লালমোহনে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেকে পিটিয়ে হত্যা, আহত-৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনের মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আজগর আলী (২৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় আরও ৫ জেলে। মঙ্গলবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮নং চরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোরশেদের ছেলে।
জানা যায়, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা নদীতে মাছ ধরতে যায়। মঙ্গলবার বিকালের দিকে ওই জেলেরা তাদের ফেলে রাখা জাল তুলতে থাকে। এসময় লালমোহনের বাত্তির খাল এলাকার নয়ন মাঝির নৌকা থেকে ৭-৮ জন মিলে ওই জালের ওপর জাল ফেলতে থাকে। এর প্রতিবাদ করলে নয়ন মাঝির নৌকার জেলেরা ক্ষিপ্ত হয়ে মতিন মাঝির মাছ ধরা নৌকাতে থাকা জেলেদের ওপর হামলা করে। হামলায় আজগীর আলী গুরুতর আহত হয়। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়াও এসময় আহত হয় মতিন মাঝি, কামাল, রাসেল, জহুর ও ছলেমানসহ ৫ জন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *