বরগুনায় ওরশ থেকে ডেকে নিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

বরগুনা:
বরগুনার বেতাগীতে ওরশ মাহফিল থেকে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মীরা বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা বাজার সংলগ্ন মীরা বাড়িতে গত মঙ্গলবার রাতে ওরশ আয়োজন ছিল। ওরশ মাহফিলে ওই এলাকায় ধর্ষণের শিকার হওয়া কিশোরীটি যায়।

রাত সাড়ে ৮টার সময় কিশোরীকে কথা আছে বলে কৌশল করে একই এলাকার বারেক হাওলাদারের ছেলে নাইম হোসেন (১৮) ডেকে নিয়ে যায়।

এ সময় নাইমের কাছাকাছি অবস্থান করছিল একই এলাকার অপর দু‘ বন্ধু মোতালেব হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (১৭) ও নুরুল হকের ছেলে নাইম (১৯) এ বন্ধু একত্রিত হয়ে কিশোরীকে বাগানের মধ্যে নিয়ে যায়।

এ সময় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। রাত ৯ টায় কিশোরীর মা খোঁজ নিয়ে দেখেন তাঁর মেয়ে ওরশ অনুষ্ঠানে নেই এবং বাড়িতেও আসে নাই। এসময় বেশ কিছু লোকজন মিলে কিশোরীকে খোজাঁখুজি করে।

এক পর্যায়ে লাইটে আলো দেখে ধর্ষক ৩ বন্ধু পালিয়ে যায়। কিশোরীর স্বজনারা অজ্ঞান তাকে উদ্ধার করে। কিছুক্ষন পরে জ্ঞান ফিরে এলে কিশোরী তাঁর মাকে ওই পাশবিক ঘটনার বর্নণা দেয়।

কিশোরীর মা হামিদা বেগম বাদী হয়ে ঘটনার সাথে সম্পৃক্ত ওই ৩ জনকে আসামী করে গতকাল বুধবার (২২ জানুয়ারি) বেতাগী থানায় মামলা করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘এ ঘটনায় নারী নির্যাতনের আইনে তিন জনকে আসামী করে মামলা রুজু হয়েছে । আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ইভিএম এ ৫০ শতাংশ ভোট না পড়লে পুনরায় ভোটগ্রহণ করা উচিত- ইসি

নিজস্ব প্রতিবেদক:
‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ৫০ শতাংশ ভোট না পড়লে ব্যালট পেপারে পুনরায় ভোটগ্রহণ করা উচিত’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার প্রশ্নবিদ্ধ হলে শুধু নির্বাচন নয়, ইভিএম যন্ত্রটির ভবিষ্যতও অনিশ্চিত হয়ে যেতে পারে। আমার মতে যে কোনো নির্বাচনে শতকরা ৫০ ভাগ ভোট না পড়লে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

আজ বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচনে ভোটারদের উপস্থিতি বৃদ্ধিও একান্ত অপরিহার্য উল্লেখ করে মাহবুব তালুকদার আরও বলেন, এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা একান্তভাবে কাম্য।
তিনি বলেন, ‘ইভিএম নিয়ে পূর্বে আমি ক্রিটিকাল থাকলেও দুটি কারণে এখন ইভিএম ব্যবহারের পক্ষে। একটি হচ্ছে, এতে ভোটের আগের রাতে ব্যালট পেপারে বাক্স ভর্তি করার সংস্কৃতির অবসান ঘটতে পারে। দ্বিতীয় কারণটি হচ্ছে, নির্বাচনে কোনো কোনো কেন্দ্রে শতকরা একশত ভাগ ভোট পড়ার যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি, ইভিএম ব্যবহারে তারও অবসান হবে।’

পটুয়াখালীতে পলাতক আসামী গ্রেফতার

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে পটুয়াখালী জেলার সদর থানাধীন জামুরা এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ দিনের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত (নন জিআর ১২৬/১৪) পলাতক আসামী মোঃ আবুল বাশার (৩০), পিতাঃ মোঃ আঃ সাত্তার তালুকদার, সাং- জামুরা, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করেছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৪ সালের জনৈক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে দন্ড বিধির ৫০৯ ধারায় মামলায় বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ০৩ দিনের সাজা প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

