ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচিত দের শপথ গ্রহণ সম্পন্ন

মোকাম্মেল হক মিলন, ভোলা থেকে।।
ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার দের শপথ গ্রহণ অনুষ্ঠান ভোলা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী আনুষ্ঠানিক ভাবে শপথবাক্য পাঠ করান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক রাজিব আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস সহ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শপথ বাক্য পাঠ শেষে সকল চেয়ারম্যান ও মেম্বার ও মহিলা মেম্বার দের যথার্থ ভাবে দায়িত্ব পালনের পাশাপাশি গরীব হত দরিদ্রদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি কাহারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসলে ও দুর্নীতি অনিয়ম অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

ভোলায় ৫ কেজি গাজাঁসহ আটক ৩

মোকাম্মেল হক মিলন, ভোলা:
ভোলা সদর উপজেলার ইলিশায় ৫ কেজি গাঁজাসহ মো. রুবেল (৩২), মো. কামরুল শেখ (২৯) ও মো. রাসেল (২৮) নামের তিন যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ ফেব্রুয়ারী) বিকাল পৌনে ৩ টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মো রুবেলের বাড়ী ভোলা জেলায়, মো. কামরুল শেখের বাড়ি বাগেরহাট জেলায় ও মো. রাসেলের কুমিল্লা জেলায়। তারা আন্ত: জেলা মাদক কারবারী দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছেন।
ভোলা সদর মডেল থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল, কামরুল শেখ ও রাসেল নামের তিন যুবককে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিট পুলিশিং ও ৯৯৯-এর কার্যক্রমকে গতিশীল করতে পুলিশকে টহল গাড়ি উপহার দিলেন এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন থানা পুলিশের ‘বিট পুলিশিং ও জরুরি সেবা ৯৯৯’-এর কার্যক্রমকে গতিশীল করতে উপহার হিসেবে টহল গাড়ির চাবি হস্তান্তর করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার দুপুরে লালমোহন থানা প্রাঙ্গনে ব্যক্তিগত অর্থায়নে এ টহল গাড়ির চাবি হস্তান্তর করেন তিনি।
এসময় সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে সর্বদা কাজ করে যাচ্ছে। পুলিশের অক্লান্ত পরিশ্রমে সর্বত্র আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরও অনেকে।

ভোলার দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ

মোকাম্মেল হক মিলন, ভোলা থেকে।।
ভোলার দৌলতখান উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে  স্বামী মোঃ তছির এর বিরুদ্ধে।  দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় প্রতিনিয়ত মারধর করা হতো এমনটাই অভিযোগ ২ সন্তানের জননী ভুক্তভোগী নাছরিন বেগম (২৪) ও তার পরিবারের।
নির্যাতনের ধারাবাহিকতায় শুক্রবার (৪ ফেব্রুয়ারী) উপজেলার মদনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাফর কলনী এলাকায় শ্বশুড় বাড়িতে যৌতুকের দাবিতে গৃহবধূ নাছরিনকে মারধর ও নির্যাতন করে তার স্বামী মোঃ তছির (২৭) ও তার পরিবারের লোকজন। নির্যাতনের শিকার গৃহবধূ নাছরিন বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত গৃহবধু নাছরিন বলেন, আমাদের বিয়ে হয় বিগত ৮ বছর আগে, বিয়ের পর থেকেই আমার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়। তার চাপের কারনে আমি আমার বাবা থেকে অনেক বার টাকা, গরু, ছাগল আইনা দিছি । তারপর আবার ও আমাকে মারধর করে, মারধর সহয্য করতে না পেরে সর্বশেষ গত বছর ১ লক্ষ টাকা আইনা দেই। সেই টাকা দিয়ে দোকানে মাল উঠায়, দোকানের মাল শেষ হয়ে গেলে আবার ও টাকা আনার জন্য চাপ দেয়। আমার বাবার অবস্থা ভালো না তাই টাকা দিতে পারি নি। তাই পোলার উছিলা দিয়ে শুক্রবার  বিকালে আমাকে বেধর মার মারছে।
আহত নাছরিন এর বাবা হারুন বলেন, মেয়ের বিয়ের পর থেকে জামাই তছির যৌতুকের জন্য মেয়ের উপর নির্যাতন চালায়। মেয়ের সুখের কথা চিন্তা করে আমি ৮৫ হাজার টাকার গহনা দেই, এর পর ৭০ হাজার টাকার একটা গরু কিনে দেই। তারপর ও মেয়ের উপর নির্যাতন চলতে থাকে, গত বছর আমি ১ লক্ষ টাকা দেই, তারপর ও গত কাল টাকার জন্য মেয়ে টার উপর অমানবিক নির্যাতন চালায়।
মদনপুর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক মেম্বার জানান, এর আগে এ ঘটনার জন্য কয়েকবার গ্রাম্য শালিশ করেছি, কিন্তু কয়েকদিন পর পর এই ঘটনা ঘটে। গত কাল বিকালে আবার ও মেয়ে টা কে মারধর করে, মেয়েটা এখনো হাসপাতালে ভর্তি আছে। মেয়েটা সুস্থ হলে আমরা এর একটি সুষ্ঠ বিচার করে দিবো।
এ বিষয় নিয়ে অভিযুক্ত স্বামী তছির এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠো ফোন টি বন্ধ পাওয়া যায়। ফোন বন্ধ থাকার কারনে তার বক্তব্য জানা সম্ভব হয় নি।
উক্ত ঘটনায় দৌলতখান থানায় মামলা প্রক্রিয়াধীন

