পুকুরের পানিতে চুবিয়ে এবং শারীরিক নির্যাতন করে হত্যার পর তার লাশ বাগানে ফেলে রাখে কথিত ফকিররা। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত রিয়াজ ফকির ও সহযোগীরা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য তার বোন অনিকা বেগমকে আটক করা হয়েছে। অভিযুক্ত পলাতকদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ।

২ সিটিতে এমন নির্বাচন চাইনি: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও এজেন্টদের বের করে দেয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ‘এমন ভোট আমরা চাইনি। এখনও চাই না।’

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমাদের নির্দেশ, এমন ঘটনা যদি ঘটে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।

নির্বাচনী পরিস্থিতি শান্ত রাখতে প্রার্থী, ভোটার এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলে, ভোটের পরিবেশ যেন বজায় থাকে। তবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি।

ভোটার উপস্থিতি সম্পর্কে নুরুল হুদা বলেন, সকাল থেকে যা দেখলাম, এখন পর্যন্ত (বেলা সোয়া ১১টা) ভোটার উপস্থিতি ভালো না। দেখলাম এই কেন্দ্রে (উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে) ২৭৬ জন ভোটার এখন পর্যন্ত এসেছে। আশা করছি, পরে আরও আসবে।

তিনি বলেন, সকালের দিকে যে দু-একটি কেন্দ্র পরিদর্শন করেছি সেখানেও লোকজন কম ছিল।

নূরুল হুদা বলেন, আমরা ভোটের পরিবেশ সৃষ্টি করেছি। আমাদের যে দায়িত্ব সেটা পরিপূর্ণভাবে সম্পন্ন করেছি-রিটার্নিং অফিসার,

আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগসহ সব কিছু। আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। তিনি বলেন, যারা প্রার্থী, নির্বাচনে অংশগ্রহণ করছে ভোটার আনার দায়িত্ব তাদের বেশি।

ভোলা মাতাতে ঢাকা ছাড়লেন শীর্ষ তারকারা

বিনোদন ডেস্ক:

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ। ঠিক ভোটের দিন সকালেই ঢাকা ছেড়ে  ভোলার উদ্দেশ্যে উড়াল দিলেন ঢালিউডের একঝাঁক তারকা শিল্পী।

ভোলার চরফ্যাশন সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে অংশ নিতেই আজ সকাল ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ হেলিকপ্টারে করে ভোলার উদ্দেশ্যে উড়াল দেন শাকিব খান, রিয়াজ, সাইমন সাদিক, মৌসুমী, পপি ও তমা মির্জা।

এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ দশ বছর পর একমঞ্চে পারফর্ম করছেন শাকিব খান ও পপি। আজ বিকেলে চরফ্যাশন সরকারি কলেজের অনুষ্ঠানের মঞ্চে নিজেদের অভিনীত সিনেমার গানের সঙ্গে নাচ করবেন  এক সময়ের জনপ্রিয় এ জুটি। তাদের সঙ্গে আরও মঞ্চ মাতাবেন সাইমন ও তমা মির্জা।

জানা গেছে অনুষ্ঠানে, একক নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা মৌসুমী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নায়ক রিয়াজ। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেনে নিন ৫০টি বিপজ্জনক পাসওয়ার্ড!

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

২০১৯ সালেও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটা ৫০ লাখ ফাঁস হওয়া পাসওয়ার্ড বিশ্লেষণ করে দেখে ৫০টি পাসওয়ার্ডকে হ্যাকারদের সবচেয়ে শেয়ার করা পাসওয়ার্ড হিসেবে উল্লেখ করেছে। বিশেষজ্ঞরা এসব ‘বিপজ্জনক’ পাসওয়ার্ড এখনই ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছেন।

সেই ৫০টি বিপজ্জনক পাসওয়ার্ডের তালিকা:
123456
123456789
qwerty
password
1234567
12345678
12345
iloveyou
111111
123123
abc 123
qwerty 123
1 q2 w3 e4 r
admin
qwertyuiop
654321
555555
lovely
7777777
welcome
888888
princess
dragon
password1
123 qwe
666666
1 qaz2 wsx
333333
michael
sunshine
liverpool
777777
1 q2 w3 e4 r5 t
donald
freedom
football
charlie
letmein
!@#$%^&*
secret
aa 123456
987654321
zxcvbnm
passw0 rd
bailey
nothing
shadow
121212
biteme
ginger