নবনির্বাচিত মেয়র তাপসকে শুভেচ্ছা জানালেন বরিশাল সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফুলের শুভেচ্ছা জানান বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী ৭৩৯টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৫০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।

অপর দিকে দক্ষিণের ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট, তার নিকটততম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।

শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবারই প্রথম প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলো।

আজহারীর জন্য অঝোরে কাঁদলেন মাওলানা আবুল কালাম আজাদ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:

ওয়াজ মাহফিলে বক্তব্য দেয়ার সময় বর্তমান সময়ের আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারীর জন্য অঝোরে কাঁদলেন আরেক বক্তা মাওলানা আবুল কালাম আজাদ বাশার।

শনিবার আবুল কালাম আজাদ বাশারের ওয়াজ মাহফিলের একটি ভিডিও আপলোড করেছে রোজটিভি২৪।

ওই ভিডিওতে দেখা গেছে, বক্তব্যের শুরুতে মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা নিয়ে কথা বলছেন আবুল কালাম আজাদ বাশার।

বাশার বলেন, ‘আমাদের কুমিল্লার কৃতী সন্তান। বাংলাদেশের ইতিহাসে কোনো বক্তার মাহফিল শোনার জন্য এত যুবক একসঙ্গে একত্রিত হয়েছে আমার জানা নেই। এ দেশের যুবকরা সিনেমা দেখা ছেড়ে দিয়েছে। তারা ফুটবল ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে। ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রী পর্যন্ত এখন আমার আজহারীর মাহফিল শোনার জন্য পাগল হয়ে গিয়েছে।’

‘যে যুবকদের আমি পারিনি সিনেমা হল থেকে ফেরাতে, আমি পারিনি তাদের ক্রিকেট খেলার মাঠে থেকে কোরআনের তাফসির মাহফিলে আনতে। কিন্তু আমার এক ভাই, আল্লাহর এক বড় নেয়ামত উনার মাহফিলে এক হাজার, ১০ হাজার, ২০ হাজার যুবক লাখ লাখ একত্রিত হচ্ছে।’

বাশার আরও বলেন, ‘কোরআনের কথা শুনতে যদি যুবক যায়, কোনো ছাত্র যখন টুপি মাথায় দিয়ে মাদ্রাসায় যায় আমার অন্তরে আনন্দের হিন্দোল বয়ে যায়।’

‘যখন মসজিদের দিকে মুসল্লি যায়, আনন্দে আমার অন্তর লাফায়। মাহফিলে যখন যুবকরা যায়, কথা ছিল আনন্দে আমার মন লাফাবে। কিন্তু কেন যায়, আজকে আমার আজহারীর বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘হয় তো আমার এই প্রিয় ভাইটিকে এই মাঠে কথা বলতে দেবে না। আলেমরা পেছন থেকে জামা টেনে ধরে, এটা কেমন চরিত্র।’

ঢাকা উত্তরে তাবিথের চেয়ে এগিয়ে আতিকুল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোট ১ হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৭৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

ঘোষিত ফলাফলে দেখা যায়, উত্তরে ৬১৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন৷ তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৩৪। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।

এ ছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনে শেখ ফজলে বারী মাসউদ পেয়েছেন ১৫ হাজার ৯৩৫ ভোট।

বাঘায় পদ্মার চরে পিঁয়াজের বাম্পার ফলন!

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে পিঁয়াজের বাম্পার ফলন হয়েছে। পিঁয়াজ তুলতে ব্যস্ত চাষীরা। পিঁয়াজ উত্তোলন করতে শত শত শ্রমিক কাজ করছেন। বর্তমানে দাম পেয়ে খুশি চাষীরা।

শনিবার উপজেলার আড়ানী হাটে খুরচা হিসাবে প্রতিকেজি ১২০ টাকায় বিক্রি হয়েছে।

পলাশি-ফতেপুর চরের এনাত হোসেন জানান, বিভিন্ন এনজিও ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে পিঁয়াজ আবাদ করেছি। পিঁয়াজ তুলে তাদের টাকা পরিশোধ করব।