লালমোহনে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই, আগুন দেখে স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশ্মির বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কিটনাশকের দোকানসহ ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অন্তত ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও আগুনের লেলিহান শিখা দেখে স্ট্রোক করে মোসলেহ উদ্দিন মীরু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
অন্যদিকে, বিকালে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ত্রাণ সামগ্রী ও কম্বল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. তানভির আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহনে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেকে পিটিয়ে হত্যা, আহত-৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনের মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আজগর আলী (২৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় আরও ৫ জেলে। মঙ্গলবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮নং চরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোরশেদের ছেলে।
জানা যায়, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা নদীতে মাছ ধরতে যায়। মঙ্গলবার বিকালের দিকে ওই জেলেরা তাদের ফেলে রাখা জাল তুলতে থাকে। এসময় লালমোহনের বাত্তির খাল এলাকার নয়ন মাঝির নৌকা থেকে ৭-৮ জন মিলে ওই জালের ওপর জাল ফেলতে থাকে। এর প্রতিবাদ করলে নয়ন মাঝির নৌকার জেলেরা ক্ষিপ্ত হয়ে মতিন মাঝির মাছ ধরা নৌকাতে থাকা জেলেদের ওপর হামলা করে। হামলায় আজগীর আলী গুরুতর আহত হয়। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়াও এসময় আহত হয় মতিন মাঝি, কামাল, রাসেল, জহুর ও ছলেমানসহ ৫ জন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।

রাইস ট্রান্সপ্লান্টে ধানের চারা রোপণ করেন জেলা প্রশাসক 

ভোলা প্রতিনিধি।। 
ভোলায় অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী।
সোমবার(২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট কার্যক্রম অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজেই ধানের চারা রোপণ করেন।
এ সময় বরিশাল বিভাগীয় কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি উপপরিচালক হাসান ওয়ারিসুল করিম, ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক কবির প্রমূখ।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ভোলা জেলায় এই প্রথম ধানের চারা রোপণে রাইস ট্রান্সপ্লান্ট অর্থাৎ যন্ত্রের মাধ্যমে চারা রোপণ শুরু হয়েছে। ধনিয়া ইউনিয়নের তুলাতলি গ্রামের ১১০ জন কৃষক একত্রিত হয়ে সমবায় ভিত্তিতে সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো (হাইব্রিড দুর্বার) ধানের আবাদ করার উদ্যোগ নিয়েছেন। প্রথম পর্যায়ে কৃষকদের কোন খরচ লাগছেনা। ধানবীজসহ সকল খরচ কৃষি বিভাগ বহন করছে। কৃষি বিভাগের সার্বিক সহায়তায় কৃষকরা এই নতুন পদ্ধতিতে ধান চাষ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
আর উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন চন্দ্র দে জানান, এই পদ্ধতিতে কৃষকের খরচ প্রায় অর্ধেক হবে। সনাতন পদ্ধতিতে যেখানে একর প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয় সেখানে এই পদ্ধতিতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হবে।

