পিরোজপুর মুক্ত দিবস পালিত

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পিরোজপুর মুক্ত দিবস। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শহরের ভাগিরথী চত্ত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব অডিটরিয়ামে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এর সভপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার।

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানী পাক হানাদারদের কাছ থেকে মুক্ত হয় পিরোজপুর।

পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৪ সালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন।

আদালত সাজাপ্রাপ্তকে আরও এক লক্ষ টাকা জরিমানাও করেছে। তবে অভিযোগ প্রমানিত না হওয়ায় অন্য দুই আসামীকে মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত মোঃ হালিম ঢালী (৪৪) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মাঝেরপুল এলাকার মৃত নূর মোহাম্মদ ঢালীর ছেলে। স্ত্রীকে হত্যার পর থেকেই পলাতক রয়েছে সাজাপ্রাপ্ত হালিম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে একই উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মৃত মতি মিয়ার মেয়ে হাসি বেগমের (২৪) সাথে হালিমের বিয়ে হয়।

বিয়ের পর যৌতুকের দাবিতে প্রায়ই হাসিকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করত তার স্বামী হালিম। ২০১৪ সালের ২৪ এপ্রিল রাতে প্রথম স্ত্রী এবং বোনের সহায়তায় হাসিকে মারধোর করে মারাত্মক ভাবে আহত করে তার স্বামী হালিম। এরপর হাসিকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয় হাসির পরিবার।

তবে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে মৃত্যুবরণ করে হাসি । এ ঘটনায় মৃত হাসির মা আনোয়ারা বেগম বাদী হয়ে ১১ মে মঠবাড়িয়া থানায় হালিম, তার প্রথম স্ত্রী এবং বোনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এরপর ওই বছর সেপ্টেম্বর মাসে মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে হাসির স্বামী হালিম বাদে অন্য দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত।

কাউখালী উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাউখালী প্রতিনিধি ॥ বিজয়ের মাসে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের আধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগ।

আজ রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার সমাবেশে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন,

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রাতের আধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার সাথে যারাই জড়িত থাকুক না কেনো তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউখালীতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে কাউখালী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৫০০টি গাছের চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা,

উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সমাজ সেবক আঃ লতিফ খসরু প্রমুখ।

কাউখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় শনিবার উপজেলা শাপলা চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিছ আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ,

সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঠবাড়িয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত যুবকের (৩০) জাম্বুরা গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিন মিঠাখালী ওয়াবদা সড়কের পাশে একটি জাম্বুরা গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই রাতেই ঘটনা স্থল থেকে থানা পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধর করে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পৌরসভা নির্বাচন: বরিশালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই

প্রথম ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুর পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রথমে বাকেরগঞ্জ এবং পরে উজিরপুর পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, বাকেরগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

অপরদিকে উজিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন প্রার্থী মেয়র পদে এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। উজিরপুরে সংরক্ষিত কাউন্সিলর পদে আঁখি খানম নামে এক জনের মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।
মনোনয়ন বাছাইতে উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আগামী ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।

কাউখালীতে গৃহ নির্মান কাজের ভিত্তিপ্রস্তার স্থাপন

পিরোজপুর প্রতিনিধি ॥ মুজিবশতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় আজ বুধবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুরী আবাসন ও আমরাজুড়ী আবাসনে গৃহ নির্মান কাজের ভিত্তিপ্রস্তার স্থাপন করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা,

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান শেখ শামচ্ছুদ্দোহা চান,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উপজেলার ৫টি ইউনিয়নে ৫০টি গৃহ নির্মান করা হবে, প্রতিটি গৃহ নির্মানে ব্যায় হবে ১ লক্ষ ৭১ হাজার টাকা। বাস্তবায়নে কাউখালী উপজেলা প্রশাসন।

মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় সানজিদা আক্তার (১২) নামের ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সানজিদা আক্তার পাশর্^বর্তী পাথরঘাটা থানার রায়হানপুর গ্রামের জাকির হোসেন খানের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে ঘরের আঁড়ার সাথে সানজিদাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বজনরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃতু মামলা দায়ের করা হয়েছে।

মঠবাড়িয়ায় গাঁজাসহ আটক ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় গাঁজা সেবনকালে আলামিন (২৮) নামের মাদকাসক্ত এক যুবককে বুধবার রাতে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। আটককৃত আলামিন পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শাহজাহান খানের ছেলে। মঠবাড়িয়া থানার এস আই গোলাম মাওলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর কলেজ রোড থেকে তাকে আটক করে।

এসময় তার শরীর তল্লাশী চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামদি উদ্ধর করা হয়।

এব্যাপারে এসআই গোলাম মাওলা জানান, মাদক নিয়ন্ত্রন আইনে আলামিনের নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপার্দ করা হয়েছে। তিনি আরও জানান , এ অভিযান অব্যহত থাকবে।