বিয়ের পরের রাতেই হাসপাতালে অভিনেতা

বিনোদন ডেস্ক:
দীর্ঘ ২২ বছর একসঙ্গে থাকার পর বৃহস্পতিবার রেজিস্ট্রি বিয়ে করেন পশ্চিম বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়।

শুক্রবার বিকেলে শ্বাসকষ্টজনিত কারণে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা দীপঙ্করকে।
জানা যাচ্ছে, শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

দীপঙ্করের স্ত্রী দোলন জানান, “ও দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত। আজ বিকেল বেলা হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে আইসিইউতে রয়েছে।”

বৃহস্পতিবার রাতে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। তবে এতদিন যে কোনো কারণেই হোক সাত পাকে বাঁধা পড়েননি তারা। অবশেষে বৃহস্পতিবার তারা তাদের এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন।

বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি রেস্তোরাঁতে বসেছিল দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়ের আসর। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। লালা বেনারসি, গয়না এবং সিঁথিতে সিঁদুর পরে বেশ ভালোই দেখাচ্ছিল অভিনেত্রীকে। অন্যদিকে এই দিনের জন্য সাদা ধুতি পাঞ্জাবিকে বেছে নিয়েছিলেন দীপঙ্কর দে।

শীতেও উষ্ণতা ছড়াবেন যেভাবে

বিনোদন ডেস্ক:

শীতের সময়টাই উৎসবের, প্রতি সন্ধ্যায়ই থাকে নানা আয়োজন। সেখানে যেতে প্রয়োজন হয় অনুষ্ঠান অনুযায়ী সাজগোজ। তবে অনেকেই মনে করেন এই শীতে ফ্যাশন ঠিকমতো করা যায় না। এটা ভেবে যারা মন খারাপ করেন, তারা জেনে নিন শীতের সাজেও উষ্ণতা ছড়ানোর উপায়:

শীতের পার্টিতে জমকালো লুক চাইলে, জমকালো পোশাকের সঙ্গে অভিজাত র‍্যাপ বা শ্রাগ নিয়ে নিন। সঙ্গে পরুন পছন্দের হাই হিল। কানের টপ, আর হাতের একটি বড় ডায়ালের ঘড়িই যথেষ্ট।

পোশাকটিই এত সুন্দর সাজের ক্ষেত্রে হালকা মেকআপ করুন। ময়েশ্চারাইজারের পর ফাউন্ডেশনের বেজ করে কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। গোলাপি বা ব্রাউন গ্লসি লিপস্টিক আর গালে হালকা ব্লাশন লাগান। চোখে হালকা রঙের শ্যাডো লাগিয়ে আইলাইনার দিন। আর হেয়ারস্টাইলের ক্ষেত্রে একেবারে টেনে ওপরে খোঁপা বেঁধে নিন অথবা কার্ল করে খুলেও রাখতে পারেন।

সাজ শেষ, পারফিউম মেখে মানানসই ব্যাগ হাতে বেরিয়ে পড়ুন।

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস

স্পোর্টস ডেস্ক:

এবার নতুন চ্যাম্পিয়ন পাবে বিপিএল, জানা ছিল আগেই। ফাইনালের দুই দল- খুলনা টাইগার্স আর রাজশাহী রয়্যালসের মধ্যে কোনোটিই এর আগে শিরোপার স্বাদ পায়নি। তবে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে কারা শেষ হাসি হাসে, সেটার জন্যই ছিল সব রকম অপেক্ষা।

সেই অপেক্ষার অবসান ঘটলো। বিপিএলের নতুন চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি হাতে তুললো রাজশাহী রয়্যালস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উত্তেজনাকর এক ফাইনালে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়েছে আন্দ্রে রাসেলের রাজশাহী।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা খুলনা। মোহাম্মদ ইরফানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত (০)। পরের ওভারে আবু জায়েদ রাহির শিকার আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজও (২)। ১১ রানের মধ্যে ২ উইকেট হারায় খুলনা।

সেখান থেকে দলকে অনেকটা এগিয়ে নিয়েছেন শামসুর রহমান শুভ আর রাইলি রুশো। ইনিংসের ১১তম ওভারে রুশোকে (২৬ বলে ৩৭) ফিরিয়ে রাজশাহীর মুখে হাসি ফোটান মোহাম্মদ নওয়াজ।

দুই ওভার পর খুলনাকে ম্যাচ থেকেই ছিটকে দেন কামরুল ইসলাম রাব্বি। হাফসেঞ্চুরিয়ান শুভকে (৪৩ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫২) ফেরানোর সঙ্গে মারকুটে আরেক ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানকেও (৪) তুলে নেন ডানহাতি এই পেসার।