তিনি জানান, বাজারে প্রতি মণ পিঁয়াজ পাইকারী হিসাবে বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায়। কিন্তু প্রতি মণ পিঁয়াজের গড় উৎপাদন খরচ হয়েছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা। তারপরও খরচ বাদ দিয়ে উৎপাদিত পিঁয়াজ বিক্রি করে মণপ্রতি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা ঘরে আসছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পিঁয়াজ আবাদ হয়েছে। চলতি মৌসুমে ৮৮০ হেক্টর জমিতে পিঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০০ হেক্টর।

চকরাজাপুর চরের আমিন সিকদার জানান, চলতি মৌসুমে যারা পিঁয়াজ আবাদ করেছে, ইতিমধ্যে তারা বিক্রি করতে শুরু করেছে। এ বছর ১০ বিঘা জমিতে পিঁয়াজ উৎপাদন খরচ হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। ইতিমধ্যে ১ বিঘা জমির আগাম জাতের পেঁয়াজ উঠান হয়েছে। দাম ভালো পেয়েছি।

টিকটিকিপাড়া চরের আঞ্জু মোল্লা জানান, বর্তমানে যে দাম আছে সেটা না থাকলে পিঁয়াজ চাষ করে লাভবান হওয়া মুশকিল হয়ে পড়বে। কারণ বীজ ও অন্যান্য দ্রব্য সার কিটনাশকের দাম আগের চেয়ে বেশি।

পলাশি-ফতেপুর চরের মহিলা শ্রমিক জয়গন বেগম, পারভীন আক্তার, নাসিমা বেগম জানান, চলতি মৌসুমে আগাম জাতের পিঁয়াজ উৎপাদন করে চরের অধিকাংশ চাষী লাভবান হয়েছেন। পাশাপাশি আমরা কাজ করে টাকা রোজগার করে সংসার চালাতে সুবিধা হচ্ছে। আগাম জাতের পিঁয়াজ চাষে শ্রমিকরা কাজ করে সঙ্গে সঙ্গে মুজুরি পেয়ে খুশি।

চকরাজাপুর চরের পিঁয়াজ চাষী বাবলু দেওয়ান জানান, দাম ভালো ও আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ১৬ বিঘা জমিতে পিঁয়াজ চাষ করেছি। এবার বাম্পার ফলন হয়েছে।

গড়গড়ি ইউনিয়নের চরের স্থানীয় সাবেক মেম্বার রেজাউল করিম জানান, গত বছর ন্যায্য মূল্য না পেয়ে এ বছর অনেকে পিঁয়াজ চাষ কমিয়ে দিয়েছিলাম। গতবারের কথা না ভেবে এবার যারা বেশি পিঁয়াজ চাষ করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

বাঘা হাটের পিঁয়াজ ব্যবসায়ী নজমুল হোসেন জানান, মোকামে পিঁয়াজের যথেষ্ট চাহিদা আছে। পিঁয়াজ নিয়ে কৃষকদের কোনো চিন্তা নেই। সরকার যদি এলসি ও ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে চাহিদা ও দাম থাকবে।

আড়ানী হাটের ব্যবসায়ী ইমরান হোসেন জানান, ঢ্যামনা ও চারা পিঁয়াজ নামে দুই ধরনের পিঁয়াজ এলাকায় চাষ হয়ে থাকে। চারা পিঁয়াজের দীর্ঘ সময় মজুদ রাখা যায়। এই পিঁয়াজ বেশি আবাদ হয় উপজেলার পদ্মার চরাঞ্চলে। এই ধরনের পিঁয়াজের বাজার থাকলে আগামীতে উৎপাদনে মনোযোগী হবেন চরাঞ্চলের কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, উপজেলা সর্বত্র কম-বেশি পিঁয়াজের চাষ হয়েছে। উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে যে পরিমাণ পিঁয়াজ চাষ হয়েছে তার চেয়ে বেশি চাষ হয়েছে শুধু পদ্মার চরাঞ্চলে। গত বছরের চেয়ে এ বছর ভালো দাম পাচ্ছে কৃষকরা।

নির্বাচন সুষ্ঠু হয়েছে, পদত্যাগ করবেন না সিইসি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেছেন, আমি পদত্যাগ করব না।