লালমোহনে সাংবাদিক শাহিন আলম মাকসুদ এর মায়ের মৃত্যুতে এমপি শাওনের শোক প্রকাশ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক,রিপটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার তজুমুদ্দিন প্রতিনিধি  সাংবাদিক শাহিন আলম মাকসুদের মমতাময়ী মা সাফিয়া খাতুন (৮৩)শনিবার ভোর ৫টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। সাফিয়া খাতুন গত প্রায় ২৫ দিন পূর্বে লালমোহনে বাসায় ব্রেইন স্ট্রোক করেন এবং লালমোহন থেকে সাথে সাথে তাকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দিন বাধ্যক্যজনিত এবং ব্রেইন স্ট্রোক রোগে ভোগে মৃত্যুবরণ করেন তিনি।এদিকে সাংবাদিক শাহিন আলম মাকসুদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, লালমোহন প্রেসক্লাব, লালমোহন সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন মহলের। এমপি শাওন  এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং এই মহিয়সী নারীকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন।
মরহুমার জানাযা শনিবার বিকালে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ভাগন হাওলাদার বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উক্ত জানাযায় মরহুমের আত্নীয়স্বজন, লালমোহনের বিভিন্ন নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জাতির পিতার স্বপ্নকে বাস্তবয়েনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা শেখ হাসিনা – এমপি শাওন 

এনামুল হক রিংকু লালমোহন প্রতিনিধি :
জাতির পিতার স্বপ্নকে বাস্তবয়েনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই বিশ্বের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্রের উত্থান ঘটেছে।
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।
লালমোহন ও তজুমদ্দিনের নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যে আরো ১ হাজার ৯শ ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বারবার দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। লালমোহন মুক্তিযোদ্ধা এভিনিউতে মঙ্গলবার সকাল ১১  ঘটিকায়  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের  আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এসময়  তিনি আর বলেন,
  কারাগার হতে মুক্তি পেয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারী যখন দেশে ফেরেন, সারা পৃথিবীর মানুষ এই সময়টির জন্য অপেক্ষা করছিলো। করাচির কারাগারে বন্দি থাকা কালীন বঙ্গবন্ধুকে বারবার হত্যা করতে চেয়েছিলো পাকিস্তানের সামরিক সরকার। বঙ্গবন্ধু দেশে ফেরার মধ্যে দিয়েই বাঙ্গালী জাতীর স্বাধীনতার পূর্ণতা আসে। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরবর্তী সময়ে দেশকে মেধা শূন্য করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। পর্দার অন্তরালে থেকে মেজর জিয়া ব্যানট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশী দুতাবাসে চাকুরী দিয়ে জাতীকে কলঙ্কিত করেছে। জাতির পিতার স্বপ্নকে বাস্তবয়েনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরপর তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার কারনে বিশ্বে এখন আমাদের দেশ উন্নয়নের রোল মডেল।
 এসময় উপস্থিত অনাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালেক, দিদারুল ইসলাম অরুন, এডভোকেট তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালূকদার,, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল, জাতীয় শ্রমিক লীগ সভাপতি জাকির পাঞ্চায়েত সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

ভোলায় মাছবাহী ট্রাক থেকে ৪০০ কেজি জাটকা জব্দ

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জাটকা পরিবহনের সময় একটি মাছবাহী ট্রাক থেকে ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

সোমবার (০৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ভোলার সদরের খেয়াঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থেকে বরিশালগামী একটি মাছের ট্রাকে খেয়াঘাট এলাকায় তল্লাশি করে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের উপস্থিতিতে এতিমখানা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।