খুলনার শেষ ভরসা হয়ে ছিলেন মুশফিক। আন্দ্রে রাসেলের দুর্দান্ত এক ডেলিভারিতে তিনিও শেষতক বোল্ড হয়ে গেলে শিরোপা স্বপ্ন ভেঙে যায় দলটির। ১৫ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় খুলনা অধিনায়ক করেন ২১।

রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান, আন্দ্রে রাসেল আর কামরুল ইসলাম রাব্বি।

এর আগে ইরফান শুক্কুরের ঝড়ো হাফসেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় রাজশাহী রয়্যালস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো ছিল না তাদের। লিটন দাসের সঙ্গে আফিফ হোসেনের ১৫ বলের উদ্বোধনী জুটিতে আসে মাত্র ১৪ রান।

৮ বলে ১০ রান করে আফিফ শিকার হন মোহাম্মদ আমিরের। তবে মেহেদী হাসান মিরাজ দৌড়ে এসে যেভাবে ক্যাচটি নিয়েছেন, আসল কৃতিত্বটা দিতে হবে তাকেই।

সঙ্গী হারিয়ে সাবধান হয়ে যান লিটন। খেলছিলেন দেখেশুনে, ঠিক টি-টোয়েন্টির আমেজ ছিল না তার ব্যাটে। শুক্কুরের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে লিটন সাজঘরে ফেরেন ২৮ বলে ২৫ রান করে।

এরপর শোয়েব মালিকও সুবিধা করতে পারেননি। ১৩ বল খেলে মাত্র ৯ রানে রবি ফ্রাইলিংককে তুলে মারতে গিয়ে শান্তর ক্যাচ হন। তবে অপরপ্রান্তে নিজের হাফসেঞ্চুরি তুলে নেন শুক্কুর। দারুণ ব্যাটিংয়ে এগিয়ে চলা এই ব্যাটসম্যানকে অবশেষে থামান আমির। ৩৫ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় শুক্কুর করেন ৫২ রান।

পরের সময়টায় চালিয়ে খেলে দলের পুঁজি বড় করেছেন আন্দ্রে রাসেল আর মোহাম্মদ নওয়াজ। শহীদুলের করা ১৭তম ওভারে অবশ্য লংঅনে ক্যাচ দিয়েছিলেন রাসেল। ক্যারিবীয় অলরাউন্ডার তখন মাত্র ৯ রানে। সেই ক্যাচটি দৌড়ে এসে হাতে নিয়েও ফেলে দেন শান্ত।

শেষ পর্যন্ত রাসেল ১৬ বলে ৩ ছক্কায় অপরাজিত থাকেন ২৭ রানে। তার চেয়ে বেশি ভয়ংকর ছিলেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তানি এই ব্যাটসম্যান ২০ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন হার না মানা ৪১ রানের ইনিংস।

খুলনার পক্ষে ২টি উইকেট নেন মোহাম্মদ আমির। একটি করে উইকেট রবি ফ্রাইলিংক আর শহীদুল ইসলামের।

পাকিস্তান সফর থেকে সরে এলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:

আসন্ন পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে অনীহা আগেই প্রকাশ করেছিলেন মুশফিকুর রহীম। এবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেকে সরিযে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে ইতোমধ্যে বিসিবি বরবার চিঠিও প্রেরণ করেছেন মুশফিক। শুক্রবার (১৭ মার্চ) তার এই চিঠির ব্যাপারে বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আজ মুশফিকের কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। ব্যক্তিগত কারণে সে পুরো পাকিস্তান সফরে অনুপস্থিত থাকবে।’

মুশফিক পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারটা এর আগে মৌখিকভাবে জানিয়েছিলেন। এবার জানালেন লিখিতভাবে।

বাংলাদেশ তিন ধাপে পাকিস্তান সফরে যাবে। জানুয়ারি থেকে এপ্রিলের এই সফরে টাইগাররা তিন টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে।

বরিশালে যুবলীগ কার্যালয়সহ পাঁচটি দোকান ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা বটতলা নামক এলাকায় পূর্ব শত্রুতার জেরধরে রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ইউনিয়ন যুবলীগের কার্যালয়সহ পাঁচটি দোকানঘর। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অগ্নিকান্ডে ইছাপুরা বটতলা নামকস্থানের জাফর সিকদারের ভাড়াটে মার্কেটের ইউনিয়ন যুবলীগের কার্যালয়সহ কাওছার মৃধার মালিকানাধীন পেট্রোল, রাইস মিল, স্ব-মিলসহ পাঁচটি দোকান ছিল। শুক্রবার রাত পৌনে তিনটার দিকে এসব দোকান ঘর ও যুবলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী পার্শ^বর্তী বাড়ির বাসিন্দা কাওছার মৃধা জানান, রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়াদিতে বাহিরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখে রাস্তায় বের হয়। এসময় তার পাশ দিয়ে স্থানীয় মাদকসেবী রনি মোল্লা, লিয়ন ও সাইফুল ইসলাম দৌঁড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে তিনি ডাকচিৎকার শুরু করলে প্রতিবেশিরা জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্ঠা করেন। কিন্তু পেট্রোলের দোকান থাকায় আগুনের লেলিহান শিখায় তার পাঁচটি দোকান ও যুবলীগ কার্যালয়টি সম্পূর্ণ ভস্মিভূত হয়।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক কাওছার মৃধা বলেন, কিছুদিন আগে এলাকার চিহ্নিত মাদকসেবী রনি মোল্লা, লিয়ন ও সাইফুল ইসলাম গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়। এতে তারা সন্দেহ করে আমি (কাওসার) পুলিশ খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দিয়েছি। যে কারণে তারা আক্রোশ পোষণ করে আমার ছোট ভাই নাঈম মৃধাকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ছুরিকাঘাত করে আহত করে।

বরিশালে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগির উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পূর্ব শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগীতার উদ্বোধণ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন আকন, বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল দেবনাথসহ মাহিলাড়া ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমুখ।

বরিশালের ভোটারদের কাছে টানতে আশিক আব্দুল্লাহর ব্যাপক প্রচারণা

শামীম আহমেদ:
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণা জমে উঠছে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রচার-প্রচারণায় ব্যস্থ সময় পার করছেন প্রার্থী থেকে শুরু করে কর্মী সমর্থকরা।
সিটি নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই তরুন ভোটার থেকে শুরু করে বিভিন্ন শ্রেনীপেশার ভোটারদের কাছে টানতে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও পায়ে হেটে ভোটারদের দ্বারে দ্বারে ঘিয়ে ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন।

 

রাজধানী ঢাকার স্থানীয় ভোটার ছাড়াও বিভিন্ন জেলার ঢাকার ভোটারদের কাছে টানতে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এক্ষেত্রে ঢাকায় বসবাসরত বরিশালের ভোটারদের কাছে টানতে বরিশালের ভোটার অধ্যুষিত এলাকাগুলোয় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ক্লীন ইমেজের ব্যারিষ্টার ফজলে নুর তাপসের পক্ষে ব্যাপক প্রচারনা চালাচ্ছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির কনিষ্ট পুত্র বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য যুবরত্ম খ্যাত সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।

 

ঢাকায় অবস্থানরত আশিক ঘনিষ্ট কর্মীরা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্বাচনী বিধিবধান মেনে প্রতিদিনই অক্লান্ত পরিশ্রম করে নৌকার মার্কার প্রার্থী ব্যারিষ্ট্যার ফজলে নুর তাপসের সহধর্মীনি আফরিন তাপসের সাথে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন আশিক আব্দুল্লাহ। এক্ষেত্রে বরিশালের ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন ঢাকায় অবস্থানরত বরিশালের নেতাকর্মীরা।

বরিশালে ১১ বছর বিনাবেতনে পাঠদান শিক্ষকদের মানববেতর জীবনযাপণ

শামীম আহমেদ:
জেলার গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার ১১ বছর পেরিয়ে গেলেও জাতীয়করণ করা হয়নি। ফলে দীর্ঘবছর গ্রামের কোমলমতি শিশুদের বিনাবেতনে শিক্ষাদান করে আসা শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানববেতর জীবন-যাপণ করছেন।

ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক মনিরা খানম জানান, ২০০৯ সালে স্থানীয়দের সহায়তায় উত্তর বিল্বগ্রামের কোমলমতি শিশুদের প্রাথমিক পর্যায়ে শিক্ষাদানের জন্য উত্তর বিল্বগ্রাম প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে অদ্যবর্ধি চারজন শিক্ষক গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের বিনাবেতনে পাঠদান করিয়ে আসছেন। বর্তমানে স্কুলে দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে।

 

তিনি আরও জানান, ২০১১ সালে থেকে স্কুলের শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পায়। শুরু থেকে বিদ্যালয়ে সাফল্যজনক ফলাফলসহ শতভাগ পাশ করে আসছে। এমনকি ২০১৭-২০১৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রায় চার কোটি টাকা ব্যয়ে একটি তিনতলা ভবন নির্মানের মাধ্যমে বিদ্যালয়টিকে সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ে রুপান্তর করা হয়।