বেতাগীতে আয়রন ব্রিজ ভেংগে আহত ৬

বরগুনার বেতাগীর বেড়ের ধন নদীর উপর আয়রন ব্রিজ ভেঙে পড়েঝে। ব্রিজটি ভেংগে পরার সময় নিচ থেকে চলমান ধান ভর্তি একটি ট্রলার ডুবে যায়। এতে ৬ জন আহত হয়েছে এবং আহতদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগই শিশু কিশোর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতাগী হোসনাবাদ ইউনিয়ন ও মির্জগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নের সাথে সংযুক্ত বেড়ের ধন নদীর ওপর আয়রণ ব্রিজটি গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় আকস্মিকভাবে ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ধানবাহী একটি ট্রলার ডুবে যায় এবং ওই ট্রলারে ৬ শিশু কিশোর আহত হয়। আহতদের পরিচয় জানা যায়নি।

তবে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা থেকে ধান ক্রয় করতে বেতাগীতে আসছিল বলে ট্রলারের মালিক মো. সালা উদ্দিন জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলারের মালামাল (ধানের বস্তা) উদ্ধার অব্যাহত ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান বলেন,‘ অচিরেই এই সমস্যার সমাধান করা হবে।’

বরিশালে নতুন ভোটার সাড়ে ছয় লাখ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল বিভাগের ছয় জেলার ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী গত বছর বরিশাল বিভাগে ভোটার সংখ্যা বেড়েছে সাড়ে ছয় লাখ। অন্যদিকে মৃত্যুর কারণে ভোটার সংখ্যা কমেছে প্রায় ৯০ হাজার।

২০১৯ সালের হালনাগাদে দেশের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পাওয়া হিজড়া ভোটার বাড়েনি। সদ্য প্রকাশিত খসড়া তালিকায় হিজড়া বা দ্বৈত ভোটারের পরিসংখ্যান খুঁজে পাওয়া যায়নি।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ‘বিভাগে মোট ভোটার বেড়েছে ছয় লাখ ৪৬ হাজার ৭৬৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ২৯৩ জন ও নারী ভোটার দুই লাখ ৮৮ হাজার ৫৭৩ জন। বরিশাল জেলায় নতুন ভোটার বেড়েছে এক লাখ ৯৫ হাজার ৩৫৮ জন। যার মধ্যে পুরুষ এক লাখ ছয় হাজার ৬৩৩। নারী ৮৮ হাজার ৭২৫ জন।

পটুয়াখালীতে এক লাখ ১৬ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার ৪৮৪ ও নারী ৫১ হাজার ৫৪৫ জন। ভোলায় এক লাখ ৩৫ হাজার ২০৩ জন। যার মধ্যে পুরুষ ৭৭ হাজার ১৩৭ ও নারী ৫৮ হাজার ৬৬।

বরগুনায় ভোটার বেড়েছে ৬৬ হাজার ৬৪২ জন। এর মধ্যে পুরুষ ৩৬ হাজার ৭৬২ ও নারী ২৯ হাজার ৮৮০ জন। পিরোজপুরে ৮৬ হাজার ৬৮১ জন জন। এর মধ্যে পুরুষ ৪৭ হাজার ১২৭ ও নারী ৩৯ হাজার ৫৫৪ জন।

এছাড়া ঝালকাঠি জেলায় মোট নতুন ভোটার বেড়েছে ৪৬ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হয়েছেন ২৬ হাজার ৫০ ও নারী ভোটার বেড়েছে ২০ হাজার ৮০৩। মোট হিসাবে সর্বোচ্চ ভোটার সংখ্যা বেড়েছে বরিশাল জেলায়।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বরিশাল বিভাগে মোট ভোটার সংখ্যা ছিল ৬২ লাখ ৩১ হাজার ১৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছিল ৩১ লাখ ৩৮ হাজার ৩৪৩ জন এবং নারী ভোটার ছিল ৩০ লাখ ৯২ হাজার ৮৫৩ জন।