শনিবার রাতে নির্বাচন ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।

এর আগে ভোটগ্রহণ নিয়ে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সিইসি।

ওই দুই বৈঠকে রাজনৈতিক দল দুটি নির্বাচনে অনিয়মের অভিযোগ করে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থতার দায়ে তার পদত্যাগ দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

দলটির ওই দাবি প্রসঙ্গে জানতে চাইলে সিইসি সরাসরি বলেন, আমি পদত্যাগ করব না।

ভোটগ্রহণ কেমন হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ভোট ভালো হয়েছে, সুষ্ঠু হয়েছে। যারা ভোট দিতে গিয়েছেন, তারা সবাই ভোট দিয়েছেন। কেউ বলেনি, ভোট দিতে গিয়েও পারেননি। কত শতাংশ ভোট পড়েছে তা বলা যাচ্ছে না। তবে ৩০ শতাংশের নিচে ভোট পড়েছে বলে মনে হয়।

ভোটগ্রহণের সময়ে বিভিন্ন প্রার্থীর এজেন্ট বের করে দেয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, এজেন্ট বের করে দেয়ার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। আমি যে কেন্দ্রে ভোট দিতে গিয়েছি সেখানে সব দলের এজেন্ট ছিল। আর এজেন্টদের ভোটকেন্দ্রে যাওয়ার দায়িত্ব তাদের।

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হলে অভিযোগ করতে হবে। এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি, নির্বাচন কমিশনও পায়নি।

ইভিএমে ভোটগ্রহণের বিড়ম্বনার অভিযোগের বিষয়ে তিনি বলেন, যারা ইভিএমে ভোট দিয়েছেন, তারা কেউই বিরোধিতা করেনি। ইভিএম খারাপ সে কথাও কেউ বলেনি। ভোট দেয়া জটিল কেউ কেউ বলেছে। এ কারণে ভোট দিতে দেরি হয়েছে।

তবে অধিকাংশ ভোটার বলেছে, ইভিএমে ভোট দিয়ে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেছে। ইভিএমে সহজে-সঠিকভাবে ভোট দেয়া সম্ভব হয়েছে।

ভোটারদের আঙ্গুলের ছাপ রেখে ভোট দেয়ার আগে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি।

বানারীপাড়ায় দন্ডপ্রাপ্ত আসামী রাসেল বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া:
বরিশালের বানারীপাড়ায় পৃথক দু’টি চেক ডিজঅনার মামলায় দেড় বছরের সাজা ও ৮ লাখ ৯০ হাজার টাকা জড়িমানার দন্ডপ্রাপ্ত আসামী কাচাঁমাল ব্যাবসায়ী মো.রাসেল বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো.জাহিদ হোসেন ও এএসআই মো.লিটনের নেতৃত্বে¡ অভিযান চালিয়ে পৌর শহরের কুন্দিহার এলাকা থেকে বন্দর বাজারের কাচাঁমাল ব্যাবসায়ী মো.রাসেল বেপারীকে গ্রেফতার করেন। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে জিআর ৬২/১৯ মামলায় ১ বছরের সাজা ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা জড়িমানা আদায় এবং সিআর ২৯৮/১৮ মামলায় ৬ মাসের সাজা ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায়ের রায় দেন। আদালতের এ রায়ের পর থেকে সে পলাতক থাকায় শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেণ।

নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আ’লীগ: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দুই সিটি নির্বাচনে নানা অভিযোগ তোলে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে ভোটারদের ভোট দিতে না দেয়া, এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোট দিতে বাধা, ইভিএম ব্যবহার করে ডিজিটাল কারচুপি এবং আগের রাতে এজেন্ট না দিতে হুমকি দেয়ার অভিযোগ এনেছেন চরমোনাই পীর।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন। নির্বাচন নিয়ে এ দেশের সাধারণ জনগণের আর কোনো আগ্রহ অবশিষ্ট নেই। নির্বাচনের নামে এ ধরনের প্রহসনের কোনো মানে হয় না। প্রধানমন্ত্রী গণভবন থেকে তাদের পছন্দের প্রার্থীদের নাম ঘোষণা করলে জনগণের এত অর্থ ব্যয় হতো না।’