তিনি আরও জানান, সরকারীভাবে বিদ্যালয় ভবন, শিক্ষার্থীদের জন্য বই সরবরাহ করা হলেও বিদ্যালয়টি প্রতিষ্ঠার ১১ বছর পরেও জাতীয়করণ করা হয়নি। ফলে পরিবার পরিজন নিয়ে আর্থিক সংকটের মধ্যে তারা (শিক্ষক) দিনাতিপাত করছেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ জানান, উত্তর বিল্বগ্রাম এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে পিছিয়ে ছিলো এই এলাকার কোমলমতি শিশুরা। তারই ধারাবাহিকতায় ২০০৮ সালে স্থানীয়রা স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহন করেন। এরপর স্থানীয় হামেদ বেপারী, ওয়াজেদ আলী বেপারী, আব্দুর রশিদ, আব্দুল মজিদ বেপারী, মোমেনা বেগম, হাজেরা বেগম ও রিজিয়া বেগম নামের দাতারা বিদ্যালয়ের জন্য ৩৩ শতক জমি দান করেন।

 

একই বছর এলাকাবাসির সহায়তায় কাঠ ও টিন দিয়ে ঘর উত্তোলনের মাধ্যমে উত্তর বিল্বগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। একপর্যায়ে বিদ্যালয়টিতে মনিরা আক্তার, নারগিস আক্তার, মরিয়ম বেগম ও তাসলিমা সিকদারকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর স্কুলটি জাতীয়করনের জন্য ২০১২ সালের ৭ অক্টোবর বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শাহ আলম বিদ্যালয়ের অনুমতির সুপারিশসহ চেকলিষ্ট বরিশাল প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালকের কাছে প্রেরন করেন।

 

উপ-পরিচালক এসএম ফারুক ওইবছরের ১১ নভেম্বর তৎকালীন সময়ের বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তালুকদার মোঃ ইউনুসের ডিউ লেটারসহ বিদ্যালয়টি অনুমোদনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পত্র প্রেরন করেন। এরপরেও বিদ্যালয়টি জাতীয়করণ না হওয়ায় ২০১৬ সালের ১৮ জানুয়ারি বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে বিদ্যালয়টি জাতীয়করনের সুপারিশ করে চিঠি পাঠান। চিঠিতে গৌরনদীর উত্তর বিল্বগ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন বর্তমান মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ। তারপরেও বিদ্যালয়টি জাতীয় করন করা হয়নি।

 

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১১ বছর ধরে বিদ্যালয়টি জাতীয়করনের জন্য উপজেলা, জেলা শিক্ষা কর্মকর্তা, সচিবালয় ও মন্ত্রণালয়ে দৌঁড়ঝাপ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পরেছি। বরিশাল-১ আসনের দুইজন নির্বাচিত সংসদ সদস্যর ডিউলেটারসহ সুপারিশ করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনৈতিক দাবি পুরন করতে না পারায় জাতীয়করনের সকল শর্ত পুরন করা সত্বেও বিদ্যালয়টি জাতীয়করনে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিদ্যালয়টি জাতীয়করনের জন্য এলাকাবাসী শিক্ষানুরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ ব্যাপারে গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফয়সল জামিল জানান, হয়তো কাগজপত্রে কোন দূর্বলতার কারনে জনগুরুত্বপূর্ণ ওই বিদ্যালয়টি জাতীয়করন করা হয়নি। তাছাড়া শিক্ষকরা আমার কাছে কাগজপত্র নিয়ে আসেনি। কাগজপত্র দেখলে হয়তো বুঝতাম কেন জাতীয়করন হচ্ছেনা।

বরিশালে দুই হাজার কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে দুই হাজার কেজি জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কীর্তনখোলা নদী তীরবর্তী কোস্টগার্ডের জেটিতে এনে জাটকাগুলো জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) ড. বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে গরিব-দুস্থ, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।

এর আগে ভোরে বরিশালের কালাবদর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি ফেলে এতে অবস্থানকারীরা পালিয়ে যায়। পরে কোস্টগার্ড ইঞ্জিনচালিত ট্রলারটিতে তল্লাশি চালিয়ে দুই হাজার কেজি জাটকা জব্দ করে।

বরিশালে মাছের বাজারে আগুন, অপরিবর্তিত সবজির দাম

নিজস্ব প্রতিবেদক:

গত সপ্তাহের মতো এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারগুলোতে কমেছে মুগরীর দাম। কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। সবজির দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে লাউ, শশার। একসাথে বেড়েছে মাছের দামও। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমেছে।

অন্যদিকে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল, ডিম, চাল। অপরিবর্তিত আছে গরু-খাসি ও মুরগির মাংস, চাল, ডালের বাজার।

আজ শুক্রবার বরিশাল নগরীর নতুল্লাবাদ মাদ্রাসা বাজার, চৌমাথা, বাজার রোড ও পোর্ট রোড ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, টমেটো (আধা কাঁচা) ৩০ থেকে ৪০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, ক্ষিরা ৩০ থেকে ৪০ টাকা, শিম (কালো) ৩০ থেকে ৪০ টাকা, শিম (সাদা) ৩০ টাকা, বেগুন ৩০ থেকে ৮০ টাকা, নতুন আলু ৩০ থেকে ৩৫ টাকা, পুরনো আলু ৩৫ টাকা, পটল ৩০ থেকে ৫০ টাকা, ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ১৫ থেকে ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এছাড়া আকারভেদে প্রতিপিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ২০ থেকে ৩০ টাকা, লাউ ৩৫ থেকে ৫০ টাকায়। প্রতি আটি (মোড়া) কচুশাক পাঁচ থেকে সাত টাকা, লালশাক আট টাকা, মুলা ১০ টাকা, পালংশাক ১০ থেকে ১৫ টাকা, লাউশাক ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

এদিকে দাম কমেছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ৪০ টাকা কমে এখন তা বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিদরে। তবে আমদানি করা পেঁয়াজ আগের দামে বিক্রি হচ্ছে। এসব বাজারে মিশরের পেঁয়াজ ৮৫ টাকা, চায়না পেঁয়াজ ৬৫ টাকা কেজিদরে বিক্রি করতে দেখা গেছে।

তবে দাম বেড়েছে কাঁচা মরিচের। বর্তমানে কাঁচা মরিচ কেজিপ্রতি ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৫০ থেকে ৬০ টাকা কেজিদরে।

আকবর নামে এক ক্রেতা বলেন, বাজারে সবধরনের সবজির দাম আগের মতোই আছে তবে আরও কম হওয়া উচিত।মাছের দামটা খুবই বেশা।

নতুল্লাবাদ বাজারে ইয়াসমিন বেগম নামে এক ক্রেতা বলেন, আমাদের আয় অনুযায়ীতো ব্যায় করতে হবে কিন্তু ক্রমশই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এতে আমাদের সাধারন মানুষদের অনেক কষ্ট হয়।

বাজার রোডের এক সবজি বিক্রেতা বলেন, সচজির দাম গত ১০দিন ধরে একই আছে তবে লাউ,শশা সহ দু-একটি সবজির দাম একটু বেড়েছে।

এদিকে অপরিবর্তিত আছে মাছের বাজার। প্রতিকেজি কাচকি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা, মলা ৩২০ থেকে ৩৫০ টাকা, ছোট পুঁটি (তাজা) ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৩০০ থেকে ৬৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, চিংড়ি (গলদা) ৫০০ থেকে ৬০০ টাকা, বাগদা ৫৫০ থেকে ৯০০ টাকা, দেশি চিংড়ি ৩৫০ থেকে ৫০০ টাকা, রুই (আকারভেদে) ২৮০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, পাঙাস ১২০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ১৩০ থেকে ১৮০ টাকা, কৈ ১৮০ থেকে ২০০ টাকা, কাতল ২৫০ থেকে ২৮০ টাকা কেজিদরে বিক্রি করতে দেখা গেছে।

এসব বাজারে প্রতিকেজি বয়লার মুরগি ১২০ থেকে ১২৫ টাকা, লেয়ার ১৮০ থেকে ২০০ টাকা, সাদা লেয়ার ১৭০ থেকে ১৯০ টাকা, সোনালি ২৬০ থেকে ২৬০ কেজিদরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫৫০ টাকা, খাসি ৭৮০ টাকা, বকরি ৭২০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল। খোলা সয়াবিন (লাল) বর্তমানে বিক্রি হচ্ছে ৯৫ টাকা লিটার, খোলা সাদা সয়াবিন বিক্রি হচ্ছে ৯০ টাকা লিটার।

এছাড়া অপরিবর্তিত আছে ডিম, চাল, ডাল, আদা, রসুন, সরিষার তেল, এলাচ, দারুচিনি, কাট মসলার দাম।

 

সেরা নিউজ/আকিব