বিভাগের ছয় জেলায় মৃত্যুজনিত কারণে ভোটার সংখ্যা কমেছে ৮৯ হাজার ৩৩৭ জন। এর মধ্যে বরিশাল জেলায় ২৪ হাজার ৮৫৯ জন, পটুয়াখালী জেলায় ১৭ হাজার ৫৯১ জন, ভোলা জেলায় ১৪ হাজার ৩৭৫ জন, বরগুনা জেলায় নয় হাজার ৬৫৯ জন, পিরোজপুর জেলায় ১৪ হাজার ১৮৪ জন এবং ঝালকাঠি জেলায় আট হাজার ৬৬৯ ভোটার কমেছে।

সে হিসেবে বরিশাল বিভাগে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৬৭ লাখ ৮৮ হাজার ৬২৫ জন। যদিও প্রকাশিত খসড়া ভোটার তালিকা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মোট ভোটার সংখ্যা আরও কিছু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নুরুল আলম।

তিনি বলেন, নতুন করে হিজড়া ভোটার বাড়েনি। আবার হতে পারে নারী-পুরুষের তালিকায় হিজড়াদের নাম ঢুকে গেছে। তাছাড়া হালনাগাদে বরিশালে দ্বৈত ভোটারও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ২০ নভেম্বর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হয়। পরবর্তী চলতি বছরের ২০ জানুয়ারি প্রকাশ করা হয় হালনাগাদকৃত ভোটার তালিকা।

২০০২ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম তাদের এই খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার আগাম দুই বছরের তথ্য সংগ্রহ করা হয়েছে। যাদের বয়স ১৮ বছর হতে দুবছর বাকি তাদেরও হালনাগাদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনষ্টিটিউশন বিদ্যালয়ের ১৩১ তম বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান সম্পন্ন

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া:
বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনষ্টিটিউশন বিদ্যালয়ের ১৩১ তম বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার ২২ জানুয়ারী সকালে বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে ক্রিড়া প্রতিযোগিদের উৎসাহ যোগাতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ্ সাদীদ, থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে ক্রিড়া অনুষ্ঠান উপভোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার, সাবেক প্রধান শিক্ষক খাদেশ আলী খান, সহকারী প্রধান শিক্ষক আঃ রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল প্রমূখ।

উল্লেখ্য আগামী ২৪ জানুয়ারী বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন অনুষ্ঠানে বরিশাল -২ আসনের সংসদ সদস্য শাহে আলম প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করবেন।

বরিশাল সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময় সভা

বরিশাল সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর সহায়তায় সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ২২ জানুয়ারি ২০২০ ভূমি খাতে সেবার সার্বিক মানোন্নয়ন এর লক্ষ্যে ‘ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভুমি অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নামের বোর্ড হালনাগাদকরণ, আবেদন গ্রহণ, তথ্য প্রদান ও রেজিস্টার সংরক্ষণ; গাইডলাইন অনুযায়ী অভিযোগ গ্রহণ ও নিরসন কমিটি গঠন, অভিযোগ নিস্পত্তিকরণ ও রেজিস্টার সংরক্ষণ; অনৈতিক লেনদেন বন্ধ করার জন্য প্রতিটি আর্থিক লেনদেনের বিপরীতে রশিদ প্রদান নিশ্চিতকরণ; সেবাপ্রদানের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করা; ইউনিয়ন পর্যায়ে গণশুনানী/সচেতনতামুলক কর্মসূচি আয়োজন করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যাসমূহ সমাধান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদরের উপজেলা নিবার্হী অফিসার মো. মোশারেফ হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, স্বজন সদস্য রফিকুল আলম, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার-সিই-গাজী গোলাম মোহাম্মদ, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আবদুর রহমান, সার্ভেয়ার ফোরকান হোসেন প্রমূখ। সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম ।