বিবৃতিতে জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে জালিয়াতি, প্রহসন ও ডিজিটাল কারচুপির ফল বাতিল করে নতুন করে সিটি নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন চরমোনাই পীর।

ভোটার বেশি না হওয়ার কারণ জানালেন তাপস

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনী আচরণবিধি কঠোর হওয়া ও প্রচারণায় রঙিন ছবি ব্যবহার না করার কারণে ভোটারের সংখ্যা কম হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শনিবার বিকাল ৪টার দিকে ভোট গ্রহণ শেষে রাজধানীর গ্রিনরোডে নিজের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তাপস বলেন, ভোটের হার ৪০ শতাংশের মতো হতে পারে। তবে নির্বাচনী আচরণবিধি কঠোর না হয়ে সহজ করা হলে আরও বেশি ভোটারদের উদ্বুদ্ধ করা যেত। এ ছাড়া সাদা-কালো ছবির চেয়ে রঙিন ছবি নিয়ে গেলে ভোটারদের আগ্রহ হয়তো আরও বাড়ত।

তবে প্রার্থীরা চেষ্টা করেছেন ভোটারদের ভোটকেন্দ্রে আনতে। এছাড়া আমরা গণসংযোগ করতে ভোটারদের ঘরে ঘরে গিয়েছি। তখন সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিলেন। তাই আরও বেশি ভোটার উপস্থিতি আশা করেছিলাম।

তাছাড়া মাত্র এক বছর আগে জাতীয় নির্বাচন হওয়ার কারণে স্থানীয় নির্বাচনে হয়তো অনেকে ভোট দিতে আসেননি।

প্রতিপক্ষের অভিযোগ বিষয়ে তিনি বলেন, নির্বাচনের শুরু থেকেই তারা অভিযোগ করে যাচ্ছেন। অভিযোগের ঝুড়ি ভরে গেছে। তারা নির্বাচনে অংশ নিয়ে অভিযোগ তালিকা সম্পন্ন করতে পেরেছে। এসব অভিযোগ অমূলক।

জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে তাপস বলেন, ভোটাররা সাদরে গ্রহণ করেছে। মেয়র নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

লিপু সভাপতি অহিদ সম্পাদক রাজাপুর রিপোর্টার্স ইউনিটি নির্বাচন সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে মো.মঈনুল হক লিপুকে সভাপতি (দৈনিক দেশ রুপান্তর) ও মো.অহিদ সাইফুলকে (দৈনিক স্বদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক করে ০৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজাপুর সরকারী কলেজ শিক্ষক মিলনায়তনে নির্বাচন কমিশনার রাজাপুর সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান আগামী এক বছরের জন্য এ কমিটি ঘেষনা করেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পদে একাধিক প্রার্থী না থাকায় ০৭ সদস্য বিশিষ্ট কমিটির সকল পদের প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশনার গোলাম বারী খান। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো.আবু বকর সিদ্দীক (বরিশাল সময়),সহ সাধারণ সম্পাদক মো.সেলিম রেজা (ভোরের আলো),অর্থ সম্পাদক মো.জামাল হোসেন (দখিনের খবর)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, তুহিন মাতুব্বর (বরিশাল প্রতিদিন) ও মো. দেলোয়ার হোসেন মিলন (দৈনিক তালাশ)। এসময় রাজাপুর সরকারী কলেজের প্রভাষক শামসুল আলম বাবুল ও মালেক কলেজ প্রভাষক মো.জহির উদ্দিন বাবর উপস্থিত থেকে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন।

সাংবাদিক মাসুম শরীফ এর শ্বশুর’র মৃত্যুতে বিআরইউ’র শোক

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বরিশাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্য মাসুম শরীফ এর শ্বশুর মোফাজ্জেল শিকদার (৬২) ইন্তেকাল করেছেন। আজ শনিবার  (১ ফেব্রুয়ারী) রাত দেড় টার দিকে নগরীর কাউনিয়া নিজ বাসভবেন ইন্তেকাল করেন। তার এ মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ , সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও  বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।