ফ্রী টেলিফোন সংযোগ দিচ্ছে বিটিসিএল

নিজস্ব প্রতিবেদক:

‘মুজিববর্ষ’ উপলক্ষে বিটিসিএল বিনা টাকায় নতুন টেলিফোন সংযোগ ও পুনঃসংযোগ দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৯ সালের ১৬ আগস্ট থেকে টেলিফোনের লাইন রেন্ট বাতিল করা হয়েছে। বিটিসিএলের কল রেট আনলিমিটেড প্রতি মাসে মাত্র ১৫০ টাকা করা হয়েছে। অন্য অপারেটরের কল রেট প্রতি মিনিট ৮০ পয়সা থেকে কমিয়ে ৫২ পয়সা করা হয়েছে। সরকার বিটিসিএলকে আধুনিক ও লাভজনক করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য নাছিমুল আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার টেলিকমিউকেশন নেটওয়ার্ক ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

চিরনিদ্রায় শায়িত এমপি ইসমাত আরা সাদেক

নিজস্ব প্রতিবেদক:

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় এমপি ইসমাত আরা সাদেককে চিরবিদায় জানালেন কেশবপুরবাসী। বুধবার কেশবপুর পাবলিক ময়দানে প্রয়াত এমপির কফিনে শেষশ্রদ্ধা জানান হাজারো মানুষ।

প্রথমে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হোসেন। এরপর একে একে শ্রদ্ধা জানান- খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, কেশবপুর উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, কেশবপুর থানার ওসি আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী

গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কেশবপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন প্রমুখ।

সকাল ১১ টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ইসমাত আরা সাদেকের মরদেহ কেশবপুর সরকারি কলেজ মাঠে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ কেশবপুর পাবলিক ময়দানে এনে রাখা হয়। এ সময় ইসমাত আরা সাদেকের মেয়ে নওরিন সাদেক ও ছেলে ড. তানভীর সাদেক মায়ের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল। জানাজায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ হাজারো মানুশ অংশ নেন।

বেলা ১টা ৫৫ মিনিটে ইসমাত আরা সাদেকের মরদেহবাহী হেলিকপ্টার তার বাবার বাড়ি বগুড়ার সাতানি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল তিনটায় হেলিকপ্টারটি সাতানি গ্রামে পৌঁছায়। সেখানে পরিবারের সদস্যরা ছাড়া আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বাদ আসর সাতানি গ্রামের তার বাড়ির মসজিদ চত্বরে জানাজা শেষে বাবা পুটু মিয়ার কবরের পাশে মরদেহ দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মরহুমার ছেলে ড. তানভির সাদেক, চাচাতো ভাই শাহনেওয়াজ রহমান, জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, যুবলীগ নেতা শুভাশিষ পোদ্দার লিটন প্রমুখ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেকের সহধর্মিণী ইসামত আরা সাদেক। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে প্রথম নারী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর প্রধানমন্ত্রী তাকে প্রথমে গণশিক্ষা ও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে আবারও যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ইসামত আরা সাদেক।

ভোলায় নদী থেকে জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার

ভোলার চরফ্যাশনে নিখোঁজের চার দিনপর জাহাজ শ্রমিক বিল্লাল হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর শারেখখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন চরকুকরি মুকরী ইউনিয়নের হাকিমুদ্দিনের ছেলে।

এরআগে, গত ১৮ জানুয়ারি বিকেলে চরফ্যাশনের তেঁতুলিয়া ও মায়ানদীর সংযোগস্থলে বালুবাহী জাহাজ থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন বিল্লাল।

ঘটনার একদিন পর নিহতের ভাই বাদী হয়ে শশীভূষণ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ জাহাজের চার স্টাফকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তেঁতুলিয়া নদীর শারেখ খালি পয়েন্টে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে।